নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

ফুল পরিচিতি --- ল্যান্টানা ......

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮



** আজ জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুবার্ষিকীতে জানাই আমার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী!!!!

নাম:- ল্যান্টানা/ লণ্ঠন, পুটুস।
ইংরেজি নাম Sage.বিভিন্ন রংয়ের হয়ে থাকে।শীতপ্রধান দেশে যত্রতত্র দেখা যায়।
আমাদের দেশে সৌখিন ফুলপ্রেমিদের বাগানে ও ঝোপ জঙ্গলে দেখা মেলে।
তাম্রপাতা বা ইংরেজিতে Copper leaf বা ব্লাক ফ্লামিনগো।
বৈজ্ঞানিক নাম Chrysothemis Pulchrlla.

ল্যান্টানাঃ

বনফুল, গায়ে বুনো গন্ধ কিন্তু রুপের জুড়ি নেই। হলুদ গোলাপি-শাদা-লাল নানা রঙের মিশ্রণ আছে এর। ফোটার পর ক্রমে রঙ বদলায় আবার ঝোপ থেকে ঝোপে রঙের পার্থক্যও দেখা যায়। সময়ের সাথে সাথে রঙ রূপ বদলে ফেলা এই ফুলটি ঝোপ আলো করে লণ্ঠনের মত আলো ছড়ায় বলেই হয়ত এই নাম। বাংলাদেশে এটি অপ্রয়োজনীয় ঝোপ হিসেবেই পরিচিত। মোটামুটি সব জায়গায় কম বেশি দেখা যায় এই ঝোপ। সবচেয়ে চমৎকার লাগে এই ফুলের রঙ। নতুন ফুলের এক রঙ একটু পুরানো ফুলের আরেক রঙ। একই থোকায় কয়েক রঙ। সাধারণত হলুদ, লাল, কমলা, বেগুনি, মেজেন্টা ইত্যাদি রঙের এই ফুল দেখা যায়।



(২)

উদ্ভিদটির আদিবাস আমেরিকায় হলেও এখন সারা দুনিয়ায় ছড়িয়েছে। সে কষ্টসহিষ্ণু, খরা-তাপ সহ্য করে দিব্যি টিকে থাকে ও বিস্তৃত হয়। গাছটিকে আগ্রাসী বলা যায়। অন্যান্য গাছের জন্য প্রাণান্তকর রাসায়নিক বস্তু ছড়ায় সে। তবে গাছের উকুন নামে কুখ্যাত এফিড পোকা নিয়ন্ত্রণের জন্য লান্টানাজাত উদ্ভিদ ব্যবহার করা হয়। এই গাছের পাতা গবাদি পশুর জন্য বিষাক্ত খাবার। তবে উদ্ভিদটি প্রজাপতি-বান্ধব।


(৩)

গাছটির ভেষজ গুণ আছে; চর্মরোগ ও জ্বর নিরাময়ে এটি ব্যবহৃত হয়। এর ফল কাঁচা অবস্থায় সবুজ পাকলে গাঢ় বেগুনি রঙের হয়। পাখিরা পাকা ফল খায়। বাগানের সৌখিন ফুল হিসেবে লান্টানা বেশ জনপ্রিয়। সারাবছরই ফোটে এ ফুল, তবে বর্ষায় বেশি দেখা যায়।

আমার বাগানে দুই রঙের ল্যান্টানা আছে, হলুদ আর লাল। সারা বছরই বাগান আলো করে রাখে। বাগানে কোন ফুল না থাকলেও ল্যান্টানা জ্বলে থাকে দূর দিগন্তের ওই তারগুলোর মত!!


(৪) ল্যান্টানা গাছের ফল।
(১) (২) (৩) (৪)------ এই ছবিগুলো আমি নেপাল থেকে তুলেছিলাম। নিচের লাল আর হলুদ ফুলগুলো আমার বাগানের।



























তথ্যসূত্রঃ বৃক্ষকথা



ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৯১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: অদ্ভুত রকম সুন্দর।
+++

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!! :)

২| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৬

ক্লে ডল বলেছেন: দারুন!
এ ফুল আমি দেখেছি কিন্তু নাম জানতাম না! আপনার পোষ্টের মাধম্যে জানা হল! অসংখ্য ধন্যবাদ।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, পথে ঘাটে অনেক রঙের এ ফুল দেখা যায়।
আমরা হেলায় মাড়িয়ে যাই।
কিন্তু বাগানে সাজিয়ে রাখলে কী যে সুন্দর দেখায়!!

অনেক ধন্যবাদ ভাই!!!

৩| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮

মনিরা সুলতানা বলেছেন: এই ফুলের বন্য গন্ধটাই আলাদা ছোট বেলায় রান্না ঘড়ে এর যথার্থ ব্যবহার করেছি খেলার সময় ।
দারুন সুন্দর ছবি ,তথ্য সহ চমৎকার পোস্ট !

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৭

কামরুন নাহার বীথি বলেছেন: হুম আপু, ছেলেবেলার কথা মনে পড়ে গেল আমারও!!
অনেক ধন্যবাদ আপু!!

৪| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

প্রামানিক বলেছেন: ফুলের রানীর ফুলের বাগান
নিজের ছাদের পর
উপরেতে ফুল গাছ থাকে
নিচেই তাহার ঘর।

সেই বাগানের ফুলগুলো যে
দেখতে মনোহর
তাকিয়ে থাকলে মন ভরে যায়
আহা কি সুন্দর!

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই।
আমি আপনার মত করে ছড়া এক লাইনও লিখতে পার না!!
তাই অভিভূত আপনার এমন মন্তব্যে!!

৫| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

সুমন কর বলেছেন: সুন্দর, একটা গাছ কিনতে হবে। !:#P

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪

কামরুন নাহার বীথি বলেছেন: আগারগাঁও-এ জাতিয় বৃক্ষমেলা চলছে, আজই চলে যান দাদা।
লাল ফুলটা অনেক আছে দেখলাম, হলুদটা চোখে পড়েনি।

৬| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩

পবন সরকার বলেছেন: দারুণ ছবি। দেখে মন ভরে গেল।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন: তাই? জেনে ভাল লাগল।
অনেক শুভেচ্ছা আপনার জন্য!!!

৭| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ!

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: একটি শব্দে ভাললাগার বহিঃপ্রকাশ!!! অনেক ধন্যবাদ ভাই!

৮| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
এই ফুলটার নাম জানতাম না ।
ধন্যবাদ আপু, ভালো থাকুন।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১

কামরুন নাহার বীথি বলেছেন: এই ফুলটি পথে-ঘাটে বহু দেখা যায়!!
এর অনেক আঞ্চলিক নাম আছে, সেটি জানেন হয়তো।
এই পোষাকী নামটি আমি অল্প কিছুদিন হলোই জানি!!

অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!!

৯| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু মৃত্যুবার্ষিকীর তো শুভেচ্ছা হয় না, শ্রদ্ধাঞ্জলী হতে পারে। শুভেচ্ছা জানানো হয় কোন কিছুতে সফল হলে বা অর্জন হলে।

ফুলের ছবিগুলো দারুন।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০

কামরুন নাহার বীথি বলেছেন: আচ্ছা আচ্ছা ঠিক করে দিচ্ছি!!
অনেক ধন্যবাদ ভাই!!

১০| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: গুড পোস্ট। পোস্টটি স্টিকি করা হোক। বিনম্র শ্রদ্ধা। :(

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে, আমার ব্লগে স্বাগত জানাই!!!

১১| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ! স্রেফ অসাধারণ একটা ছবি ব্লগ। এবং সেই সাথে অবশ্যই ব্যতিক্রমী। আপনার ফুল প্রীতি কি খুবই বেশী?

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: ফুল প্রীতি কার নেই বলুন!!!!
কেউ হয়ত সেটা প্রকাশের সুযোগ পায়, আর কেউ পায় না।
আমার দেশের বাড়ি গ্রামে, অনেক বড় বাড়ি আমাদের।
ফাইভ সিক্সে যখন পড়ি, সেই তখন থেকেই বাড়ীর আঙিনায় বাগান করতাম!!!
এখন অতবড় আঙিনা নেই, আছে একটু ছাদ।
এই ছাদেই এখন আমার আজন্মের সেই সাধ মেটাই!!!

এমনকি আমি বলে রেখেছি, 'আমার কবরে একটা বকুল ফুল গাছ লাগিয়ে দিতে!!!'

১২| ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০

পুলহ বলেছেন: হলুদ ল্যান্টানাগুলোকে হঠাত দেখলে ক্ষণিকের জন্য গাদা ফুল বলে ভ্রম হয়।
পোস্টে ভালোলাগা জানিয়ে গেলাম আপু

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, অনেকটাই গাদার মত দেখতে।
বিধাতার কি অপূর্ব সৃষ্টি, কত লক্ষকোটি ফুল আছে এই পৃথিবীজুড়ে!!!
একটা থেকে আরেকটা একটু হলেও ভিন্ন!

অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!!

১৩| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ল্যান্টানা ফুলটাকেই আমার কাছে সব চেয়ে আপন ফুল মনে হয়, কারণ রেল লাইনে হাটার সময় ওরাই সব সময় আমাকে পথে পথে উৎসাহ জুগিয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, বড়ই আপন এরা, পথে -ঘাটে সব সময়ই চোখে পড়ে।
ধন্যবাদ ভাই!!!

১৪| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আপু ল্যান্টানা দিয়া একটা কবিরাজী চিকিৎসা ঘর খুলে ফেলতে পারেন :D

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: ওহহো আপনি যে ডিগ্রীধারী কবিরাজ, আমার তা' মনেই নাই!!!!! :)
ঠিক আছে আসেন, আমার গাছ আর আপনার ওষুধ!! ৫০%, ৫০% শেয়ার!!!!

১৫| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৯

সাহসী সন্তান বলেছেন: এই ধরনের ফুল আগেও অনেকবার দেখেছি, তবে নাম ল্যান্টানা কি এ্যন্টেনা সেইটা জানতাম না! প্রথমেই এমন একটা সুন্দর ফুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু!

আমার কাছে একদম শেষের প্রজাপতি সহ ঐ ছবিটা সব থেকে ভাল লেগেছে! কি সুন্দর! মনে হচ্ছে যেন একদম ফুলের সাথে মিশে আছে!

অফটপিকঃ আফামনি আমি আপনাগো কবিরাজির কম্পাউন্ডার হইতাম চাই! কাজে কামে একদমই ভুল পাইবেন না, সে গ্যারান্টি আগে থাকতেই দিয়া গেলাম! ;)

শুভ কামনা আপু!

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: এই ধরনের ফুল সবাই দেখেছে, কিন্তু নাম কারোই জানা ছিল না।
জংলী ফুল বলেই জানতাম। এখনও বনে-জঙ্গলে দেখি, তবে নামটা জানি।

যতই জংলী হোক, তার সৌন্দর্য্য যে তুলনাহীন!! তাই বাগানেও উঠে এসেছে।

কামাল ভাই কই গেলেন, আপনার এসিসটেন্ট পাওয়া গেছে!!!
শুধু দৌড়ের উপ্রে রাখবেন, জওয়ান পোলা। দৌড় ভাল জানে!! :)

১৬| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২৬

টাইম টিউনার বলেছেন: বললেন গবাদি পশুর জন্য বিষাক্ত , তাহলে ছোট বাচ্চাদের জন্য ও বিপদজনক। বাচ্চাদের সাবধানে রাখবেন। অসম্ভব সুন্দর একটা ছবি ব্লগ উপহার দেবার জন্য ধন্যবাদ। অনেক কিছু জানলাম।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন: বললেন গবাদি পশুর জন্য বিষাক্ত , তাহলে ছোট বাচ্চাদের জন্য ও বিপদজনক। বাচ্চাদের সাবধানে রাখবেন। ---

অবশ্যই তাই। আমার ছাদের চাবি আমার কাছেই থাকে।
আমজনতার প্রবেশ নিষেধ!!! :)

অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!

১৭| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: দারুন লাগলো ।

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি!!!

১৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

খোলা মনের কথা বলেছেন: এ ফুল আমি অনেক দেখেছি কিন্তু এটার নাম যে ল্যান্টানা তা জানতাম না। পরিচিত করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইল আপু

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, দেশের আনাচে কানাচে অনেক দেখা যায় এই ফুল।
একজন উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র-র কাছে থেকে জেনেছিলাম, পৃথিবীতে প্রায় ১৫০ প্রজাতির ল্যান্টানা আছে।
আমার বাগানের লান্টানা ক্যামারা প্রজাতির, নাম "নিউ গোল্ড লান্টানা"।

অনেক শুভেচ্ছা ভাই!!

১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: এই ফুলটি পথে-ঘাটে বহু দেখা যায়!!
এর অনেক আঞ্চলিক নাম আছে, সেটি জানেন হয়তো।
এই পোষাকী নামটি আমি অল্প কিছুদিন হলোই জানি!!


প্লিজ বলুন
মনে নাই আপু।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: একটাতো দিয়েছিই, পুটুস।
তা'ছাড়া শিয়াল কাঁটা, শিয়ালমোতা ---- আর জানি না!! :)

২০| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৫

মাদিহা মৌ বলেছেন: সবার মত আমিও বলছি, অনেক দেখেছি এই ফুল। নাম জানতাম না। রেল লাইন ধরে হাঁটার সময় বেগুনি ল্যান্টানা দেখেছি। এত অনাদরে আপন মহিমায় সগৌরবে ছড়িয়ে থাকে। অসাধারণ লাগে দেখতে।

আপনার পোস্টটা দারুণ হয়েছে …

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু!!!

২১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:২০

অরুনি মায়া অনু বলেছেন: শাহরিয়ার কবির এর আরেকটি নাম হল পুটুস।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: শাহরিয়ার কবির ভাইকে জানিয়ে দিলাম আরো নাম!!! ;)

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: আপু আপনার নাতির প্রশ্নের জবাব দিয়ে তাকে শান্ত করুন!!! :)

২২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:২১

অরুনি মায়া অনু বলেছেন: আপু এগুলো আপনার ছাদ বাগানের ল্যান্টানা। অসাধারণ সুন্দর। নাহ আমি বহুবার কিনেছি গাছটি। কিন্তু কেন যেন মরেই যায় বার বার

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: নার্সারী থেকে কেনা গাছতো মরে যাবার কথা না।
আমি আমার এই হলুদ গাছটা টব থেকে বেড-এ লাগানোর সময় কয়েকটা ডাল ছিঁড়ে গিয়েছিল।
সেগুলো লাগিয়েছিলাম বেঁচে আছে এখনও ।
তবে জংলী গাছে একবার এনে লাগিয়েছিলাম, সেইটা বাঁচাতে পারিনি।

বৃক্ষমেলায় অনেক লাল ল্যান্টানা দেখলাম এবার।
একটা আবার লাগিয়ে দেখতে পারেন!!

২৩| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:১৪

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ফুল ছবি পোস্ট।শুভেচ্ছা নিবেন।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ভাই শুভ্র বিকেল!!

২৪| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: থোকা দেখে লাগে যেনো
স্যাটেলাইট এ্যান্টেনা;
নামেরও যে কি বাহার
পুটুস বা ল্যান্টানা।

দেখেছি দেখেছি কত
পথে ঘাটে জংলায়;
সারাদেশে ছড়িয়ে তা
চাঁটগা বা মংলায়।

আগেতো ভাবিনি কভু
এ-ও কি দেখার চিজ?
অভাগা বোঝেনা কভু
কি আছে যে ঘরে নিজ।

পোষ্ট পড়ে টাসকিতো
কি দারুন আহারে;
নিজ ঘরে আছে মোর
ফুল কত বাহারে!!!

বীথিপুনি মেনি থ্যাংকস্‌
খুলে দিলে চোখটা;
না শুঁকেও পাই ঘ্রাণ
জংলী সে সুখটা।

আজ থেকে ল্যান্টানা
করবো জোগাড় রোজ;
তাই দিয়া যারে দেখি
করমু নির্ভয়ে প্রপোজ।;);)

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আমাদের দেশে, পথে-প্রান্তরে অযত্ন অবহেলায় বেড়ে ওঠে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, ফুটে থাকে অজস্র ফুল!!
আমরা কেউ তাদের খবর রাখি না।
আমদেরই এক ব্লগার ভাই "সাদা মনের মানুষ"-এর পোষ্টে গেলে দেখবেন, ওনার সংগ্রহে আছে এমন হাজারও ফুলের ছবি!!

বীথিপুনি মেনি থ্যাংকস্‌
খুলে দিলে চোখটা;
না শুঁকেও পাই ঘ্রাণ
জংলী সে সুখটা।

আজ থেকে ল্যান্টানা
করবো জোগাড় রোজ;
তাই দিয়া যারে দেখি
করমু নির্ভয়ে প্রপোজ।


বুনো বা দস্যি কোন মেয়েকে ল্যান্টানা দিয়ে প্রপোজ করবেন।
তা' না হলে ধরা খাবেন। :)
বুনো গন্ধ অনেকেই পছন্দ করেন না!!!

২৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: .....এমনকি আমি বলে রেখেছি, 'আমার কবরে একটা বকুল ফুল গাছ লাগিয়ে দিতে!!!'

আপনার ইমোশনাল প্রতিউত্তর তো আমাকেও ইমোশনাল করে দিলো!!!
সবসময় শুভকামনা জানবেন প্রিয় ব্লগার।

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: আপনারাও জেনে রাখুন।
আমার চলে যাওয়ার খবর, কোন না কোন ভাবে পৌছে যাবে আপনাদের মত বন্ধুদের কাছে!!!
শুভকামনা আপনার জন্যও!!!

২৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৯

পথহারা মানব বলেছেন: নামটা অদ্ভূত হলেও ফুলটা সুন্দর....

আর.......

আর.....

ও মনে পড়ছে...আপনার ছবি তোলার হাতটা ভাল

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: এই-------------

এই-------------

মনে পড়ে গেছে!!! :)
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!

২৭| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: রঙে রঙে রঙিন ফুল ব্লগে রঙিন ফুলেল শুভেচ্ছা :)

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: রঙিন ফুলেল শুভেচ্ছা -------- রঙিন ফুল দেখতে পাচ্ছি নাতো!!
আমার চশমার পাওয়ার আবারও বদলাতে হবে দেখছি!!! :)

২৮| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
ধন্যবাদ আপু, ফুলের আঞ্চলিক নামগুলো জানিয়ে দেওয়া জন্য।।

আর. আমার নানী অরুনি মায়া অনু আমার নাম পুটুস রাখলো কেন??

নানী মুরুব্বী মানুষ হওয়ার কারণে, তাই তাকে জিজ্ঞাসা করতে পারছি নাই।
যদি দয়া করে তার কাছে জানতেন এবং আপনার মাধ্যমে তারা কাছে জানতে চাই
এর পিছনে কি যৌক্তিক কারণ,
ব্যখ্যা সহ? B-) :-P !:#P

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

কামরুন নাহার বীথি বলেছেন: বা--রে, এত সুন্দর একটা ফুলের নাম পুটুস!!
তাই আদর করে নাতির নামই রেখেছেন পুটুস!! পটকা যে রাখেন নাই -------------- :)

২৯| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি,



রঙের ল্যান্টার্ণ জ্বালিয়ে দিলেন যেন ছবিতে ।

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!! :)

৩০| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দরের মাঝে সুন্দরের প্রকাশ, আমি তো সুন্দর নই।
আজকাল পাবলিক স্পেসে অসুন্দর কে সুন্দর চলিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত কেন তার?
আমি জানতে চাই এবং এর তীব্র প্রতিবাদ জানাই।

ফটকা নামটা সুন্দর, আমার মনে ধরছে B-) B-) B-)

নানীর এই বয়সে ভীমরুতি আমি ছাড়া নাই গতি।

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: সুন্দরের মাঝে সুন্দরের প্রকাশ, আমি তো সুন্দর নই। ------------

নানির কাছে সব নাতিই সুন্দর!! :)

আমার নানি বলতেন,

" নদির জল ঘোলাও ভাল
সোনার আংটী বাঁকাও ভাল!!!
:)

৩১| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

সাহসী সন্তান বলেছেন: এমনিতেই হারাডা জীবন ধইরা দৌঁড়ের উপ্রে আছি, তার সাথে আপনি য্যামনে প্রশংসা করলেন; ভাবতেছি আগামীতে অলেম্পিকে নাম লেখামু! আর কিছু না হোক, দৌঁড়াইয়া পিছ থিকা যে প্রথম হমু এই ব্যাপারে আপনি সিউর থাকতারেন! ;)

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: দৌঁড়াইয়া পিছ থিকা প্রথম হইলে ব্যবসা আমাদের কেমতে চলতো?
আপনার চাকরি নট!!!

অবশ্য কামাল ভাই যদি সুপারিশ করেন, তাইলে থাকতে পারে!!!
তিনি হইলেন বড় কবিরাজ!!

৩২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা ভাই , এরা মনে হয় কিছু 'অর্জন' করেছে -

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: :( :( :( :(

৩৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৯

জুন বলেছেন: এই ফুলটি আমি প্রথম দেখেছিলাম যখন আমি একেবারেই ছোট কামরুন্নাহার বিথী। আমাদের এক প্রতিবেশীর বাড়ির বাউন্ডারি হিসেবে। সেই কাটা ভরা ঘন ঝোপের দেয়ালের বেশিরভাগ ফুলগুলো ছিল হলুদ আর গোলাপি। দেখতে চমৎকার হলে কি হবে কিন্ত তার গন্ধটা ছিল একেবারেই বুনো। সেই কারনে আমাদের হাড়িপাতিল খেলায় এ ছিল একেবারেই ত্যাজ্য।
এখন ছোট ছোট ঝোপের নানা রঙের এই ল্যান্টানা খুবই আকর্ষনীয় যেমন আপনার বাগানের :)
+

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, এর বিভিন্ন প্রজাতি আছে!!
তবে বাগানের ফুলগুলোতে কিছুটা বুনো গন্ধ আছে, কিন্তু একেবারে জঘন্য নয়!!

অনেক শুভেচ্ছা আপু!!!

৩৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯

অদৃশ্য বলেছেন:



চমৎকার ফুল... উপকারিতাও তো বেশ... শুধু গরু, ছাগল, হাস, মুরগি না খেলেই হয় আরকি...

শুভকামনা...

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: আমার বাগানে অবশ্য গরু ছাগল যাবে না, কিছু পাখি আসে।
এতদিনে পাখিরা জেনে গেছে যে এটা খাওয়ার অযোগ্য!!! :)
তাই খায় না কোন পাখি!!!

অনেক শুভেচ্ছা ভাই অদৃশ্য!!

৩৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব সুন্দর ছবিসহ একটা চমৎকার পোস্ট। ফুল ভালবাসেনা কে।

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, ফুল সবাই ভালবাসে!!
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!

৩৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জাস্ট ওয়াও! এই ফুলগুলো অনেক জায়গায় দেখেছি, মাঝে মাঝে ছবিও তুলেছি হয়ত। কিন্তু এত তথ্য জানা ছিল না। পোস্টে ভাল লাগা। +++

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২২

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার মত পর্যটক আর বিখ্যাত ফটোগ্রাফার -এর এমন মন্তব্যে সত্যিই আমি অভিভূত!!!
অনেক অনেক অনেক শুভেচ্ছা!!!

৩৭| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি বিখ্যাত ফটোগ্রাফার!!! কেউ আমারে মাইরালা... আজো আমার একটা ক্যামেরা কেনা হয় নাই। ছোট ভাইয়ের একটা ছোট ক্যামেরা ছিল, সেটাও ইয়ুথ ট্যুরিজম ফেস্টিভ্যালে গিয়ে হারালাম। তবে, ইয়ে আর কি, নিজেকে ফটোগ্রাফার ভাবতে কিন্তু ভালই লাগে =p~

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: ক্যামেরা আছে কি নেই, সেতো আমার দেখার বিষয় নয়।
আমার দেখার বিষয় ছবির কোয়ালিটি।
আর সেটি যদি ভাল হয়, তাহলে কেন বলব না 'ভাল ফটোগ্রাফার'??????

আজব!!!!!!!!

৩৮| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: সবার শেষে আমার আসা এবং কিছু বলা।। আসলেই ফুল অনেক দেখেছি, কিন্তু নাম বলতে পারবো না।। অপারগতা আর কি।। শুধু মুগ্ধতা জানিয়ে গেলাম।।

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: শেষের দিকে হলেওতো এসেছেন, এটাই ভাললাগা!!!
এই ফুলটি আসলেই জংলী থেকে অল্পদিন হয় বাগানে উঠেছে, নাম জানার কথাও নয়।

অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!!

৩৯| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৪

রমিত বলেছেন: এই ফুলগুলি আমার খুব প্রিয়।
একসময় ঢাকার রাস্তার সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য পথের পাশে, রোড আইল্যান্ডে বেশ লাগানো হতো। সংসদ ভবনের সামনে মানিক মিঞা এ্যাভিনিউ-এ প্রতিটি ল্যাম্প পোস্টের নীচে বাহার করে লাগানো ছিলো।
ধীরে ধীরে সেই চল উঠে গেল।

আপনার পোস্ট-টি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: ঢাকাকে এই ফুলে সাজানো ছিল, দেখিনি আমি।
জেনে ভাল লাগছে আবার খারাপও লাগছে, এখন নেই বলে!

অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!

৪০| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ দারুণ। আমারো আছে কিছু এই ফুলের গাছ। পোস্ট দিব এক সময়। একই ফুলের নানা রকম রঙের খেলা দেখতে বেশ লাগে।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা ফেরদৌসা!!!
তোমার ফুলের ছবিগুলো পোষ্ট করবে অবশ্যই!!
ফুলগুলো কি বাংলাদেশে, না নাইজেরিয়াতে?

৪১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: রাস্তা-ঘাটে পড়ে থাকা ল্যান্টানা নিয়ে কত কথা। যেন শেষ হয় না। ভেষজ গুন দেখে তো আরো অবাক:

গাছটির ভেষজ গুণ আছে; চর্মরোগ ও জ্বর নিরাময়ে এটি ব্যবহৃত হয়। এর ফল কাঁচা অবস্থায় সবুজ পাকলে গাঢ় বেগুনি রঙের হয়। পাখিরা পাকা ফল খায়। বাগানের সৌখিন ফুল হিসেবে লান্টানা বেশ জনপ্রিয়। সারাবছরই ফোটে এ ফুল, তবে বর্ষায় বেশি দেখা যায়।

ধন্যবাদ - কামরুন নাহার বীথি

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: অজস্র ধন্যবাদ আপনাকেও!!
ল্যান্টানা নিয়ে যতই কথা হোক আপনি তা' পড়েছেন! আনন্দিত!

রাস্তা-ঘাটে পড়ে থাকা ল্যান্টানা নিয়ে কত কথা। যেন শেষ হয় না। -----

রাস্তা -ঘাটে পড়ে থাকা হলেও, এ ফুল যে রূপে অপরূপা, গুণে অনন্যা!!
তাইতো কথার শেষ নেই!!

৪২| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

গেম চেঞ্জার বলেছেন: চমৎকার!! এইরকম পোস্টে সেঁটে থাকতে হয়! আমার বুদ্ধি তাহলে কাজে লাগছে? :)

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: হুম, গুরু মারা শিষ্য হয়ে যাবে নাতো!!!!! ;)

৪৩| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

তবে ঐ ল্যান্টানার ছোট ছোট গুটি পান হিসেবে খেতাম ছোটবেল!! :)

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন: যে দুর্গন্ধ, খাওয়া যেত!!! তবে পোলাপাইনের মুখের স্বাদই বেশী!! ;)

৪৪| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৪

শামছুল ইসলাম বলেছেন: // আজ জাতির শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুবার্ষিকীতে জানাই আমার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী!!!! // -- অশেষ, অশেষ শ্রদ্ধা।

ল্যান্টানার সৌন্দর্যে বিমোহিত।

//বনফুল, গায়ে বুনো গন্ধ কিন্তু রুপের জুড়ি নেই। // - সত্যি তাই।

শেষের প্রজাপতির সাথে ল্যান্টানার ছবিটার তুলনা নেই।

ভাল থাকুন। সবসময়।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১০

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
অনেকদিন পরে আমার ব্লগে এলেন, আশা করছি ভাল আছেন!!!

৪৫| ২৭ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৪৪

শামছুল ইসলাম বলেছেন: ভাল আছি।
রোজার শুরু থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আমি ব্লগে অনুপস্থিত ছিলাম বিভিন্ন কারণে।
তাই আপনার ব্লগে বিচরণ হয়নি।
আশা করছি, আবারও নিয়মিত দেখা হবে।

ভাল থাকুন। সবসময়।

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!!
আবারও নিয়মিত হবেন, কথা হবে ইন শা আল্লাহ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.