নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

নীল সাগরের দেশে, নীল আকাশের দেশে----- (ছবিব্লগ)

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৮



জারভিস বে অষ্ট্রেলিয়ার, নিউ সাউথ ওয়েলস (NSW)-এর দক্ষীণ উপকূলের একটি সুরক্ষিত উপসাগর, রাজধানী সিডনি থেকে ১২০ কিলোমিটার দক্ষীণে। এই উপসাগরের পানি ঝকঝকে পরিষ্কার। যেমন ঝকঝকে পরিস্কার তেমনি স্বচ্ছ নীল। আর সেই নীল সাগরে যেন নিজের ছায়া দেখছে নীল আকাশ। সাগর তীর থেকে কিছু দূর ভিতরে গেলেই অনেক ডলফিন দেখা যায়। দেখা যায় ডলফিনের স্বাচ্ছন্দে খেলাধুলো, ছুটোছুটি। আরো গভীরে গেলে তীমি মাছও দেখতে পাওয়া যায়। ডলফিন দেখতে যাওয়ার জন্য ছোট ছোট ক্রুজার এবং তীমি মাছ দেখতে যাওয়ার জন্য বড়-সড় জাহাজ ছেড়ে যায় হাসকিশন থেকে। আমরা ছোট ক্রুজারে ডলফিন দেখতে রওয়ানা হলাম নীল সাগরের গভীরে। কিছুক্ষণ পরেই ক্রুজারের গতি কমে এল, এক সময় প্রায় থেমেই গেল। দেখলাম অনেক ডলফিন খেলা করছে স্বচ্ছ নীল পানিতে আর সেই আনন্দ উপভোগ করতে ক্রুজার থেমে গিয়েছিল নীল জলের রাজ্যে। অবাক বিস্ময়ে দেখতে লাগলাম, যেন ভুলেই গিয়েছিলাম আমাদের একটা সময়ে ফিরতে হবে। কিছু আনন্দ, কিছু সুখস্মৃতি নিয়ে এক সময় ফিরে এলাম আমরা।




এই ক্রুজারে আমরা গিয়েছিলাম ডলফিন দেখতে


ডলফিন দেখার আগেই চোখ আটকে গেল পানকৌড়ির জলকেলিতে






ডলফিন যেন খেলা করছে ঢেউএর সাথে


এই উপসাগরকে ঘিরে আছে ছোট ছোট কতগুলো সৈকত। আমাদের কক্সবাজারের মত বিশাল সৈকত এখানে নেই। তবে এই ছোট ছোট সৈকতের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো পৃথিবী বিখ্যাত সাদা বালি, আরেকটি কৃষ্টালের মত স্বচ্ছ পানি।











নীল রঙ যে এত সুন্দর হয় আগে বুঝিনি কখনও


আমরা ডলফিন দেখা শেষ করে এলাম সৈকতে। এ এক অভূতপূর্ব দৃশ্য, সবকিছু যেন ছবির মত লাগছে!!! সমদ্রের ঢেউ আসছে, কিন্তু পানি এতটুকুও ঘোলাটে দেখায় না। পায়ের নিচে শুভ্র বালি, স্বচ্ছ পানি! দূরে নীল আকাশ আর নীল পানি, একজন আরেকজনের কাছে যেন যে যার সৌন্দর্য প্রদর্শন করছে! তখন ছিল আগস্ট মাস, ওখানে শীতকাল। তাই বালি একটুও গরম ছিল না, বরং রোদের গরমে আরো ভাল লাগছিল। তাই আমরা অনেকক্ষণ ছিলাম সৈকতে। আজও ভুলতে পারিনি সেই ক্ষণের ভাললাগা!!!




জারভিস বে তে বিশ্ববিখ্যাত সাদা বালি






ছোট ছোট সৈকতের একটি। ছোট হলেও অপরূপা


★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো ছবি ব্লগ ।

২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে!! :)

২| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লোড হতে ১৫ মিনিট সময় নিলেও হাল ছাড়িনি :D

ফুলের বাগান থেকে প্রকৃতির নিসর্গে । চমৎকার ছবি আর সুন্দর বর্ণনা ।

২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: আমি খুব বেশি বড় ছবি আপলোড করিনি, তবে এতটা সময় নিবে কেন বুঝলাম না।
যা হোক, অবশেষে আসতে পেরেছেন!!
ধন্যবাদ অনেক!!

৩| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১০

প্রামানিক বলেছেন: ছবি দেখে এবং বর্ননা পড়ে মন জুড়িয়ে গেল। তবে কথা হলো আপনার এই পোষ্ট আমার চোখ এড়িয়ে গেল কিভাবে বুঝতে পারছি না।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: কেন যেন আমার এই পোষ্ট অনেকেরই চোখ এড়িয়ে গেছে, আপনার কিছু করার নেই।
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!

৪| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: সৈকতে ভালোই ঘুরেছেন। !:#P


চমৎকার ছবি ব্লগে ১ম ভালো লাগা।

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: :) হ্যা দাদা, এমন সৈকত পেলে ঘুরতেই ইচ্ছে করে!!
ধন্যবাদ দাদা!!!

৫| ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩৮

লালপরী বলেছেন: নীল নীল অপরূপ সাগরের ছবি সাথে ডলফিন সুন্দর বর্ননা আপু । ++++

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: আসলেই খুব সুন্দর!! অনেক শুভেচ্ছা লালপরীকে!!!

৬| ২৪ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

এস কাজী বলেছেন: আহারে এত সুন্দর!!!! ছবিতে এত সুন্দর। খালি চক্ষে না জানি কত সুন্দর দেখলেন!! জীবনে যাওয়ার ইচ্ছে রাখলাম :)

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: খালি চোখেতো দেখিনি, চশমা চোখে দেখেছি!! :)
হ্যা আসলেই সুন্দর! নদী, সাগর প্রকিতির সৌন্দর্য্য!
এছাড়াও ওদের দেশটাকে ওরা চমৎকার করে সাজিয়েছে!!
আবারো দেখতে মন চায়!!

৭| ২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫

মো: আশিকুজ্জামান বলেছেন: আপা দেশ দুনিয়া সবইযে দেখে ফেলাইলেন । বাকী রাখলেন না কিছু।

২৪ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: ভাই, আল্লাহ্‌র সৃষ্টি কি মানুষের পক্ষে সবই দেখা সম্ভব?!
জীবনে যা সুযোগ এসেছিল সেটাই কাজে লাগিয়েছি!
শুকরিয়া তাই আল্লাহ্‌র দরবারে!!

৮| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২০

জামাল হোসেন (সেলিম) বলেছেন: দিলেন তো পুরনো কথা মনে করিয়ে!
নিন এটা আপনার জন্যে।



অসম্ভব নীল পানি! যা ভুলার মত নয়।



জার্নিটা বেশ উপভোগ করেছিলাম আমরা।



২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: এগুলো স্মৃতি কি ভুলে যাবার মত, ক্ষণে ক্ষণেই মনে পড়ে।
আপনার ছবিগুলোও যেন ইতিহাস। আপনি আবারো লিখুন এখানে।
অনেক অনেক শুভেচ্ছা সেলিম ভাই।

৯| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬

জুন বলেছেন: সাগরের নীল থেকে মিষ্টি কিছু হাওয়া এনে গানটা মনে পড়লো আপনার দেয়া ছবিগুলো দেখে ।
+

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: :) আমারও খুব ভাল লাগে গানটি । অনেকদিন শুনি না।
কালেকশন-এ থাকলে দিন আপু !!

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া -------------
আকাশের নীল থেকে তারার কান্তি ------------------- :)

১০| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৩

জামাল হোসেন (সেলিম) বলেছেন: এই ছবিটাও আমার কাছে দারুন লাগে। তবে ওই ঠাণ্ডা পানিতে ওরা যে কি করে পানির সংস্পর্শে থাকে ভেবে পাইনা। আমাদের তো রিতিমত জ্যাকেট গায়ে থাকতে হয়েছিল ক্রুজারের কেবিনের ভিতরেও।

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২

কামরুন নাহার বীথি বলেছেন: :) আপনিতো জ্যাকেট পড়েছিলেন, আমি লং ওভারকোট আর মাথায় উলের টুপি পড়েছিলাম।
অবশ্য পানিতে নামার সময় কোট খুলেছিলাম, কিন্তু টুপি আর মাফলার খুলি নাই।
বেশী দূরে যাই নাই। হাঁটু পানি পর্যন্ত গিয়েছিলাম !!! :)
গোসল করি নাই।

১১| ২৫ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০

অর্ধ চন্দ্র বলেছেন: বাহঃ বেশ বিশালতা আপনার সাদা মনে , চালিয়ে যান,

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই :)

১২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তখন নেট খুব স্লো ছিল । B-)

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: আর এখন? এখন কি ছবিগুলো দেখতে পাচ্ছেন?

১৩| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১২

জামাল হোসেন (সেলিম) বলেছেন: হাটু পানিতে নেমেছিলেন! তাহলে গোছলটা আর বাকী রেখেছিলেন কেন? বাব্বাহ!! সাহস আছে বটে আপনার! :P

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা ----- হ্যা আমার অনেক সাহস !!! :)
আসলে ওইদিনই আমরা ক্যানবেরা ফিরছিলাম তাড়া ছিল আমাদের।
পথে ফিজরয় জলপ্রপাতও দেখার প্রোগ্রাম ছিল !!!
ফিজরয় জলপ্রপাতের ছবি আপনাকে দেখিয়েছি, মনে আছে?

১৪| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৯

জামাল হোসেন (সেলিম) বলেছেন: হুমমম!! মনে আছে আপা, খুব মনে আছে। আমি তো আর আপনার মত বুড়ি হই নি। :-P

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি আমার মত বুড়ি হবেন কেন, আপনি হবেন বুইরা :)

১৫| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৯

যোগী বলেছেন:
আপনি ছবিতে এত বেশি নীল দিয়েছেন যে বালি পর্যন্ত নীল হয়ে গেছে।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: আমি যখন আমার ট্যাবে দেখি তখন বালি নীল মনে হয়, কিন্তু যখন ডেস্কটপ বা ল্যাপটপ -এ দেখি তখন আর নীল মনে হয় না!!!
ধন্যবাদ আপনাকে!!

১৬| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

বেসিক আলী বলেছেন: পাখিটার নাম পানকৌড়ি ।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভুলটা শুধরে দেবার জন্য !!
এই না হলে বেসিক আলী !!! :)

১৭| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লোভিত লোভিত লোভিত

হিংসিত হিংসিত হিংসিত

দুঃখিত দুঃখিত দুঃখিত

:(( :(( :((

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: sb] হা হা হা হা

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: এই ফটু ব্লগ দেখিয়া মনে হইলো আমার জীবনে কিছুই দেখি নাই!!!
আফসোস আর আফসোস!!!

আম্মু ডলফিন দেখমু :((

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:
আহারে!! এত দুঃখের কি আছে!!! ইচ্ছে থাকলেই উপায় হবেই একদিন।।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

থিওরি বলেছেন: জীবন্ত আপনার ব্লগ! এইরে একটা ডলফিন আমার মাউস নিয়ে গেল! এই থাম থা ...।:) :-p

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: ডলফিন আপনার মাউস নিয়ে যাবে?
বরং আপনার মাউস পানিতে পড়ে গেলে, ডলফিন তা' আপনাকে খুঁজে এনে দিয়ে যাবে। :)

খুব ভালো লাগোলো,এতদিন পরেও আপনি আমার এই লেখা খঁজে পড়েছেন।
অনেক ধন্যবাদ ভাই!!

২০| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫৫

উল্টা দূরবীন বলেছেন: উফফ, ছবি দেখে বড়ই আফসোস হচ্ছে। এরকম নীল দরিয়ার পানিতে একটা ডুব দিতে না পারলে জীবনটাই বৃথা। বাই দ্য ওয়ে, নীল চোখ আর নীল সাগর দুইটাই অসাধারণ অসাধু। মানুষকে আকৃষ্ট করার এক গভীর জাদুবল তাদের মাঝে থাকে।

সুন্দর ছবিব্লগ। ভালো লেগেছে।

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

কামরুন নাহার বীথি বলেছেন: বাই দ্য ওয়ে, নীল চোখ আর নীল সাগর দুইটাই অসাধারণ অসাধু। মানুষকে আকৃষ্ট করার এক গভীর জাদুবল তাদের মাঝে থাকে।
---------

তাই নাকি!!!
আমিতো নীল সগরে ডুব দিয়েছি, আপনি কি তাহলে----------- নীল নয়নে ডুবেছেন!!! :) :) :)
ভাল থাকবেন।

২১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

উল্টা দূরবীন বলেছেন: আপনি যা বলেছেন তা হলেও হতে পারতো টাইপের একটা ব্যাপার।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, হলেও হতে পারে ---------------/ :) :) :)

২২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৮

উল্টা দূরবীন বলেছেন: আপনার হাতের রান্না আমি কখনো খামু না। আপনি কাটা ঘায়ে লবণ দেন। রান্নায় নিশ্চয়ই আরো বেশি দিবেন। :(

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা ------------------
ঠিক আছে আর লবন দেব না, মলম দিলাম!!!!!


ফুল আর প্রজাপতি

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

উল্টা দূরবীন বলেছেন: বাবুর! আপনি কি মলম পার্টিতেও আছেন নাকি? :p

পঞ্চমুখী প্রতিভা আপনার!

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, প্রয়োজনে মলম লাগাতে হয় যে!!!
তবে মলম পার্টিতে???? নাউজুবিল্লাহ ------- :) :)

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

উল্টা দূরবীন বলেছেন: প্রথমে দুঃখ দিবেন তারপর মলম লাগাবেন! এ কোন কারবার!! এ কোন নৃশংস বর্বরতা!!! জাতি জানতে চায়।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: যে শুধুই সুখের সাথী, দুঃখের নয়, সে কি বন্ধু??? --------- কক্ষোনো না!!
যে শুধুই কষ্ট দেয়, আনন্দ দেয় না, সে কি বন্ধু??? ----------কক্ষোনো না!!!
যে কষ্ট দেয়, আবার সেই কষ্টে মলম লাগায়, সে কি??? ----------- আসল বন্ধু!!!!!

এবার জাতির কাছে জবাবদিহিতা আপনার!!!!! :) :) :)

২৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

উল্টা দূরবীন বলেছেন: আমাকে পুরোপুরি পটিয়ে ফেলেছেন মাইরি :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: এটা কি হলো!!!! আমি? ---------------- হায় হায়!!
আমার এত্ত গুণ -------- :) :) :) :)

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

উল্টা দূরবীন বলেছেন: আপনি না। সব দোষ আপনার লেখার!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি না। সব দোষ আপনার লেখার! ---

দোষ? কোথায় দোষ? কার দোষ?
আমিতো কারো কোনই দোষ খুঁজে পাচ্ছি না!!!! :) :) :)

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

উল্টা দূরবীন বলেছেন: চোখে হাবল টেলিস্কোপ লাগাইতে হবে :p

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: ১০০ পাওয়ার -এর চশমা পড়া আছে!!!! :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.