নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

হলদে ফুলে হলুদ প্রজাপতি----- (ছবি ব্লগ)

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭



যে ফুলে প্রজাপতিটি বসেছে, নাম তার ল্যান্টানা ফুল। জংলী ফুলই বলা যায় একে। জানা যায় প্রায় ১৫০ প্রজাতির এই ফুল পাওয়া যায়। আমি কয়েক রঙের দেখেছি। ছবিও তুলেছি দু’একটার। সেদিন কুমিল্লা যেয়েও আরেকটা রঙের ল্যান্টানা দেখলাম, কিন্তু গাড়ি থামিয়ে আর ছবি তোলা হলো না। আমার বাগানে একটা গাছই আছে। হলদে ফুল ফোটে। টব থেকে গাছটাকে তুলে ফুলের বেডে লাগিয়েছি। গাছটা যেন সেদিন অভিমানে নুইয়ে ছিল! ভয় হচ্ছিল যদি মরে যায়! একটা ডালও ভেঙ্গে গিয়েছিল। ডালটাকে এক জায়গায় লাগিয়ে দিয়েছিলাম। আল্লাহ্‌র রহমতে গাছটা বেঁচে আছে আর সেই ডালটাও। অনেক অনেক ফুল ফুটেছে। আজও বিকেলে অনেক ছবি তুলেছি! এক সময় যখন অন্ধকার হয়ে আসছিল, মাগরিবের আজানের সময় হয়ে এল, নেমে এলাম ছাদ থেকে।

রাত হয়েছে অনেক, ঘুম আসছে না। তাই বসে বসে ওস্তাদি করলাম।------------



আজ সব ফুলগুলোই হবে ল্যান্টানা






































এই ফুলের ছবিটা নেপাল থেকে তুলেছিলাম


এটাও নেপালের----------


এটাও নেপালের----------


এটাও নেপালের----------




নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায় ----------------- ( ছাদ থেকেই তোলা ছবিটা )

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৮৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

গেম চেঞ্জার বলেছেন: মনটা খারাপ ছিল বীথি আপু। মোটামুটি ভাল হল। ১ম প্লাস!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২২

কামরুন নাহার বীথি বলেছেন: মন ভাল করবার মত ছবিগুলো হয়েছেতো?
ভাল হলেই ভাল, অনেক শুভেচ্ছা ভাই !!!

(আপনার লেখা পড়েছি, কী যে মন্তব্য করা যায়----- :( )

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:১২

কালের সময় বলেছেন: অসাধারণ লাগল আপু আপনার ছবি ব্লগ ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!! :)

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২৪

গেম চেঞ্জার বলেছেন: হুঁ ছবিগুলো ভালই। শুভেচ্ছা রইল।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: শুভেচ্ছা আপনাকেও!!! :)

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০০

অর্বাচীন পথিক বলেছেন: আমার ও ঘুম আসছে তাই ব্লগে আসলাম আর ল্যাপটপের সামনে বসলাম আইসক্রিম এর বাটি নিয়ে :P

আইসক্রিম আর ফুল এক সাথে মন আর ও ভাল না হয়ে যাবে কোথায়।

অনেক ধন্যবাদ আপু ছবি গুলো দেবার জন্য।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১০

কামরুন নাহার বীথি বলেছেন: আইসক্রিম আর ফুল !!!! :) :) দারুন বলেছেন!!!!
রাত দুপুরে একবাটি আইসক্রীম,------ বাসায় আর কেউ ছিল না?
জামাইবাবু কখন ফিরেছিলেন? :) :)

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

উল্টা দূরবীন বলেছেন: ফুলের মত সুন্দর ছবি। ফুলের বর্ণীল আভায় যতটুক চোখ জুড়ালো বিকালের আকাশের একলা ডানাচারীকে দেখে ততটাই মন খারাপ হয়ে যাচ্ছিলো। এতো সুবিশাল আকাশে সে একলা।

তবে, ছবিগুলো খুব ভালো লেগেছে।

++++

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: বিকালের আকাশের একলা ডানাচারীকে দেখে ততটাই মন খারাপ হয়ে যাচ্ছিলো। এতো সুবিশাল আকাশে সে একলা।

আমার ট্যাব-এর ক্ষমতা থাকলেতো আরো কিছু পাখিকে সে ফ্রেমে আনবে!!!
ট্যাব দিয়ে তোলা ছবি এগুলো।

অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনাকে!! আপনার মত ছবি তুলতে পারিনি।

৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:১৩

অর্বাচীন পথিক বলেছেন: আমার ও ঘুম আসছে না তাই ব্লগে আসলাম আর ল্যাপটপের সামনে বসলাম আইসক্রিম এর বাটি নিয়ে :P

আইসক্রিম আর ফুল এক সাথে, মন আর ও ভাল না হয়ে যাবে কোথায়।

অনেক ধন্যবাদ আপু ছবি গুলো দেবার জন্য।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: আইসক্রীম আপনার এত্ত প্রিয়? আরো আইসক্রীম খান!!!! :)

৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০৮

রক্তিম দিগন্ত বলেছেন: ঘুমে ঢুল ঢুল করতে করতে ঢুকলাম। ফুল দেখতে দেখতে মনে হল চোখে সবই হলুদ দেখছি। তারপর হুট করে দেখি ফুল নাই আকাশ। মনে করেছিলাম স্বপ্ন বুঝি। পরে দেখি না আকাশের ছবিই দেখছি। সম্মোহনে পরে গেছিলাম মনে হল। :-B :-B :>

ভাল লাগলো। কয়েকটা ডাউনলোড দিয়ে রাখলাম। কপিরাইট সমস্যা নেই তো আবার? /:)

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: আমিতো পোষ্ট করে দু'তিনটে প্রতিমন্তব্য করেই ঘুমিয়ে গেছিলাম,
এখন দেখছি সবাই রাত জাগা পাখি !!! :) :) রাত ৩:০৮ এ আপনি মন্তব্য করেছেন!!
এত রাত জেগে কি বই পড়ছিলেন, না আপনি পরবাসী?

না না কপি রাইট বলে নিলে আর সমস্যা থাকবে কেন।
না বললে ঝগড়া লাগিয়ে দিব, হুম্ম!!!

৮| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২২

শামছুল ইসলাম বলেছেন: আপনার বাগানের হলুদ ল্যান্টানার হলদে সৌন্দর্যে মুগ্ধ হলাম,
নেপালী নানা বর্ণে খচিত ল্যান্টানার সৌন্দর্যে আপ্লুত হলাম,
আর নিঝুম সন্ধ্যার পাখীদের মত হারিয়ে যেতে মন চাইল!!!

একটা ল্যান্টানার জন্য মায়া ভাল লেগেছেঃ
//গাছটা যেন সেদিন অভিমানে নুইয়ে ছিল! ভয় হচ্ছিল যদি মরে যায়! একটা ডালও ভেঙ্গে গিয়েছিল।//

ভাল থাকুন। সবসময়।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: একটা ল্যান্টানার জন্য মায়া ভাল লেগেছেঃ

একটা ল্যান্টানার জন্যই শুধু নয়, ফুলগাছের জন্যই মায়া আমার।
লিলি জাতিয় ফুল অনেক অনেক হয়ে গেছে আমার, আমার কর্তা একদিন বললেন," কিছু তুলে ফেলে দাও।"
আমার আপত্তি আর চেহারা দেখে বললেন," এত মায়া থাকলেতো চলে না, জঙ্গল হয়ে যাচ্ছে যে!"
তারপরেও আমি ফেলি নাই।

আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা।

৯| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

নাবিক সিনবাদ বলেছেন: ছবিগুলা এক কথায় দারররণ হইসে। :-B

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!! :)

১০| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

নাবিক সিনবাদ বলেছেন: আমি দারুণ লিখতে চাইসিলাম B-)) :-B :-P :#)

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আমি বুঝতে পেরেছি!! :)
তবে ভুলও কিছু লেখেন নাই!! ভানু বন্দোপাধ্যায় -এর একটা কৌতুক মনে পড়ে গেল!!

"পিলার লিখতে একটা এল দিলেই হয়,তবে দুইটা এল দিলে বেশী পোক্ত হয়!!! " :D :D

১১| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

১২| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা নাহার আপা। ভাল লাগা রইল।
ফুল লতা পাতা পাখি সহ প্রকৃতির অবারিত রুপের প্রতি যাদের মায়া তারা আমার কাছে অনন্য মানুষ; আমি তাদের শ্রদ্ধা করি ভালবাসি।

আশা করছি কুশলে আছেন। শুভেচ্ছা রইলো।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১২

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক শুভেচ্ছা নীলদা!!
আশা করছি আপনিও কুশলে আছেন!!!

১৩| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩

হাসান মাহবুব বলেছেন: খুব সুন্দর।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা!! :)

১৪| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

হামিদ আহসান বলেছেন: সুন্দর সুন্দর কত ফুল৷ ভাল লাগা রইল .....

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা হামিদ ভাই!!!

১৫| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: ফুলটা বেশ মনকড়া, রোমান্টিকও বটে !!!

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? অনেক ধন্যবাদ!! :)

১৬| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ!!

১৭| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

নেপালের ফুলগুলো সব নেপালী মনে হলো ;)

শেষের গানটিসহ সবগুলো ছবি ভালো লেগেছে। গানটি ফেলে-আসা দিনের কথা মনে করিয়ে দেয়।

ফটোগ্রাফারের দৃষ্টিশক্তি ও রুচিবোধকে বুঝতে পারলাম।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: নেপালের ফুলগুলোতো নেপালীদের মতই মনে হবে!! :) আমার ফুলটা কি আমার মত???? :) :)

শেষের গানটিসহ সবগুলো ছবি ভালো লেগেছে। গানটি ফেলে-আসা দিনের কথা মনে করিয়ে দেয়।
ফটোগ্রাফারের দৃষ্টিশক্তি ও রুচিবোধকে বুঝতে পারলাম।


হঠাত করেই পুরোনো দিনের গানটা মনে এল, লিখে দিলাম ক্যাপশনে। :)
ফটোগ্রাফারের দৃষ্টিশক্তি ধিরে ধিরেই কমে আসছে ভাই!!!
অনেক শুভেচ্ছা, ভাল থাকবেন!!

১৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮

সন্ধ্যা প্রদীপ বলেছেন: পুরো নাম ল্যান্টানা ক্যামেরা (Lantana camera)।বাইরে থেকে আমাদের দেশে আনা হয়েছিল অর্নামেন্টাল গাছ হিসাবে কিন্ত পরে আগাছাতে পরিনত হয়েছে গাছটি।একবার আগাছার মত জন্মালে নাকি একে নির্মূল করা প্রায় অসম্ভব।তবে ফুলগুলি সত্যিই চমৎকার।আপনার ছবিতে নেপালের হলুদ -গোলাপী ফুলটির মত ফুল নিয়ে অসংখ্য গাছ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আনাচে কানাচের জঙ্গলে।

সুযোগ পেয়ে একটু একাডেমিক নলেজ ঝেড়ে দিলাম। :)। আপনার ছবিগুলো চমৎকার হয়েছে।আপনার সংগ্রহের হলুদ ল্যান্টানার চারা পেলে চমৎকার হতো। :D

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তথ্যের জন্য, সত্যিই জানার আগ্রহ ছিল আমার!
জানলে আরো তথ্য দিন,আমি মূল পোষ্টে জুড়ে দিই!!
ফুল নিয়ে দেয়া প্রায় পোষ্টে আমি তথ্য দিতে চেষ্টা করেছি!!

আমি এই ল্যান্টানা নার্সারি থেকেই কিনেছিলাম, যে কোন নার্সারিতেই পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রজাপতি মেলা নিয়ে কিছু তথ্য দেবেন কি?
আমি যাইনি এখোনো!!

অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যা প্রদীপ!!


১৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫

প্রামানিক বলেছেন: এমনি কি আপনারে আমরা ফুলের রানি কই, আসলেই আপনার হাতে ফুলের চেহারা জ্বল জ্বল করে ফুটে উঠে। খুব ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, দেখতে হবে না "ফুলের রাণী " ফুলের ছবি তুলেছে!!! :) :) :)

২০| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'ল্যান্টানা' দেখেছি , নাম শুনলাম প্রথম ।
লাইক বাটন প্রেস করতে উপরে গেলাম , সিস্টেম বলছে ,''আপনি পোস্টটি লাইক করেছেন।''
আরে বাপু লাইক করেছি বলেই তো লাইক বাটন টিপেছি ! বেটা বার বার একই কথা বলে !
আমার কি হপে গো !!! =p~

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: আরে বাপু লাইক করেছি বলেই তো লাইক বাটন টিপেছি ! বেটা বার বার একই কথা বলে !
আমার কি হপে গো !!!
----------

আপনি বলতেন, "আরে বাপু আমি একবার কেন একশ' বার লাইক করব,তা' তে তোমার কি? " :) :)

২১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

কিরমানী লিটন বলেছেন: ল্যান্টানা ফুল,কয়েক রকমের দেখেছি,তবে নামটা জানতাম না।আজই জানলাম,আপনার পোষ্টের মাধ্যমে,সেজন্য ধন্যবাদ।
অনেক মুগ্ধ নয়নে ল্যান্টানার সৌন্দর্য উপভোগ করছিলাম,শেষের গানটায় নস্টালজিয়া ছুঁয়ে গেলো...

অনেক শুভকামনা জানবেন ...

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: আমি নেপাল থেকে যখন এই ফুলের ছবি তুলি, তখন আমিও জানতাম না এর নামটা পরে জেনেছি!!
আজ আমি সবাইকেই বলব, যে যত রঙের ল্যান্টানা দেখবেন, ছবি তুলে আমার এখানে পোষ্ট করবেন।

শেষের গানটায় নস্টালজিয়া ছুঁয়ে গেলো সবাইকেই!!! :) :) :)
অনেক শুভেচ্ছা ভাই!!!

২২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: জংলি এ ফুলের নাম ল্যান্টানা !!! জানা ছিল না। একই ধাঁচের ছবি প্রথম দিকে বেশী দিয়ে ফেলেছেন।
তবে ছবিগুলো সুন্দর এসেছে। +।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: মনের আনন্দে অনেক ছবি তুলেছিলাম,তবুওতো সবগুলোই পোষ্ট করিনি!!!! :)
অনেক শুভেচ্ছা দাদা!!

২৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



অনেক রাতের ঘুমের চোখে ঘুম না আসায় হলদে ফুল আর হলদে হয়ে উঠতে পারলো কই ?
আমার বাগানে একটা গাছই আছে।
হলেদ ফুল ফোটে। বোল্ড করা শব্দটিকে ঠিক করে দিলে হলদে ফুলে প্রজাপতি উড়ে উড়ে যেতো ।

ভালো থাকুন । ফুলেল শুভেচ্ছা ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: ঘুমের চোখে ঠিকই ভুল হয়ে গেছে!!!! :(
ধরিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!!
ঠিক করে দিলাম!!!!

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার ছবি ব্লগ +

০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

সাহসী সন্তান বলেছেন: এত ফুল লইয়া দিমু কারে আপু? কইতরি বেগমতো পুরাই বেশামাল......!! হেইতো লাটকি মাইরা বইসা আছে! :((


অনেক সুন্দর ছবি ব্লগ আপু! আপনার মাধ্যমেযে কত নাম না জানা ফুলের দেখা সহ নাম জানতে পারছি সেটা বলে বোঝানো যাবে না! শুভ কামনা জানবেন!

০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: এত ফুল লইয়া দিমু কারে আপু?
কইতরি বেগমতো পুরাই বেশামাল......!! হেইতো লাটকি মাইরা বইসা আছে! :((
-----

কইতরি বেগমকে আমার কাছে পাঠিয়ে দিন---- আমি সাইজে এনে দেই!!! :) :) :)

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২১

ফেরদৌসা রুহী বলেছেন: আপা হলুদ ফুল দেখতে দেখতে এখন চোখে সর্ষেফুল দেখছি।

আহারে কেন যে আপ্নার বাসায় দিনের বেলা আসিনি, দিনে এলে সব ফুল দেখতে পেতাম। বেচে থাকলে আবার দিনের আলোতে আসবো।

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, বেচে থাকলে ইনশাআল্লাহ্‌ আবার আমরা মিলিত হব, যে কোন এক দিনে!!

এখন বাগানে শুধু হলুদ ফুলই, হলুদ জবা, গাঁদাফুল, কসমস, ল্যান্টানা, হলুদ ঘন্টা -----------
অনেক দিন পরে ব্লগে এলে, খুব ভাল লাগছে!!
লেখা শুরু কর!!

আর সুন্দ্র একটা প্রোফাইল ছবি দাও!!!!
অনেক শুভেচ্ছা ফেরদৌসা, ভাল থেক!!!

২৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর +++

০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা!!!

২৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০

ধমনী বলেছেন: ল্যান্টানা গুলো লেন্সটানা হয়েছে।( আপনার ক্যামেরার লেন্সের মাধ্যমে আমাদের চোখের লেন্সকে টেনেছে)

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার চোখের লেন্সকে প্রশান্তি দিয়েছে ------ তাহলে এবার আমার সার্ভিস চার্জটা ---------- :) :) :) :)
bKash নাম্বার দেব????? :) :)

২৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

ধমনী বলেছেন: হায় হায়, আপনি চোখকে কি মোটর গাড়ি/ মোবাইল ফোন পেয়েছেন, যে বারবার এভাবে সার্ভিসিং করবেন ( ছবি দিয়ে)!!! :)

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: তাই!!! বয়স যার চল্লিশ পেরিয়েছে সে বোঝে চোখ সার্ভিসিং কাকে বলে!!!
ছয় মাস পর পরই সার্ভিসিং করাতে হয়!!! :) :) :)

৩০| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৮

ধমনী বলেছেন: আমার দাদা আশিতেও চশমা ছাড়া বই পড়তেন। আমিও সার্ভিসিং ছাড়া চলতে চাই। দোয়া করবেন। তবে হ্যা, আপনার তোলা ছবি মিস করতে চাইনা কিন্তু!

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আমরাতো সেই ভাগ্য নিয়ে জন্মাই নাই।
আমাদের দেশে ক্লাশ ফাইভ -এ পড়া বাচ্চাদেরও চশমাপরা দেখা যায়।
অনেক ধন্যবাদ ভাই!!!!

৩১| ০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

উর্বি বলেছেন: ভালো লাগল

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!

৩২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

অর্বাচীন পথিক বলেছেন: আপু জামাই বাবু তো আজ কাল দেরি করে ফেরে। তবে সেদিন সে বাসায় ছিল। আর আমি চুরি করি "আইসক্রিম ঝাড়ছিলা" :P
(আমার বাসায় সব সময় আইসক্রীম থাকে :P )

ভালই লাগে মাঝে মাঝে রাত দুপুরে এমন কান্ড করতে। :-P

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

কামরুন নাহার বীথি বলেছেন: তা' জামাইবাবুকে কি সাথে নিয়েই খান, না একা একাই সব সাবাড় করেন!! ;) :) :)

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

কামরুন নাহার বীথি বলেছেন: আচ্ছা আপু, সে দিনের সেই কাঠগোলাপ সম্মন্ধে লেখা পেইজটা কি কোন ব্লগ, না অন্যকিছু!!
আমি ওখানে জয়েন করতে চাই!!
খুব ভাল লেগেছে আমার ওই লিংকটা!
সাহায্য করবেন প্লীজ!!

৩৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

অর্বাচীন পথিক বলেছেন: জামাই বাবুকে নিয়ে সব সময় ঝাড়া যায় না। সে মাঝে মধ্যে ইন্টিপার্টি হয়ে যায় :-P

না আপু কাঠগোলাপ সম্মন্ধে লেখা পেইজটা একটা অনলাইন পত্রিকার। আর লেখেছেন "মনিকা" নামের একজন।
এটা পত্রিকার লিঙ্ক ঃ Click This Link
আর এটা সেই লেখার লিংকঃ Click This Link

ধন্যবাদ আপু

০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: আপু, আপনার এই লিংক ওপেন করলে বড় বড় অক্ষরে ৪০৪ ইরোর দেখায়।
পত্রিকাটা ওপেন করতে পেরেছি, কিন্তু লেখাটা উদ্ধার করতে পারলাম না।
তবে আমার ট্যাবে সেদিনই লেখাটা ওপেন করে রেখেছিলা, আছে সেটা।

ভাবছিলাম কাঠগোলাপ নিয়ে লিখব, কিন্তু লিংক দিতে পারব না যে!! :(

৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

Kazi Tuhin বলেছেন: অনেক সুন্দর আপনার ছবি ব্লগ!
ভালোই লেগেছে :p

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনাকে!!

৩৫| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

জুন বলেছেন: কামরুন্নাহার বিথি আপনার এই হলদে ফুলের সুন্দর পোষ্টটি চোখ এড়িয়ে গেল কেমন করে!
ছোট বেলায় এই ফুলগুলো কত দেখেছি মানুষের বাড়ির বেড়া হিসেবে। তবে আরো রংবেরং এর।
অনেক ভাললাগলো :)
+

১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: ্যা আপু, এটা জংলী ফুলই এখন, তবে এর ইতিহাস সন্ধ্যা প্রদীপ লিখেছেন আমার এই পোষ্টে। আমিও ভাবছি জঙ্গলীগুলো নিয়ে এসে বাগানে লাগাবো। যেহেতু এর ডাল লাগালেই গাছ হয়!! অনেক শুভেচ্ছা আপু!!

সন্ধ্যা প্রদীপ বলেছেন: পুরো নাম ল্যান্টানা ক্যামেরা (Lantana camera)।বাইরে থেকে আমাদের দেশে আনা হয়েছিল অর্নামেন্টাল গাছ হিসাবে কিন্ত পরে আগাছাতে পরিনত হয়েছে গাছটি।একবার আগাছার মত জন্মালে নাকি একে নির্মূল করা প্রায় অসম্ভব।তবে ফুলগুলি সত্যিই চমৎকার।আপনার ছবিতে নেপালের হলুদ -গোলাপী ফুলটির মত ফুল নিয়ে অসংখ্য গাছ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর আনাচে কানাচের জঙ্গলে।

৩৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক দিন পর এ ফুলগুলো দেখলাম, কত যে স্মৃতি আছে এ গুলোর সাথে।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: স্মৃতিগুচ্ছ এখানে লিখলে ভাল হতো না!!!! :) :) :)
স্মৃতিকাতর করে দেবার জন্য আমার শুভেচ্ছাটা পাওনা রইল কিন্তু!!! :)

অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!!!

৩৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

আরজু পনি বলেছেন:

ছোটবেলায় এই ফুলগুলো অন্য নামে চিনতাম...এখন মনে করতে পারছিনা । তবে এগুলো আমাদের খেলায় সবচেয়ে বেশি কাজে লাগতো :D

খুব সুন্দর ছবি ব্লগ ।

++++++++++++++

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: ছোটবেলায় আমি অনেক দেখেছি, কিন্তু নাম জানতাম না।
এখন নাম জানার পরে, যেখানেই পাই ,সেখান থেকেই ছবি তোলার চেষ্টা করি।
এই ফুল যে এত রঙের হয়, আগে কখনও খেয়ালই করিনি।

অনেক অনেক শুভেচ্ছা আপু, ভাল থাকবেন সব সময়!

৩৮| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

সাহসী সন্তান বলেছেন: আপু, আপনার দশ নাম্বার মন্তব্যের প্রতি উত্তরে কইস্যা লাইক দিলাম! ভানু বন্দোপাধ্যায় আমারও একজন প্রিয় ব্যক্তিত্ত্ব! উনার অনেক কৌতুক আমার একদম মুখস্ত.........!! 'বিন্দু বড় কষ্ট!'


আপনাগো বাড়ি বেড়াইতে আইলাম! চা রেডি করেন? লিগার কম, চিনি কড়া, আদা একটু বেশি দেবেন আর সাথে একটু নেবু/টেবু হইলে ভাল হয়! ও ভাল কথা, চায়ের সাথে টা আনতে ভুলবেন না? তা আপু আছুইন ক্যামন? ভালা নি? মুই আইলাম, কইতরিরে আজ আনলাম না! হেই এহনও বেঁহুশ.......!!

বিঃদ্রঃ- আপু, নতুন পোস্ট করছেন না যে? আপনার ছবি ব্লগ গুলো আসলেই অনেক ভাল হয়!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন:

এই নিন আপনার চা! এত রাতে আর টা আনতে পারব না, ঘুম পাচ্ছে খুব!!

নতুন পোষ্ট করি নাই কে বললো? আপনার চশমাটা এবার বদলান!!!
আপনি কি কোন খবর রাখেন, আছেন শুধু কইতরি বেগমের খবর নিয়!!!!

৩৯| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৭

বাংলার ফেসবুক বলেছেন:

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!!

৪০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: ছবি লাল বাগকেল্লা .।.।.।.।.। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল ছবি তোলেন আপনি, ধন্যবাদ অনেক!!

৪১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১২

শাহাদাত হোসেন বলেছেন: কিছু ফুল রঙ্গন ফুলের মতো ।অসাধারণ সব ছবি ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? রঙ্গনের মত মনে হয়েছে আপনার??? হবে হয়তো !!! :)
ছোট জংলী ফুল হলেও কেন যে খু ভাল লাগে আমার।
সেদিন নার্সারিতে এই ফুল লাল রঙের একটা পেলাম, কেনার লোভ সামলাতে পারিনি!!! :)

৪২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১

মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: একবার দেখেই নিন না ।

http://www.somewhereinblog.net/blog/MoradBdk/30094268

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.