নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

☪☪☪☪ পবিত্র মাহে রমজানের স্পেশাল ইফতার আইটেম ☪☪☪☪

১৮ ই জুন, ২০১৫ সকাল ৯:৪৩



¤¤¤ ঝটপট মজাদার রেস্টুরেন্টের স্বাদের নাস্তা ‘চিকেন বাইটস’ ¤¤¤

উপরকরনঃ

- দেড় কাপ হাড় ছাড়া মুরগীর মাংস সেদ্ধ
- ১/৪ কাপ চিলি সস
- ১ চা চামচ লেবুর রস
- আধা চা চামচ মরিচ গুঁড়ো
- আধা চা চামচ আদা-রসুন বাটা
- ২ টেবিল চামচ ক্রিম চীজ
- আধা কাপ চীজ গ্রেট করে নেয়া
- ৭-৮ টি কাঁচা মরিচ কুচি
- আধা কাপ ময়দা
- ২ টি ডিম (ফেটিয়ে নেয়া)
- ২ কাপ কর্ণফ্লেক্স গুঁড়ো
- লবণ স্বাদমতো
- তেল ভাজার জন্য

প্রণালীঃ

- সেদ্ধ মুরগীর মাংস কাঁটা চামচ দিয়ে আঁশ আঁশ ছাড়িয়ে নিন। এরপর এতে, চিলি সস, লেবুর রস, মরিচ গুঁড়ো, আদা-রসুন বাটা, ক্রিম চীজ, চীজ, কাঁচা মরিচ কুচি ও ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
- এরপর এতে দিন ময়দা। প্রয়োজন মতো ময়দা দিয়ে গোল গোল করে ডুবো তেলে ভাজা যায় এমন করে ময়দার ডোয়ের মতো শক্ত নয় নরম নয় এমন করে তৈরি করুন।
- এরপর এটি কর্ণফ্লেক্সের গুঁড়োতে গড়িয়ে ডুবো তেলে ভাজুন। লালচে করে ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে তুলে রাখুন।
- বাড়তি তেল শুষে গেলে সসের সাথে পরিবেশন করুন মজাদার ‘চিকেন বাইটস’

★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★



¤¤¤ শাহী ছোলা ভুনা ¤¤¤

উপকরণঃ

- ছোলা ২ কাপ,
- আলু ১ টা কিউব করে কাটা ,
- পেঁয়াজ কুচি ১/৪ কাপ ,
- আদা বাটা ১ চা চামচ,
- রসুন বাটা আধা চা চামচ,
- জিরা বাটা আধা চা চামচ,
- ধনে বাটা ১ চা চামচ,
- হলুদ গুঁড়া আধা চা চামচ,
- মরিচ গুঁড়া ১ চা চামচ,
- কাঁচামরিচ ৫-৬টি,
- লবণ পরিমাণমতো,
- তেল ৩ টেবিল চামচ,
- তেজপাতা ২টি,
- দারচিনি ২ টুকরা,
- এলাচ ২টি,
- আস্ত জিরা সামান্য।

প্রণালীঃ

- ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে
সেদ্ধ করতে হবে।
- তেল গরম করে আস্ত জিরা দিয়ে পেঁয়াজ কুচি বাদামী করে ভাজতে হবে। এরপর আলু এবং সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে ছোলা দিয়ে ভুনতে হবে।
- পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে
অল্প পানি দিয়ে রান্না করতে হবে।
- ছোলার ওপর তেল এলে চুলার আঁচ কমাতে হবে। এর পর কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।

----------------------- তথ্যসূত্রঃ প্রিয়.কম।

★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১০:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: রমজান মাস মানেই নিত্যনতুন খাবার আইটেম সম্পর্কে জানা আর তা প্রয়োগ করে ভুরীভোজ করা।

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: তাই কি!!! আসলে সারাদিন রোজা রাখার পরে ইফতারিটা উপহারের একটা অংশ মাত্র!!

২| ১৮ ই জুন, ২০১৫ রাত ১১:৪৩

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১০

কামরুন নাহার বীথি বলেছেন: :) ধন্যবাদ!!

৩| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

প্রামানিক বলেছেন: চমৎকার রেসিপি। ধন্যবাদ কামরুন্নাহার আপা।

১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার হলেও ভাজাভুজি ইফতারে বাদ দিতে হবে!
শুভেচ্ছা প্রামানিক ভাই!

৪| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

মায়াবী রূপকথা বলেছেন: রোজায় কেন জানি খাবারের ব্যাপারে সংযমের বাধ ভেঙ্গে যায়। দেখতে ভালো লাগছিলো, পড়তেও

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০২

কামরুন নাহার বীথি বলেছেন: আমার হয় ঠিক উল্টোটা! খেতে একদমই ভাল লাগে না!
চমৎকার কাটুক আপনার এই পবিত্র মাস!!!

৫| ২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আপা বিড়াল ঘুর ঘুর করছে! দরজা খোলা আছে না বন্ধ? :)

২১ শে জুন, ২০১৫ রাত ১২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: দুই পা ওয়ালা বিড়ালের জন্য দরজা খোলা আছে আর থাকবেও :)
আর কিছু বলবেন :D. :D. :D

৬| ২১ শে জুন, ২০১৫ সকাল ৯:৫৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন: নাহ! আর কি বলার থাকতে পারে? শেষে আমাকেই বিড়াল বানিয়ে দিলেন! :(
আমার পেট ভরে গেছে!

২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার জন্য যে সব সময় দরজা খোলা, তা' তেও খুশি হন নাই?!

৭| ২১ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৭

জামাল হোসেন (সেলিম) বলেছেন: হ্যাঁ, হলাম! না হয়ে আর কি করা! শত হলেও খাবারের দাওয়াত। তবে বিলাই কিন্তু উপরেরটা পছন্দ করে নীচেরটা না। :P

২১ শে জুন, ২০১৫ রাত ৮:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: তাই??? চিকেন বাইটস’থেকে মুচমুচে চিকেন ফ্রাই-তে আমি ওস্তাদ!! চলবে?? :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.