নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

সাগর পাড়ের ছবি --- ( ছবিব্লগ )

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৬

অনেক দিন ব্লগ থেকে দূরে আছি! অবশ্য মাঝে এক্কেবারেই ব্লগে লগইন করতে পারিনি! পোষ্ট করা হয়নি তাই কিছুই।
পাসওয়ার্ড পরিবর্তনের ঝক্কিতেও ছিলাম কিছুদিন। সব কিছুকেই ঝামেলা মনে হচ্ছিল।

রোজার আগে আবারও গিয়েছিলাম সাগর, পাহাড় দেখতে! চোখ আর মনকে স্বস্তি দিতে!!

রোজা শুরু হয়ে যাওয়ায় ব্যস্ততাও বেড়ে গেছে। এর মাঝেই, সেলফোন -এ তোলা কয়েকটা ছবি আজ পোষ্ট করছি, সেই সাথে রমজানের শুভেচ্ছা সবাইকে!!!!






কলাতলি সৈকতের শেষ বিকেল


সাগর পাড়ের রাস্তা ধরে টেকনাফ যাওয়ার পথে গাড়ীর জানালা দিয়ে তোলা






-------------------------------- যান্ত্রিক জীবনকে এক্কেবারেই ভুলে থাকা যায় যেখানে




--------------------------------------------------------------- সৈকতের ঝাউবন







কক্সবাজার বিমানবন্দরে বেড়াতে গিয়েছিলাম। পাশেই সাগর, ওপারে হালকা দেখা যাচ্ছে, একপাশে সোনাদিয়া দ্বীপ আর অন্যপাশে মহেশখালী দ্বীপ! সুন্দর একটি বিকেল কাটালাম ওখানে!!!!

★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★


মন্তব্য ৭৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:১৪

সাহসী সন্তান বলেছেন: অবশেষে যে ব্লগে আসতে পারছেন সেইটা দেখে ভাল্লাগছে! সেল ফোনে তোলা হইলেও ছবিগুলো খুব সুন্দর হয়েছে! কিন্তু পোস্টে ফুলের ছবি নাই দেইখা একটু মন খারাপ! :(

বীথিপুর পোস্ট থাকবে অথচ সেই পোস্টে ফুল থাকবে না এইটা যে মাইনা নেওয়াও কষ্টকর! পোস্টে ট্রিপল মাইনাচ! ;)

শুভ কামনা জানবেন আপু!

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম অবশেষে ----------- তবে ট্যাব -এ, ডেক্সটপ -এ এখনও চেষ্টাই করিনি।

সাগর দেখতে যেয়েতো ফুল পাইনি ভাই :)
তবে আপনার জন্য নিজ বাগানের, নিজ পরিচর্যায় ফোটা ফুলই দিয়ে যাব!!!!

২| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একপাশে হাতিয়া আর অন্যপাশে সোনাদিয়া দ্বীপ মানে??

১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:২১

কামরুন নাহার বীথি বলেছেন: এয়ারপোর্টের ওই পয়েন্ট থেকে দেখা যায়, দূরে বামের জনপদ সোনাদিয়া আর ডানপাশে দেখা যায় হাতিয়া।
ওখানকার লোকেদের কাছে যা শুনলাম :)

৩| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই অবাক হলাম। সোনাদিয়া, মহেষখালি পাশাপাশি কিন্তু হাতিয়া দ্বীপ তো সেই নোয়াখালী!

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১১

কামরুন নাহার বীথি বলেছেন: তাহলে হয়তো আমারই ভুল, সোনাদিয়া আর মহেশখালীই হবে!!! :)
অসংখ্য ধন্যবাদ ভাই, ভুলটা ধরিয়ে দিয়েছেন!!

৪| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:০৮

কাবিল বলেছেন: যেতে মুন চাইছে!

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: অবশ্যই যাবেন, সেই শুভেচ্ছা রইল!!! :)

৫| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে আপি

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপি!!! :)

৬| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৫২

সুমন কর বলেছেন: দেখে ভালো লাগল।

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ দাদা!!!

৭| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১১

অদৃশ্য বলেছেন:



বাহ্‌, বেশ...

শুভকামনা...

১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: শুভকামনা আপনার জন্যও!!!

৮| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

জুন বলেছেন: তারপরও যে সাথে আছেন দেখে অনেক অনেক ভালোলাগলো কামরুন্নাহার বিথী। ছবিগুলো দেখে চিরচেনা জায়গাগুলো প্রান জুড়িয়ে দিল। আমিও অনেক দিন দেশের বাইরে। দেশে থাকতে ব্লগে লগ হতে পপার নি, তারপর পাসওয়ার্ড সমস্যা আর এখন দেশের বাইরে ল্যাপটপ ছাড়া লিখতে পারছি না মনের মতন করে।
আপনার জন্য ও রইলো আগাম ঈদের শুভেচ্ছা :)

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: হুমম আপু, হঠাত করেই বিনা নোটিশে ব্লগ থেকে বিচ্ছিন্ন হয়ে খুব খারাপ লাগছিল!!
ট্যাব -এ যে ওপেন করতে পারছি, এটা কিছুটা হলেও শান্তনা!
পড়তে আর মন্তব্য করতে পারছিতো!!

আপু, আপনিতো অনেকদিন দেশের বাইরে!
লিখছিলেন ওখান থেকেই, এখন নতুন করে আবার কি সমস্যা হলো?
আমিতো জানি দেশেই যত সমস্যা হচ্ছে।

অনেকদিন পরে সবার মাঝে আসতে পেরে আমারও ভাল লাগছে।
অনেক শুভেচ্ছা আপু!
আপনাকেও আগাম ঈদের শুভেচ্ছা!! :)

৯| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৩

কল্লোল পথিক বলেছেন:


চমৎকার ছবি ব্লগ।

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

১০| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৪

অশ্রুকারিগর বলেছেন: রোযায় গিয়েই মনে হয় ভালো করেছেন , ছবি দেখে মনে হচ্ছে ভীড় একদম নেই!

কক্সবাজারে তো এখন বাজার বেশি সমুদ্র সৈকত কম।

১৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: রোজায় যাইনি ভাই, রোজার আগেই ফিরে এসেছি।
যাত্রা শুরু করেছিলাম ২৯/৫ -এ ফিরে এসেছি ৫/৬ - এ, রোজা শুরু হয়েছে ৭/৬ - এ।

এখন ভিড় খুব কম, তবুও আমার মত অনেকেই গেছেন ওখানে।
আমি বীচ -এ গিয়েছি ফজর নামাজ পড়েই, তাই প্রায় জনশূন্যই পেয়েছি।

কক্সবাজার এখন শুধুই বাজারের মত হলেও, যে সৈকত আছে আমাদের তা' অহংকার করবার মতই!!!
অনেক শুভেচ্ছা ভাই!!

১১| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

কালনী নদী বলেছেন: very nice sea blog! its gud to see ya back. keep snaping the picture and welcme back sister!

১৫ ই জুন, ২০১৬ রাত ৮:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!!

১২| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,




অনেকদিনের পরে এলেন কিছু স্নিগ্ধ ছবি নিয়ে ।
ওয়েলকাম ব্যাক !

১৫ ই জুন, ২০১৬ রাত ৮:১০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!! :)

১৩| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুন সব ছবি!!!
রমজানের শুভেচ্ছা আপু :)

১৫ ই জুন, ২০১৬ রাত ৮:১১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!!!!

১৪| ১৫ ই জুন, ২০১৬ রাত ১০:১৬

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার বিশালের দেহ, মোবাইলে হলেও ছবিগুলো চমৎকার এসেছে ।

১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই তাই, অনেক ধন্যবাদ!!

১৫| ১৫ ই জুন, ২০১৬ রাত ১০:২৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর ছবিগুলো।

১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

১৬| ১৬ ই জুন, ২০১৬ ভোর ৬:৪৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


সাগরপাড়ের ছবি দেখে মুগ্ধ :)

১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:০২

কামরুন নাহার বীথি বলেছেন: শুভেচ্ছা সে জন্য!!!

১৭| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৭:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর ছবি। আমার বাসার পাশেই সাগর কিন্তু সাগরে যাওয়ার সময় পাইনা।আপনার ছবি দেখে যেতে মন চাইছে।

১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:০৮

কামরুন নাহার বীথি বলেছেন: সাগরে যাওয়ার সময় পাও না?! হাত বাড়ালেই পাওয়া যায়, হয়তোবা তাই!!!
আমার সাগর দেখতে খুব ভাল লাগে!!

আমার তোলা ছবি দেখে যেতে মন চাইলে, সে আমার সার্থকতা!!

অনেক শুভেচ্ছা ফেরদৌসা, ভাল থেক!!

১৮| ১৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৩১

শ।মসীর বলেছেন: এই সাগর পাড়ে বারবার গেলেও যাবার ইচ্ছা মরেনা.......

১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, বারবার ফিরে যেতে মন চায়!!

অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!

১৯| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৪২

বিপ্লব06 বলেছেন: মন ভালো করে দেয়ার মত ছবি!

ছবিগুলা পোস্ট করার জন্য ধন্যবাদ।

১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল লাগল আপনাকে নতুন রূপে দেখে :)

২০| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩২

আলোরিকা বলেছেন: টানা আট বছর কাটিয়েছি পতেঙ্গা সমুদ্র সৈকতের কোলে বসে । সকাল , দুপুর , রাত যখন ইচ্ছে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতাম সমুদ্রতীরে - কখনও বোর হইনি , নিত্যনতুন আবিষ্কার করতাম সমুদ্রকে । সিডর , আইলা , মালা সব দেখেছি কাছ থেকে । সমুদ্রের স্নিগ্ধ , মায়াবী ,রুদ্ররুপ দু'চোখ ভরে উপভোগ করেছি , এখনও বারবার ফিরে যেতে ইচ্ছে করে তার কাছে - ইচ্ছে করে পাহাড় আর সমুদ্রের মাঝে একটা ছোট্ট বাড়ি বানিয়ে বাকিটা জীবন যদি কাটিয়ে দেয়া যেতো !

শুভেচ্ছা ও সুস্বাগতম :)

১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপু, তাহলেতো আপনার কাছে এই পোষ্ট মায়ের কাছে মাসীর গল্প হয়ে গেল। :)

২১| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৪

সামাইশি বলেছেন: সুন্দর মন কাড়া ।

১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা!!

২২| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:১৫

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ লাগলো বীথি আপু। :)

১৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? অনেক ধন্যবাদ!! :)

২৩| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

উল্টা দূরবীন বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনাকে দেখে খুব খুশি খুশি লাগছে। কেমন আছেন?

সবগুলো ছবিই ভালো লেগেছে। সাগর কখনো বিমর্ষ, কখনো উত্তাল। ঠিক যেন মানুষের মনের মত। তাই এত ভালো লাগে।

সুন্দর ছবিব্লগের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? আমার অনুপস্থিতি যে আপনি/ আপনারা অনুভব করেন, সামান্য ব্লগার হিসেবে এটাই আমার বড় পাওয়া!!!
আছি ভাই আলহামদুলিল্লাহ্‌!!

সাগরের সুন্দর বর্ণনা দেবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই!
ভাল থাকবেন সব সময়!!

২৪| ১৭ ই জুন, ২০১৬ রাত ৩:২০

সচেতনহ্যাপী বলেছেন: বহুদেশ ঘুড়ি, বহু ব্যায় করি
দেখিতে গিয়াছি পর্বতমালা
দেখিতে গিয়াছি সিন্ধু।।
কিন্তু ঘর হতে শুধু দু'পা ফেলিয়া,
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
একটি ধানের শীষের উপর একটু শিশির বিন্দু।।

১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:১১

কামরুন নাহার বীথি বলেছেন: আবারও দেখে এলাম আমাদের সিন্ধু!
বান্দরবান আমি এবার প্রথম দেখলাম, আগে দেখলে নেপাল আমাকে এতটা অবাক করত না!!!!
নেপালের গিরিশৃঙ্গ ছাড়া, আর সব পাহাড়ি এলাকার চেয়ে বাংলাদেশ অনেক অনেক সুন্দর!!!

অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!

২৫| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই তো বলি, ব্লগটা পানসে লাগটাছে ক্যান? আপনি না থাকলে যে পানসে লাগে সেটা তো আগে আমি বুঝেই উঠতে পারিনি :D

১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: রোজার দিন যে, তাই পানসে লাগছে! :)
ফটোব্লগার আপনারা থাকতে ব্লগকে পানসে করার সাধ্য আর কারো আছে নাকি?? :)

২৬| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি ছবি পাগল মানুষ, ছবি ভালো লাগছে একথাটা প্রতিদিন বলার দরকার আছে কি!! :D

১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: না না কোন দরকার নেই, এই রোজা - রমজানের দিনে বাড়তি কথা একটুও বলতে নেই!! :)

২৭| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন:

১৭ ই জুন, ২০১৬ সকাল ১০:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি ইফতার করে আমাকে জুস দিচ্ছেন, আমি রেখে দিলাম ইফতারের পরে গ্রহন করব!

২৮| ২০ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!!

২৯| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শেষের ছবি তিনটা সেইরকম সুন্দর আপু.... +++

২১ শে জুন, ২০১৬ সকাল ৯:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? আমার কাছে কিন্তু প্রথম দুইটা খুব ভাল লাগে!

৩০| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:০৭

নীলপরি বলেছেন: অপূর্ব লাগলো ।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপু!!!

৩১| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩

মাদিহা মৌ বলেছেন: খুব সুন্দর!!
আমিও যাব, ইনশাআল্লাহ।

১২ ই জুলাই, ২০১৬ রাত ১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অবশ্যই যাবেন :)! ধন্যবাদ!

৩২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০

প্রামানিক বলেছেন: নাহার আপার ছবি ছাড়া ব্লগটা ফাঁকা ফাঁকা লাগে। চমৎকার ছবি। ধন্যবাদ নাহার আপা।

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!
ভাল থাকবেন সব সময়!!

৩৩| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

পবন সরকার বলেছেন: দারুণ ছবি। খুব ভালো লাগল।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!

৩৪| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫

জুন বলেছেন: নতুন পোষ্ট কই বিথী? :)

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: সময় করতে পারছি না আপু। :)

৩৫| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:২৩

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্! চমৎকার ছবি ব্লগ :)

১৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু!!

৩৬| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

আমি তুমি আমরা বলেছেন: ১২ তম ভাল লাগা :)

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা!!!

৩৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:০১

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: সুন্দর ছবি।

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.