নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

পানতুমাই একটি চোখ জুড়ানো গ্রাম!!!

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৮


পিয়াইন নদিতে ঝর্নার প্রতিচ্ছবি, স্বচ্ছতার আরেক রূপ!!

প্রথম পর্বে ছিলঃ ভরা বর্ষায় আমার সিলেট ভ্রমণ - বিছানাকান্দি, সিলেটের আরেক বিস্ময়!!!


পানতুমাই থেকে বিছানাকান্দি ৩০ কি.মি. এর মত। বিছানাকান্দি দেখা শেষ করে আমরা ঐ নৌকাতেই চললাম পানতুমাই দেখতে। পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা নদিপথে চলেছি আমরা। মাঝে মাঝেই দেখা যায় আরো পর্যটকের নৌকা, স্কুলগামী ছেলেমেয়েরাও চলেছে নৌকাতেই। প্রতিটি বাড়িই যেন একেকটি দ্বীপ। এদের বাড়ির পাশ দিয়েই নদি, তাই আনুসাঙ্গিক সমস্ত কাজকর্মই নদিতে হচ্ছে। ১০/১২ বছরের বাচ্চা শিশুরাও প্রয়োজনে একাই নৌকা অথবা ভেলা চালিয়ে, তাদের প্রয়োজন সারছে, নদি পাড়ের গাছে উঠে পানিতে লাফিয়ে পড়ে ঝাপাঝাপি করছে। এমন দৃশ্য কত যুগ যেন দেখি না! মুগ্ধ বিস্ময়ে এসব দেখতে দেখতে এক সময় চলে এলাম পানতুমাই। জানি না কতক্ষণ ধরে নৌকায় এলাম, হয়তো ঘন্টাখানেক।


(১)


(২)


(৩)


(৪) এ নৌকায় নতুন বউ আসছে মনে হয় !! :D


(৫)


(৬)


(৭)


(৮)


(৯)


(১০) আশেপাশের গ্রামের এমনই চিত্র, যা আমাকে মুগ্ধ করেছে!


(১১)এভাবেই পাথর তুলে স্তুপ করে রাখা হয়েছে, পাশে রাখা পাথর ভাঙ্গা মেশিন।


(১২)ছুটে চলছে পাথরবাহী নৌকার দল।


(১৩)আমরা পানতুমাই-এর কাছাকাছি চলে এসেছি।


পানতুমাই চোখ জুড়ানো একটি গ্রাম! সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি গ্রাম এই পানতুমাই। পানতুমাই গ্রামকে বলা হয় বাংলাদেশ-এর সবচেয়ে সুন্দর গ্রাম। অনেকে একে “পাংথুমাই”-ও বলেন, আবার কেউ বলে্ন এটি পানতুমাই। মেঘালয় রাজ্যের সারি সারি পাহাড় , ঝর্না , ঝর্না থেকে বয়ে আসা পানির স্রোতধারা , আর দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ এই গ্রামটি । এই গ্রাম থেকে খুব কাছে দাঁড়িয়ে দেখা যায় ভারতের বড়হিল ঝর্ণা।

বাংলাদেশের কোল ঘেঁসে প্রতিবেশী ভারতের মেঘালয়ের গহীন অরণ্যের মাঝ থেকে বাংলাদেশের দিকে নেমে এসেছে এই অপরূপা ঝর্নাধারা! ঝর্নাটির স্থানীয় নাম ফাটাছড়ি ঝর্না, আবার কেউ কেউ বলেন বড়হিল ঝর্না। ঝর্নাটি ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছে থেকে দেখা যায় এটি। তাই সব সৌন্দর্য্য উজার করে দিয়েছে আমাদের বাংলাদেশকেই। এর শুভ্র পানির স্রোতধারা এসে মিশে যাচ্ছে আমাদের পিয়াইন নদিতে। পিয়াইন তাই সব সময়েই ভরাযৌবনা। পাশেই বিএসএফের ক্যাম্প। কয়েকটা বড়ই গাছ দেখলাম, ওখানেই বাংলাদেশের শেষ সীমানা। এখানে বিজিবির কোনো ক্যাম্প বা কোন চৌকি নেই। তাই সীমানার কাছাকাছি যাওয়া বিপদজনক। আমরা কিছুটা সীমানা অতিক্রম করেছিলাম। বিএসএফ-এর টহল নৌকা দেখে ওখান থেকেই ফিরেছি। পিচ্চি ছেলেরা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে বসেছিল বাংলাদেশের সীমানায়। ওরাই নিয়ে গেল আমাদের ভারতের সীমানার কিছুটা ভিতরে। বলল, “ যাওয়া যাবে। আসেন ভয় নাই।“ নৌকাগুলো এতোই ছোট, দু’জনের বেশী তিনজন ওঠা যাবে না। আমার মনে হচ্ছিল ঝর্ণার এত কাছে নিশ্চয়ই গভীর পানি। আমি সাঁতার জানি কী না তাও ভুলে গেছি :D । সেই কোন্‌ ছোটবেলায় নানাবাড়ি গেলে পুকুরে সাতার কেটে গোসল করতাম। বড় হবার পরে আর সাতার কাটার জায়গাই পাইনি।

স্থানীয়দের কাছে শোনা, অনেক আগে ঝর্নার কাছে যাওয়া যেত। বিএসএফ এর ক্যাম্প ছিল না। কিন্তু বাঙালী আর খাষিয়া মারামারি হওয়ার কারণে এখন যাওয়া নিষেধ। আমরা নিরাপদ দূরত্ব রেখে এর অপরূপ সৌন্দর্য্য শুধু দেখলাম আর মনের গহীনে গেঁথে নিলাম!!!



(১৪) এটাই ভারতের বড়হিল ঝর্ণা।



(১৫)এতদূর পর্যন্ত গিয়েছিলাম আমরা।


(১৬) সামনের বড়ই গাছ পর্যন্তই বাংলাদেশের শেষ সীমানা।


(১৭) ভারতের পাহাড়ের সুপারী বাগান।


(১৮) সামনেই ভারতীয় মৎস শিকারী।


(১৯) এই সৌন্দর্য্য শুধুই মুগ্ধ হয়ে দেখবার।


(২০) ওপারেও অনেক পর্যটকের ভীড়।


(২১) টহলরত বিএসএফ।


(২২) ফিরে এলাম একরাশ মুগ্ধতা নিয়ে!!


(২৩) ফেরার পথে আকাশটাও যেন হাসিমুখে বিদায় জানাল।

তথ্যসুত্রঃ আমাদের নৌকায় মাঝি ছাড়াও একজন গাইড ছিলেন। তার কাছে থেকে আমরা অনেক তথ্য পেয়েছি। স্থানীয় বলতে আমি তাকেই বুঝিয়েছি।


ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ১১০ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো সত্যি চোঁখ জুড়ানো।
আমার সবচেয়ে ভাল লেগেছিল মেঘ আর পাহাড়ের একাকার হয়ে যাওয়া। সত্যি মন আর আসতে চাই না।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, ওখান থেকে আসতে মন চায় না।
বিশেষ করে বর্ষাকালে।

অনেক ধন্যবাদ ভাই!!

২| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর দৃশ্য গুলো দেখলাম, ভাল লাগল।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর আমার ব্লগে স্বাগতম !!!

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ঝরনা টা ও সত্যি চোঁখ জুড়ানো। যাওয়া যায় কিভাবে বললে ভাল হত।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই, আমার লেখা প্রথম পর্বটা পড়ে দেখুন, যাওয়া যায় কিভাবে কিছুটা হলেও জানতে পারবেন।
এই পোষ্টের প্রথমেই আমি লিঙ্ক দিয়েছি।

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাবলীল বর্ণনার সাথে চোখ জুড়ানো চমৎকার সব ছবি। অসাধারণ।

ধন্যবাদ বোন কামরুন্নাহার।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাই!!!

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

মনিরা সুলতানা বলেছেন: কি যে সুন্দর সব ছবি...
চমৎকার বর্ণনা আপু :)

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে!!!! :)

৬| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: চমৎকার

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

৭| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

সুমন কর বলেছেন: ছবি দেখেই মুগ্ধ !!! কবে যে যাবো.....

সুন্দর পোস্ট !

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: দাদা, এর আগের পোষ্টেও মনে হয় বলেছি, সিলেট দেখার এখনই সময়!! :)

৮| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: এত সুন্দর ক্যান :-/

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: প্রকৃতি যে, তাই এত সুন্দর!!! :)

৯| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:১০

হাসান রাজু বলেছেন: ছবি দেখেই বুঝা যাচ্ছে, অসাধারণ । তবে আপনার ছবি তোলার হাত ও চোখ অনেক ভালো খুব ভালো ।

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: আসলেই অসাধারন, তাই ছবিও সুন্দর এসেছে।
অনেক ধন্যবাদ ভাই!!

১০| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯

আপনার আপন বলেছেন: this call Bangladesh

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, ধন্যবাদ ভাই!!!!

১১| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২

সাহসী সন্তান বলেছেন: আপু প্রথম ছবিটা কি এডিট করে একটু ছোট করা যায় না? কেমন জানি বেঢপ লাগছে! লম্বায় একটু কমিয়ে দিলেই হবে!

তবে বরাবরের মত ছবি ব্লগ খুবই চমৎকার! আর সাথে ফ্রি হিসাবে আপনার দূর্দান্ত বর্ননা তো আছেই! কিন্তু ঐ যে, কি জানি খুব মিছাইতেছি! :(

শুভ কামনা রইলো আপু!

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা যায়, কেটেকুটে হয়তো একটু ছোট করতে পারব ।
কিন্তু আমি যে এখানে রঙের প্রতিফলন দেখাতে চেয়েছি, তার কি হবে? :)
সামনের নদিটা কেটে দিলেই ছোট হয়ে যাবে, কিন্তু আমার ইচ্ছে অপূর্ণ রয়ে যাবে।
আর কোনভাবে করা যায় কী না, পরামর্শ দিন।

ঐ যে, কি জানি খুব মিছাইতেছি! -----

ইচ্ছে থাকলেই উপায় হয়ে যায়। খুব কি ভুল বললাম? :)

১২| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৭

অশ্রুকারিগর বলেছেন: ছবিগুলো সুন্দর আসছে। পানতুমাই যাইনা শুধু একটা কারনে, ঝরণায় আমাদের প্রবেশাধিকার নাই বলে। এতো সুন্দর জায়গা দূর থেকে দেখে ফিরে আসতে হয় বলে।

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: ঝর্নায় নামা যায় না এটা ঠিক, কিন্তু খুব কাছে থেকেই দেখা যায়।
আমার দেখা সিলেটের সবগুলো ঝর্নার মধ্যে এটাই সুন্দর। (অবশ্য হামহাম ঝর্না আমি এখনও দেখিনি)

১৩| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:০২

সিগনেচার নসিব বলেছেন: অপূর্ব !

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!

১৪| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: শীতে আবার যাব..........
যত বার যাই ততবার ভালো লাগে,
মন্দ লাগেনি কখনো।।


ছবিগুলো সুন্দর হয়েছে+++

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: শীতে গেলে এই ঝর্নাগুলোর সৌন্দর্য্য দেখতে পাবেন না।
তবে শীতে সিলেটের হাওরগুলো খুব সুন্দর দেখায়।

শীতে আমিও যাব ভাবছি। :)

১৫| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ সুন্দর সব ছবি আর বর্ণনা। চোখ আর মন দুটোই জুড়োয়। দুর্ভাগ্য এসব সুন্দর প্রকৃতিকে আমাদের মাঝের কিছু কুলাঙ্গার বাঙালি ব্যাবসায়ীরা ধ্বংশ করছে। কেউ কিছু বলার নেই।

০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, জাফলং-এর সেই সৌন্দর্য্য আর নেই।
নদিভরা সেই পাথরগুলো আর নেই।

অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২

পুলহ বলেছেন: "এই সৌন্দর্য্য শুধুই মুগ্ধ হয়ে দেখবার।"-- ঠিকই বলেছেন আপু!
আগেরটার থেকে এটার ছবিগুলোও খুব ঝকঝকে আর প্রাণবন্ত এসেছে।
আফসোস, কোন পোস্টে একের বেশি 'লাইক' দেয়ার অপশন নেই!
শুভকামনা

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? একাধিক লাইক দিতে মন চাইছিল!!! :)
ঘুরে আসুন সিলেট থেকে, দেখবেন খুউব ভাল লাগবে।

অনেক ধন্যবাদ ভাই!!!!!!

১৭| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সবুজে সবুজে ভরে গেল হৃদয় নয়ন
দারুন ..
অনন্য
অসাধারন..

এমন গায়ে দু’চারজনম কাটিয়ে দেযা যায়-প্রকৃতির কোলে প্রকৃতির মতো মন যার!;)

++++++++++++++++++++++++++++++++++

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: এমন গাঁয়ে দু’চারজনম কাটিয়ে দেয়া যায়-প্রকৃতির কোলে প্রকৃতির মতো মন যার! ------------

দারুন বলেছেন!!!
প্রকৃতির মত মন না হলে এমন মন্তব্যও করা যায় না!!! :)

১৮| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭

জুন বলেছেন: সত্যি পানতুমাই এর রূপ দেখে চোখ জুড়িয়ে গেল কামরুন্নাহার বিথী। আমাদের দেশ যে কত সুন্দর না দেখলে বিশ্বাস হয় না।
ডাউকি ব্রীজের ওপর দিয়েই শিলং গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে।
প্লাস +

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: হুম আপু, আমাদের দেশ যে কত সুন্দর, না দেখলে বিশ্বাস হয় না।

আপু, পানতুমাই-এর এই ব্রীজটা কি ডাউকি ব্রীজ? মনে হয়, না।
জাফলং-এ মেঘালয় থেকে যে নদিটা নেমে এসেছে, সেই নদিটার নাম ডাঊকি নদি।
ওপারের শহরটির নামও ডাউকি।
সম্ভবত ওই ব্রীজটার নাম ডাউকি ব্রীজ।

আমি এই ট্রীপে জাফলং-এও গিয়েছিলাম, ব্রীজটার ছবি তুলেছি।
পোষ্ট করব এক সময়।

অনেক অনেক ধন্যবাদ জুন আপু!!

১৯| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

পুলক ঢালী বলেছেন: আপনার ছবিগুলি দারুন হয়েছে। কি ক্যামেরা ব্যবহার করেন? আমার ছবিগুলি ভাল আসেনা (একটা ক্যানন ডি ৭০ কিনবো অচিরেই জানিনা ওটার ছবি সামুতে দেওয়া যাবে কিনা) তাই মন খারাপ । আপনার ছবিগুলি দেখে মন ভাল হয়ে গেল ++++

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

আমাদের সাথে দু'টো ক্যামেরা ছিল।
FUJIFILM X-A1 আর NIKON-D3200 , এখানে অবশ্য বেশী ছবি FUJIFILM X-A1 দিয়ে তোলা ।

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১:০৮

বিলুনী বলেছেন: চমৎকার সব ছবি । আরো বেশী চমৎকার লেগেছে ঝরনার পানিগুলি কি সুন্দরভাবে নিজের গতিপথকে আটকিয়ে রেখেছে নিখুতভাবে। শেষ প্রান্তে এসে , তার পানিকে সে নদীতে নামতেই দিচ্ছেনা , দেখাই যাচ্ছেনা যে ঝর্ণার খরশ্রোতা পানি ফেনা তুলে নদীতে গিয়ে মিশছে যেমনটি দেখা যায় ১৩, ১৪ ও ১৫ নং ছবিতে, ২০ নং ছবিতেতো দেখা যায় ঝর্ণা পানি যেখানে প্রবল বেগে নদীতে মিশার কথা সেখানে খরশ্রোতের মুখেও নদীর পানিতে জমে আছে কচুরীপানা , একেই বলে প্রকৃতির অপরূপ লিলা!!!! পাথরের ফাক গলে চলা ঝর্ণার খরশ্রোতা পানিতে ফেনা ও ছিটকে পড়া পানির চ্ছটা উছলে উঠাই ছিল স্বাভাবিক, শক্তিশালি ডিজিটাল কেমেরাতেও হতো তা ধারণ । তাই একি সত্যিই জীবন্ত ঝড়নার ছবি নাকি গুগল কেমেরার তেলেসমাতি বুঝা দায়!!!! তবে যারা সচক্ষে দেখেছেন, তাদের কেমেরা বন্ধি করেছেন তারা্‌ই ভাল বলতে পারবেন কেন এমন দেখায় । ছবি দেখে ধারণাতো ভুলও হতে পারে অনেকটাই ।
ধন্যবাদ সুন্দর ছবি ব্লগ উপহার দেয়ার জন্য ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:২২

কামরুন নাহার বীথি বলেছেন: ঝর্ণা পানি যেখানে প্রবল বেগে নদীতে মিশার কথা সেখানে খরশ্রোতের মুখেও নদীর পানিতে জমে আছে কচুরীপানা , একেই বলে প্রকৃতির অপরূপ লিলা!!!! পাথরের ফাক গলে চলা ঝর্ণার খরশ্রোতা পানিতে ফেনা ও ছিটকে পড়া পানির চ্ছটা উছলে উঠাই ছিল স্বাভাবিক, শক্তিশালি ডিজিটাল কেমেরাতেও হতো তা ধারণ । তাই একি সত্যিই জীবন্ত ঝড়নার ছবি নাকি গুগল কেমেরার তেলেসমাতি বুঝা দায়!!!! তবে যারা সচক্ষে দেখেছেন, তাদের কেমেরা বন্ধি করেছেন তারা্‌ই ভাল বলতে পারবেন কেন এমন দেখায় । ছবি দেখে ধারণাতো ভুলও হতে পারে অনেকটাই । ---------

ঠিক এই প্রশ্নটা আমারও ছিল, অবাক হয়েছিলাম আমরাও।
বিছানাকান্দিতে ঝর্না দেখাই যাচ্ছিল না, কিন্তু নদিতে ছিল প্রবল স্রোত।
আর এখানে এত্তবড় জলপ্রপাত, নদি একেবারেই শান্ত।
আমরা একেবারে কাছে গেলাম, তাও দু'জনে ওঠার মত ডিঙি নৌকা নিয়!!
একটুও স্রোত নেই , এটাই প্রকৃতিরই খেলা !!!!!

নাকি গুগল কেমেরার তেলেসমাতি বুঝা দায়!!!!-- --আপনার এই কথাটা ঠিক বুঝলাম না।
গুগল থেকে ছবি নিলে সেটা আমি ছবির নিচে লিখেই দিতাম!! :)

২১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ২:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
সিলেটে মৌলবিবাজারে এত স্পটে ঘুরলাম, কিন্তু এত সুন্দর এলাকার নামটাও জানতে পারি নি।
আপনার তোলা ছবিগুলো অপুর্ব .. ঝকঝকে সুন্দর!

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন: ঘুরতে যাবার আগে, গুগল মামুর কাছে থেকে ওই জেলার ট্যুরিষ্ট স্পটগুলো সম্মন্ধে জেনে গেলে ভাল করতেন!! :)
অনেক অনেক শুভেচ্ছা ভাই।

২২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৪:২৪

শেয়াল বলেছেন: আমি তো বিএসএফের সাথেও কথা কইসিলাম, আপনারা বলসিলেন? (ইংরেজিতে)

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:০২

কামরুন নাহার বীথি বলেছেন: না রে ভাই, ভয়েই আত্মারাম খাঁচাছাড়া!!!!! :)
আবার কথা বলতে যাই!!!

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: পানতুমাই গিয়েছি, ওপারের বফিল ব্রীজেও গিয়াছি, কিন্তু আপনার ছবিহুলো দেখে মনে হচ্ছে সবই নতুন

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: পুরোনো কিছু নতুন করে দেখার মজাই আলাদা!!!
অনেক ধন্যবাদ ভাই!!

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: বফিল< বপহিল

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার লেখাটাও পড়লাম। ও ও ও ও ---------রে বৃষ্টি!!!! :)

২৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

মাদিহা মৌ বলেছেন: তাই সব সৌন্দর্য্য উজার করে দিয়েছে আমাদের বাংলাদেশকেই।

এই কথাটা আমিও লিখতে চাইছিলাম। ঝর্ণাটা ওদের হলেও এর সৌন্দর্য দেখতে হলে আমাদের জায়গা থেকেই দেখতে হবে।

অবশ্যই যাব পানতুমাই।

আপনার বর্ণনা আর ছবি, দুইই অসাধারণ হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, এই সৌন্দর্য্য অন্য কারো লেখা বা ছবি দেখার চেয়ে নিজে দেখলে আরো আরো ভাল লাগবে।
অনেক অনেক শুভেচ্ছা মৌ আপু!!!

২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১

সনেট কিংবা বৃত্ত বলেছেন: অপূর্ব!!

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!

২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

অদৃশ্য বলেছেন:



আহা! কি সুন্দর!... খুব ভালোলাগা...

শুভকামনা...

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ শুভকামনা আপনার জন্যও !!!!

২৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সত্যিই সুন্দর। +

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!

২৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩০

বিলুনী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য । ভুল বুঝবেন না । আপনার ছবিতো ঠিকই তুলেছেন । ছবির নীচে উৎস না দিলেও চলে । ছবিতে রাইট ক্লিক করলে এমনিতেই ছবির মুল উৎস জানা যায় । গুগলে পাওয়া যাওয়া জাফলং ও বিছানাকান্দির প্রায় একই এধরনের কিছু ছবি দেখে বিভ্রান্ত হয়েছি । তাদের কেমেরাতো শুনেছি অনেক শক্তিশালি । আসল দৃশ্য কাছে দেখার সৌভাগ্য হয় নাই । বিডিআর কতৃক বিসিএফ এর অতর্কিত হামলার ভয় দেখানোতে ধারে কাছে যাওয়া হয়ে উঠেনি । তবে বিদেশে বিশেষ করে ভারতের কেরালায় এমন কিছু ঝর্ণা খুব কাছ থেকে দেখেছি , যার সাথে জাফলং এর উপর গুগলের চিত্র মিলাতে পারছিলাম না । তাই যারা মোটামুটি কাছে থেকে দেখেছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম এটা কি কেমেরার কেরামতি না সত্যিই প্রকৃতির এক মহা বিচিত্রতা যা জাফলং এর ঝর্ণা প্রবাহে দেখা যায় । যদি তাই হয় তাহলে ঝর্ণার প্রবল শ্রোত প্রবাহ শেষ প্রান্তে এসে সেখানে এমন হয়ে যায় কেন । এটা একটা স্বাভাবিক কোতুহল এর বেশী কিছু নয় । আপনার ছবিগুলি সুন্দর হয়েছে এবং তাতে নিসন্দেহে স্বকিয়তা রয়েছে এ নিয়া কোন দ্বিমত নেই ।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: না না, আপনার যেটুকু বক্তব্য আমি বুঝতে পারিনি, শুধু সে টুকুই তুলে ধরেছি।
এ ছাড়া, আপনার মন্তব্যের সাথে সহমত পোষন করেছি আমি।

অনেক ধন্যবাদ ভাই!!!

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

চিন্তিত নিরন্তর বলেছেন: আপনার ছবি তোলার হাত দারুন।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:১৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!!!

৩১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমরা যখন গিয়েছিলাম তখন মুসলধারে বৃষ্টি ছিলো

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: আমরা যখন গিয়েছিলাম, সকালে ঝিরিঝিরি বৃষ্টি ছিল।
কিন্তু নৌকায় ওঠার পর থেকে পরের তিনদিন আর কোন বৃষ্টিই ছিল না!!!!
এদিক থেকে আমরা সৌভাগ্যবান!!! :)

৩২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:২৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতো সুন্দর জায়গা আমাদের আমাদের দেশে!!!!!!!
কখন যে যেতে পারবো ..............
আপনার অসাধারণ এই ছবি ব্লগ দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ এটি আমাদের সাথে শেয়ার করার জন্য!

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: ইচ্ছে করলেই যেতে পারবেন, তবে আমি বলব অবশ্যই বর্ষাকালে যাবেন!!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!!!

৩৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:৩০

আমি এক দুঃখ ওয়ালা বলেছেন: লাইক না দিয়ে পারলাম না,,, verry nice,,,

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই!!!!

৩৪| ০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: আবহমান বাংলার চিরাচরিত রূপ।। ইটপাথর আর লোহায় কি এই রূপ ফুটে উঠে?? হোক না তা পৃথিবীর সেরা ইমারত।। যার পিছনে থাকে হাজারো শ্রমিকের ঘর্মার্ত হাত,পরিশ্রম ক্ষেত্রবিশেষে প্রানও।। সেখানে আমরা পেয়েছি প্রকৃতির উদারতা।।
ছবিগুলি অদ্ভুত ভাললাগায় নিয়ে গেল।
আমার দেখার মধ্যে সিলেটের মত বৈচিত্রের রূপ আমি কমই দেখেছি।।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: ইটপাথর আর লোহায় কি এই রূপ ফুটে উঠে?? হোক না তা পৃথিবীর সেরা ইমারত।। যার পিছনে থাকে হাজারো শ্রমিকের ঘর্মার্ত হাত,পরিশ্রম ক্ষেত্রবিশেষে প্রানও।। সেখানে আমরা পেয়েছি প্রকৃতির উদারতা।। ------

ঠিক তাই!!! এই সৌন্দর্য্য থেকে চোখ সরানো যায় না।
আমারইতো মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা দেখি!!
একদিকে পাহাড় আর মেঘের মিতালী, আরেকদিকে সবুজ জনপদের চিরসবুজ মানুষের জীবনযাত্রা!!

অনেক ধন্যবাদ ভাই, আপনার এই আন্তরিক মন্তব্যের জন্য!!!!

৩৫| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০২

নীলপরি বলেছেন: প্রত্যেকটা ছবিই সুন্দর । জল আর আকাশের নীলিমা তো অপূর্ব লাগছে । ++

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: হুম আপু, স্বচ্ছ নীল জলে আকাশের প্রতিচ্ছবি!!!

৩৬| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৬

আমি ইহতিব বলেছেন: অসাধারণ সুন্দর পানতুমাই গ্রাম। যাওয়ার ইচ্ছে হচ্ছে খুব।

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: একবার যেয়ে ঘুরে আসুন আপু, ভাল লাগবেই!!
অনেক শুভেচ্ছা!!!!

৩৭| ০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চোখ জুড়ানো দৃশ্য।

যেতে হবে একবার........।

আপনার ছবি তোলাও অসাধারণ হইছে :)

০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, যেতেই হবে একবার!!
তাহলে আর দেরী কেন? এখনই সময়!!!! :)

অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনাকে!!

৩৮| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনন্য সাধারণ ছবি ব্লগ উইথ নাইস ডেসক্রিপশন! ছবি আর বর্ণনায় নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছি।এক কথায়

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে!!!!! :)

৩৯| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৪

অরুনি মায়া অনু বলেছেন: অসাধারণ ছবিগুলো। অসম্ভব সুন্দর একটি গ্রাম। আপনার বর্ণনা পড়ে আমারো ঘুরে আসতে মন চাইছে

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপু ঘুরে আসবেন, দেখবেন খুউব ভাল লাগব্র!!! :)

৪০| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৬

মিয়া মোহাম্মাদ আসাদুজ্জামান বলেছেন: এই প্রথম পাংথুমাইয়ের ব্রীজের এতো ক্লোজ রেঞ্জ ছবি দেখলাম। ধন্যবাদ আপনাকে। জায়গাটা আসলেই সুন্দর। আমি বর্ষাকাল আসলেই ওয়েদার অ্যাপে বৃষ্টির সম্ভাবনা থাকলেই বিছনাকান্দি দৌড়াই। গত বছর মোবাইলে শ্যুট করে একটা মিউজিক ভিডিও বানিয়েছিলাম। আশা করি ভালো লাগবে। https://www.youtube.com/watch?v=zGXJCCfXsCw

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: ঝর্ণার অনেকটাই কাছে গিয়েছিলাম, তারপরে জুম করে তোলা। :)

আপনার মিউজিক ভিডিওটা খুব খুউব ভাল লেগেছে!!!
বিছানাকান্দির সৌন্দর্য্য আরো কিছুক্ষণ ধারণ করলে আরো ভাল লাগতো!!!!
আমি বিছানাকান্দি নিয়েও পোষ্ট করেছি, এই পোষ্টের প্রথমেই লিংক আছে। চাইলে দেখতে পারেন।।।

অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!!!!

৪১| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ক্রিস্টাল ক্লিয়ার ছবিগুলোতে মুগ্ধতা। সাথে ছোট ছোট বর্ণনা... +++

ছবিগুলো কোন ক্যামেরায় তোলা। একটা ভাল ক্যামেরা কেনার খুব ইচ্ছে, কিন্তু আমার যে হারে জিনিষপত্র খোয়া যায়, তাতে সাহস পাই না। তবে ভ্রমণের সময় একটা ডিএসএলআর খুব মিস করি।

কেমন আছেন? আশা করি ভাল। অনেকদিন পর আপনার পোস্ট পড়া হল। ভাল থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬

কামরুন নাহার বীথি বলেছেন: মাস তিনেক হলো কিনেছি ক্যামেরাটা, দেখছি ভালই ছবি ওঠে, FUJIFILM X-A1।
আমি ছবি তুলি অনেক বছর ধরেই, কিন্তু হাতুরে ফটোগ্রাফার!!
ম্যানুয়ালি ছবি তোলার ধৈর্য নেই, :) আগে তবুও সাহেবের ক্যামেরায় তুলেছি, এখন অটোতেই ছবি তুলি।
এতেই যেমন হয় হবে!!!!

আপনি কিনে ফেলুন ক্যামেরা, ভ্রমণে আমার মত কাউকে সাথে রাখুন!!!
প্রবলেম খতম!!!! :)

৪২| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৪

শ।মসীর বলেছেন: এই জায়গাটায় এখনও গেলামনা.............ছবুগুলো কি যে ঝকঝকে সুন্দর.............ওয়াও ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: এই জায়গাটির কাছাকাছি দিয়েইতো শিলং গেলেন!!!! :)
একবার যেয়ে ঘুরে আসুন, ভাল লাগবেই।

৪৩| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৭

মানস চোখ বলেছেন: সিলেট নিয়ে আপনার পর পর দুইটি পোষ্টই চমৎকার!! বর্ষায় সিলেট দেখা আর সিলেটে বর্ষা দেখা দুইটাই একে অপরের পরিপূরক!!! আমিও গিয়েছিলাম ২০১৪ তে ভরা বর্ষায় এই রকম রাস্তা ঘাট প্রায় ডুবুডুবু ছিল !!! যেদিন বিছানাকান্দি আর পান্তুমাই গিয়েছিলাম সেদিন মুষলধারে বৃষ্টি ছিল আর বেশ শব্দ করে বাজ পরছিল।
বিছানাকান্দি অসম্ভব সুন্দর লেগেছে কিন্তু আমাদের আচার-আচারন ভালো লাগেনি, তখন ওখানে যত্রতত্র ময়লা ফেলতে দেখেছি!! আশাকরছি অবস্থা এখন উন্নত হয়েছে।
অসাধারন পোষ্ট আর ছবি গুলোও চমৎকার !!! আপনার চোখের দেখা আর ক্যামেরার দেখা দুইটাই অসাধারণ!!!

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: যারাই পানতুমাই গেছেন, সবার কাছেই শুনেছি মুষলধারে বৃষ্টির কথা।
আমি যেদিন গিয়েছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি ছিল সেইদিন!!
তবে নদির ঘাট পর্যন্ত যেতেই বৃষ্টি শেষ, রোদও ছিল না।
চমৎকার আবহাওয়া ছিল সেদিন।
আর তাই, আমার তোলা ছবিগুলো এমন ঝকঝকে হয়েছে!!

অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনাকে!!!

৪৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চোখ ধাঁধানো রূপ! ভয়ঙ্কর সুন্দর!

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!!!

৪৫| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৯

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: গোয়াইনঘাট থেকে বর্ষায় ঝর্ণাগুলো দেখতে খুব সুন্দর। মনের ক্যানভাসে ছবিগুলো গেঁথে গেছে। আপনার দেয়া ছবিগুলো মন কাড়া।

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আমরাও ছোট বড় ৭ টা ঝর্ণার দেখা পেয়েছি মেঘালয়ের পাহাড়ে।।

অনেক ধন্যবাদ ভাই!!!

৪৬| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০

রোদেলা বলেছেন: সুন্দরের কারখানা লাগছে।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক বলেছেন আপু!!!!! :) :)

৪৭| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ কি সুন্দর ছবিগুলো আহ্

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, আসলেই অনেক অনেক সুন্দর!!!!
চোখ ফেরানো দায়!!!

৪৮| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১০

রয়ারিহাশা বেঙ্গলেনসিস বলেছেন: মাশা আল্লাহ খুব সুন্দর

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আমার ব্লগবাড়িতে স্বাগত জানাই আপনাকে!!!

৪৯| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

অয়ন নাজমুল বলেছেন: ছবিগুলা দেইখাতো অস্থির লাগতেছে.... হাজার খানেক টাকা জমাইতে/চুরি করতে/রাস্তায় কুড়াই পাইলে পাংতুমাই এর উদ্দেশ্যে রওয়ানা দিমু। হেই পাংতুমাই! হিয়ার আই কাম.... :( :(

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: হা হা হা , ভালই মজা করলেন আপনি!!!

৫০| ২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১

মহিউদ্দিন হায়দার বলেছেন: আপনার বর্ণনা আর ছবি দেখে যাওয়ার লোভ হচ্ছে। ছবিগুলু অনেক সুন্দর হয়েছে। অশেষ ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: যেয়ে ঘুরে দেখে আসুন, শরত এসে গেছে!!
আর দেরী করলে ঝর্ণার সৌন্দর্য্য মিস করবেন!!

অনেক ধন্যবাদ ভাই!!

৫১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫১

গেম চেঞ্জার বলেছেন: অনেক আগে গিয়েছিলাম। দারুণ পরিবেশ এইসব জায়গায়।


কিন্তু রাস্তার যা অবস্থা!!! : :(

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: বর্ষায় গেলে পাকা রাস্তার পাশে থেকেই নৌকায় ওঠা যায়।
আমরা এভাবেই গিয়েছিলাম।
পীরেরবাজার পর্যন্ত রাস্তা খুব একটা খারাপ না, এটুকু খারাপ রাস্তায় অভ্যস্ত আমরা।

৫২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

আমি তুমি আমরা বলেছেন: যাওয়ার ইচ্ছা আছে। দেখি কবে নাগাদ সুযোগ হয়।

পোস্টে ভাল লাগা রইল :)

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: বর্ষা যে চলেই গেল, বর্ষায় গেলেই ভাল করবেন।
শুনেছি শীতেও সিলেট অনন্যা!!
তবে আমি বর্ষার সৌন্দর্য্যই খুব বেশী করে উপভোগ করেছি!!!

অনেক ধন্যবাদ ভাই!!

৫৩| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৯

শামছুল ইসলাম বলেছেন: //পিয়াইন নদিতে ঝর্নার প্রতিচ্ছবি, স্বচ্ছতার আরেক রূপ!! // - এমন রূপ দেখে পরের বর্ণনায় যেতে কেঁটে গেল মিনিট তিনেক।

বর্ণনাটা ছোট কিন্তু সুন্দর হয়েছেঃ

//প্রতিটি বাড়িই যেন একেকটি দ্বীপ। এদের বাড়ির পাশ দিয়েই নদি, তাই আনুসাঙ্গিক সমস্ত কাজকর্মই নদিতে হচ্ছে। ১০/১২ বছরের বাচ্চা শিশুরাও প্রয়োজনে একাই নৌকা অথবা ভেলা চালিয়ে, তাদের প্রয়োজন সারছে, নদি পাড়ের গাছে উঠে পানিতে লাফিয়ে পড়ে ঝাপাঝাপি করছে। এমন দৃশ্য কত যুগ যেন দেখি না! মুগ্ধ বিস্ময়ে এসব দেখতে দেখতে এক সময় চলে এলাম পানতুমাই। জানি না কতক্ষণ ধরে নৌকায় এলাম, হয়তো ঘন্টাখানেক। //

প্রতিটি ছবিই অসাধারণ।
তবে //(১৩)আমরা পানতুমাই-এর কাছাকাছি চলে এসেছি।// - ক্যাপশনের উপরের ছবিটা রহস্যে ঘেরা মুগ্ধতায় ভরা।

এমন একটা চমৎকার ভ্রমণের পর আকাশ না হেসেই পারেনাঃ

// (২৩) ফেরার পথে আকাশটাও যেন হাসিমুখে বিদায় জানাল। //

ভাল থাকুন। সবসময়।




২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
আপনার পছন্দের ছবিগুলোর সাথে আমার পছন্দও মিলে গেছে ;)

আপনার এমন মন্তব্যে সত্যিই আমি অভিভূত!!

৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

রাসেল ফেরদৌস নূর বলেছেন: ভীষণ সুন্দর । ছবিগুলো দেখে মুগ্ধ হলাম । এতো সুন্দর একটা লেখা এবং ছবির জন্য লেখক কে অনেক ধন্যবাদ ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: এতদিন পরে আমার এই লেখা খঁজে পড়েছেন!!!
সে জন্য ধন্যবাদ আপনার পাওনা। :)

৫৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

শোভন শামস বলেছেন: এতো সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের দেশে, অপূর্ব!!
আমরা এখনো ভ্রমন পিপাসু পুরোপুরি হয়ে উঠিনি, লিখা পরে ছবি দেখে আকর্ষণ বাড়বে ভ্রমনের।
ধন্যবাদ সাবলীল বর্ণনার সাথে শেয়ার করার জন্য।

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার ব্লগেও অনেক অনেক ভ্রমণ পোষ্ট আছে দেখলাম, আপনি অবশ্যই ভ্রমণ পিপাসু!!
আমরা যারা টুকটাক ঘুরে বেড়াই, তারাই যদি এখানে পোষ্ট করি, দেখবেন অনেকেরই নেশা হবে ভ্রমণের।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার পুরোনো লেখা খুঁজে পড়ে মন্তব্য করেছেন।

ভাল থাকবেন, সাথেই থাকবেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.