নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে-----------

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১




গাঁদা বা গন্ধা (গন্ধা>গেন্ধা>গেনদা>গাঁদা) একটি সুগন্ধী ফুল যা সর্বত্র সহজে হয়ে থাকে এবং গৃহসজ্জায় ব্যবহৃত হয়। এটি Compositae পরিবারের একটি সদস্য, বৈজ্ঞানিক নাম Tagetes erecta। । গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়। এই ফুল সাধারণত উজ্জল হলুদ ও কমলা হলুদ হয়ে থাকে। সাধারণত: এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে এটি গ্রীষ্ম এবং বর্ষাকালেও চাষাবাদ হয়ে থাকে। বাগানের শোভা বর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজা-পার্বন ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

বাংলাদেশে গৃহস্থ বাগানের সাধারণ ফুল গাঁদা। ১৯৯০-এর দশক থেকে গাঁদা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয়। যশোরের গদখালী, ঝিকরগাছা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, গাজীপুর জেলার সদর উপজেলা, চট্টগাম জেলার হাটহাজারী ও পটিয়া, ঢাকা জেলার সাভার এলাকায় অধিক হারে চাষ হয়।

বাংলাদেশে প্রধানত দুই ধরনের গাঁদা পাওয়া যায়ঃ

• আফ্রিকান গাঁদাঃ এই শ্রেণীর গাঁদা হলুদ রঙের, গাছের আকৃতি বেশ বড়। উল্লেখযোগ্য জাতসমূহ হলঃ ইনকা, গিনি গোল্ড, ইয়েলা সুপ্রিম, গোল্ডস্মিথ, ম্যান ইন দি মুন, ইত্যাদি।

• ফরাসি গাঁদাঃ এই শ্রেণীর গাঁদা কমলা হলুদ হয়ে থাকে। এজন্য এদের রক্তগাঁদাও বলা হয়। এর গাছ ক্ষুদ্রাকৃতির। পাপড়ির গোড়ায় কালো ছোপ থাকে। উল্লেখযোগ্য জাতসমূহ হলঃ মেরিয়েটা, হারমনি, লিজন অব অনার, ইত্যাদি।

এছাড়াও সাদা গাঁদা, জাম্বো গাঁদা, হাইব্রিড এবং রক্ত বা চাইনিজ গাঁদার চাষ হয়ে থাকে।
গাদা ফুল গাছের ভেষজ গুণাবলি রয়েছে। কাঁটা স্থানে গাদা ফুল গাছের রস লাগালে ক্ষত স্থান থেকে রক্ত পরা বন্ধ হয়। গ্রামে এখনও এটি ক্ষতের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে।

--------- তথ্যসূত্রঃ উইকিপিডিয়া


তখন শীতকাল শেষের পথে। আমাদের দেশে শীতকালে বাগান ভরে থাকে ফুলে ফুলে। এখন বিদেশী অনেক ফুল বাংলাদেশে পাওয়া যায়। তাই সব ঋতুতেই অনেক অনেক ফুল আমার বাগান আলো করে রাখে। ফুলের ছবি তুলতে আর সে সব ছবি ফেইসবুক আর ব্লগে পোষ্ট করাটা আমার কেমন যেন নেশায় পরিনত হয়েছে।





















প্রতিদিন আছর নামাজ পড়ে আমি ছাদে যাই। ক'দিন হলো খেয়াল করছি, আমার বাগানে কেউ যেন ফুল ছিঁড়ে ফেলে রাখে, ছিঁড়ে নিয়ে যায়। ফুল থেকে অনেক পাপড়ি ঝরে পড়ে থাকে, কয়েকটা করে ফুল ছেঁড়া। ছাদের চাবি আমার কাছেই থাকে। তাহলে ফুল ছেঁড়ে কে??
খুবই কষ্ট পাই। কিন্তু খুঁজে পাই না কে সে !!!

(আমার সেই অজানা, অদেখা ফুলচোরের উদ্দেশ্যে !!!!!!!! :D )

তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে
জানি না তুমি ফুল না, আমাকেই বেশী ভালবাসতে।
প্রতিদিন তুমি দেখতে আমায় গোলাপের আড়ালে লুকিয়ে
যখনি চোখে চোখ পড়ত লজ্জ্বায় যেতে শুধু পালিয়ে,
কি ছিল তোমার মনে, পারিনি তা’ আজো জানতে।
স্বপ্নের মত গেলে কোথায় অজানায় হারিয়ে কে জানে,
নিরবে চিরদিন তাইতো স্বপ্নের বাঁশী বাজে এ প্রাণে
পারিনি আমি আজো, সে স্মৃতির ইতি টানতে-----
--------------------- কুমার বিশ্বজিৎ


:D :D :D :D :D :D :D :D :D :D



দৃঢ় পায়ে এগিয়ে আসছে


আক্রমন


অবশেষে সফলতা


মনের আনন্দে ফুল খেয়ে যায় এভাবেই।

আমি অধিক শোকে পাথর!!! একে দেবার মত কোন শাস্তিই আমি খুঁজে পেলাম না!!!!

************************************************************************************************

মন্তব্য ৮২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২

প্লাবন২০০৩ বলেছেন: লেখাটা অসাধারণ, ফুল বিষয়ক তথ্য চমকপ্রদ, আর চোর ???
-
-
- ভয়ঙ্কর !!!!!

আল্লাহ্‌ আপনার ওপর রহম করুক যাতে আরও বেশি বেশি লেখা পড়তে পারি। আর ঐ চোরকে সুমতি দান করুক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: বেশী বেশী দোয়া করবেন, আমার জন্য আর ওই ফুলচোরের সুমতির জন্য!!! :)

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

সাহসী সন্তান বলেছেন: আপু আপনার পোস্ট এবং ছবি দেখেতো নিজেই ফিদা হয়ে গেলাম!! সত্যিই চমৎকার লাগলো!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: তাই!!!! অনেক অনেক শুভেচ্ছা!!!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬

সাহসী সন্তান বলেছেন: আপু আপনার পোস্ট এবং ছবি দেখেতো নিজেই ফিদা হয়ে গেলাম!! সত্যিই চমৎকার লাগলো!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন:

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫

জুন বলেছেন: এত সুন্দর ফুল দেখলে রোজ সকাল কেন, দু বেলাই আসার কথা :P
ভারি সুন্দর লাগ্লো বিশেষ করে সবুজ টিয়েটা । আমি সারাদিন বারান্দায় বুনো পাখীদের খেতে দেই । খুব ভালো লাগে । বুলবুলিগুলোর জন্য পাকা ফল কিনে আনি । খুব মজা করে খায় ।
ফুল আর পাখি দুটোই ভালোবাসি কামরুন্নাহার বিথী :)
+

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!! আসলেই ফুল পাখি সবারই প্রিয় বিষয়!!!!
বিকেলবেলা যখন বাগানের টবে পানি দেই, তখন পানি খেতে প্রচুর পাখি আসে।
আমিও চোখের তৃষ্ণা মেটাই এ সব পাখি দেখে!!!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



সহ ব্লগার জুন এর মন্তব্যের প্রথম লাইনটির সাথে সহমত । তবে পোষ্ট টি দারুন হয়েছে ফুলচোরকে বমাল ক্যামেরাবন্দি করতে পেরেছেন বলে ।
এমন চোরের শাস্তি একটাই , আপনার ছাদের আকাশটাকে অবারিত করে রাখা তার জন্যে ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: এমন চোরের শাস্তি একটাই , আপনার ছাদের আকাশটাকে অবারিত করে রাখা তার জন্যে ।

হ্যা ভাই, আমার আকাশ পাখিদের জন্য উন্মুক্ত আর ছাসটা ফুলের জন্য !!
দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি।
অনেক ধন্যবাদ ভাই !!!

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

এস কাজী বলেছেন: আহা বীথি আপুর ফুলের পোস্ট। অনেকদিন পরে দেখলাম। পোস্টটা খোলার পর আমার রুম তো ফুলের সুগন্ধে মৌ মৌ করছে B-) যারে বিশ্বজিৎ এর গানটা লিখসেন সে যদি দেখে তো ফিদা হয়ে যাবে =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেকদিন পরে কই, আমিতো মাঝেমধ্যেই ফুলের ছবিপোষ্ট দেই !!!
বুঝলাম,"মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে"।
সেটা কি আমার ফুলের জন্য, না অন্য কোন কারণ আছে !!!!!!

যারে বিশ্বজিৎ এর গানটা উৎসর্গ করেছি, সে বারেবারেই ফিরে আসে আমার বাগানে !!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই !!!

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপু
.
.
যাক অবশেষে সেই অজানা মেহমান কে চিনিতে পেরেছেন তাহলে। :) :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, ধরা তাকে পড়তেই হলো!!!! :)

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: চোর ধরার দৃশ্যগুলো অসাধারণ।গল্প বলার ভংগীমাটি আরো দারূণ।
চমৎকার একটি পোষ্ট।
না পড়লে মিস করতাম।
চোরের আর দোষ কি?আমারই হাত নিশপিশ করছে.......
ধরা পরলে ক্ষমা নাকি.....?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: এই ফুলচোরকে দেখে আমি অধিক শোকে পাথর ছিলাম, তাই দেবার মত শাস্তি খুঁজে পাইনি!
কিন্তু এরপরে আমার বাগানে কেউ যদি হাত দেয়, আর সে যদি ধরা পড়েই যায়, তাকে ক্ষমা করতে পারব বলে ভরসা পাচ্ছি না!! :)
তাই আগামী চোরকে সাবধান করে দিলাম --------------------

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে
জানি না তুমি ফুল না, আমাকেই বেশী ভালবাসতে। B-)

আহা মনের কোনে সেতার বাজতেই যেই না ভাবা চোর যখন খূজেই পাচ্ছে না- যাই চুরি না হয় স্বীকারই করি! :P

অমা দেখি - একি.. :-/

মাঝখানে তোতা
মন হল তিতা
যাচ্ছলে-ইতা হল কিতা ;)

আপনার ফুল আর ফূলচোর দুটোই অসাধারন!!!!! =p~ =p~ =p~

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: আ হা রে !!! তোতা আপনাকে এই রকম ছ্যাকা দিল !!! :D

অনেক শুভেচ্ছা, ভাল থাকবেন ভাই!!

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২১

রিকি বলেছেন: ফুলচোরের ছবিটা অনেক অনেক ভালো লেগেছে----ন্যাচারাল এক্সপ্রেশন তাইনা আপু !!! ;) ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, আমার ছোট্ট সাইবার শট ক্যামেরাটা, ছাদে যাবার সময় আমার হাতেই রাখতাম।
যেদিন পেয়ে গেলাম টিয়া পাখিটাকে, শুধু আল্লাহ্‌ আল্লাহ্‌ করছিলাম যেন উড়ে না যায় !!

আপু এত্ত এত্ত প্লাস কি আমার হজম হবে !!!! :)
অনেক অনেক শুভেচ্ছা, ভাল থাকবেন।

১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

প্রামানিক বলেছেন: টিয়া পাখি ফুল চুরি করে
নাহার আপা কাইন্দা মরে
চুরি করতে ঢুকলো কে ঘরে?
কথা কয় না কেহই ডরে।

দারুণ গাঁদা ফুলের ছবি। এক সময় আমাদের গ্রামের বাড়িতে নানান জাতের ফুলের সাথে গাঁদা ফুলও লাগাতাম। ভাইবোন মিলে ফুল গাছের যত্ন নিতাম। এখন কেন যেন সেই পরিবেশ নাই। মানুষ জন সব যান্ত্রিক হয়ে গেছে।
ধন্যবাদ নাহার আপা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: এত কষ্টের ফুল যদি কেউ চুরি করে, তাহলে কান্না ছাড়া আর কোন উপায়ই যে থাকে না।
আবার আমার মত টবে ফুলগাছ লাগিয়ে দেখুন মনটা আনন্দে ভরে থাকবে!!!
শুভেচ্ছা প্রামানিক ভাই!!!

১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০

প্রামানিক বলেছেন:

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: দারুন!!!!

১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৮

হ্যাকার সাহেব বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই!.....................
ভা্ই অনেক সুন্দর লাগলো! ..............

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই!.....................


ধন্যবাদ আপনাকেও!!! :)

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০

শামছুল ইসলাম বলেছেন: ফুলের ছবি, ফুল চোরের ছবি আর আপনার কাব্যিক বর্ণনা-সব মিলিয়ে অসাধারণ পোষ্ট।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই আমার কাছেও অবাক করা!!! অশেষ ধন্যবাদ আপনাকে!!

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আমি যাই নি #:-S

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: জানতামতো!!!! =p~

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে শিরোনামে ওরকম বলেছেন কেন ? ;) আকাশলীনা কি ভাববে ?? :(

!:#P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: শিরোনামে কিছুটা ধোঁয়াশা রেখেছিলাম, কিন্তু শেষটায়?!?!?!
আকাশলীনা ----------------------

অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আকাশলীনা যে অপসরাও সে :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অপ্সরা ফুলপরী হয়ে আসবে আমার বাগানে!!!

১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬

কালীদাস বলেছেন: গানটার নাম দেখে ঢুকেছিলাম পোস্টে, কুমার বিশ্বজিতের এই একটা গানই মনে হয় ভাল লেগেছিল পুরা লাইফে :) অনেক ছোটবেলায় শুনতাম; বিটিভির কোন এক এডেও মনে হয় ছিল গানটা!!

ওহ, ফুলগুলোর ছবি সুন্দর :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: কেউ একজন রোজ বিকেলে আসতো যে আমার বাগানে, তাইতো এই গানের কথাগুলো ধার করা!!

১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আবার কখন আপনার বাগানের ফুল নিতে গেলাম :P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: ওই যে তখন!!!!!! :)

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

প্রামানিক বলেছেন: একটা হাসনা হেনা ঘরের বারান্দার সামনে লাগাতে চাই কিন্তু আমার মেয়েটা লাগাতে দেয় না। হাসনা হেনায় নাকি সাপ আসে।

আমার গাইবান্ধার বাসার পাশের বাসায় হাসনা হেনা গাছ আছে সন্ধার পরে চমৎকার ফুলের ঘ্রান আসে। সেই গাছের উপরে একটা সাপ শুয়ে ছিল এটা দেখার পর থেকে মেয়েটা হাসনা হেনা গাছ দেখলেই সাপের ভয় পায়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: এখন কি আর আগের মত সাপ দেখা যায়?
আমার ছাদেও হাসনা হেনা লাগিয়েছি, সাপতো দূরে থাক, কেঁচোও আসেনি কখোনো!!
তাই নিশ্চিন্তে হাসনা হেনা গাছ লাগিয়ে ফেলুন।
বর্ষায় লাগাতে পারলে ভাল হতো, এখন অনেক রোদ।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৫

সুমন কর বলেছেন: আপু, এতো সুন্দর পাখি দু'টো ফুল খেয়ে ফেললে রাগ করা নিষেধ। !:#P

আপনার গাছের ফুলগুলো সুন্দর।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: তখন রাগ করেছিলাম, আমার এত যত্নে গড়া ফুলগুলো খেয়ে যাবে ওই নচ্ছার টিয়া পাখি!!!
কিন্তু এখন আর রাগ নেই!!!
এখন মাথাটা ঠান্ডা আছে!!! :)

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

মো: আশিকুজ্জামান বলেছেন: গাদা ফুল গাছের ভেষজ গুণাবলি রয়েছে। কাঁটা স্থানে গাদা ফুল গাছের রস লাগালে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হয়।
-------------ছোট বেলায় আমরা এই গুণটি কাজে লাগাতাম।
তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে-----------

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আমরাও গাঁদা ফুল গাছের পাতা কাটা জায়গায় লাগাতাম!! :)
তুমি রোজ বিকেলে ----------- গানটার জন্য ধন্যবাদ ভাই!!!

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কামরুন নাহার বীথি বলেছেন:
“কি করি আজ ভেবে না পাই”
বড়ই তিনি গুণি
তার স্বপ্নটা কেমন স্বপ্ন
তার মুখেতেই শুনি। -------/---

জাতি জানতে চায় ----------- :)
প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন” লেজাংশ

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১০

কামরুন নাহার বীথি বলেছেন:
পড়ে এলাম!! সব মিলিয়ে দারুন উপভোগ্য!!!! =p~

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লাগলো ভালো জেনে আমার
লাগছে বড়ো খুশি,
চাইছে আরো মনটা আমার
টিয়েটা ধরে পুষি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

কামরুন নাহার বীথি বলেছেন: বনের পাখি বনেই মানায়, কি লাভ তাকে খাঁচায় পুষে!!!
আমিও বঞ্চিত হব এমন ছবি থেকে!! :(

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ মানাবো এমনতর
লাগবে নাকো খাঁচা,
আর যাবেনা তোমার টবে
ফুল খাবেনা কাঁচা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: তাই!!!
তাহলে আমার বাগানে আর ফুল ফুটবে না, পাখিরা গান গাইবে না।
ফুলপরী ফুলেদের ঘুম ভাঙাতে আসবে না, ভ্রমর আসবে না, প্রজাপতিও না ------


২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এই বল টিয়া তুই
যত্তসব ঝক্কি,
এই কেঁদে ভাসে বুক
লাকি টিয়া পক্ষী!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: জীবনে একটু যন্ত্রণা না থাকলে, সুখটা অনুভব করব কী করে !!!!

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২ এর গেঁজ দাঁত

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: পড়ে এলাম!!!!! :)

২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা আপু রাগ করোনা

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন:

২৯| ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুব দিলে কেলানো হাসি
পোষ্টকি কভূ পড়েছো?
উৎসর্গ করেছিলুম উৎসর্গ তোমায়
সেটাও কি দেখেছো??

০৯ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: পোষ্ট পড়েছি বলেইতো এখানে কেলানো হাসি আর পোষ্টে মাথা ঘুরানো সুর্য্যমুখী দিয়ে এসেছি!!
উৎসর্গ করার জন্য ধন্যবাদ আমার এখানেই দিলাম!!!!!!
লেখার শেষটা সত্যিই খুব কষ্টের!!! ভাল থাকবেন!!!

৩০| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সত্যি বলছি তোমায় আপু
আবেগ ছিলো শেষটায়;
পাঠক ছিলো কয়েকশত
বুঝলে একা তুমিই হায়।

কেউ না বুঝুক থোড়াই কেয়ার
বুকের কষ্ট স্বীয়;
ফুল দিয়েছো,লাগলো ভালো
শিউলী আমার প্রিয়। :)

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: পাঠক ছিলো কয়েকশত
বুঝলে একা তুমিই হায়।
------------

এটা কেমন কথা!!!! সব পাঠকই বুঝতে পেরেছেন।
কেউ তা' প্রকাশ করেছেন, কেউবা করেনি!!
শারদীয় শিউলি শুভেচ্ছা!!!

৩১| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কমেন্টগুলো পড়েই দেখো
সবি ছিলো মজা;
আমি মজায় দিলুম তাল
খাচ্ছি যেনো গজা।

একমাত্র তুমিই কেবল
বুঝলে তার মর্ম;
আসল কথা লিখি পঁচা
ভাবপ্রকাশ নয় মোর কর্ম।

বাদ দাও পুরান ক্যাঁচাল
আমার দুঃখ বিলাস;
তোমার কথা বলো শুনি
চলছে কেমন ফুলের চাষ?

১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা, ফুলের চাষ আমি আবার শুরু করলাম, শীতকালীন ফুল!
গাঁদা, চন্দ্রমল্লিকা, কসমস, সেলভিয়া আর ডায়ানথাস লাগিয়েছি সেদিন।
শীতের ফুল এখনও তেমন আসে নাই নার্সারিতে!!!

কসমস ফুটেছে, আরগুলো ফুটলে ছবি অবশ্যই দেব ব্লগে! :)

৩২| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ফুল তয় রোজ বিকেলে ফুল নিতে পারবোনা। হা হা হা ........................ধন্যবাদ।




ভালো থাকবেন নিরন্তর।

১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: রোজ বিকেলে আসতে হবে না, একদিন এলেই ধরা পড়ে যাবেন!!!! :) :) :)

৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন:

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:

৩৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসবে ?
তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসবে ?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: এমন একটা ফুল পেলে ভাবব যাব কি যাব না!!!! :)

৩৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন:

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:





৩৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: ওনলি ফর ইউ.......... :P

১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: তাই?!!!!! অশেষ ধন্যবাদ ভাই !!! বন্ধুত্বের গোলাপের রঙ কিন্তু হলুদ হয়!!!! :) :)

৩৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: তাহলে লাল রঙ কি ? :)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: আমি যতটূকু জানি, লাল রঙ পূজা, প্রেম, ইদানিং বিয়ের মালাও লাল হয়-------- ইত্যাদি ইত্যাদি !!

৩৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: আপনার প্রোফাইল পিক যে লাল এটার কারণ কি ?

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: এটা আমার প্রিয় ফুল চন্দ্র মল্লিকা, গোলাপ নয় !!!

৩৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৭

পলাশমিঞা বলেছেন: এই পোস্ট টা প্রিয় তালিকায় যুক্ত করেছি।

অনেক অনেক ধন্যবাদ আপা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমার এই লেখাকে প্রিয় তালিকায় রেখেছেন।
ভাল থাকবেন সব সময়!!

৪০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

পলাশমিঞা বলেছেন: আপনার এই পোস্টের ফুল, ফুলচোর সব আমাকে উৎসাহিত করেছিল নতুন একটা উপন্যাস লেখার জন্য।

আপনিও সবসময় ভালো থাকবেন।
ফুলচোরকে দেখল কিল দেখিয়ে বলবেন, আমার ফুল চুরি করলে আমি মামলা করব।
দেখবেন আশেপাশে আর আসবে না।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
ফুলচোরকে দেখল কিল দেখিয়ে বলবেন, আমার ফুল চুরি করলে আমি মামলা করব।
দেখবেন আশেপাশে আর আসবে না।
------

হা হা হা --- পেলেতো আবার ছবি তুলতে বসে যাব!!! কিল দেয়া আর হবে না!!

৪১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

পলাশমিঞা বলেছেন: জানি, ফুলচোরকে মারধর করা যায় না। কান্দাকাটি শুরু করে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

কামরুন নাহার বীথি বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.