নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২



উৎসর্গঃ আমার এ ছবিব্লগ ভাষা শহীদদের সম্মানে উৎসর্গকৃত!!



আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা–প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!



আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃংখল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল!



আমি মানি নাকো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!



আমি ধূর্জটি, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!



আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি,
আমি পথ-সম্মুখে যাহা পাই যাই চূর্ণি’।



আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।





আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা’,
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা,
আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!





আমি মহামারী, আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর।
বল বীর---
আমি চির-উন্নত শির!



আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি।



আমি মানব দানব দেবতার ভয়,
বিশ্বের আমি চির-দুর্জয়,
জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,
আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ-পাতাল মর্ত্য!





আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক।
আমি বেদুঈন, আমি চেঙ্গিস,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!



আমি প্রাণ-খোলা হাসি উল্লাস,-- আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস,
আমি মহা-প্রলয়ের দ্বাদশ রবির রাহু-গ্রাস!
আমি কভু প্রশান্ত, - কভু অশান্ত দারুণ শ্বেচ্ছাচারী,
আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী!



আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,
কভু ধরণীরে করি বরণীয়া, কভু বিপুল ধ্বংস-ধন্যা—
আমি ছিনিয়া আনিব বিষ্ণু-বক্ষ হইতে যুগল কন্যা!



আমি প্রভঞ্জনের উচ্ছাস, আমি বারিধির মহাকল্লোল,
আমি উজ্জ্বল, আমি প্রোজ্জ্বল,
আমি উচ্ছল জল-ছল-ছল, চল-উর্মির হিন্দোল-দোল্‌!—





আমি চির-শিশু, চির-কিশোর,
আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি নিচোর!
আমি উত্তর-বায়ু, মলয়-অনিল, উদাস পূরবী হাওয়া,
আমি পথিক-কবির গভীর রাগিণী, বেণু-বীণে গান গাওয়া।



যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-
বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দি্ন হব শান্ত।




আমি বিদ্রোহী ভৃগু, ভগবান-বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান-বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!



* ছবিব্লগ সাজিয়েছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর বিদ্রোহী কবিতায়।
* গোলাপ ফুলগুলো আমার বাগানের।

* প্রথম ছবিটি ইন্টারনেট থেকে নেয়া।

ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ১১৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ সব ছবি। ভীষণ ভালো লেগেছে!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫

বিজন রয় বলেছেন: এত্ত গোলাপ!!

সুন্দর পোস্ট।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, এত্ত গোলাপ!!! :) প্রতিদিন বিকেলে আমি গোলাপের হাসি দেখি!!! :)
অনেক ধন্যবাদ ভাই!!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

প্রামানিক বলেছেন: দিলেন রক্ত গরম করা কবিতা সাথে দিলেন নির্মল চরিত্রের ফুল---
তারপরেও চমৎকার

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: উদ্দেশ্য ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো! শহীদদের শির উন্নত সবসময়! তাই বিদ্রোহী কবিতা!
আর তাদের শুভেচ্ছা জানাব ফুল দিয়েইতো!

অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

সুমন কর বলেছেন: গোলাপ ফুলের শুভেচ্ছা.....। সুন্দর ছবি ব্লগ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা দাদা!!!!

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! চমৎকার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

ধমনী বলেছেন: এ কবিতার সাথে ফুলের ছবি... মিলেনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: এ ফুল শহীদের উদ্দেশ্যে!!! আর সেই শহীদ বীরদের সাথে কবিতাটি মিলে যায়!!!
ঠিক বলিনি???? :)

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার সব ছবি। আজ বৃষ্টি হলো। ছবিগুলো আগের হোক বা আজকের, সৌন্দর্য হু হু করে বেড়ে গেছে।

অনেক ভালো লাগলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, বৃষ্টির পরে ফুলের সৌন্দর্য্য যে কতটা বেড়ে যায়, তা' বর্ণনা করে বোঝানো যাবে না!!
দারুন মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

গেম চেঞ্জার বলেছেন: ফুল পৃথিবীর সুন্দরতর সাবজেক্ট। ভাল না লেগে উপায় আছে! :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: না না,, কোন উপায় নেই!!!!! :) :)

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

তার আর পর নেই… বলেছেন: আপনার বাগান দেখলেই বোঝা যায় আপনি অনেক পরিশ্রমী আর স্নিগ্ধ মনের. … এত কালারের গোলাপ আমি দেখিইনি । আর তাও একজনের বাগানের …… +++

কবিতাটা শরীরের রক্তে উন্মাদনা নিয়ে আসে আর এই ফুল চোখ আর মনের আরামদায়ক প্রলেপ দেয় …… বিপরীতে চমৎকার! + যদিও লাইক আমি একবারই দিতে পারবো …

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু, সুন্দর বাগান করতে পরিশ্রমতো করতেই হয়!!!
আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা!!

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

অগ্নি কল্লোল বলেছেন: আমার প্রিয় কবিতা।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: আবৃতি করেন? আমার খুব ভাল লাগে আবৃতি শুনতে!! :)

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

জুন বলেছেন: কবিতাটা দেখেই আব্বার কথা মনে হলো। ঊনার অনেক প্রিয় একটি কবিতা । কতবার যে আবৃত্তি করে শোনাতো আমাদের । আর বাগানের কথা কি বলবো । মন প্রান ভরে উঠে আপনার গোলাপের সম্ভার দেখে । আমি থাকি বারো ভুতের সাথে, ছাদটাও একার নয় । তাই শখ শুধু মনেই থেকে যায় ।
অনেক অনেক ভালোলাগা আপনার ছবি ব্লগে
+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ভাল লাগল আপু আপনার আব্বার কথা জেনে!!!
এই কবিতার আবৃতি আমিও খুব পছন্দ করি।

আমার ছাদটা খুব সুন্দর হতে চলেছে!! আমি খুব উপভোগ করি।
কামিনী ফুটেছে, হাসনুহেনা ফুটেছে!!

অনেক অনেক শুভেচ্ছা আপু!!!

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

বলেছেন: ফুলের মতো সুন্দর হোক আপনার, আপনার পরিবারের সবার জীবন ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!! :)

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার সব গোলাপ , ভাল লাগা শতত।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার ফুলগুলি। কবিতা তো আরও।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই!!!

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: লাল, হলুদ, সাদা বা কাল যত রকমের গোলাপই থাকুক না কেন, আমার গোলাপী রংয়ের গোলাপ গুলোই সব থেকে ভাল লাগে। আপনার ছবি ব্লগে আমার প্রিয় রংয়ের কিছু গোলাপ থাকায় পোস্টে প্লাস দিলাম।

তবে বিশেষভাবে এই গোলাপটার কথা না বললেই নয়-

মনে হচ্ছে যেন গোলাপটার গায়ে এলইডি লাইট সেট করা!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: আমার প্রথম পছন্দ সাদা গোলাপ, তারপরে হালকা গোলাপি!!
কিন্তু ভাল একটা সাদা গোলাপ খুঁজে পাচ্ছি না!!!! :(

প্লাস দেবার জন্য কৃতজ্ঞ আমি!!! :)

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১

আবু শাকিল বলেছেন: ছবির সাথে কবিতা সংযুক্তির কারনে ছবিগুলা বিদ্রোহ করছে :) :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: না, ফুলের ছবিগুলো ভাষা শহীদদের শুভেচ্ছা জানাচ্ছে!!! :) :)
অনেক শুভেচ্ছা ভাই!!

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

আবু শাকিল বলেছেন:
এই দেখেন ছবি গুলা নুয়ে পড়ে বিদ্রোহ করছে-
প্রমান দিলাম কিন্তু
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দুর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃংখল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল!



(মজা করলাম ।খেলায় হেরে গেছি ত !! )

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: ফুলগুলো নুয়ে পড়ে বিদ্রোহ করছে না, বরং শুভেচ্ছা জানাচ্ছে!!
আর এই ফুল দু'টো মাথা উঁচিয়ে আপনার মন্তব্যের প্রতিবাদ করছে!!! :)



১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: কবিতা আর ফুলের মিশেল- চমৎকার প্রকাশ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি চমৎকার সব ফুল আপু! ছবিতে এসেছেও খুব সুন্দর !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপু, ফুলগুলো আসলেই সুন্দর!!! কিন্তু ছবিতে ভাল আনতে পারি নাই। :)

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

হামিদ আহসান বলেছেন: দারুন ......

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ হামিদ ভাই!!!!!!

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কাজীদার "বিদ্রোহী" কবিতার সাথে চমৎকার ছবি ব্লগ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: হুম :) ।অনেক ধন্যবাদ ভাই!!!

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফুল আর মানবশিশুর চেয়ে সুন্দর কোন কিছু পৃথিবীতে নাই।
আপনার এই পোস্টে ফুলের ছবিগুলো দেখলে মন ভালো হয়ে যায়। ধন্যবাদ বোন কামরুন নাহার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, ফুল আর মানবশিশুর চেয়ে সুন্দর কোন কিছু পৃথিবীতে নাই। --
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২

সায়ান তানভি বলেছেন: চমৎকার আইডিয়া ।ছবিগুলোও অনুপম ।ভালো লাগলো ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার আইডিয়া তাই!! :)
অনেক অনেক শুভেচ্ছা ভাই!
আমার ব্লগবাড়িতে স্বাগতম আপনাকে!!

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিদ্রোহীর ভিন্নতর উপস্থাপনায় দারুন ভাললাগা...............

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান-বুকে এঁকে দিই পদ-চিহ্ন,
আমি স্রষ্টা-সূদন, শোক-তাপ-হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান-বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন!

+++++++++++++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: আপনিও কি কবি নজরুলের কবিতার কথার মতই দুঃসাহসী??
হয়তোবা, আর সে জন্যই এই নিকটাই আপনার পছন্দ!!! :)

অনেক ধন্যবাদ ভাই!!

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর। +++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

অগ্নি সারথি বলেছেন: প্রিয় কবিতাকে ছবিতায় রুপান্তরন বেশ লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: প্রিয় কবিতাকে ছবিতায় রুপান্তরন বেশ বলেছেন!!! :)

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ আপনার বাগানের ফুলের সাথে অগ্নিজরা বিদ্রোহী কাব্য । ভাল লেগেছে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: বাগানের ফুলগুলো দিয়ে বিদ্রোহী ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোই ছিল মূল উদ্দেশ্য!!
তাই এভাবে উপস্থাপন!!!
অনেক ধন্যবাদ ভাই!!

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মিশ্রণটা অসাধারণ। দ্রোহ মাখা কথামালার সাথে স্নিগ্ধ ফুলের ছবি। + আপু।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, বিদ্রোহী বীরদের জন্য স্নিগ্ধ ফুলের শুভেচ্ছা!!!
অনেক শুভেচ্ছা ভাই!!

২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬

অন্তঃপুরবাসিনী বলেছেন: ভীষণ রকমের সুন্দর পোস্ট।
ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়।
আপু আপনাকে +
:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু। আমার ব্লগে স্বাগতম আপনাকে!!!
আপনার ছবিব্লগও খুব সুন্দর হয়েছে!!!

৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

নেক্সাস বলেছেন: বিদ্রোহের সাথে ফুল। একটা অন্যরকম আবহ লাগলো। কবিতাটা অবৃত্তি করতে ভাল লাগে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: কবিতাটার আবৃত্তি শুনতে খুব ভাল লাগে, শোনাবেন?? :)
বিদ্রোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, তাই এ প্রচেষ্টা আমার।

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

প্রামানিক বলেছেন:
কয়েক দিন আগে দিনাজপুর গিয়েছিলাম।দিনাজপুরের অক্ষাত এক গ্রামের ঘরের বারান্দার সামনে ফুটে থাকা ফুল দেখে লোভ সামলাতে না পেরে ক্লিক করেছিলাম। গ্রামের ছোট্ট একটি মেয়ের রুচি দেখে প্রশংসা না করে থাকতে পারলুম না। ধন্যবাদ দিতেই মেয়েটি লজ্জায় মুখ লুকিয়ে এক দৌড়ে ঘরের ভিতর গিয়ে পালালো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: আমিও গ্রামের বাড়ীতেই, সেই ছোট্ট বেলাতেই বাগান করেছিলাম!!
আমাদের বাড়ীর পরিচিতি ছিল বাগানওয়ালা বাড়ী আর সাহেব বাড়ী!!
আমার বাবা সরকারী কর্মকর্তা ছিলেন, তাই নাম সাহেব বাড়ী!!

ছোট্ট মেয়েটির ডালিয়া ফুলটি তার রুচি সমৃদ্ধ করেছে!!
এখন গ্রামে-গঞ্জে নার্সারী আছে, ইচ্ছে করলেই ফুলগাছ পাওয়া যায়।
আমি একবার বাড়ি গিয়ে দেখলাম, ভ্যানে করে, ঘুরে ঘুরে ফুলগাছ বিক্রি করছে!
খুব ভাল লাগল!!!


৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

জেন রসি বলেছেন: বিদ্রোহ এবং ফুল। উপস্থাপনা চমৎকার হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: বিদ্রোহীদেরই ফুলেল শুভেচ্ছা!!! অনেক ধন্যবাদ ভাই!!

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন: আমি ডানা, ভ্রমরের ডানা
ফুলে ফুলে উড়ে বেড়াই
শুনি না কারো মানা।


কবিতার সাথে বিদ্রোহী ফুলগুলো জুড়ে অনাবিল সৌন্দর্যময় চিত্র তৈরি করেছেন আপু।

খুব ভাল লেগেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: আমি ডানা, ভ্রমরের ডানা
ফুলে ফুলে উড়ে বেড়াই
শুনি না কারো মানা।
----

আমার বাগানের ফুলে আসতে নেই মানা!! চলে আসুন!!! :)

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

জ্যোস্নার ফুল বলেছেন: ফুলের সাথে বিদ্রোহ! ব্যাপারটা চোখে সয়ে গেল :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: ফুল দিয়ে বিদ্রোহী বীরদের শুভেচ্ছা জানানো !!!

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: আপনি দেখি অনেক ফুলের নাম জানেন আমি কিন্তু অল্প কিছু ফুলের নাম ছাড়া অনেক ফুলের নাম জানিনা। এটা আমার নাম না জানার জন্য দুর্বলতাই বলতে পারেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: সব ফুলের নাম যে জানতেই হবে, সে দিব্বি কে দিল!!! :)

৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা নাহার আপা।
এই কবিতার সঙ্গে ফুলের ছবি। আমি দেখে পড়ে অবাক বিস্মিত -
এক রাশ ভালো লাগা রেখে গেলাম।



ভাল থাকবেন আপা। শুভকামনা নিরন্তর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার ভাল লেগেছে!!!! সত্যিই আমি আনন্দিত!!
ভাল থাকবেন আপনিও!

৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ফাটিফাটা :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: এক্কেরে ----------------- :) :)

৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: এক গাছে দুই রঙের ফুল ফোটেনি আপু?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

কামরুন নাহার বীথি বলেছেন: এইটা ঠিক ধরেছেন, চোখের পাওয়ার ভালই আছে তাহলে!!!!! :)
প্রথমে হলুদ ফুল ফোটে, তারপরে ধিরে ধিরে সেটা লালবর্ণ ধারণ করে!!!!
মানে Two in one !!!!!! :)

৩৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

সাদা মনের মানুষ বলেছেন: চোখের পাওয়ার আর ধরে রাখতে পার্লাম কই, চশমা ছাড়া সব কিছু ঠিকঠাক মতো ঠাহর করতে কষ্ট হয় B:-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: তাই??? এত হাটাহাটি করেও বয়স ধরে রাখা যায় না!!!! তবুও অনেক ভাল আছেন আপনি।

৪০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

খোলা মনের কথা বলেছেন: এত রং বেরং এর গোলাপ একবারে কোনদিন দেখেছি বলে মনে হয় তাও আবার আপনার বাগানের। নিজ বাগানে এত গোলাপ থাকলে গোলাপ দেখার দাওয়াত দেওয়া যায় কিন্তু। কবিতা গুলো অনেক ভাল হয়েছে আপু। শুভ কামনা জানবেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: শুধু গোলাপ নয় আমার ব্লগবাড়ী (ব্লগ বাগান :)) ঘুরে দেখলে আরো অনেক রকমের ফুলই দেখতে পাবেন!!!
যদিও সব রকমের গোলাপ দিয়েছি এখানে, তবুও গোলাপ দেখার দাওয়াত রইল!!! :)

অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!!

৪১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯

আরজু নাসরিন পনি বলেছেন: ++++++++++++

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!!!!

৪২| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

মাটিরময়না বলেছেন: Oshadharon Apa. ....

:)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ময়না তোমাকে!!!

৪৩| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৫

কাবিল বলেছেন: ফেব্রুয়ারী উপলক্ষে চমৎকার উপস্থাপনা।
আপনার বাগানের ফুল গুলো খুব সুন্দর।

০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

৪৪| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫০

আমিই মিসির আলী বলেছেন: কবিতা আর ছবি দেখিয়া মনে হইলো বিদ্রোহী কবি কতই না দূরদর্শী ছিলো।
+

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই!!! :) অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!

৪৫| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো পোস্ট। কেমন আছেন বীথি আপা?

২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: আছি আলহামদুলিল্লাহ্‌!! ধন্যবাদ ভাই!!

৪৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

প্রামানিক বলেছেন: নাহার আপা, এক মাস দুইদিন পার হলো আপনার কোন নতুন পোষ্ট নাই কেন?

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২০

কামরুন নাহার বীথি বলেছেন: দৌড়ের উপরে আছি ভাই, ফ্রি হলে পোষ্ট হবে ইনশাআল্লাহ!!!

৪৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

গেম চেঞ্জার বলেছেন: তাহলে আর কোনই পোস্ট দেন নাই! :||

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: না ভাই, সময় করে উঠতে পারিনি। তবে, আছিতো সাথেই!! :)

৪৮| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: যখন লিখেছিলেন, তখন আমি ব্লগ থেকে মোটামুটি দুরে।। তাই নজরে আসে নি, দুঃখিত।। কিন্তু বিদ্রোহ এবং ফুল পাশাপাশি!!
যাই হোক আপনার প্রিয়তার প্রশংসায়।।

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, এখন আমি ব্লগে সময় দিতে পারছি না!!!!!
ফুল দিয়ে বিদ্রোহীদের, শহীদদের শুভেচ্ছা জানানোর প্রয়াস! :)

৪৯| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি,



দেরীতে চোখে পড়লো ।
ছড়ানো এতো এতো ফুলে ভাষা শহীদদের সম্মানে উৎসর্গকৃত এই ছবিব্লগ, আপনার মায়ের ভাষার প্রতি গভীর মমত্ববোধের প্রকাশ ।


১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই, আপনি যথার্থই বলেছেন!!

৫০| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০

সাদা মনের মানুষ বলেছেন: চোখের পাওয়ারটা খুব ভালো নেই, ডাক্তার ব্যাটায় চশমা ধরায়া দিছে

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: তাই নাকি !! যাক, এক কাতারে দাঁড়ান!!!!

৫১| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৯

সাদা মনের মানুষ বলেছেন: কাতার তো আগেই ফিলাপ, দাড়ানোর জায়গা তো পাইতাছি না B:-)

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার যায়গা হবে না, এইটা একটা কথা হলো!!! :)

৫২| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কবিতার সাথে মিশিয়ে দিয়েছেন ফুলের সমাবেশ। চমৎকার প্রচেষ্টা।
পুষ্পব্লগার... এজন্যই আপনাকে বলি। কামরুন নাহার আপা আমাদের ফুলের রানি :)

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: আজ অনেক দিন পরে, নতুন ক'রে ব্লগে ঢুকেই আপনার মন্তব্য পেলাম!!!
অনেক অনেক শুভেচ্ছা মইনুল ভাই!!

( সেদিনের কৃষ্ণচুড়া আড্ডায় কি এসেছিলেন? )

৫৩| ০৬ ই মে, ২০১৬ সকাল ৯:৪০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার ছবি ব্লগগুলো অসাধারণ! আর মানুষ সুন্দরের পূজারী। আমিও এর ব্যতিক্রম নই। তাই, কালেকশনে রাখার মানসে প্রিয়তে রাখলাম আপনার পুষ্প মঞ্জুরী!

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!!
আমার ভুল না হলে, আপনি আজই আমার ব্লগবাড়ীতে প্রথম এলেন!
তাই স্বাগতম বন্ধু!!!!

৫৪| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

আমিই মিসির আলী বলেছেন: এত চুপচাপ কেন!!!
কোথায় হারাইলেন??

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক সাধ্য সাধনার পরে আজ ব্লগে লগইন করতে পারলাম ভাই!!!
আশা করছি ব্লগে, লিখি বা না লিখি, পড়তে বা মন্তব্য করতে পারব!!

৫৫| ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২

শায়মা বলেছেন: বিথী আপুনি!
বৈশাখের ফুল নিলে ফুল ব্লগ দিলেনা?

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: আপুনি, গ্রীষ্মঋতুর অনেক অনেক ফুল -এর ছবি জমিয়ে রেখেছি!
পোষ্ট করা হয়ে ওঠে নাই!

অনেক দিন পর আজ ব্লগে লগইন করতে পারলাম।
সময় পেলে অবশ্যই পোষ্ট করব আপু!

৫৬| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:২৯

গেম চেঞ্জার বলেছেন: যাক লগিন করতে পেরেছেন!!

২৭ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই গ্রামীণ সিম দিয়েই!!
তবে বাসার বাইরে যেয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হলো!!!

বুদ্ধিটা সাহসী সন্তানের দেয়া!!!! পোলাডার আসলেই বুদ্ধি আছে!!!! :)

৫৭| ০১ লা জুন, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: মার্চ, এপ্রিল, মে তিন মাস পার হলো নতুন পোষ্ট নাই কেন নাহার আপা জবাব চাই?

০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: ব্লগীয় ভাইরাসে আক্রান্ত আমি!!!! :(
অনেক দিন ব্লগ ওপেনই করতে পারি নাই, তারপরে ট্যাব-এ ওপেন করলাম, পাসওয়ার্ড চেঞ্জ করে!
এখন আবার ট্যাব বা ফোনেও ওপেন হচ্ছে শুধু বাসার বাইরে গেলে!! কারো লেখাও পড়তে পারছি না!!!! :(
তাই ডেস্কটপ -এ বসবার সাহসই পাচ্ছি না!!
নতুন পোষ্ট না করতে পেরে খুব কষ্টে আছি!!!! :(

আমার এই সমস্যার সমাধান কেমনে হবে জানিনা!!!!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.