নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

ভিন্নধর্মী হালুয়া: যা খেতে একদম চকলেটের মত

০২ রা জুন, ২০১৫ সকাল ১০:২৭

উৎসর্গঃ শ্রদ্ধেয় ব্লগার বন্ধু প্রামানিক ভাইকে (যিনি শবে বরাতের রেসিপি চেয়েছেন ) :)



শবে বরাতে হরেক রকমের বরফি ও লাড্ডু অনেকেই তৈরি করে থাকেন। বিশেষ করে নারিকেল দিয়ে। আজ আমরা শিখে নেব এই নারিকেল দিয়েই আরও একটি অত্যন্ত মজাদার লাড্ডুর রেসিপি। নামে লাড্ডু হলেও এটি খেতে একদম চকলেটের মত। আপনি চাইলে চকলেট হিসাবেও পরিবেশন করতে পারবেন অনায়াসে। চলুন, জেনে নিই একটি অসাধারণ রেসিপি “হোয়াইট চকলেট কোকোনাট লাড্ডু।"

উপকরণঃ

-নেসলে মিল্ক বার হোয়াইট চকলেট ২ টি( যে কোনও সুপার শপে পাবেন)
-কনডেন্সড মিল্ক অর্ধেক কাপ
-চিনি ১ টেবিল চামচ
-নারিকেল কোরানো ২ কাপ
-শুকনো নারিকেল অর্ধেক কাপ (এটা প্যাকেট আকারে সুপার শপে পাবেন)

যে ভাবে করবেনঃ

-চুলায় হাল্কা আঁচে নন স্টিক পাত্রে কনডেন্সড মিল্ক দিন। একটু পর এর মধ্যে নেসলে মিল্ক বার হোয়াইট চকলেট ২ টি ভেঙ্গে দিয়ে দিন। চিনি দিন, হাল্কা ভাবে নাড়তে থাকুন। এরপর কোরানো নারিকেলটা দিন।
-এবার অল্প আঁচে হালকা হাতে নাড়ুন ,মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
-ঠাণ্ডা হলে লাড্ডুর মত গোল গোল সাইজ করে নিন।
-এবার শুকনো নারিকেলে গড়িয়ে নিন।
-মনের মত করে সাজিয়ে পরিবেশন করুন।
*****************************************************

কনডেন্সড মিল্ক ও টক দই দিয়ে তৈরী করে ফেলুন অত্যন্ত মজার এক হালুয়া মাত্র ৬ মিনিটে



কনডেন্সড মিল্ক ও টক দই দিয়ে হালুয়া? হ্যাঁ, কেবল এই দু'টি উপাদান দিয়েই তৈরি করতে পারবেন অত্যন্ত মজার একটা হালুয়া। দারুণ এই হালুয়াটি মাইক্রোওয়েভে করতে লাগবে মাত্র ৬ মিনিট। আর চুলায় করতে চাইলে মাত্র ১৫ মিনিটেই পরিবেশন করতে পারবেন। এতে আরও থাকছে বাদাম ও কিসমিসের সুস্বাদ। বড়রা তো বটেই, বাচ্চারাও শখ করে খাবে আর আপনার হাতের জাদুর তারিফ করবে সবাই। চলুন, জেনে নিই রেসিপি।
উপাদানঃ
ঃ কনডেন্সড মিল্ক ১ টিন
ঃ টক দই ৩ টেবিল চামচ
ঃ ঘি ১ চা চামচ
প্রনালিঃ

-ঘি ,টক দই, কনডেন্সড মিল্ক এক সাথে মিশিয়ে একটি ওভেন প্রুফ বড় বাটিতে দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে হাই পাওয়ার এ দিয়ে ৩ মিনিট রাখুন । বড় বাটি ব্যাবহার করতে হবে, না হলে মিশ্রনটি ছলকে বাইরে চলে আসবে।
-এরপর বাটিটা বের করে একবার নেড়ে নিয়ে আবার ওভেনে হাই পাওয়ারে দিয়ে ৩ মিনিট রাখুন।
-এবার বাটিটা বের করে দেখবেন হালুয়া ঘন হয়ে মাখা মাখা হয়ে এসেছে। এবার এটা ঠাণ্ডা হতে দিন।
-যারা চুলায় করতে চান সবকিছু মিশিয়ে নন স্টিক পাত্রে দিয়ে অল্প আঁচে ১৫ মিনিট রাখবেন, মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেবেন।
-হালুয়া হয়ে গেলে মনের মত বাদাম, কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন খুবই সুস্বাদু টক দই আর কনডেন্সড মিল্ক হালুয়া।
***************************************************************
-----সূত্র: প্রিয় লাইফ

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৫ সকাল ১০:৫৭

সুমন কর বলেছেন: দাওয়াত কই !!!

০২ রা জুন, ২০১৫ দুপুর ২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: শবে বরাত, ঈদ, এসব ধর্মীয় অনুষ্ঠানে দাওয়াতের প্রয়োজন আছ কি!!! সব্বার জন্য দুয়ার খোলা!!!!!!:)

২| ০২ রা জুন, ২০১৫ সকাল ১১:০৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: দাওয়াত পাই বা না পাই প্রামানিক ভাইকে এর উছিলায় তো রেসিপিটা পেলাম।

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:০২

কামরুন নাহার বীথি বলেছেন: বলেছিতো দাওয়াতের প্রয়োজন হবে না!!!!! :)

৩| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:০১

আমি মিন্টু বলেছেন: দাওয়াত দিয়েন খেতে যাবো আপু :)

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: দাওয়াত লাগবে না, চলে আসুন!!

৪| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:১৩

টেকনিসিয়ান বলেছেন: রেসিপিটা ছবি সহ কোন সূত্র থেকে পাইলেন তা লিখলেন না.... ইহা উল্লেখ করা জরুরী নয় কি ?

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: অবশ্যই জরুরী!!! মনে ছিল না যে!! এখন জুড়ে দিয়েছি!!

৫| ০২ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

এস কাজী বলেছেন: আপু, এভাবে খাবারের ছবি আপলোডিয়ে আমাদেরকে খিদা লাগিয়ে দেয়ার কোন মানে হয় :P আগে ব্লগার সায়মা আপু কাজটা করতেন। খাবারের সফট কপি দিলে হবেনা। মেইন কপি চাই। হাহাহাহ

০৩ রা জুন, ২০১৫ সকাল ১১:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: তাইতো, ক্ষুধা লাগানোর অপরাধে অপরাধী আমি!! :)
শাস্তি পাওয়া দরকার? অপরাধ যখন করেছিই, শাস্তিও মাথা পেতে নেব!!
কেন যেন মাঝে মাঝেই এই অপরাধ করার অভ্যেস হয়ে গেছে আমার !
জানিনা কি কপালে আছে!!
তবে খাবারের মেইন কপি আমি দিতে যাব না, এসে নিয়ে যাবেন!!
অনেক অনেক শুভেচ্ছা!! ব্লগার সায়মা আপুকেও!!

৬| ০২ রা জুন, ২০১৫ রাত ১১:২৭

প্রামানিক বলেছেন: দারুণ একটা রেসিপি দিয়েছেন নাহার আপা। অত্যান্ত খুশি হলাম। শুভেচ্ছা রইল।

০৩ রা জুন, ২০১৫ সকাল ১১:২১

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি চাইলেন বলেইনা দিলাম!! কিন্তু সবাই যেভাবে ধরেছে আমাকে ------- :)

৭| ০৩ রা জুন, ২০১৫ রাত ১২:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার তো চকলেট আর কন্ডেন্সড মিল্ক খালি খাইতে বেশি ভাল্লাগে। :P

রেসিপি পড়ে মনে হইতেছে দারুন হবে। :)

০৩ রা জুন, ২০১৫ সকাল ১১:২২

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? ছেলেমানুষি যায়নি এখোনো!! :)

৮| ০৩ রা জুন, ২০১৫ সকাল ১০:৫৪

বর্ণিল হিমু বলেছেন: উমমম..... দারুণ মজার খাবার..... :)

০৩ রা জুন, ২০১৫ সকাল ১১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম!! দারুন মজার ----------

৯| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:১২

বর্ণিল হিমু বলেছেন: আপনি কি নিজেও বানিয়েছেন রেসিপি টা........

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: আমি এখোনো বানাই নাই!
বানাব বলেই সহজ রেসিপি খুঁজে বের করেছি!!

১০| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

জামাল হোসেন (সেলিম) বলেছেন: রান্নাটাকে বরাবরই বড় ভয় আমার। রেসিপি দিয়ে কি করবো? ওসব রেসিপি টেসিপি তে নেই আমি। রান্না করে খবর দিবেন। গপাগপ গিয়ে শুধু খেয়ে আসবো। :D

০৩ রা জুন, ২০১৫ রাত ৯:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: ফাঁকিবাজ, দরজা খোলাই আছে। সোজা চলে আসুন !!! :)

১১| ০৩ রা জুন, ২০১৫ রাত ৮:২০

আজাদ মোল্লা বলেছেন: চকলেট আমার খুব ভালো লাগে আপু । আর রান্নার কথা যদি বলি অনেক ভয়ংকর কাজ । কারণ হলো প্রতি দিন রান্না করতে হয় । দুবাই তো এমন হয় আপু । ভালো থাকবেন আপু ।

০৩ রা জুন, ২০১৫ রাত ৯:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: দুবাইতে রান্না করা খুব বেশী কঠিন নয়।
হাতের কাছে সবই সাজানো থাকে, শুধু চাওয়া বা কিনতে যাওয়াটাই বাকি।
দূরদেশে ভাল থাকবেন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.