নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

ভরা বর্ষায় আমার সিলেট ভ্রমণ

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৬




অতি সম্প্রতি ঘুরে এলাম সিলেট বিভাগের কিছু অংশ। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই বিভাগ, বিশেষ করে বর্ষাকালে। যদিও হাওর বাওর আমার দেখা হয়ে ওঠে নাই। শুধু সবুজ প্রকৃতি, চা বাগান, নদি, খাল, ঝর্ণা, জলপ্রপাত দেখতেই আমার দু'তিন দিন কেটে গেল। ঝর্ণা, জলপ্রপাত যদিও নেমে এসেছে মেঘালয়ের পাহাড়গুলো থেকে, তবে সৌন্দর্য্যমন্ডিত করেছে বাংলাদেশকেই।

সিলেট থেকে গোয়াইনগাট উপজেলা প্রায় ৬৫/৭০ কিলোমিটার পথ। ছয় জনের একটা দল আমরা। সাথে পাঁচ বছর আর সাত বছরের দু’টো বাচ্চা। ওদের ঘুম থেকে উঠতে দেরী হতো বলে আমরা যে তিনটে দিন সিলেটে ছিলাম, একদিনও খুব ভোরে বেরোতে পারিনি। সকাল ন’টায় সবার সকালের নাশতা কিনে নিয়ে বেরোলাম। দোকানে বসে খেতে আরো দেরী হবে। একটা সাত সিটের মাইক্রো দু'দিনের জন্য ভাড়া করে রেখেছিলেন আমাদের এক বন্ধু। এই গাড়ীতেই রওয়ানা হলাম আমরা।

সিলেট শহর পেরিয়ে যাবার পরেই শুরু হলো দু’পাশে সবুজ ধানের চারার ক্ষেত। কোথাও ছোট বড় পুকুর। ফুটে আছে লাল সাদা শাপলা। আমাদের বেরসিক মনিপুরী ড্রাইভার আমাকে শাপলার ছবি তুলতে দেয়নি। আমার খুব রাগ হচ্ছিল ওর ওপরে, কিছুই বলতে পারছিলাম না।

আরো কিছুদূর এগিয়ে যাওয়ার পরেই শুরু হলো দু’পাশে বিস্তীর্ণ জলরাশি। মাঝে মাঝে একেকটা দ্বীপবাড়ি। প্রতিটি বাড়ির সাথে একটা করে ডিঙি নৌকা বাঁধা, যা এই বর্ষায় তাদের একমাত্র বাহন। এভাবে ঘন্টা দুই যাবার পরে রাস্তাটা একটু খারাপ, মাঝে মাঝে ডুবেও গেছে। এর মাঝেই এগিয়ে চলেছি আমরা। একবার অবশ্য ড্রাইভার আমাদের অনুরোধে থামলেন, কিছু ছবি তুললাম আমরা। দূরে দেখা যাচ্ছিল ভারতের মেঘালয়ের পাহাড়ের সারি। সমস্ত পাহাড় জুরেই ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় ঝর্না। যতগুলো ঝর্না নেমে এসেছে, সবই ভারত থেকে। এমনই একটা ঝর্না দেখার জন্য আমরা বিছানাকান্দি যাচ্ছি।








দু’পাশে এমনই বিস্তীর্ণ জলরাশি।


মাঝে মাঝে রাস্তাও পানিতে ডুবে গিয়েছিল।

একসময় পৌছে গেলাম গোয়াইনঘাট উপজেলার পীরেরবাজারে। এখান থেকে নৌকায় যেতে হবে। যেতে, ঘুরে দেখতে আর আসতে ঘণ্টা চারেক সময় লাগবে আমাদের। অনেক দর কষাকষির পরে দুই হাজার টাকায় নৌকাভাড়া মিটল। উঠে পড়লাম আমরা ছয় জন।

নৌকা ছাড়ার পরে চারিদিকে দেখতে দেখতে বিস্মিত আমি! দুইপাশে সবুজ গ্রামের মধ্যে দিয়ে চলেছি আমরা। এই এলাকায় পাথর তুলে স্তুপ করা আছে। নদিতে, মাটিতে, বালিতে সবখানেই শুধু পাথর। স্থানীয় অধিবাসীদের বেশীরভাগ মানু্ষের জীবিকা পাথর তোলা! একপাশের গ্রাম একসময় শেষ হয়ে গেল, শুরু হলো শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের দেয়াল যেন নেমে এসেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে। আরেকপাশে বাংলাদেশের সবুজ গ্রাম।


























মহিষ এভাবে পানিতে মুখ ডুবিয়ে নিচের ঘাস-পাতা খায়, আমি এই প্রথম দেখলাম। আগে শুধু দেখেছি পানিতে গোসল করতে বা গরম লাগলে পানিতে সারা শরীর ডুবিয়ে রাখতে।
এমনই কখনও দু'পাশে সবুজ গ্রাম, কখনও একপাশে পাহাড়ের সারি পেরিয়ে চলেছি আমরা।



একসময় পৌছে গেলাম বিছানাকান্দি। চারিদিক ছোট বড় পাথর, তার মাঝে বয়ে চলেছে ঝর্ণার স্রোতধারা। ঝর্ণাটা বেশ দূরে, কিন্তু তবুও পানিতে বেশ স্রোত। পাথরের উপর দিয়ে এগিয়ে গেলাম বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত! ছবি তুলছিলাম আর বিস্ময় নিয়ে দেখছিলাম! ধীরে ধীরে পর্যটকের ভীড় বাড়তে শুরু হলো। ঘন্টাখানেক থেকে আমরাও রওয়ানা হলাম পান্থুমাই জলপ্রপাতের দিকে।

গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দির পথে যে সৌন্দর্য্য আমি দেখেছি, তা' শুধুই উপভোগ করার। ছবির ফ্রেমে ধরে রাখার মত নয়। স্মৃতির এলবাম-এ ভরে রাখলাম আমি এই ছবিগুলো।


































ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ


মন্তব্য ৮২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

টাইম টিউনার বলেছেন: ধন্যবাদ । আপনি অসম্ভব সুন্দর করে রুপসী সিলেট খন্ড চিত্র তুলে ধরলেন।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: সিলেট আসলেই অপূর্ব, বর্ণনা করার মত নয়!!!!
বার বার যেতে মন চায়!!!

২| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

অশ্রুকারিগর বলেছেন: গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দির পথে যে সৌন্দর্য্য আমি দেখেছি, তা' শুধুই উপভোগ করার। ছবির ফ্রেমে ধরে রাখার মত নয়। স্মৃতির এলবাম-এ ভরে রাখলাম আমি এই ছবিগুলো।

কথা একদম সত্য।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

৩| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৪

মাদিহা মৌ বলেছেন: কেবল মাত্র বিছানাকান্দি দেখার জন্য হলেও আবার যাব সিলেট। অবশ্যই যাব।

আপনার ছবিব্লগ দেখে খুব হাহাকার জন্মাচ্ছে। এত সুন্দর!

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, বর্ষার সিলেটের সৌন্দর্য্য স্বর্গীয়!!!
আবারও ঘুরে আসুন বিছানাকান্দি, পাংথুমাই, জাফলং!!!

আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম আপু!!

৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৬

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,





ঠিকই বলেছেন , প্রকৃতির সব ছবি ফ্রেমে ধরে রাখার মত নয়। মনের ফ্রেমে বাঁধতে হয় তাকে ।

ছবিগুলো বিশেষ করে হাসের ছবি দু'টো চমৎকার ।
শুভেচ্ছান্তে ।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনার এই আন্তরিক মন্তব্যের জন্য!!!!

৫| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাইয়ের কাছে আগেই শুনেছি যে আপনি সিলেটে বেড়াতে গেছেন। তখনই জানতাম এমন সুন্দর সব ছবি দেখতে পাবো।
ধন্যবাদ বোন কামরুন্নাহার।

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
কামাল ভাই শুধু সিলেটে বেড়ানোর কথাই বলেছেন, আর কোথাও নয়? :)

৬| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

মনিরা সুলতানা বলেছেন: এক কথায় অপূর্ব!!!!!!
মন ভালো করে দেবার মত সব ছবি, কি সুন্দর দেশ আমার।

ধন্যবাদ আপু শেয়ার করার জন্য :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা একদম ঠিক কথা।
ছবির চেয়ে প্রকৃতি আরো অনেক অনেক সুন্দর আপু!!!

৭| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯

পুলহ বলেছেন: আমি প্রথম সিলেট যাই ক্লাশ সিক্সে থাকাকালীন সময়ে...
একটা ঘটনা মনে আছে- শাহজালাল পীরের দরগা ঘুরে আমরা যখন শাহপরাণের মাজারে গিয়ে পৌছেছি, তখন শেষ বিকেল। সেখানে কিছু সময় কাটিয়ে আমাদের বের হতে হতে অন্ধকার নেমে এলো। দেখলাম- মাজার চত্বর এবং আশেপাশের এলাকায় মোমবাতির আলো অন্ধকার কিছুটা দূর করতে পারলেও সেখানে গাঢ় হচ্ছে রহস্য! সুতো বাধা বটগাছ, জিকিরে মগ্ন জটাধারী কিংবা মাজারে শায়িত আরো রহস্যময় কোন পুরুষ, সব মিলিয়ে আমার শিশুমনে সে জায়গা গভীর ছাপ ফেলে...

এরপর আরো যতবার সিলেট গিয়েছি, যতবার দেখেছি দূরের মেঘালয় পাহাড়, লালাখালের সবুজ, স্বচ্ছ পানি কিংবা জাফলঙের বুকে নেমে আসা আবির-রাঙ্গা সন্ধ্যা- ততবার আমার সে রহস্যের কথা মনে হয়েছে। মনে হয়েছে- না জানি সীমানার ওপারের সে গাঢ় সবুজ পাহাড়শ্রেণী, কি এক অজানা ঐশ্বর্যই না আড়াল করে আছে!
কিছু মনে করবেন না আপু, বোধহয় অপ্রাসঙ্গিক এবং ব্যাক্তিগত স্মৃতিচারণ করে বসলাম! আসলে আপনার অসাধারণ ছবিব্লগ সিলেট অঞ্চলের দেখেই নিজের কথা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
"ঝর্ণা, জলপ্রপাত যদিও নেমে এসেছে মেঘালয়ের পাহাড়গুলো থেকে, তবে সৌন্দর্য্যমন্ডিত করেছে বাংলাদেশকেই। "-- বাহ! দারুণ বলেছেন।
ছবিগুলো অসাধারণ। পোস্টে ++++++

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: এরপর আরো যতবার সিলেট গিয়েছি, যতবার দেখেছি দূরের মেঘালয় পাহাড়, লালাখালের সবুজ, স্বচ্ছ পানি কিংবা জাফলঙের বুকে নেমে আসা আবির-রাঙ্গা সন্ধ্যা- ততবার আমার সে রহস্যের কথা মনে হয়েছে। মনে হয়েছে- না জানি সীমানার ওপারের সে গাঢ় সবুজ পাহাড়শ্রেণী, কি এক অজানা ঐশ্বর্যই না আড়াল করে আছে! ---------

অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনি আমার মনের কথাই বলেছেন।

আমার সাধ জেগেছে মেঘালয়ে যেয়ে দেখব ওই পাহাড় আর ঝর্নার সৌন্দর্য্য!!

আপনার স্মৃতিচারণ খুব খুউব ভাল লেগেছে।
আমার এই লেখাই আপনাকে স্মৃতিকাতর করেছে।

৮| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮

অবুজ বালক আমি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমাদের সিলেট শহর সম্পর্কে এত সুন্দর করে বর্ণনা করার জন্য। সত্যি আমাদের এই শহরটি অনেক সুন্দর, শুধু সু্ন্দর ই না স্বভাবিক জীবন যাপন করার জন্য খুব ই নিরাপদ একটি শহর ........ শুভকামনা

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা খুব ভাল লেগেছে আমার, আবারও যেতে হবে আমাকে।
তবে, রাস্তাগুলো ভাল হলে পর্যটকে ভীড় আরো বাড়তো।

৯| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: সিলেট যতবার যাই ততবারই ভালো লাগে.............


ছবিগুলো সুন্দর হয়েছে ।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগার মতই যে!! তাই আমি আবারও যাব!!

১০| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

চিন্তিত নিরন্তর বলেছেন: আপনার ছবি তোলার হাত দারুন।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!! :)
সবার ভাল লাগলে আমারও ভাল লাগে!!

১১| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩

ভুলুয়া বলেছেন: ঢাকা থেকে গেলে ৩ দিনে থাকা খাওয়া খরচ কত পরবে?

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: খাওয়ার খরচ সিলেটে খুবই কম। পাঁচভাই হোটেলে খেলে ২০০/- টাকার বেশী বিল তুলতে পারবেন না।
আমরা সাতজন খেয়েছিলাম ১৩০০/- টাকা বিল হয়েছিল।
মেন্যুতে ছিল, বড় চিংড়ী মাস, বোয়াল মাছে, খাশীর মাংস, ৫/৬ রকমের ভর্তা!!

থাকাতেও খুব বেশী খরচ হয় না।

তবে ওখানে ঘুরতে নিজের গাড়ি না হলে খরচটা একটু বেশীই হয়।

১২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লাগল আপি

বিছানাকান্দি এখনো যাইনি আহা কি সুন্দর আমাদের প্রিয় জন্মভূমি

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, ঠিক তাই!! কী যে সুন্দর এই দেশটা!!!

১৩| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ এই দেশে আমার জন্ম বলে :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা গর্বিত আমরা!!

১৪| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

রানা আমান বলেছেন: অপূর্ব ।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!!!

১৫| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৪

গেম চেঞ্জার বলেছেন:

[ এরপর img এরপর | এরপর ইমেজ এড্রেস/ইউআরএল http://i.imgur.com/gl325aD.jpg এরপর ] (৩য় বন্ধনী ক্লোজ)

যেমন [ বন্ধনী দিয়ে এরপর.......
img|http://i.imgur.com/gl325aD.jpg]

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু মাষ্টার মশাই!!

১৬| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

জুন বলেছেন: গত বছর এমন দিনে সপরিবারে বিছানাকান্দি সহ সিলেট ভ্রমন আমার স্মৃতিতে ভাস্বর হয়ে আছে কামরুন্নাহার বিথী। এটা নিয়ে আমি একটা পোষ্ট ও দিয়েছিলাম। আপনার অপরূপ ছবিগুলো দেখে আবার মন ছুটে গেল সেথায়। কিন্ত ভোলাগঞ্জ সিলেট সড়কের কথা মনে হলে :((
অনেক ভালোলাগা রইলো ছবিতে আর পোষ্টে :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, রাস্তাটার কষ্ট ছাড়া সবই এনজয় করার মতই!!!
অনেক ধন্যবাদ আপু!!

১৭| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

সিগনেচার নসিব বলেছেন: আলহামদুলিল্লাহ !
ধন্যবাদ
সুন্দর পোস্ট

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১

কামরুন নাহার বীথি বলেছেন: সত্যিই সুন্দর প্রকৃতি , অনেক ধন্যবাদ ভাই!!!

১৮| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

গেম চেঞ্জার বলেছেন: পোস্ট কিন্তু বরাবরের মতই খুব খুব ভাল হয়েছে!!!!!!!!!!!! :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!

১৯| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ পোষ্ট। ছবিগুলোও অসাধারণ।

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে!!

২০| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সাহসী সন্তান বলেছেন: পোস্টে ফুলের ছবি না দেইখা মন খারাপ হইয়া গেলু বীথিপু! আপনি পোস্ট দিলে সেই পোস্টে ফুলের ছবি না থাকলে পোস্ট অসম্পূর্ণ লাগে, হেইডা আমি আর কয়বার কইলে আফনে বুঝবার পারবেন? সিলেটের মাটিতে কি কোন ফুল বা ফুুলের বাগান ছিল না? :(

আগামীতে কোন পোস্ট করার আগে একটু জানাইয়েন তো! প্রয়োজন হইলে পোস্টে ফুলের ছবি এড করার জন্য বীথিপুর বাসার সামনে কইতরিরে লইয়া মানব বন্ধন করুম, তারপরেও পোস্টে ফুলের ছবি থাকাই লাগবে! নইলে প্রকাশের পর পোস্ট ভাঙচুর করবার পারি কইলাম! ;)

পোস্টে মাইনাচ দিতে চাইছিলাম, কিন্তু আপনার কষ্টের কথা চিন্তা কইরা একটা প্লাস দিয়ে গেলাম! তবে আগামীতে কোন ছাড় দেওয়া হবে না বলে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হলো!

চমৎকার ছবি ব্লগ আপু! শুভ কামনা জানবেন!

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: আমি বলেছিতো সিলেটের সুন্দর সুন্দর লাল শাপলার ছবি আমি তুলতে পারিনি!!!!
পারলে এই পোষ্টটা আরো দারুন হতো।।
আর এখানে আমার বাগানের ছবি দিলে, সবাই আমাকে পাগল ভাবত :)

যাহোক শেষ পর্যন্ত ভাল লেগেছে জেনে ধন্য হলাম!!!

২১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়রে আমার মন মাতানো দেশ..............................


মুগ্ধায় সবুজে মাখামাখি হয়ে শুধূ দেখছিই দেখছি নয়ন জুড়ানো প্রাণ ভরানো.................

দারুন ভ্রমন ব্লগে কৃতজ্ঞতা :)

++++++++++

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আমাদের দেশটা আসলেই সুন্দর!
একে আরো সুন্দর করে রাখার দায়িত্ব যে আমাদের!!!

সিলেট ঘুরতে গিয়ে আমার কষ্টই হচ্ছিল, রাস্তাঘাট যদি আরো ভাল হতো, ট্যুরিস্ট স্পটগুলো যদি আরো গোছানো হতো, পর্যটকদের নিরাপত্তা যদি নিশ্চিত হতো, তাহলে এ দেশে পর্যটক -এর ভীড় লেগেই থাকত!!!
আমাদের দেশের প্রতিটি জেলাতেই কোন না কোন দেখবার মত স্থাপনা আছেই, কিন্তু আমরা তা' উপস্থাপন করতে পারছি কই!!!!

অশেষ ধন্যবাদ ভাই!!!!!!

২২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯

ক্লে ডল বলেছেন: কি ভীষণ সুন্দর, বাংলা মায়ের রূপ!!

অদ্ভুত স্নিগ্ধ শীতল এবং মন ভাল করা ছবি গুলো!! :)

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই!!! অশেষ শুভেচ্ছা আর স্বাগতম আমার ব্লগবাড়ীতে!!

২৩| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:১৯

ফেরদৌসা রুহী বলেছেন: আহারে আপা বিছানাকান্দি্র সৌন্দর্য্য দেখে এক্ষুনি যেতে ইচ্ছে করছে।

সিলেটের মোটামুটি অনেক জায়গায় দেখা, তখন মনে হয় লোকজন বিছানাকান্দি কম আসা যাওয়া করতো।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: বিছানাকান্দির নাম ২০১২/ ১৩ -এর দিকে আমি শুনেছি!!!
বর্ষাকাল ছাড়া আমিতো ওখানে যাবার আর কোন পথ দেখি না।
তাই হয়ত কেউ যেতে চায় না!!!

২৪| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:১০

জেন রসি বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে ঘুরতে চলে যাই। :)

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, ওখানে ঘুরতে যাবার এখনই সময়!!!
এই বর্ষায় ঘুরে আসুন!!! :)

অনেক ধন্যবাদ ভাই!!!

২৫| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

নিহান ওয়াহিদ বলেছেন: বিছানাকান্দি যায়গাটা মনে রাখার মত। মনে রাখার মত পাহাড়ের সৌন্দর্য, মনে রাখার মত সেই ভাঙাচুরা মারাত্মক রাস্তা। যাই হোক, যাওয়ার সময় (গ্রামের নামটা ঠিক মনে নাই) একটা বাড়ি পড়ে। লোকে এটাকে পাখির বাড়ি বলে। কাক বক থেকে শুরু করে নাম না জানা শত সহস্র পাখি।খাঁচায় নয়, গাছে মুক্ত পাখি। সেটাও মনে রাখার মত।

সুন্দর পোষ্ট। ধন্যবাদ এত সুন্দর একটা পোষ্টের জন্য

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: তাই কি? আহারে আমি যদি আগে জানতাম, সত্যিই পাখিবাড়িতে একবার হলেও যেতাম।
আমাদের স্থানীয় ড্রাইভারও কিছু বলেনি।
আপনার দেয়া এই তথ্য আমার মনে থাকবে!!

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে!!

২৬| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: আহ....দারুণ। পোস্ট দেখে মন ভরে গেল। কবে যে যাবো !!

+।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২১

কামরুন নাহার বীথি বলেছেন: দাদা দেরী কেন, এখনই সময়!!!! :) অনেক ধন্যবাদ!

২৭| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:২৮

নীলপরি বলেছেন: ছবিগুলো অসাধারণ হয়েছে সাথে আপনার বর্ণনাটাও ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: আপুরে, এই সৌন্দর্য্য বর্ণনা করবার ভাষাজ্ঞান আমার নেই!

২৮| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: যেমন বর্ণনা তেমন ছবি। দেখে মন ভরে গেল।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, ছবির চেয়ে প্রকৃতি অনেক অনেক সুন্দর!!
সেই সৌন্দর্য্য শুধুই অবাক হয়ে দেখার জন্য, ভাষাতে প্রকাশ করা যায় না!!!

২৯| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৫

তাহ্ফীর সাকিন বলেছেন: সিলেট আর সৌন্দর্য্য সমানুপাতিক ....

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: আমারও ভীষন ভাল লেগেছে!! ধন্যবাদ ভাই!!!!!

৩০| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৪৯

সোহাগ সকাল বলেছেন: সিলেটে দুইটা ট্যুর দিয়েছি, তবুও অনেককিছু দেখা বাকি রয়ে গেছে এখনো। আপনার পোস্ট পড়ে আবার যেতে ইচ্ছা করছে।

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: সিলেটে এক দু'বার যেয়ে মন ভরে না!!
বারবার যেতে মন চায়।

৩১| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে সাথে নিলেন না, এই জন্য আমি মাইন্ড খাইছি :-B

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: আপনি মনে হয় বিছানাকান্দি যানই নাই!! তখন কি আমাকে সাথে নিয়েছিলেন?

এখন থেকে এ কথাই রইল, আপনি গেলে আমাকে নিয়ে যাবেন।
আর আমিও আপনাকে নিয়ে যাব, ঠিক আছে!!!

মেঘালয় যাবার সময় আমাকে নিয়েন কিন্তু!!!!

৩২| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৩

রমিত বলেছেন: অপূর্ব হয়েছে ছবিগুলি। অনেক ধন্যবাদ আপনাকে।

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: ওখানকার প্রকৃতিই যে অপূর্ব, তাই ছবিগুলোও অপূর্ব হয়েছে।
অনেক ধন্যবাদ ভাই!!!

৩৩| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো দেখেই চোঁখ জুড়িয়ে গেল

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: ছবির চেয়েও প্রকৃতি আরো সুন্দর!!!

৩৪| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ছবিতো দারুণ হয়েছেই সাথে বর্ননাও কিন্তু বেশ ভালো লেগেছে। সবমিলিয়ে অসাধারণ একটি ছবি ব্লগ। অবশ্য আপনার সব ছবি ব্লগই দারুণ হয়।

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার এই আন্তরিক মন্তব্যের জন্য!!!!!

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৭

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার সিলেটের মন মাতানো ছবি ব্লগ।
খুবই ভাল লাগল এখানে দেখে
ইচ্ছে হয় বার বার ফিরে যেতে
সেখানে, ইচ্চে করে দিনের
পর দিন কাটিয়ে দিই
সেথায় । কিন্ত সময়
সুযোগে তা আর
হয়ে উঠেনা ।
এ ছবি ব্লগ
মিটিয়েছে
সে আশা।

ধন্যবাদ আপুমনি , এ সাথে
জাফলং এ দুখি নদীর উজানে পাহাড় হতে নেমে আসা ঝর্ণাধারা শেয়ার করা হল এখানে

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং আমার ব্লগবাড়িতে স্বাগতম আপনাকে।
এবারে ট্রীপে জাফলং আমিও গিয়েছিলাম।
বিজিবি ক্যাম্পের ওখানে নেমে নৌকায় কিছুদূর যেয়ে, কিছুক্ষণ হেঁটে যাবার পরে যে বড়সড় একটা ঝর্না পেলাম।
ওটাকে নৌকাওয়ালারা "মায়াবতী" - ঝর্না বলল।
আসলে ওটার নাম কি মায়াবতীই, না কাগজে কলমে অন্য কোন নাম আছে ?

৩৬| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১:১৪

মোঃ রাকিব খান বলেছেন: সুন্দর ছবিগুলোর জন্য ধন্যবাদ না জানিয়ে পারছি না

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ভাই সেই সাথে আমার ব্লগে স্বাগতম!!!

৩৭| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একরাশ মুগ্ধতা !!!

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০০

কামরুন নাহার বীথি বলেছেন: অজস্র ধন্যবাদ ভাই!! :)

৩৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯

বিলুনী বলেছেন: ধন্যবাদ , মন্তব্যের সাথে দেয়া ছবি গুলিও খুব সুন্দর , একটি পোস্টকে সৌন্দর্যমন্ডিত করার জন্য মন্তব্য ও সে সাথে দেয়া ছবিগুলিও গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক ও মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ !!
আমার ব্লগে স্বাগত জানাই আপনাকে!!!

৩৯| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ...!! ফিলিং নস্টালজিক

আহ...!! ফিলিং নস্টালজিক


২০১৩'র ছবি, এরপর আর যাওয়া হয় নাই। দেখি, যদি সুযোগ পাই, এইবার আরেকবার ঘুরে আসব; নইলে আগামী বছরের জন্য তোলা রইবে মনোবাসনাটুকু।

ভাল থাকুন সবসময়, অনেক শুভকামনা রইবে সদা।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, আমারও স্মৃতিতে রইবে, বারেবারে যেতে মন চাইবে!!!
প্রকৃতির এত কাছে যেতে কার না ভাল লাগে!!!!

এবারেই ঘুরে আসুন, বর্ষায়ই এর রূপ বিকশিত হয়, জানেনইতো !!!!

অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!

৪০| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩১

শামছুল ইসলাম বলেছেন: //ফুটে আছে লাল সাদা শাপলা। আমাদের বেরসিক মনিপুরী ড্রাইভার আমাকে শাপলার ছবি তুলতে দেয়নি। আমার খুব রাগ হচ্ছিল ওর ওপরে, কিছুই বলতে পারছিলাম না।// - বেরসিক ড্রাইভারের জন্য চমৎকার একটা ছবি মিস করলাম।

অবশ্য পরের ছবিগুলো দেখে চোখ ফেরাতে পারিনি অনেকক্ষণ।

বোকা ভাইয়ের ছবিটারও কোন তুলনা হয় না।

আপনার সুন্দরের অভিযাত্রায় সঙ্গী হতে পেরে ধন্য হলাম।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই!!

৪১| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

শোভন শামস বলেছেন: ভরা বর্ষার পানিতে লাবণ্যময় প্রকৃতি আরও সবুজ আর প্রান বন্ত হয়ে উঠে। নীল আকাশ, মেঘের খেলা, পাহাড়ের গা বেয়ে নিরন্তর নেমে আসা ঝর্নার দৃশ্য সত্যি অপূর্ব। স্নিগ্ধ এবং মন ভাল করা ছবি গুলো, ধন্যবাদ

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
দারুন মন্তব্য আপনার।
প্রকৃতি আরো সবুজ হয়ে ওঠে সেই সাথে মানুষের মনও!!!

অনেক ধন্যবাদ ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.