নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

ঈদে ইচ্ছেমত গরুর মাংস খেয়েও সুস্থ থাকার ছোট্ট ৫ কৌশল

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬




ঈদে ইচ্ছেমত গরুর মাংস খেয়েও সুস্থ থাকার ছোট্ট ৫ কৌশল -- =p~ =p~ =p~


কোরবানির আর মাত্র দুই দিন বাঁকি। কোরবানি এলেই ইচ্ছেমত গরু-খাসির মাংস খাওয়া হয়। অন্যদিকে স্বাস্থ্যের বারোটাও বেজে যায়। তবে আপনি কী জানেন, গরুর মাংস খেয়েও দিব্যি সুস্থ থাকা যায়? সুস্থ থাকার জন্য আপনাকে অনুসরণ করতে হবে ছোট্ট কিছু কৌশল।

১) চর্বি ফেলে দিয়ে মাংস খানঃ

কসাই এর কাছে থেকে মাংস আসার পর দেখা যায় মাংসে প্রচুর চর্বি থাকে। ওজন বাড়া এবং বিভিন্ন রোগ বেড়ে যাবার জন্য কিন্তু এই চর্বিই দায়ী। এসব কারণে মাংস থেকে কেটে ফেলে দিন যতটা সম্ভব। অনেকেই চর্বিযুক্ত মাংস পছন্দ করেন কিন্তু স্বাস্থ্যের প্রতি মায়া থাকলে এই চর্বিটুকু বাদ দেওয়াই আপনার জন্য ভালো নয় কি!!!!

২) অতিরিক্ত তেল-চর্বি দিয়ে রান্না করবেন নাঃ

মাংস রান্নার সময়ে অতিরিক্ত চর্বি তো বাদ দেবেনই, সাথে অতিরিক্ত তেল-চর্বি না দিয়েই রান্না করার চেষ্টা করুন। চর্বি ফেলে দেবার পরেও মাংসের ভেতরে যতটা চর্বি থাকে তা' রান্নার জন্য যথেষ্ট। এতে আরও চর্বি বা তেল যোগ করলে রান্না হয়তো মজা হবে কিন্তু স্বাস্থ্যের হবে ক্ষতি।

৩) বেশি করে সবজি খান মাংসের সাথেঃ

কোরবানি এলেই যে সবজি খাওয়া বাদ দিতে হবে তা' কিন্তু নয়। বরং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার জন্য অনেকটা করে সবজি খাবেন প্রতিটি বার মাংস খাওয়ার সময়ে। খেতে পারেন সালাদ অথবা সবজির তরকারি। মাংসের সাথেও সবজি দিয়েই রান্না করতে পারেন।

৪) কিমা থেকে ঝরিয়ে ফেলুন চর্বিঃ

মাংসের টুকরো থেকে চর্বি কেটে সরিয়ে ফেলা যতো সহজ, কিমা থেকে চর্বি কমানো তত সহজ না বলে মনে করেন অনেকে। আসলে কিন্তু তা নয়। বেশ কয়েকটি উপায়ে কিমা থেকে চর্বি সরিয়ে ফেলতে পারেন। কড়াইতে কিমা একটু ভেজে নিন, এতে চর্বিটা গলে বের হয়ে আসবে। এই চর্বিটুকু কড়াই কাত করে ফেলে দিন। এছাড়াও ঝাঁঝরি চামচে করে মাংস তুলে নিতে পারেন এতে চর্বিটা আলাদা হয়ে যাবে। মাংসটুকু তুলে পেপার টাওয়েল দিয়ে শুষে নিতে পারেন চর্বিটুকু। এছাড়াও গরম পানি ব্যবহার করতে পারেন। একটি ঝাঁঝরি বোলে নিন মাংসের কিমাটুকু। এরপর প্রায় ফুটন্ত গরম পানি ঢালতে থাকুন এর ওপরে। পানির সাথে চর্বিটুকু গলে চলে যাবে। পানি ঢেলে দেবার পর পাঁচ মিনিট ধরে পানিটা ঝরিয়ে নিন।

৫) অতিরিক্ত খাবেন নাঃ

দৈনিক কিছু পরিমাণ প্রোটিন খাওয়া স্বাস্থ্যের জন্যই জরুরী। কিন্তু অতিরিক্তও খাওয়া যাবে না। অনেকে মনে করেন কোরবানির সময়টাতেই বেশি করে খেয়ে নেবেন। কিন্তু তা না করাই ভালো। দৈনিক ৯০ গ্রামের বেশি মাংস না খাওয়ার চেষ্টা করুন।

---------------তথ্যসূত্রঃ লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম



★★★★★★★★★★★★★★★★★★

মন্তব্য ৬৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ফটুক দিলেন!
দেখতেই জিভে জল এসে গেল!!!! :)


ঈদ মোবারক!


২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: ঈদ মোবারক ভাই!!!

কোরবানি ঈদ মানেই সারাদিনের ব্যস্ততা আর দু'দিন ধরে ক্লান্তি মোচনের জন্য ঝিমানো!!
তাই আজ এইটা পোষ্ট করলাম!!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

জুন বলেছেন: ট্রাইগ্লিসারাইড ৪২৫ :(
ডাক্তার মুরগী ছাড়া অন্য কোন মাংসের দিকের যেতে কঠোর নিষেধাজ্ঞা জারী করেছে ।
জীবনেও এমন ছিল না । চিন্তায় আছি কামরুন্নাহার :(
ঈদের শুভেচ্ছা রইলো অনেক ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১

কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায়!!!! দোয়া করি সুস্থ থাকুন আপু!!!
কোরবানির মাংস একটু আধটু হলেও খেতে যে ইচ্ছে করে!! :)

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: এইডা কি দিছেন আপনারে কইছিলাম গরুর মাংসের পিঠালী দিতে। যাক অসুবিধা নাই, তারপরেও উপকারী পোষ্ট পাইছি। ধন্যবাদ নাহার আপা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: চলে আসুন, পিঠালি পাবেন!!! :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই,আপনার অত্যন্ত ভাললাগার পিঠালি আছে এখানে!! মিস করবেন না যেন!!!!!!!

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: দৈনিক কিছু পরিমাণ প্রোটিন খাওয়া স্বাস্থ্যের জন্যই জরুরী। কিন্তু অতিরিক্তও খাওয়া যাবে না। অনেকে মনে করেন কোরবানির সময়টাতেই বেশি করে খেয়ে নেবেন। কিন্তু তা না করাই ভালো। দৈনিক ৯০ গ্রামের বেশি মাংস না খাওয়ার চেষ্টা করুন।

দিলেন তো খাওয়াটারে বরবাদ কইরা। অসুইখা মানুষ দুষিত রক্ত নিয়া একটু চিন্তা করছিলাম মরার আগে ভাল কইরা খামু, আপনার পোষ্ট পইড়া খাওয়ার বারোটা বাইজা গেল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: আরে ------ ভাই, না খেয়ে মরার চেয়ে, খেয়ে দেয়ে মরাই বুদ্ধিমানের কাজ!!!! :)

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

অপু দ্যা গ্রেট বলেছেন: আপু তৈয়ার থাকেন । আসতেছি । :-D :-D :-D

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: আসবেন, ঈদ মোবারক!!!!

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩

স্যার এডলফ হিটলার বলেছেন: ধন্যবাদ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকেও!!!!

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মাংস খেয়ে সুস্থ থাকা
বেশ দিয়েছ টিপস্‌গুলা
তাজা গরুর চর্বি তেল গো.....(উললজজজ)
স্বাদ কি কভূ যায় ভোলা??? ;) :P :-B

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: ইস, জিভে জল এসে গেচে না!!!! :)
আসবেই ---------
ঈদ মোবারক!!!!

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

জেন রসি বলেছেন: কৌশলগুলো বিবেচনায় রাখলাম!

তবে , কি করি আজ ভেবে না পাই বলেছেন:
তাজা গরুর চর্বি তেল গো.....(উললজজজ)
স্বাদ কি কভূ যায় ভোলা??? ;) :P :-B


এটাও বিবেচনায় আছে!!! :P

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: আরে ------ ভাই, না খেয়ে মরার চেয়ে, খেয়ে দেয়ে মরাই বুদ্ধিমানের কাজ!!!! :) (প্রামানিক ভাইকেও লিখলাম :))

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

এস কাজী বলেছেন: বীথি আপু, ঈদের সময় এত মেন্তেইন করে চলা একটু ডিফিকাল্ট। তারছে ব্যাটার আপনি আমাদের দাওয়াত করে খাইয়ে বলেন 'নে বেটা এইভাবে খাবি'। তাইলে কোন সমস্যা হবে না =p~

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: বুদ্ধিটা খারাপ দেন নাই!!!!! :)
তবে, পরে আবার বলবেন না, "আপু, এই খটখটে মাংস খেতে দিলেন????? "

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: কার্যকরী পোস্ট।।

কুরবানীর ঈদে সবার কাজে আসবে।

কেউ লাইক দিলো না, আমি দিলাম.... !:#P

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা!!!!

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

নতুন বলেছেন: ট্রাইগ্লিসারাইড ৪৭৬ :(

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: আহা ---------!!!! জুন আপুর চেয়েও বেশী B:-) B:-)
প্রতিজ্ঞা করুন, শুক্রবারের পরে আর খাবেন না!!!!

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

নতুন বলেছেন: ৬০৮ ছিলো ৩ মাস আগে... তারপরে ৪/৫ কেজি ওজন কমিয়েছি।

খাবার শুধু বাইচা থাকার জন্য খাই। কয়েক দিন আগে টেস্টে ৪৭৬ আসছে। ডাক্তার বললো আরো ৬ সপ্তাহ ডায়াট+ব্যায়াম করুন না কমলে ওষুধ দেবো।

আমি ঈদ করবো আগামী কাল :) ( বিদেশে কামলা দিতেছি তো তাই )

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি যথেষ্টই স্বাস্থ্য সচেতন, আর এটাই হাওয়া উচিৎ।
আমি নিজেও বিফ এড়িয়ে চলি।
ভাল থাকবেন সব সময়!!!
ঈদ মোবারক!!!!!

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

কালীদাস বলেছেন: ছবিগুলো উলস :P
বাংলাদেশের গরু রান্নার কোন একটা কমন স্পাইস আমার হজম হয় না। আমি গরুর ভাজা মাংস খাই, তরকারি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি; কোনভাবে তরকারির একদুই টুকরা পেটে পড়লেই.... :((

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: আসলে খাদ্যাভ্যাস টা পুরোটাই নিজস্ব ব্যাপার!!! নিজের স্বাদমত।
সব সময় ভাল থাকবেন!!

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬

হানিফঢাকা বলেছেন: ডিয়ার আপু,

আপনি লেখার শিরোনামে দিয়েছেন "ঈদে ইচ্ছেমত গরুর মাংস খেয়েও সুস্থ থাকার ছোট্ট ৫ কৌশল"। অনেক আগ্রহ করে পড়তে আসলাম। কিন্তু আপনার শেষ বাক্যটা পড়ে আমি খুবই হতাশ। আপনার শেষ বাক্যটা ছিল "দৈনিক ৯০ গ্রামের বেশি মাংস না খাওয়ার চেষ্টা করুন"।

এইটা কিছু হইল? এই ৯০ গ্রাম মাংস খাবার আগে না পড়ে খাব?

আপনার লেখা পড়ে ঐ ইন্ডিয়ান জোকস টা মনে পড়ে গেল " দাদা আদ্ধেক ডিমের পুরাটাই খেয়ে যাবেন কিন্তু"

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: :) ঠিক তাই দাদা, ৯০ গ্রামের বেশী খাবেন না! বুঝতে পেরেছেন?
৯০ গ্রামের লোক যতটুকুন খাবে, ঠিক সেইটুকুই!!! =p~ =p~ =p~ =p~

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৯

সাদিকনাফ বলেছেন: ধইন্যপাদ হানিফঢাকা ভাই... এক্কেরে মনের কথা কইছেন.. ডেইলি 90 গ্রাম... খাওয়ার আগে নাকি পরে... হা হা... বিয়াপুক বিনুদিত হইলাম ...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: জবাবটা পেয়ে আরো বিয়াপুক বিনুদিত নিয়েছেন নিশ্চয়ই!!!! :)

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২০

সচেতনহ্যাপী বলেছেন: ওপেন হার্ট সার্জারী হওয়াতে এমনিও গরুর মাংস কম খাই।। ছবিটা দেখে ইচ্ছেটা জেগে উঠলো।। খাব তবে আপনার কথামতই।।
ঈদ মোবারক।।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: এইতো এতক্ষণে একজন সমঝদার দাদা পাওয়া গেল!!!!! :)

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

দৃষ্টিসীমানা বলেছেন: সময় উপযোগী পোষ্ট ।অনেক ধন্যবাদ ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ অনেক অনেক আপনাকেও!!!! :)

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডাক্তার ব্যাটায় কইছে ৫ পিচ খাইতে , আমি ডাক্তারের কথার বাইরে নাই ।
কসাইরে কইছি বড় বড় পিছ করতে :P

ঈদ মুবারক বীথি ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০২

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ঠিক বলেছেন, প্রতিটি পিস যেন এক কেজি ওজনের হয়!!!!!
ঈদ মোবারক ভাই!!!!!!!

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২

সেলিম আনোয়ার বলেছেন: প্রচন্ড দাঁত ব্যথা রুট ক্যানাল নষ্ট হয়ে গেছে । কি আর করা দাঁতের ডাক্তার দেখালাম ।ভালই খরচ হয়েছে । খাওয়ার প্রস্তুতি বলে কথা ।
:P
সুন্দর পোস্ট ।

ঈদ মোবারক । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: ডাক্তারকে এত্তগুলো পয়সা শুধু শুধুই দিলেন!!!
মাংস রান্না করে ব্লেন্ড করে শরবত বানিয়ে খেতেন!!!

খাওয়ার প্রস্তুতি বলে কথা । =p~ =p~ =p~

ঈদ মোবারক !!!!!

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

অন্ধবিন্দু বলেছেন: আমরা কী আর খাবার সময় অসুস্থতার কথা চিন্তা করি। পরে অবশ্য করি ! হা হা।
ভাল পোস্ট করেছেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, আমরা ভাবিয়া কাজ করি না, করিয়া পরে ভাবিয়া মরি!! :)
অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক!!!

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

আরজু পনি বলেছেন:

আমি রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বাসায় গরুর মাংস খাওয়া বন্ধ করিয়েছি...কিন্তু এটাও সত্যি যে, খাবো না খাবো না করেও যখন এক টুকরো খাই সেই মজাতে আরো চার/পাঁচ টুকরো এমনিতেই পেটে চলে যায় :(
:((
আর আপনার শিরোনাম দেখেতো শেষে কী সাবধানতা অবলম্বন করতে বলেছেন তা আর চোখে পড়ে নাকি ? :|
ইদের শুভেচ্ছা রইল ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২০

কামরুন নাহার বীথি বলেছেন: আমি নিজেই খাওয়া বন্ধ করেছি আপু!!!
শুধু বাচ্চাদের জন্যই মাংস কিনি। কোরবানিতে দু'এক পিস বাধ্য হয়ে খেতে হয়!!
না খেয়ে কে আবার ঝামেলা করবে।

ভাল থাকবেন আপু, ঈদ মোবারক!!!

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



ঈদে ইচ্ছেমত গরুর মাংস খেয়েও সুস্থ থাকার কৌশল বাৎলে দিয়েছেন আবার এক্কেবারে শেষে বলেছেন , অতিরিক্ত খাবেন নাঃ কিন্তু অতিরিক্তও খাওয়া যাবে না। অনেকে মনে করেন কোরবানির সময়টাতেই বেশি করে খেয়ে নেবেন। কিন্তু তা না করাই ভালো। দৈনিক ৯০ গ্রামের বেশি মাংস না খাওয়ার চেষ্টা করুন।

তাহলে ঈদে ইচ্ছেমত গরুর মাংস খাওয়ার লোভ কেন দেখালেন ? পয়সা ফেরত দিতে হবে যে । :P

ভয় নেই ,কৌশলের কোনও দরকার নেই । কোরবানীর মাংশের আলাদা ফজিলত আছে । কিসের ৯০ গ্রাম ? আমিতো বিসমিল্লাহ বলে ঈদের তিন দিনে ৯০০০ গ্রাম খেয়ে ফেলি । নো প্রবলেম । সবাই ট্রাই করে দেখতে পারেন । :-<

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: বুঝলেন না, আমিতো বলেছি ৯০ গ্রাম। মানে ৯০ গ্রামের মানুষ যতটুকুন খেতে পারে!!
এখন আমি আপনার পয়সা ফেরত দেব? না আপনিই আমার কনসালটেন্সি ফী দেবেন???? :)

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩

রন৬৬৬ বলেছেন: @June follow my strategy.....

My ‘Lipid Profile’ at 47: Test results from Popular Diagnostic, Dhaka as on 29/03/2015.
Cholesterol (Total)………………. 192 Reference Value: 120-200
HDL-Cholesterol………………….. 55 “ “ : <35.00
LDL-Cholesterol……………………. 114 “ “ : < 150.00
Triglycerides………………………….. 115 “ “ (fasting): 10-190

Note: I stopped eating beef in the year 1995. But I do eat beef occasionally. That is, twice in a year during Eid holidays for (4+4)=8 days in a year!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, অন্তত ৩০ বছর বয়সের পরেই খাদ্যাভ্যাস বদলে ফেলা উচিৎ!!!
ধন্যবাদ ভাই, ঈদ মোবারক!!

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: হা হা আহমেদ জী এস ভাইয়া নাকি ৯০০০ গ্রাম খেয়ে ফেলে!!!!!!!!! মাইগড গেছি!!!!!!!! :P

বিথী আপুনি মাংস সব কুচি কুচি করে কেটে রান্না করবো ওকে!!!!!!! তাহলে নো তেল চর্বি!!!!!:)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, কুচি কুচি করে কেটে সেদ্ধ করে পানি ফেলে দিয়ে, ভুনা করে খাব!!!
তবুও খেতেই হবে ------------- =p~ =p~ =p~

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

জুন বলেছেন: @রন৬৬৬ এই রেজাল্ট বের হয়েছে প্রায় তিন মাস ফ্রম এপলো হস্পিটাল। এরপর থেকে গরু, খাসী, ডিমের কুসুম, ফুল ক্রীম দুধ, পোলা্‌ বিরিয়ানী এরকম ফ্যাট জাতীয় সমস্ত খাবার বন্ধ করেছি, কার্বোহাইড্রেট এর পরিমান ও কম। দিনে এক বেলা এক কাপ ভাত । প্রতিদিন ৪৫ মিনিটস হাটছি । সামনের মাসে ডাক্তার আবার টেষ্ট করার জন্য বলেছে । আশা করছি কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হবে । দোয়া করবেন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: দোয়া রইল আপু!!!!!

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৬

ধূর্ত উঁই বলেছেন: শেষে এইটা কি বললেন ৯০ গ্রাম !!! এত কম খাওয়া যাবেনা । ঈদের বাইরেই তো অতটুকু খাই । ঈদের দিন কেজি খানেক মিনিমাম । #:-S

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: না না কিছুতেই না, এত কম খাওয়া যাবেই না!!!!
৯০ এর পরে শুন্য (০) আরো দু'টো লাগিয়ে নিন ভাই!!!!! =p~ =p~ =p~

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

শায়মা বলেছেন: জুন বলেছেন: @রন৬৬৬ এই রেজাল্ট বের হয়েছে প্রায় তিন মাস ফ্রম এপলো হস্পিটাল। এরপর থেকে গরু, খাসী, ডিমের কুসুম, ফুল ক্রীম দুধ, পোলা্‌ বিরিয়ানী এরকম ফ্যাট জাতীয় সমস্ত খাবার বন্ধ করেছি, কার্বোহাইড্রেট এর পরিমান ও কম। দিনে এক বেলা এক কাপ ভাত । প্রতিদিন ৪৫ মিনিটস হাটছি । সামনের মাসে ডাক্তার আবার টেষ্ট করার জন্য বলেছে । আশা করছি কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট হবে । দোয়া করবেন ।


উফ এত কষ্ট জীবন নষ্ট!!!:(

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই,উফ এত কষ্ট জীবন নষ্ট!!! :(

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

রন৬৬৬ বলেছেন: @June and Shayma: I have been overseas for 20 years in three different countries. I hardly took Biriani, Ice Cream, Burger, Fast Foods, Pizzas and soft drinks in those countries. Well, finally I came back from overseas and started evening walk for at least 1 hour. I did walk in the morning time from 6-7 AM. Weather will be good in coming days and again I will start my morning walk. However, my weight is only 67 kgs! I eat four pieces of rooti in the morning, very little rice in the afternoon and dinner only mixed vegetables( no rice or rooti)! Eggs only 8 days in a month.Since, I came back in late 2011, I took Chicken biriany for 2 to 3 times only. Now stopped eating these food. There is an old British proverb: " Eat breakfast like a King, lunch like Prince and dinner like a pauper."

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আপনার লাইফ স্টাইল জেনে ভাল লাগল!!!

@ শায়মা আপু,জুন আপু -------------

২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭

সুমন কর বলেছেন: ঈদ সংকলনে সংযুক্ত করে দিয়েছি।


ঈদ মোবারক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ দাদা, ঈদ মোবারক!!!!!!!! :)

৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

গোল্ডেন গ্লাইডার বলেছেন: আপু এইডা কি কৈলেন :| ৯০ গ্রাম :((

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: না না ভয় পাওয়ার কিচ্ছু নেই!!! ৯০ এর পরে যত খুশি ০(শুন্য) লাগিয়ে নিন।
০(শুন্য) -এর কোনই দাম নাই!!!!!

৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

মো: আশিকুজ্জামান বলেছেন: দুইদিন তো ছাগলের মাংস দিয়ে চালিয়ে দিলাম। গরুর মাংস খাব কিনা ভাবছি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!!!! :)

৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
একদম স্বাস্থ্যসম্মত নির্দেশিকা! রেসিপি এমনই হওয়া উচিত - স্বাদ নয়, স্বাস্থ্যভিত্তিকও হওয়া উচিত।


ঈদ মুবারক, কামরুন্নাহার আপা :)

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা মইনুল ভাই!!
ভাল থাকবেন, ঈদ মোবা্রক !!!

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

তুষার আহাসান বলেছেন: গ্রামে একটা কথা আছে,
"খাই তো প্যাট ভরে
মরি তো খাট ভরে।"
মাংস পেলেই খাই,আগে খুব খেদাম,এখন একটু বুঝেসুঝে।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, এখন বুঝেসুঝেই খেতে হবে।
আমাদের আর দাদা -নানাদের মত হজমশক্তিও নেই, আর রোগ প্রতিরোধ ক্ষমতাও নেই!

অনেক অনেক শুভেচ্ছা ভাই, অনেকদিন পরে আমার এই লেখা খুঁজে পড়ার জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.