নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

ভারতকে হতবিহ্বল করে দিয়েছে বাংলাদেশ

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৫



অভিষেকে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ভারতকে ৭৯ রানে হারাল বাংলাদেশ। বলা হচ্ছে, এ জয়ের ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে উঠে গেল মাশরাফি-সাকিবরা। মিরপুরে এ পরাজয়ের পর ভারতের অনলাইন সংবাদমাধ্যমে প্রশংসাই করা হয়েছে বাংলাদেশের। বলা হয়েছে অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হতবিহ্বল করে দিয়েছে মাশরাফিরা।

মিরপুরে খেলা শেষে ভারতের টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে বলেছে, ‘অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে হতবিহ্বল করে দিয়ে ৭৯ রানে জিতেছে বাংলাদেশ।’ দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, ‘ভারতকে সম্পূর্ণরূপে পরাজিত করেছে বাংলাদেশ। ৭৯ রানের পরাজয়ের পর ভারত ছত্রভঙ্গ।’ অভিষিক্ত মোস্তফিজের ৫ উইকেটে ভারতকে বিমূঢ় করে দিয়ে ৭৯ রানে জয় ঘরে তুলেছে বাংলাদেশ। এই শিরোনাম করেছে এনডিটিভি। জি-নিউজ বলেছে, বাংলাদেশের কাছে ৭৯ রানে ভারতের পরাজয়।

তবে পশ্চিমবঙ্গের বাংলা পত্রিকাগুলো বাংলাদেশ ও ভারতের প্রথম ওয়ানডের নিউজ করলেও খেলা শেষে কোনো আপডেট খবর দেয়নি।
বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশের ছোড়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করকে নেমে ২২৮ রানে সব উইকেট হারায় ভারত। মোস্তাফিজুর ৫ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান ২টি করে এবং মাশরাফি একটি উইকেট নিয়েছেন। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাশরাফি বাহিনী। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

এদিকে বাংলাদেশের ক্রিকেটে ১৮ জুন এক কালজয়ী দিন। আজ থেকে ১০ বছর আগে এই দিনে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ দল। আজ যেমন মিরপুর ওই দিন কার্ডিফে। মোহাম্মদ আশরাফুলের ব্যাটে ওই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা।

-----------------তথ্যসূত্র ঃপ্রথম আলো














গতকালের খেলার পরে ক্রিকেট রংগ ঃ-








★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

প্রামানিক বলেছেন: দারুণ ছবি এবং লেখা। ধন্যবাদ কামরুন্নাহার আপা।

১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!

২| ১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

মায়াবী রূপকথা বলেছেন: এভাবে টানা হারলে থাকলে আর হতবিহবল হতে হবেনা, অভস্ত্য হয়ে যাবে। :P

১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই :) :) :)

৩| ১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপু আসল নিউজটা বুঝি আপনি জানেন না। আনন্দবাজার পত্রিকায় লেখাঃ "আসলে এটাই এখন বাংলাদেশ। যারা আর ক্রিকেটীয় হীনমন্যতায় না ভুগে নিয়মিত তুলে আনছে পরের পর প্রতিভা। কেউ বিকেএসপি থেকে উঠে আসছেন। যাকে বাংলাদেশ ক্রিকেটের আতুঁড়ঘর বলা হয়। কেউ বা আসছেন স্কুল ক্রিকেট থেকে। নামগুলো কখনও সৌম্য সরকার। কখনও তাসকিন আহমেদ। আজকের পর বাংলাদেশের পক্ষে সিরিজটা ১-০ হয়ে গেল। অঘটন বললে যে গৌরবকে অপমান করা হবে। ভারতের বিরুদ্ধে প্রথম তিনশো, প্রথম উইকেটে প্রথম বারের জন্য একশো রানের পার্টনারশিপ করে দেওয়া, কোনটা বাকি থাকল। ভারত শেষ পর্যন্ত সিরিজ জিতবে কি না সময় বলবে। কিন্তু এমএসডি একটা ব্যাপার বুঝে মাঠ ছাড়লেন। এটা আর অতীতের বাংলা নয়। অন্য বাংলা। নতুন বাংলা।
শের-ই-বাংলা!
"

- রাজর্ষি গঙ্গোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা, কলকাতা।

http://www.anandabazar.com/khela/bangladesh-takes-world-cup-revenge-against-india-1.162417#

বুঝেন অবস্থা :)

১৯ শে জুন, ২০১৫ রাত ৮:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আমি এটা পড়িনি। যাক,আমাদের ওরা সম্মান করতে শিখুক।
যার যতটুকু পাওনা তাকে তা' দিতেই হবে।
কিন্তু এতদিন ওরা শুধু আমাদের অবহেলাই নয়, অসম্মান করে গেছে!!
এই খেলাটা আমাদের চুড়ান্ত জবাব!!
আর আশা করছি আমাদের ছেলেরা বাংলাদেশকে জয় এনে দেবে!!

অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!!

৪| ২০ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আশা করছি পরের খেলাতেও ওরা টাইগারের থাবায় নাস্তানাবুদ হবে একই ভাবে।

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:২২

কামরুন নাহার বীথি বলেছেন: সেই আশাতেই আছি আমরা!!

৫| ২০ শে জুন, ২০১৫ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


খেলাই এখন গৌরবের বিষয়?

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই!! ধন্যবাদ।

৬| ২০ শে জুন, ২০১৫ রাত ৮:৫৮

মাসূদ রানা বলেছেন: ভালো লাগলো ছবিগুলো :)

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!

৭| ২০ শে জুন, ২০১৫ রাত ৯:১২

মুদ্‌দাকির বলেছেন:
ভালো লাগল :)

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: শুভকামনা!!

৮| ২১ শে জুন, ২০১৫ সকাল ১০:২৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আরো অনেকগুলো ১৮ জুন চাই , ১৮ জুন হোক একটি অভ্যাসের নাম।

২১ শে জুন, ২০১৫ সকাল ১১:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, ধন্যবাদ আপনাকে!!

৯| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ধন্যবাদ কামরুন্নাহার, আপনার লেখার চাইতেও বেশী প্রিয় এই ছবি গুলো, সত্যই আনন্দ পেলাম, কিন্তু এর বিশেষ অর্থ আছে, সবাই হয় তো তার মানে খুজে পাবে না। তবে আমি একটা ব্যাপার খুব পরিষ্কার বুঝতে পারলাম। ভারত ক্রিকেটের অহাংকারের পতনে আমি গর্বিত হলাম। আমার সন্তানরা আজ ঠিকই প্রমান করেছে, তারা ঠিকই পারে।

২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, ভারত ক্রিকেটের অহাংকারের পতনে আমরা গর্বিত। আমার সন্তানরা আজ ঠিকই প্রমান করেছে, তারা ভারতকেও হারাতে পারে পারে, ভারতে তাচ্ছিল্যের জবাব দিতে পারে।

অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এতদিন পরেও প্রিয় বিষয়ের লেখাটি পড়েছেন।
হ্যা, ছবিগুলো আমাদের অত্যন্ত প্রিয় বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.