নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

শরতের শেষ সূর্য্য ------ সে দিনের সোনা ঝরা সন্ধ্যায় (ছবি ব্লগ)

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২













































ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ১১৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৭

প্রবাসী পাঠক বলেছেন: শুভ্র শরতের ছবি। চমৎকার।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: শুভ্র শরতের ছবিতে পরে আসছি, আজ শুধু রঙিন সূর্য্যের ছবি!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!

২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৭

মুহামমদল হািবব বলেছেন: অদ্ভুদ সুন্দর।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা!!!

৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১২

কলমের কালি শেষ বলেছেন: শরতের শেষ সূর্যিমামা বেশ লাগলো ।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, সূর্যিমামাকে সেই সন্ধ্যেয় খুব সুন্দর লাগছিল বলেইতো ক্যামেরাবন্দি করেছি।
অনেক ধন্যবাদ ভাই!!!

৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ২:২১

সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর নদী বা খালপাড়ের তুষরশুভ্র রূপ দেখলাম।। স্থানটা কি দিয়াবাড়ি??

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২১

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, স্থানটা দিয়াবাড়ি!!!
বিকালের ছবি আরেকদিক পোষ্ট করব।
অনেক ধন্যবাদ!!

৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৫

সুমন কর বলেছেন: সকাল বেলা সুন্দর সব ছবি দেখে দিন শুরু করলাম..... !:#P

+।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা দাদা!!!!

৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কাশবনে রঙিন সূর্য দারুন আইডিয়া । চমৎকার পোস্ট । ++

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!

৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২০

সামাইশি বলেছেন: Beautiful.

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!!!

৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬

লালপরী বলেছেন: কি সুন্দর ছবি আপা :)

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: লালপরীকে একদিন শুভ্র কাশবনে বেড়াতে নিয়ে যাবে, আচ্ছা?!?!
অনেক শুভেচ্ছা আপু!

৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

ঢাকাবাসী বলেছেন: দারুণ সুন্দর!

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!

১০| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: গোধূলি লগ্নে কে লাগাল কাশফুলে
অপরুপ সোনালি চাদর।


সুন্দর ছবি ব্লগে লাইক।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ মন্তব্য!!!! :) :)
অনেক অনেক শুভেচ্ছা!!!

১১| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৯

আসিফ তানজির বলেছেন: অনেক সুন্দর

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ!!! :)

১২| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

জাহাঙ্গীর.আলম বলেছেন: মনঃমুগ্ধকর, দৃষ্টিনন্দন ৷

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!!

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওস্তাদি ফটো সব!
সাদাকালো কাশফুলের শুভ্রতা সূর্যের আলোতে যেন অর্থ পেলো...

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: ওস্তাদি ভালভাবে করতে পারলাম না, শিখতে হবে কামাল ভাই -এর কাছে!!! :) :)
অনেক ধন্যবাদ মইনুল ভাই!!

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

মানবী বলেছেন: চমৎকার! স্নিগ্ধ সুন্দর!

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও!!! :) :)

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭

আলোরিকা বলেছেন: আজ শরতের আলোয় এই যে চেয়ে দেখি
মনে হয় এ যেন আমার প্রথম দেখা ।
- রবীন্দ্রনাথ ঠাকুর

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু!!!! :)

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

রোদেলা বলেছেন: ্রিয়তে রাখলাম।

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু!!!! :) :)

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩

রোদেলা বলেছেন: কথায় তুলেছেন?

১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: আপু, উত্তরা ১৫ নাম্বার সেক্টর, দিয়াবাড়ি থেকে!

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

মানস চোখ বলেছেন: অসাধারণ ......!!!!!!!
সাদা কাশফুলের উপরে গোধুলীর রঙ যেন স্বাপ্নিক পরিবেশ....!!!!!!
খুব ভালো লাগলো....!!!!

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, সাদা কাশফুলের উপরে গোধুলীর রঙ যেন স্বাপ্নিক পরিবেশ....!!!!!!
অনেক ধন্যবাদ ভাই!!

১৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক সুন্দর ছবি তুলছেন । শুভেচ্ছা

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও ভাই!!!

২০| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১

সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর সুন্দর ছবি! দেখে খুবই ভাল লাগলো আপু!

সুন্দর ছবি ব্লগ উপহার দেওয়ার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ!

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই!!!! :)

২১| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪

হাসান মাহবুব বলেছেন: অসম্ভব সুন্দর। এটা কোথায়? আমার বউয়ের খুব শখ কাশবনে গিয়ে ছবি তুলবে।

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: এটা উত্তরা ১৫ নাম্বার সেক্টর, দিয়াবাড়ি জায়গাটির নাম।
ভাবির শখ এ বছরে মেটানো হলো না যে!
আমি ব্লগার দাঁড়কাক ভাইএর ছবি ব্লগ দেখে অক্টোবর -এর ৫/৬ তারিখের দিকে গিয়েছিলাম, তখনই গাছগুলো প্রায় লাল হয়ে গেছে। গাছগুলো কেটেও ফেলা হচ্ছে!!!

আগামী বছর সেপ্টেম্বরে প্রথম দিকে যাবেন, খুব ভাল লাগবে!!
অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!

২২| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০১

গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ! কাশবনগুলোয় কতদিন হাত ছুঁয়ে দেখা হয় না। আহঃ :(

১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি কি দেশের বাইরে আছেন?
দেশে থাকলে দেখবেন, পুরো শরতকাল জুরে (সেপ্টেম্বরে) কাশফুলের রাজত্ব!!!!
অনেক শুভেচ্ছা ভাই!!!

২৩| ১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''কাশ বনে সূর্যাস্ত'' দারুণ !!!
''কাশ বনের কন্যা''র ছবি কই ? :)

১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: আমিতো " কাশ বনের কন্যা"- কে খুঁজেই পাইনি, ছবি তুলব কি করে? :(

২৪| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

ফুল বানু বলেছেন: এক কথায় অপূর্ব

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

২৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮

খেয়ালি দুপুর বলেছেন: অসাধারণ সব ছবি!! শরৎ কালটা আমার ছেলেবেলা থেকেই অসম্ভব প্রিয়। নীলাকাশ, কাশবনে মুগ্ধ সেই ছেলেবেলাতেই লিখেছিলাম দু-লাইন,
" সচ্ছ নীল আকাশের বুকে, শুভ্র মেঘের ঝোপে,
রোজ আমার চোখ চড়ে বেড়ায়..
কি এক বিশালতায় আচ্ছন্ন করে ফেলে মন!"

অনেক ধন্যবাদ চমৎকার ছবিগুলো শেয়ার করবার জন্য। ভাল থাকা হোক।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

কামরুন নাহার বীথি বলেছেন: " সচ্ছ নীল আকাশের বুকে, শুভ্র মেঘের ঝোপে,
রোজ আমার চোখ চড়ে বেড়ায়..
কি এক বিশালতায় আচ্ছন্ন করে ফেলে মন!"
---------

সুন্দর কবিতাটি আমার এ লেখায় পোষ্ট করার জন্য অনেক ধন্যবাদ!!!!

২৬| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেলফি তুলতে জানলে " কাশ বনের কন্যা"কে ঠিকই খুজে পেতেন । :-P

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: সেলফী--------- B:-) B:-) :-B আর আমি!!!!!!
সে হবেনা -----------

২৭| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫

অগ্নি সারথি বলেছেন: স্নিগ্ধ কাশফুল ছবিতে ভাললাগা।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকেও হৈমন্তী শুভেচ্ছা!!!! ( শরত যে চলে গেছে :()

২৮| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

কিরমানী লিটন বলেছেন: অপূর্ব- অসাধারণ,নান্দনিক...

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!!

২৯| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার সব ছবি!

ধন্যবাদ শেয়ার করার জন্য। :)

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই!!!!! :)

৩০| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

জসিম বলেছেন: অনেক সুন্দর শরতটা দেখা হয়ে গেলো. সুন্দর সব ছবি.

ধন্যবাদ.

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!!

৩১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



স্নিগ্ধ ।

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!

৩২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

কালের সময় বলেছেন: ভালো লাগলো ছবি গুলো ।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ!!!! :)

৩৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সুন্দর সুন্দর! :-B

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!

৩৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৩

ধমনী বলেছেন: হেমন্তের সবুজ ঘাসে জমা স্বচ্ছ শিশিরে চিকচিক করে ঠিকরে পড়া সূর্যালোকের ছবিও চাই আপু। সোনালী আলোর কাশবন দারুণ হয়েছে।

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: হেমন্তের সবুজ ঘাস এই ঢাকা শহরে যদি কোথাও পাই তাহলে নিশ্চয়ই ছবি তুলে দেব!!!
তার আগে, আপনার জন্য গুগোল মামুর কাছে থেকা নেয়া "সবুজ ঘাসে শিশিরের ছবি " দিলাম!!!!

৩৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দরম!!!

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!! !!

৩৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৬

চ্যাং বলেছেন: চুন্দর হইচে আফা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ভাল্লাগচে---------------- কাশের উল তুইলে আনছিলেন তো? :)

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য!!!!!!

৩৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩৯

বিদ্যুৎ বলেছেন: চমৎকার কিছু ছবি কিন্তু আপনার ছবি তোলার মনন ও মেধা আরও চমৎকার যা পেশাদারী ছবিওয়ালাকেও হার মানিয়েছে। ধন্যবাদ, ভাল থাকবেন সব সময়।

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!!!
আমার চোখে যা ভাল লেগেছে ,সেটাকেই উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র!!!!

৩৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বলতে মোটে নয়কো ভীতূ
শরৎ আমার প্রিয় ঋতূ,
তুলতে ছবি সবাই পারে
পাহাড় কিংবা নদীর ধারে,
লাগবে শুধু ক্যামেরা
ঝুপ বুঝে স্রেফ ক্লিক করা,
লোকেশনও ফ্যাক্টর
উত্তরা ১৫নং সেক্টর,
চলো যাই তাড়াতাড়ি
জায়গাটি দিয়াবাড়ি।

এতো গেলো পোষ্টের
নানাবিধ আলোচনা;
এবার এসো মূল কথা
গিয়াস লিটনের প্ররোচনা।

আমারো সে একি কথা
ছবি কোথা কন্যার?
প্রকৃতি সে ঢেড় হলো
ফুল পাখি ঝর্ণার।

তুমি আপু চালু বড়
পিচ্ছিল শিং মাছ;
ছবি দিলে কি বা ক্ষতি
বেঁকে যাবে মুখ ছাঁচ?

ভালো কথা বলে রাখি
ছবি তুলা বড় আর্ট;
বলেছি সহজ অতি
সে ছিলো স্রেফ পাট।

'সবাই পারে' কথাটি বলা
স্রেফ ছন্দের খাতিরে;
ক্ষেমা ঘেন্না করে দাও
অধম এই নাতিরে ;) :P

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: ছড়ার পাখি, সব শেষে এসে আমার নাতি হয়ে গেল!!!! :) :) :)
কোন আপত্তি নেই আমার এতে!

প্রকৃতির চেয়ে কোন মানুষ কী সুন্দর হতে পারে? কখনওই না!!!

আমার নাতি যে সব্বার শেষে আমার পোষ্টে এল, তার কি শাস্তি দেব, আগে বলুন!!!!! :) :)

৩৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪

শামছুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিলাম।

++++++++++++++ পোস্ট্।

//কাশবনে শরতের গোধূলি বেলা
ছড়াল কি মায়ার খেলা।//

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগলে নিয়ে নিন!!!!!! :) :) :)

//কাশবনে শরতের গোধূলি বেলা
ছড়াল কি মায়ার খেলা।//


দারুন ছড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা!!!!

৪০| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭

অপ্রকাশিত কাব্য বলেছেন: অদ্ভূত ভালো লাগা ছুয়ে গেল

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০

কামরুন নাহার বীথি বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!!!!!!! :)

৪১| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪

জুন বলেছেন: অসাধারন সব ছবি কামরুন্নাহার বিথী ।

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!!!!! :)

৪২| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৩

এস কাজী বলেছেন: সুন্দর হয়ছে বীথি আপু :)

১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা ভা!!!!! :)

৪৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার দৃশ্যপট ।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!!!! :)

৪৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৯

নাবিক সিনবাদ বলেছেন: অসাধারণ

১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!!!! :)

৪৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

হাসান রাজু বলেছেন: অসাধারন । অসাধারন । অসাধারন । অসাধারন । খুবই সুন্দর ছবি ।

১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!ধন্যবাদ! অনেক ধন্যবাদ!!!!! :) :) :)

৪৬| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: ছড়ার পাখি, সব শেষে এসে আমার নাতি হয়ে গেল!!!! :) :) :)
কোন আপত্তি নেই আমার এতে!

প্রকৃতির চেয়ে কোন মানুষ কী সুন্দর হতে পারে? কখনওই না!!!

আমার নাতি যে সব্বার শেষে আমার পোষ্টে এল, তার কি শাস্তি দেব, আগে বলুন!!!!! :) :)


কমেন্টটি হলো ক্বাজা
তাই দিতে চাও সাজা,
সাজা দিয়ে পাবে মজা
তুমি রাণী আমি প্রজা,
সিজনটা হলো পূজা
ফূর্তিতে খাও গজা,
সেধোনা আমায় ভাজা
মোর আজ নফল রোজা।

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: সেধোনা আমায় ভাজা
মোর আজ নফল রোজা।
-----------

না না না ---------- সাজা এক্কেবারেই মওকুফ!!!!! :(
ভাল থাকবেন!!!

৪৭| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কথা ছিলো সুগভীর
যদি বুঝে নাও;
''লা শরিক আল্লাহ''
গন্ধ কি পাও???

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: ''লা শরিক আল্লাহ''
গন্ধ কি পাও???
--------

হ্যা, আল্লাহ্‌ র যে কোন শরিক নাই, আমরা প্রত্যেক মুসলমানই জানি বা বিশ্বাস করি!!
কিন্তু কোন মন্তব্যে আপনি এটা প্রকাশ করেছেন, আমি হয়তো ধরতেই পারিনি!!!
অনুতপ্ত আমি তাই!!! :(

৪৮| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৭

মো: আশিকুজ্জামান বলেছেন: সুন্দর সূর্য্যাস্তের ছবি। ভালোলাগল।

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আশিক ভাই!!!

৪৯| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৯

ভিটামিন সি বলেছেন: কাশফুল দেখলেই এর ভিতর দিয়ে দৌড়াতে ইচ্ছে করে।

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? দোয়া করি আপনার সে ইচ্ছেটা পূরণ হোক!!! :) :)

৫০| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন।দারুন দৃশ্যপট। খুব ভালো লাগল।প্রত্যক্ষ দেখতে একরকম মজা আর ছবিতে দেখতে একরকম মজা।দুটোতেই ব্যতিক্রম অনুভূতি অনুভব হয়।
ধন্যবাদ আপুনি শেয়ার করার জন্য

২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, ছবি আসলেই 'ছবির ' মত সুন্দর!!!! :) :)
অনেক শুভেচ্ছা ভাই!!!

৫১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

সায়েদা সোহেলী বলেছেন: গোধূলি আলোয় শুভ্র কাশফুল ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে .।.।.। :(

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: হুম ----------- :) :) :)
অনেক শুভেচ্ছা আপু!!

৫২| ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২

বনমহুয়া বলেছেন: দারুন।

২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা !!!
আপনার নিকটা চমৎকার বনমহুয়া!!!!

৫৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬

চিত্রযোধী আবির বলেছেন: অনেকদিন পর কাশফুলের এতো ছবি একসাথে দেখলাম। ভালো লাগলো।

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লেগেছে জেনে আমিও আনন্দিত!!
অনেক অনেক শুভেচ্ছা, আমার ব্লগে স্বাগতম!!!

৫৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

রাজীব বলেছেন: বাড়ির কাছ থেকে ঘুরে গেলেন!
আবার এলে বেড়ানোর দাওয়াত রইলো।
ছবি ভালো হয়েছে।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: সামনের শরতে আবার আসব ইনশাআল্লাহ!!!
দাওয়াত কবুল করে নিলাম!! :) :)

৫৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতি ছবির নীচে দু'চার লাইনের কবিতা জুড়ে দিলে সেইরকম হত :)

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: বাব্বাহ, ওই ক্ষমতা আমার থাকলেতো!! :)

৫৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

অগ্নি কল্লোল বলেছেন: ওয়াও!!
প্রতিটা ছবিই চমৎকার।
অনেক অনেক ভাললাগা রইলো।
আমার যেতে ইচ্ছে করতেছে।।
কোন জায়গা??

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই! জায়গাটা উত্তরা ১৫ নাম্বার সেক্টর (দিয়াবাড়ি)।

৫৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:২১

বিদেশ পাগলা বলেছেন: বেশ ভালো লেগেছে । এ চমৎকার প্রাকৃতিক দৃশ্য পোস্ট করায়
আপু আপনাকে অনেক
ধন্যবাদ!

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকেও!

৫৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪১

মলাসইলমুইনা বলেছেন: কোথায় তুললেন ফটোগুলো ? সবগুলোই খুবই সুন্দর |

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
উত্তরার দিয়াবাড়ীতে তুলেছিলাম ছবিগুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.