নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

Cockington Green Gardens, Canberra – এক দিনেই বিশ্ব ভ্রমণ!!!

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮



Cockington Green Gardens, Canberra – এক দিনেই বিশ্ব ভ্রমণ!!!

Cockington Green Gardens, মিনিয়েচার পার্ক নামেও পরিচিত।
মিনিয়েচার পার্ক, ক্যানবেরা সিটি থেকে ১৫ কিঃমিঃউত্তরে অবস্থিত। এখানেই সবকিছুই মিনি বা ছোট ভার্শন। এমনকি গাছগুলোও। সারা বিশ্বের প্রায় সব দেশেরই বিখ্যাত স্থাপনা, যা সেই দেশকে বিশ্বে পরিচিতি দিয়েছে, এমন সব ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষিত আছে এখানে। দিল্লীর লালকেল্লা, ব্রিটিশ Lynton and Lynmouth Cliff Railway,
স্পেন-এর windmills, আর্জেন্টিনার রঙ-বেরঙের দালান কোঠা, ইন্দোনেশিয়ার Borobudur মন্দীর, ইউক্রেনের ঐতিহ্যবাহী পাঁচ গম্বুজ বিশিষ্ট গীর্জা, এমনি আরো অনেক ঐতিহ্যবাহী স্থাপনা। ওখানকার বাঙালিদের কাছে থেকে জানলাম, বাংলাদেশের জন্যও জায়গা নির্ধারন করা আছে, তাদের ঐতিহ্যবাহী যে কোন স্থাপনা সেখানে স্থাপন করার জন্য। কিন্ত অস্ট্রেলিয়ায় নিযুক্ত, বাংলাদেশী কর্তৃপক্ষের কোন কর্তা ব্যক্তিরই সেদিকে নজর দেবার সময় নেই। মিনিয়েচার পার্কের ছোট্ট মিউজিয়ামে (Doll House) দেখতে পেলাম বাংলাদেশীদের পোশাক হিসেবে প্রদর্শিত , পায়জামা-পাঞ্জাবী পড়া একটি পুতুল।

২০০৮ এবং ২০১২ সালে অস্ট্রেলিয়া দেখার সুযোগ হয়েছিল আমার। ২০১২ সালে ক্যানবেরা-র মিনিয়েচার পার্কে শীতকালের একটি বিকেল কাটিয়েছিলাম। সেদিন ঠান্ডা এতটাই প্রকট ছিল যে, পুরোটা না দেখেই আমাদের ফিরে আসতে হয়েছিল। ভেবেছিলাম পরে আবার ঠান্ডাপ্রুফ মোটাসোটা কাপড়-চোপড় পড়ে আবারো আসব। কিন্তু আর হলো না।তবে বাস্প চালিত ট্রেনে চড়ে সম্পূর্ণ এলাকা ঘুরে দেখেছিলাম। সে বিকেলের ক’টা ছবি আজ পোষ্ট করছি।


১। Palace of Darius- Perspolis, IRAN.


২। Steam Train.


৩। Museum of South Africa.


৪। St.Marks Church ,Zagreb, CROATIA.




৫/৬। জাপানের ইন্টারসিটী ট্রেন


৭।

৮।

৯। Windmills, SPAIN.(ডানপাশে)





১০/১১। মাঝে মাঝে এমন সুন্দর কিছু বাগান


১২ ।

১৩।

১৪।

১৫। আর্জান্টিনার রঙ-বেরঙের দালান-কোঠা


১৬। Leander's Tower, TURKEY.




১৭/১৮। Lynton and Lynmouth Cliff Railway, Great Britain. ১৮৯০ সাল থেকে এখন পর্যন্ত চালু আছে।


১৯। বড় বড় গাছের বনসাই


২০।

২১।

২২।Redfort,Delhi - INDIA


২৩। Aztec Temple, MEXICO (পেছনে)


২৪। A castle of Bojnice, SLOVAKIA.


২৫। The Tresury at petra - JORDAN


২৬।

২৭।

২৮।

২৯।

৩০। Borobudur Temple, Indonesia (পেছনে),ইউক্রেনের ঐতিহ্যবাহী পাচ গম্বুজ বিশিষ্ট সেন্ট Andrij church. (সামনে)


International Area (গুগোল থেকে নেয়া)


Cockington Green's Steam Train (গুগোল থেকে নেয়া)


*** আমি অনেক ছবির বর্ণনা দিতে পারিনি। আশা করছি আপনারা জানলে, তা’ মন্তব্যে লিখবেন। (তাই ছবির সংখ্যা উল্লেখ করলাম)

***********************************************************************************

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০১

প্রামানিক বলেছেন: যাক, অবশেষে ফাঁকিবাজী রান্নার পরে পোষ্ট পাওয়া গেল। চমৎকার ছবি। ধন্যবাদ নাহার আপা।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১১

কামরুন নাহার বীথি বলেছেন: ব্যস্ততার জন্য অনেকদিন লেখা হয়ে উঠছিল না। এদিকে আপনার তাড়া মনে পড়ছিল।
তাই ভর দুপুরেই কম্পিউটার নিয়ে বসেছি। :)

লেখাটি প্রথম পাতায় প্রকাশ হলো না :(

২| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার পোস্ট পেলাম এবং পুরো বিশ্ব দেখলাম। !:#P

প্লাস।

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা !!!
আসলে ঈদ আর ঈদ পূনর্মিলন নিয়েই ব্যস্ত ছিলাম।
ঈদের পরে দেশের বাড়ীও গিয়েছিলাম মা কে দেখতে।

৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

প্রামানিক বলেছেন: নাহার আপা সামুতে সমস্যা আছে সব ছবি একবারে দিতে গেলে ততক্ষণে পরের পাতায় চলে যায়। ক্যাপশগুলো আগে লিখে নিবেন। প্রথমে দুই তিনটি ছবি দিয়েই পোষ্ট দিবেন পরে বাকী ছবিগুলি এডিটে গিয়ে তাড়াতাড়ি দিবেন। তাহলে ছবি পোষ্ট করার পর পরই প্রথম পাতায় ছবি দেখতে পাবেন। সব ছবি লোড করে পোষ্ট দিলে ততক্ষণে অনেক লেখার পিছনে পরে যায় এবং অপর পাতায় চলে যায়।

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: "সামুতে সমস্যা আছে সব ছবি একবারে দিতে গেলে ততক্ষণে পরের পাতায় চলে যায়। "---
আপনার এই কথাটি আমি ঠিক বুঝলাম না!!!
আমার লেখাটি ফাইনালি পোষ্ট করতে যে সময় প্রয়োজন, তা' আমাকে দিতেই হবে!
তার আগেই লেখা পরের পৃষ্টায় কিভাবে যাবে?

আমি যেভাবে ফটোব্লগ পোষ্ট করে আসছি, সেভাবে আজও করেছি!!
ব্লগ বিপর্যয়ের পরে এমনটা হয়েছিল, তখন কমপ্লেইন করেছিলাম সামুর ফেসবুকে এবং মেইল একাউন্টে!!
এতদিন ঠিকই ছিল। অনেক দিন পরে আজ লিখলাম, আর আজই আমার লেখা প্রথম পাতায় প্রকাশ হলো না!!!!

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: পরে কখন প্রথম পাতায় গেছে আমি আর দেখি নাই!!
আমি আমার পোষ্টের সময় দেখে অনেকক্ষণ খুঁজেছিলাম, তখন না পেয়ে মেইল করেছিলাম।

৪| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

তিথীডোর বলেছেন: খুব সুন্দর!---যেতে ইচ্ছা করছে!

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: আসলেই খুউব সুন্দর!!! শুভেচ্ছা আপনাকে!

৫| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর সব ছবি, আমাদের কর্তৃপক্ষের ঘুম কি ভেঙ্গেছে এতোদিনে?

পোস্টটি দেখে চট্টগ্রামের "স্বাধীনতা পার্ক" তথা "মিনি বাংলাদেশ" এর কথা মনে পড়ল। পোস্টে ভালোলাগা রইল।

ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: আমাদের কর্তৃপক্ষের ঘুম একবার এলে কি আর সে ঘুম ভাঙে!!

আপনার মিনি বাংলাদেশ ঘুরে এলাম, সত্যিই দেখার মত! দর্শনার্থী কেন কমে গেল আমার মাথায় আসে না!
এমন জায়গা দেখতে কার না ভাল লাগে!!
সুযোগ হলে আমি অবশ্যই দেখব!!!
ভাল থাকবেন, শুভকামনা অনন্ত --------

৬| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০০

এস কাজী বলেছেন: ইয়া আল্লাহ এত সুন্দর। আপু, আজকে থেকে টাকা জমানো শুরু করলাম। একবার তো ঘুরে আসতে হবে :P নাহ আজকে রাইতে স্বপ্নেই একবার ঘুরে আসব। আশা করি এরকম আরো ছবি দেখতে পাব।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: দারুন আইডিয়া!!! স্বপ্নেই আগে ঘুরে আসুন!! :)
তারপর পয়সাকড়ি জমা হলে একদিন বিসমিল্লাহ্‌ বলে রওয়ানা হয়ে যান!
তবে যাওয়ার আগে আমাকে একটু আওয়াজ দিয়েন!!
আমার একবার দেখে মন ভরেনি।
আবার দেখতে মুঞ্চায় :)

৭| ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর। তবে আপনি ভেবেছি আপনি নিজে ঘুরেছেন আর তুলেছেন। পরে দেখি গুগল মামার অবদান।

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: :) ছবিগুলো আমিই তুলেছিলাম!!!
শেষ ছবি দু'টো গুগোল মামুর কাছে থেকে ধার নিয়েছি!!
প্রথমটা নিলাম এইজন্য যে, আমি এত এরিয়া নিয়ে ছবি তুলতে পারিনি, স্থাপনা গুলো মানুষের চেয়ে কতটা ছোট সেইটা দেখাতে চেয়েছি।
আর দ্বিতীয়টা নিলাম, আমার ট্রেনে চড়ে বেড়ানোর ছবি ব্লগে পোষ্ট করব না, তাই ট্রেনের ছবি দিলাম!!
আর কোন ছবি গুগোল মামুর ভান্ডার থেকে নিয়েছি, সেটা আমি উল্লেখ করেই দিয়েছি!! :)

অনেক ধন্যবাদ আপনাকে!!

৮| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি পোস্ট ।

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

৯| ১৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০

মো: আশিকুজ্জামান বলেছেন: অনেকদিন পরে পোষ্ট দিলেন। সুন্দর সুন্দর ছবি দেখলাম। ভাললাগল।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০১

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, ঈদের ব্যস্ততা শেষ হবার পরও কিছুদিন রেষ্টে ছিলাম :)
অনেক ধন্যবাদ আপনাকে!!

১০| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫

জুন বলেছেন: অনেকবার গিয়ে শুধু ফাকিবাজি বোম্বে টোস্ট দেখে ফিরে এসেছি । যাক এবার আসা স্বার্থক হলো :)
অপুর্ব ছবি ।
আমি এমন একটি থাইল্যান্ডে দেখেছিলাম আয়ুথিয়ায় । কিন্ত সেগুলো মিনিয়েচার নয় প্রমান সাইজেরই ।
+

১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: :) হ্যা আপু, বোম্বে টোষ্ট -এর পরে আর লেখার সময় হয়ে ওঠেনি!!
ঈদেরছুটিতে মহা ব্যস্ত ছিলাম।
অনেক শুভেচ্ছা আপু,আপনি আমার লেখা খুঁজে পড়েছে!!!

১১| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,




এক দিনেই বিশ্ব ভ্রমণের মিনিয়েচার পার্কেও বাংলাদেশের পায়জামা-পাঞ্জাবী পড়া একটি মাত্র পুতুল ছাড়া আর কিছু নেই, জেনে খারাপ লাগলো ।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত, বাংলাদেশী কর্তৃপক্ষের কোন কর্তা ব্যক্তিরই সেদিকে নাকি নজর দেবার সময় নেই। হায়রে ..... এই অভাগা দেশটার জন্যে বড় দুঃখ হয় !!!!!!!!!

একদিন নয় , কেবল মাউসের ক্লিকে ৫ মিনিটে বিশ্ব ঘুরিয়ে আনার জন্যে ধন্যবাদ ।

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: :) অনেক ধন্যবাদ আমাকে ক্রেডিট দেওয়ার জন্য!!

১২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০০

সাইফুদ্দিন রাজিব বলেছেন: চমৎকার সব ছবি, অনিন্দ্য সুন্দর উপস্থাপনা।

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য!!

১৩| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি। ধন্যবাদ।




ভালো থাকবেন নিরন্তর।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার পুরোনো লেখাগুলো নতুন করে পড়ছেন!!

১৪| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৩

হাসান মাহবুব বলেছেন: বাহ! কী দারুণ একটা আইডিয়া!

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা চমৎকার আইডিয়া !!!
আপনি এতদিন পরে এখানে? ঢুঁ মেরে গেলেন? :) :)
অনেক ধন্যবাদ ভাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.