নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

আমার মল্লিকা বনে

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮



চন্দ্রমল্লিকার ইংরেজি নাম Chrysanthemum, বৈজ্ঞানিক নাম Chrysanthemum indicum। ক্রিস্যানথিমাম শব্দটি গ্রীক থেকে এসেছে। ক্রিসস অর্থ 'সোনা' এবং এনথিমাম অর্থ 'ফুল'।

এটি অতন্ত পরিচিত ফুল। এই ফুলের অনেকগুলো প্রজাতি রয়েছে। বাণিজ্যিকভিত্তিতে যেগুলোর চাষ হয়, সেগুলোকে প্রধানতঃ দুই শ্রেণীতে ভাগ করা হয় – ছোট ও বড়৷

ছোট প্রজাতি - বাসন্তী (জলদি জাত) – উজ্জ্বল হলুদ, মেঘামী (জলদি জাত) – হালকা বেগুনী, উনা (নাবিজাত) – হালকা গোলাপী
বড় প্রজাতি - চন্দমা, স্নোবল, সোনার বাংলা, রোজডে, পুইসা পকেট।

এ গাছ ৫০ থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। বৃহদাকৃতির ফুলগুলো সচরাচর সাদা, হলুদ, মেরুন রঙের হয়।
এটি বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়। বিভিন্ন রংয়ের এই ফুলগুলোর আন্তর্জাতিক বাণিজ্যমূল্য রয়েছে প্রথম সারিতে। অক্টোবরে কুঁড়ি আসে এবং নভেম্বরে ফুল ফোটে৷ গাছে ফুল তাজা থাকে ২০ থেকে ২৫ দিন৷ ফুলদানি সাজানোর জন্য লম্বা ডাঁটাসহ এবং মালা গাঁখার জন্য ডাঁটা ছাড়া ফুল তোলা হয়। অন্যান্য স্থানীয় নামের মধ্যে - চন্দ্রমুখী, chrysanthemum, Gul dawoodi উল্লেখযোগ্য। (তথ্যসূত্রঃ উইকিপিডিয়া)

এ ফুলের গাছ স্থায়ী উদ্ভিদ। একবার লাগালে প্রতি বছর এতে ফুল ফোটে। ফুল ফুটে শেষ হয়ে গেলে , বড় গাছগুলো মরে যেতে থাকে আর এই বড় গাছে শিকড় থেকে ছোট ছোট চারা গাছের জন্ম হয়।

জানা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এ ফুলের নাম দিয়েছিলেন চন্দ্রমল্লিকা!

আমার বাগানের ফুলগুলোর মধ্য বেশ কয়েক প্রকারের চন্দ্র মল্লিকা আছে। সেই সাথে আরো আছে স্নোবল। চলুন ঘুরে আসি আমার মল্লিকা বনে। :D :D








যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে!!!!!!!!!!
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ।।
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
উঠিতেছে ছলোছলি ।।
এখন বনের গান, বন্ধু, হয় নি তো অবসান-
তবু এখনি যাবে কি চলি ।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি ।।

——- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর










মেরুন রঙের








হলুদ রঙের (ছোট)










হলুদ রঙের (বড়)






দারুচিনি রঙের






সাদা রঙের


সাদা রঙের স্নোবল


হালকা বেগুনী রঙের স্নোবল




হলুদ রঙের স্নোবল


★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

মন্তব্য ৭২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: আমি প্রথম হইছি। চা দেন।

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: গত কয়েকটা লেখাতেই আপনি প্রথম মন্তব্য করেছেন।
অবশ্যই চা দেব। :)
জানি না দিতে পারব কী না। আমি এখানে প্রতি মন্তব্যে ছবি দিতে পারি না।
https://38.media.tumblr.com/b9c373824cae3737e32251da57ae9413/tumblr_mppbdbw60Q1rhvt4io1_500.gif

২| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩

মোহামমদ ইকবাল হোসেন বলেছেন: যেতাম যদি মল্লিকাবনে
নয়ন জুড়াতো আপনমনে
পেতাম সুবাস চন্দ্রমল্লিকার । .. খুব সুন্দর আপনার মল্লিকাবন।

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: যেতাম মানে কি !!! আমিতো নিয়েই এলাম আমার মল্লিকা বনে !!! :)
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।

৩| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন:
প্রামানিক ভাই, চা দিতে পারলাম না :(

৪| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

রিকি বলেছেন: আহা প্রাণটা জুড়িয়ে গেল--- এত এত লাইক রইল আপু। ;)

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: এত্ত এত্ত শুভেচ্ছা রইল আপু !!

৫| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

শায়মা বলেছেন: সবচেয়ে সুন্দর সাদা রঙের চন্দ্রমল্লিকা!!!!!!

যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে!!!!!!!!!!
আমার মল্লিকাবনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি ।।
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা
উঠিতেছে ছলোছলি ।।
এখন বনের গান, বন্ধু, হয় নি তো অবসান-
তবু এখনি যাবে কি চলি ।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি ।।

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
এই রবীন্দ্র সঙ্গীতের প্রথম চরণই আমি আমার লেখার নামকরণ করেছি।
বাগান করা, বাগানের ছবি তোলার মত রবীন্দ্র সঙ্গীতও আমার খুব পছন্দের বিষয় !!

৬| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২

শায়মা বলেছেন: https://www.youtube.com/watch?v=yY9oY5ceuCE

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২

কামরুন নাহার বীথি বলেছেন: গানটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু !

৭| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

শায়মা বলেছেন: গন্ধে উদাস হাওয়ার মত ওড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী!!!!!!!!!!!:)

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: আমার বেলা যে যায় সাঁজ বেলাতে,
তোমার সুরে সুরে সুর মেলাতে !!! -------------
অনেক শুভেচ্ছা আপু।

৮| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: ওপস এই যে গানটা

https://www.youtube.com/watch?v=Adpob4VEeYI

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু :)

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: আপু, আপনার লেখা রবীন্দ্র সঙ্গীত দিয়ে আমি আমার লেখাটিকে নতুন করে সাজালাম। :)

৯| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন তো সব আপনার বাগানের?
মারাত্মক সুন্দর আপু মন ভালো করা সব ছবি :)

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: মন ভাল করা ছবি বলেই শেয়ার করেছি সবার সাথে।
হ্যা আপু, সবগুলোই আমার বাগানের।
অনেক শুভেচ্ছা আপু আপনাকে।

১০| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: আমার লেখা রবীন্দ্রসঙ্গীত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


হাহাহাহাহাহাাহাহাহাহাহাহাহাহাাহাহাহাহাহা


কি বললে আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :P

আমার দেওয়া!!!!!!!!!!!!!!!!!!


হাহাহাহাহাহা


যাইহোক থ্যাংক ইউ অনেক অনেক!!!!!!!!!!!!!

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আপনার লিখে দেওয়া !!!! :) :)
আমার মুখস্থ নেই, আমাকে আবার গীতবিতান নিয়ে বসতে হতো !!!
খুব আলসে আমি !!! :)

১১| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: মনিরা আপুনি!!!!!!!!!!!!!

তোমার বাগানের ফুলগুলি কই???????

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: মনিরা আপু, অতি শীঘ্র দেখতে চাই আমিও !! :)

১২| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৯

এস কাজী বলেছেন: বীথি আপু ফুল ফুল করতে করতে অবশেষে ফুল দেখাইলেন। আহা একটা কবিতা মনে পড়ে গেল।
আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়
ফুলের মালা গলায় দিয়ে শ্বশুর বাড়ি যায় :P

কবে যে যাব! :'(

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: আ --- হা, শ্বশুর বাড়ি এখোনো যাওয়াই হয়নি :)
শ্বশুরের মেয়ের সাথে দেখা হয়েছে তো? নাকি তাও হয়নি?
হয়ে যাবে, শিগগিরি হয়ে যাবে!! :)

আপনি অনেক দিন থেকেই ফুল ফুল করছিলেন, তাইতো খুঁজে বের করলাম ফুলের ছবিগুলো!!
আমার ফুলের ছবি দেখে আপনার শ্বশুরবাড়ি যেতে ইচ্ছে করবে জানলে, আমি আরো আগেই ফুলের ছবি দিতাম!!! :)

১৩| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার একজন পুস্পপ্রেমির সাথে পরিচিত হলাম । (আগ থেকেই)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!! :)

১৪| ২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: মল্লিকা বনে ঘুরে আসলাম।

চমৎকার লাগল।

৩য় প্লাস।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!! :)

১৫| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ফুলেল পোস্ট সুন্দর লাগলো ।

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: ফুল সবারই ভাল লাগবে জানি!! অনেক ধন্যবাদ ভাই !!

১৬| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: ব্লগের রুক্ষপ্রান্তরে ফুলেল সুবাস।। কার না ভল লাগে??

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: না রুক্ষপ্রান্তর হবে কেন!! আপনারা সবাই আছেন না!
ফুল দিয়ে সবাইকে ভাললাগা জানিয়ে গেলাম, নিয়েও গেলাম!
অনেক অনেক শুভেচ্ছা, ভাল থাকবেন!

১৭| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২০

জুন বলেছেন: চমৎকার এক ফুল তার বর্নে রুপে আপনার বাগান আলো করে আছে মনে হচ্ছে । ভালোলাগা অনেক।
+

২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, প্রতি ঋতুতে বিভিন্ন ফুল আমার বাগান আলো করে রাখে।
ধিরে ধিরে আমি আমার সব ফুলের ছবিই এখানে পোষ্ট করব ।
অনেক শুভেচ্ছা আপু, ভাল থাকবেন!

১৮| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার ফুল। ফুলময় পোস্টে শুভেচ্ছা। :)

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা!! :)

১৯| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,




জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনে নিও ক্ষুধার লাগি,
জোটে যদি তব দু'টি পয়সা
তবে ফুল কিনে নিও হে অনুরাগী ।
( কবিতাটি এরকমটাই সম্ভবত )

ফুল সুন্দরতার প্রতীক । ফুলের ছবি ভরা ব্লগ পোষ্টটিও তাই সুন্দর ।


২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিও ক্ষুধার লাগি,
দু'টি যদি জোটে, অর্ধেকে তার
ফুল কিনে নিও হে অনুরাগী।
-------- আমি এমনটা জানি :)
তবে নির্ভুল কিনা জানি না।

অনেক শুভেচ্ছা আপনার জন্য!

২০| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৩

ভিটামিন সি বলেছেন: আমার ভোটটা তাইলে মল্লিকারেই দিলাম। একবোরে পিওর ভোট। এই ফুল ছোটবেলায় কত দেখেছি। আমার ছোট আপা ময়মনসিংহে বেড়াতে গিয়ে এই ফুলের বীজ এনে মাটিতে বুনে চারা তুলে তারপর বাগান করেছিল। আমার কাজ ছিল তার বাগান নষ্ট করা। ছোট আপা স্কুলে গেলেই আমি পাতা ছেড়া, বেড়া ভাঙ্গা এইসব করতাম। কারণ সে আমাকে কম আদর করে বাগানকে বেশি আদর করতো তো তাই।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১

কামরুন নাহার বীথি বলেছেন: এখানে কি ভোটাভুটি চলছে? বাংলাদেশে পিওর ভোট কোথায় পাওয়া যায় ভাই? :)
দিতে যখন চাইছেন, মল্লিকারেই দিন!!!

আপনার ছোট আপা, আপনার শাস্তিটা আরো বাড়িয়ে দেন নাই?
আমি হলে দিতাম --------------------------------- :)

২১| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯

জামাল হোসেন (সেলিম) বলেছেন: তাই তো বলি! আপাকে আজকাল আর ওদিকে খুব একটা দেখা যায় না যে বড়!
আপা যে এদিকে মল্লিকা বনে বসে আছেন!!

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা -- আমি যেদিকে যাই, সেদিকেই মল্লিকাবন!!

ভাল আছেন সেলিম ভাই?
অনেকদিন পরে এলেন।

২২| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

জেন রসি বলেছেন: বাহ!

চমৎকার!

মুগ্ধ হলাম।

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, ফুলের সৌন্দর্য্য মুগ্ধ হবারই মত!! :)
অনেক অনেক শুভেচ্ছা!!

২৩| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

ভিটামিন সি বলেছেন: আমি ভোট আপনার মল্লিকা বাগানে গিয়ে দিয়ে আসবো।
আর শাস্তি দিব নাহ। দুই বোনের ছোট এক ভাই ছিলাম, আদর করেই শেস করতে পারতো না আবার শাস্তি দিব। আমার অত্যাচারে আমার দুই বোনের মাথার চুলই রাখতে পারতো না । আমার সাথে একটু মনোমালিণ্য হলেই চুলে ধরতাম। তারপর তাদের নতুন জামাকাপড় নিয়ে পুুকুরের কাদার নিচে লুকিয়ে রাখতাম। এমন পাজি ছিলাম ছুডু বেলায়। আমি জানি না আমি যে এমন পাজি ছিলাম, বাড়িতে এখন তারা মাঝে মাঝে গল্প করে তাই শুনি। এখন আমি কাউকে জোরে একটা ধমকও দেই না। একদম শান্ত।

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: দুই বোনের একমাত্র বোন!! বুঝলাম, কী রকম বিটলা ছিলেন!! :)
এত্ত এত্ত অপকর্ম করেছেন আপনি!! হায় হায়!!
"সেই বিটলা দী গ্রেট" ভাই এত্ত শান্ত হয়ে গেছেন, কথাটা বিশ্বাস করতে খুউব কষ্ট হচ্ছে!!!

২৪| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৯

প্রামানিক বলেছেন: হে-- হে-- ভিটামিন সি এতো ভালো হইলো কেমনে - --?

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: সেইতো, ভাল হইল কেমনে!!!
প্রামানিক ভাই, আসুন আমরা এই বিষয়টা নিয়ে গবেষণা শুরু করি!!
দেখি Ph.D করা যায় কী না!!! :)

২৫| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার উপস্থাপনার সাথে চমৎকার ছবি ব্লগ, যেন চন্দ্রমল্লিকা কাননে হারিয়ে গিয়েছিনু ক্ষণিকের তরে। :) ++++

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: :) অনেক ধন্যবাদ ভাই!!
এমন কুঞ্জবীথিতে কার না হারিয়ে যেতে মন চায়!!

২৬| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: অনেক দিন পরে তো বটেই। আলসে হয়ে গেছি আপা, ভীষণ আলসে।
তা, তাজা ফুলের কিছু পোষ্ট দেন না! এগুলো তো বাসি ফুল! :P

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২২

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি অনেকদিন লেখেন না এখানে, আপনার নতুন পোষ্টে আমি তাজা ফুল দিয়ে আসব!!
(আমি প্রতিমন্তব্য -তে ছবি দিতে পারছি না :( )
আমার বাগানটাও এখন অগোছালো হয়ে আছে!
ছাদে আরেকটা ফ্লোর করা হচ্ছে, তাই টবগুলো এক জায়গায় গাদাগাদি করে রাখা হয়েছে।সেখানে ফুল ফুটলেও আমি দু'একটার বেশী ছবি তুলতে পারছি না!!
আমার বাগান আবার সাজিয়ে নেই, অনেক অনেক ছবি দেব ( ফুল চাইলেও দেব না :)

২৭| ২৩ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫

শিস খন্দকার বলেছেন: ভালো লাগলো!

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে!!

২৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঠিক আছে দিয়েন না! :(

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫২

কামরুন নাহার বীথি বলেছেন: আমি কি দেবনা, কখন বলেছি?????

২৯| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬

জামাল হোসেন (সেলিম) বলেছেন: তবু পোষ্ট দ্যান। :-B

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: ----------------- তবু দেব, দেবইতো :)

৩০| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমি কি দেবনা, কখন বলেছি?????

কি মিথ্যেবাদীরে বাবা! আপনি বলেন নাই, "অনেক অনেক ছবি দেব ( ফুল চাইলেও দেব না :) " বলেন নাই? বলেন নাই?? X(

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা হা -------- বুড়ো হয়ে গেছি যে। কখন কি বলি আর মনে থাকে না !!!

৩১| ২৭ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:১৫

কালনী নদী বলেছেন: খোভ সুন্দর আমার দেখা অনন্যসাধারন এ যেন লেখা না ফুলের বাগান । বেচে থাকো ভোন ফুলের মতন নিশ্পাপ আর সৈারভ নিয়ে :)

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা দাদা আপনাকে !!!!

৩২| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

জামাল হোসেন (সেলিম) বলেছেন: বুড়ো হয়ে গেছি যে। কখন কি বলি আর মনে থাকে না !!!

ও তাই নাকি! তা নাতির বিয়ে দিচ্ছেন কবে? ;)

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার নাতনীর যখন বিয়ের বয়স হবে, তখন ------------- :)

৩৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৬

শামীম আরেফীন বলেছেন: আহা, আপনার মল্লিকা বন আমার মন ভালো করে দিল...

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

কামরুন নাহার বীথি বলেছেন:
হুম, হতেই হবে!! :) অনেক ধন্যবাদ!!

৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

শামীম আরেফীন বলেছেন: :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: =p~

৩৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

muftisiraji বলেছেন: B-) আমি ডরাইছি! কারণ এই বনের এই প্রান্তে ঢুতলে অপর প্রান্ত খুজে পাওয়া বড্ড দায়।

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা ------------
আমার বাগানে ঢোকার সাহস কার আছে দেখুন!!!! :) :) :)

৩৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:০২

muftisiraji বলেছেন: নিমন্ত্রন যেহেতু করছেন, তাহলে দেখা যাক!

২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.