নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

"দোলে প্রেমের দোলনচাঁপা "---------------

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৫




ফুলের নাম: দোলনচাঁপা!

‘দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয় আকাশে,
দোল-ফাগুনের চাঁদের আলোর সুধায় মাখা সে।’
— রবীন্দ্রনাথ ঠাকুর



রবীন্দ্রসাহিত্যে এভাবেই উঠে এসেছে দোলনচাঁপা ফুল। কবিগুরু তাঁর কল্পনাশক্তি দিয়ে দোলনচাঁপাকে হৃদয়ের আকাশে দোল খাওয়ার কথা/ভাবনাকে তুলে এনে ঠাঁই দিয়েছেন তার বিভিন্ন লেখনীতে।
দোলনচাঁপার বৈজ্ঞানিক নাম Hedychium coronarium.
এটি Zingiberaceae পরিবারের সদস্য।




দোলনচাঁপার নান্দনিক পাপড়িগুলো সাদা প্রজাপতির কথা মনে করিয়ে দেয় সহজেই। ফুলেল গাছটার দিকে তাকালে একরাশ সাদা প্রজাপতির কথা মনে না এসেই যায় না। এই গাছের গড়নের সাথে আদা গাছের সাদৃশ্য চোখে পড়ে। তাই এর ইংরেজি প্রচলিত নাম Butterfly Ginger Lily অথবা White Ginger Lily. দোলনচাঁপা গাছ জীবনীশক্তিতে ভরপুর। এর জীবন নিঃসন্দেহে চমকপ্রদ। দোলনচাঁপা বহুবর্ষজীবী কন্দজ উদ্ভিদ। দোলনচাঁপা যে ভীষণভাবে ছায়াময় শীতল পরিবেশ ভালোবাসে সেটা তার ফুলের এবং গাছের মৌসুমের প্রকৃতি দেখেই বলে দেয়া যায়। বিকেলের শেষভাগে ফুটে সকাল হতে হতে ঝরে পড়ে দোলন চাঁপা। ওদিকে বর্ষায় ফুটতে শুরু করে শরৎ শেষ হতে হতে এর ফুলের মৌসুম শেষ হয়।



শীতকালে এর কান্ড মরে গিয়ে গাছ শুকিয়ে যায়। গ্রীষ্মে কান্ডের পুনর্জন্ম হয়। নতুন করে জেগে ওঠে গাছ। বিশেষ করে গ্রীষ্মের দু এক পশলা বৃষ্টির পর মাটি ফুড়ে নতুন করে জন্ম হয় দোলনচাঁপা গাছের। গাছটি ৩০ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়। সর্বোচ্চ ৬ ফুট লম্বা হতে পারে। । পাতা গুলো গাঢ় সবুজ রঙ্গের, ৮-২৪ ইঞ্চি লম্বা ও ২-৫ ইঞ্চি চওড়া। গ্রীষ্মের মধ্যভাগ থেকে বসন্ত পর্যন্ত গাছটির অগ্রভাগে ৬-১২ ইঞ্চি পুষ্পমঞ্জুরি দেখা যায় এবং ক্রমান্বয়ে সাদা দুই পাপড়ির প্রজাপতি ফুল ফুটতে থাকে।



দোলনচাঁপার প্রজাতির সংখ্যা প্রায় ৪০টি। সাদা ছাড়াও সামান্য হলদে বা লালচে রঙের দোলনচাঁপার দেখা কখনও মিলে যায়। আবার কোনো কোনো ফুলে থাকতেই পারে গাঢ় হলুদ বা কমলা রঙের ছিটে। সমতল এবং পাহাড়ী মাটি দুই জায়গাতেই ভালো হয় দোলনচাঁপা। ভেজা মাটি এর প্রিয়। দোলনচাঁপার আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। মূলত উত্তর ভারত। বাংলাদেশেও বিস্তর দেখা মেলে।

কথিত আছে স্প্যানিশ উপনিবেশ আমলে নারীরা এই ফুলের মধ্যে তাঁদের গোপন বার্তা লুকিয়ে আদান প্রদান করতেন।

তথ্যসূত্রঃ উদ্ভিদ চত্বর
ছবিঃ আমার বাগানের, আমার তোলা।




















★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

কাছের-মানুষ বলেছেন: দোলন চাপার ব্যাপারে অনেক কিছু জানা হল !
তবে বৈজ্ঞানিক নামটা অনেক , উচ্চারণ করতে গিয়ে আমার দাত ভেঙ্গে যাবারমত অবস্থা আমার!
দোলনচাঁপা বহুবর্ষজীবী এই তথ্যটা জানা ছিল !
সুন্দর ও তথ্যযুক্ত পোষ্ট ! ভাল লাগা রইল !

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: সব কিছুরই বৈজ্ঞানিক নাম পড়তে দাত ভেংগে যাবার দশা হয়।
অনেক অনেক ধন্যবাদ আর আমার ব্লগে স্বাগতম!!

২| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

কাছের-মানুষ বলেছেন: দোলনচাঁপা বহুবর্ষজীবী এই তথ্যটা জানা ছিল না! ভুলে 'না' টা দিতে ভুলে গেছিলাম !!

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: :D :D :D

৩| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফুলের রানী কামরুন্নাহার-এর দোলনচাঁপা ফুলের পোস্ট। অসাধারণ!

ধন্যবাদ বোন।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হেনা ভাই!!!
ভাল থাকবেন সব সময়।

৪| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

কল্লোল পথিক বলেছেন:




সুন্দর পোস্ট।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!!!

৫| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

শায়মা বলেছেন: অনেক প্রিয় ফুল।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: আমারও আপু!!!!

৬| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

৭| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ঢাকাবাসী বলেছেন: সুন্দর ফুলের ছবি সহ বর্ণনা, বেশ ভাল লাগল।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!

৮| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

গেম চেঞ্জার বলেছেন: দারুণ সব ছবি!! :)

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

৯| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

পবন সরকার বলেছেন: আপনার ছাদ বাগানের ফুল খুব ভালো লাগল।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৫

কামরুন নাহার বীথি বলেছেন: আমার ছাদ বাগান নিয়েই আমি বেচে আছি ভাই!!!
অনেক ধন্যবাদ আপনাকে!!!!

১০| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: আপনার বাগানের ছবিগুলো দেখে গেলাম। সুন্দর।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা!!!

১১| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: দোলনচাঁপার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে,
সেই সাথে জানলাম অনেক কিছু।

+++++++++

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: ফুল নিয়ে যতগুলো অনলাইন পেইজ পাই, মোটামুটি সবগুলোতেই বিচরণ আমার।
সেই প্রিয় বিষয়গুলোই শেয়ার করি সবার সাথে।
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!

১২| ২২ শে জুলাই, ২০১৬ রাত ২:৫০

সচেতনহ্যাপী বলেছেন: কোনও অভিজ্ঞতা নেই বলেই লাইক দিয়েই বিদায়।। ক্ষমা করবেন বোনটি।।

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: অভিজ্ঞতা থাকতেই হবে, কে বলেছে ভাই!!! :)
আমার ব্লগবাড়ীতে এসেছেন, এতেই আমার আনন্দ!!!

অনেক অনেক শুভেচ্ছা!!!

১৩| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮

সাহসী সন্তান বলেছেন: দোলনচাঁপার ইতিহাস বর্ননা সহ আপনার বাগানের ফুল, এক কথায় দারুনস্! ফুল গুলোকে ছবিতেই এতটাই জীবন্ত বলে মনে হচ্ছে, সত্যিই বলছি আমি যেন এর সৌরভ অনুভব করতে পারছি! চমৎকার ফুল সমৃদ্ধ ছবি ব্লগ!

শুভ কামনা আপু!

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: আসলেই, দেখলেই মনে হয় সৌরিভ ছড়িয়ে গেছে চারিদিকে!!
অনেক অনেক শুভেচ্ছা সাস ভাই আপনাকে!!!

১৪| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যাক একটা ফুল চিনতে পারলাম ।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? সাথে থাকুন চেনা ফুল আরো পাবেন। :) :)

১৫| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫০

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় প্রিয় প্রিয় একটা ফুলের গল্প শুনলাম....
অপূর্ব সব ছবি আপনার বাগানের :)

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু!!!!

১৬| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৪

পুলহ বলেছেন: "কথিত আছে স্প্যানিশ উপনিবেশ আমলে নারীরা এই ফুলের মধ্যে তাঁদের গোপন বার্তা লুকিয়ে আদান প্রদান করতেন। "- ইন্টারেস্টিং!!
শিউলি ফুলও আমার জানামতে ভোরে ঝরে যায়।
ভালো লাগলো আপনার লেখা। শুভকামনা আপু!

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, শিউলি ভোরেই ঝরে যায়, তবে দোলনচাঁপা থেকে যায় কয়েকদিন!!
অনে ধন্যবাদ ভাই!!!

১৭| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

প্রামানিক বলেছেন: ফুলের রানির ফুলের ছবি
দেখতে কি যে চমৎকার
দেখলে পরে চোখ ভরে যায়
দেখতে থাকি বারংবার।

চমৎকার ছবি। ধন্যবাদ কামরুন্নাহার আপা।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: দারুন ছড়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!!

১৮| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

তানজির খান বলেছেন: অনেক কিছু জানলাম আপু। ধন্যবাদ, শুভকামনা রইলো

৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!! ভাল থাকবেন!

১৯| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৬

শামছুল ইসলাম বলেছেন: দোলনচাঁপার শুভ্রতা মনে শুভ্র পরশ বুলায়।
আপনার পোস্টেও সেই শুভ্রতা ছড়িয়ে আছে।

চমৎকার বর্ণনা ও ছবিতে মন কাঁড়া পোস্ট।

ভাল থাকুন। সবসময়।

৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: দারূন বলেছেন।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
বেশ ক'দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম।
তাই দেরী হয়ে গেল জবাব লিখতে, সত্যিই দুঃখিত আমি!

২০| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬

জুন বলেছেন: বর্ষার সাদা ফুলগুলো বিশেষ করে গন্ধরাজ, বেল ফুল, কামিনী আর দোলন চাপা অনেক প্রিয় আমার। আপনার বাগান দেখে মুগ্ধ হোলাম কামরুন্নাহার বিথী বরাবরের মতই সাথে ইতিহাসটুকু জেনেও ।
+

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!!!
আপনার প্রিয় সব ফুলই এবার বর্ষায় আমার বাগানে ফুটেছে!!
বর্ষার ফুল একদিন পোষ্ট করব ইনশাআল্লাহ!!!

২১| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

সাদা মনের মানুষ বলেছেন: অসম্ভব রকম সুগন্ধি ফুল..........ভালোলাগা জানিয়ে গেলাম।

০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, বিশেষ করে রাতে সুবাস ছড়ায়!!!

২২| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৯

অরুনি মায়া অনু বলেছেন: অনেক সুন্দর ফুটেছে আপনার দোলন চাপা। শুভ্র সুন্দর সাদা ফুলগুলো বাগান আলো করে রেখেছে।

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু, আমার ব্লগে স্বাগতম আপনাকে!!!
আমি ঢাকায় এসে ছাদে বাগান করি প্রায় ১১ বছর হয়ে এল!!!
সব সময়েই কমবেশি ফুল থাকেই আমার বাগানে!!
ফুলের ছবি তোলাও আমার প্রধান শখের একটি।
তাই মাঝে মধ্যেই আমি ফুলের ছবি পোষ্ট করি।

জানি ফুলপ্রেমী আপনিও, তাই আমার ব্লগে এলে আপনার ভাল লাগবে!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.