নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

আমার বাগান, আমার পূর্ণতা---------

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮



যদিও বলা হয় ঋতুরাজ বসন্ত, বসন্তে প্রকৃতিতে একরাশ সৌন্দর্য্য নেমে আসে। কিন্তু অন্যদিকে শীতকাল রুক্ষ হলেও ফুলে ফুলে ভরে ওঠে সবার বাগান। জানি শহুরে জীবনে সবারই বাগান করার মত জায়গা নেই, কিন্তু এখন এই দেশে সবুজায়ন আন্দোলনের যে স্রোত বইছে ,এতে যার ছোট্ট একটু বারান্দা আছে, সেখানেই তিনি দু’চারটে গাছ লাগা্ন। হোক সে গাছ ফুল, ফল বা সব্জির। এই শীতে টবেই চাষ হয় বেগুন, কাঁচা মরিচ, টমেটো, ধনেপাতা, লাউ, শিম, লেবু থেকে কমলা লেবুও।

খুব ছোটবেলা থেকেই বাগান করার শখ আমার। সেই চতুর্থ/পঞ্চম শ্রেণীতে পড়ি তখন থেকে। গ্রামের বাড়ী, প্রায় এক একর জমির উপরে বাড়ী আমাদের। একপাশে ফলের গাছ, আরেকপাশে কাঠের গাছে, আরেকপাশে সবজি বাগান আর আরেকপাশে আমার ফুলের বাগান। আমাদের এলাকায়, আমাদের বাড়ী “ফুলের বাগানবাড়ী”-নামে পরিচিত ছিল সে সময়ে! চারপাশে কাঁটা মেহেদীর বেড়া দেওয়া ছিল বলে, কোনদিন কোন গাছ বা ফুল নষ্ট হয়নি। এখন আমি আর আমার বাড়ীতে নেই,(চলে এসেছি পরের ঘরে) আমার বাগান আর নেই!

বিবাহিত জীবনে, সাথী হিসেবে যাকে পেয়েছি, তিনি আমার শখের মূল্য দিয়ে থাকেন। এখন আমার শখ যেন তারও শখ। তার চাকুরিসূত্রে দেশের বিভিন্ন জেলায় অবস্থান করেছি আমি। শহুরে ভাড়া বাড়িতে টবেই বাগান করতাম। বদলি হয়ে অন্য কোথাও গেলে, সেই টবগুলো আর নেয়া হতো না!! আবার নতুন করে শুরু করতে হয়েছে আমাকে। এভাবেই বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এক সময় ঢাকায় থিতু হলাম আমি।

ছোট্ট একটু জায়গা কিনে বাড়ী করলাম। আবারও বাগান আমার সেই ছাদের টবেই!! ধিরে ধিরে স্বপ্ন জাগলো মনে, স্থায়ী বাগান করব ছাদেই। চারপাশে ইট সিমেন্ট দিয়ে ঘিরে, ভেতরে মাটি দিয়ে হয়ে গেল আমার সাধের বাগান। প্রতিদিন বিকেলটা আমার ওখানেই কাটে। মাঝে মাঝেই হাজিরা দিই নার্সারিতে নতুন নতুন গাছের আশায়।

আমার ফুল বাগান, ফল বাগান, সবজি বাগান সবই আছে ছোট্ট পরিসরে আর অবশ্যই সেটা ছাদে। আজ আমি আমার ফুল বাগানের সাথে পরিচয় করিয়ে দেই। ফল আর সবজি পরে হবে।

আমার ফুল বাগান দুই ধাপে, মানে বাড়ীর মুল ছাদে আর ছোট্ট একটা ইউনিটের ছাদে। নিচের ধাপে ফল, সবজিও চাষ হয়। উপরে সব টুকুই ফুলের জন্য বরাদ্দ, তবে রেলিং-এ লাউ শিমও চাষ হয়। তো চলুন আজ বিকেলে ঘুরে আসি।





এই টুকুই আমার নিচের বাগানের পরিসর।


এই টুকুতে শুধু গাঁদা ফুল।


পাশেই সিলভিয়া আর তার বন্ধুবন্ধবী।



এই কর্নারে গাঁদা, ডায়ান্থাস, ডালিয়া,সাথে অনেক রকমের লিলিও আছে। পেছনের উঁচু বেড-এ ফলের গাছ।


কাঠগোলাপ ঝরে গেছে, ওখানেই ফুটে আছে লাল গোলাপ।


মে ফ্লাওয়ারের সময় এখন নয়, তাই এখানে এখন চাইনিজ গাঁদা।


পাশেই গাঁদা, ডালিয়া, রঙ্গন। পেছনের বড় বেড-এ কামরাঙা আর লেবু গাছ।


এবার চলুন উপরে যাই।সিড়ির নিচেই আমার হাসনাহেনা গাছ।


উঠেই আমার শিউলি গাছ। (এটা বিবিকিউ কর্নারের একটুখানি আমি দখল করেছি।)


শরতে শিউলি এসেছিল আমার বাগানে।


এখন এখানে আরো আছে শীতের ফুল।


দু'ধাপ পেরিয়ে আরেকটু উপরে যাই। উঠে বামেই আমার বকুল গাছ।


এটুকু উপরের বাগানে অর্ধাংশ। ধীরে ধীরে সবদিকেই ঘুরব আমরা।



এটা মুল বাড়ির পানির ট্যাংক, তাই হালকা পাতলা শুধু টবই রেখেছি।


গোলাপ

চন্দ্রমল্লিকা

গোলাপ

গোলাপ

চন্দ্রমল্লিকা

এই পানির ট্যাংক-এর উপরে টবে লাগানো আমার এই ফুলগুলো।


সাইকাস কর্নার।

সাইকাস কর্নারে গতবছর ছিল গাঁদায় ভরা। এবছরে মল্লিকা বন।


এই ল্যান্টানার কোন ঋতু নেই, সারা বছরেই ফুটছে।




মস রোজ/ পর্তুলাকা কর্নার।


পাশেই নয়নতারা।


জবা কর্নার। পাশেই মরিচ ধরেছে কত্তগুলো!



দোলনচাঁপা বন।


এরোমেটিক জুঁই নামে বাংলাদেশে পরিচিত, ইংরেজি নামটা ভুলে বসে আছি।



ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে, এখানে একটু বসে নেই আমরা। চা পর্বও হয়ে যাক!

বাগান দেখাও মোটামুটি শেষ। ফুলের শেষ নেই। অজস্র, অসংখ্য। আজ আর নয়, সন্ধ্যেও হয়ে এল, এবার ফেরা যাক।



ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ১০৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন ছবি ব্লগ !

ল্যান্টানার কোন ঋতু নেই, সারা বছরেই ফুটছে।
এটা চিনলাম না। এটার আঞ্চলিক নাম কি?

পড়তে পড়তে এবং ছবি দেখতে দেখতে ক্লান্ত
এবার চা পর্ব হয়ে যাক ! B-)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: ল্যান্টানা নিয়ে আমি একবার লিখেছিলাম, পড়ে দেখতে পারেন। এর আরেক নাম পুটুস,

প্রথম মন্তব্য এই পোষ্টে , তার উপরে ভীষন ক্লান্ত!
তো চা হয়ে যাক।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ছবি গুলো কিন্তু দারুন তুলেছেন!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই ধ্রুবক আলো!!

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ বৃক্ষপ্রেমী আপনি । যাদের সম্পর্ক প্রকৃতির সাথে তারা বেশ সুন্দর মনের অধিকারী হয় । আপনার বাগান বিলাস উপভোগ করলাম । চমৎকার ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

কামরুন নাহার বীথি বলেছেন: যাদের সম্পর্ক প্রকৃতির সাথে তারা বেশ সুন্দর মনের অধিকারী হয় । আপনার বাগান বিলাস উপভোগ করলাম । -----

আপনার এই আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

ধ্রুবক আলো বলেছেন: আপনার বাগান ও ফুলের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, একদিন বাসায় দাওয়াত পাওনা রইলাম চা খেয়ে যাবো!
আপনার বাগান সুপ্রসরিত হোক, ফুলে ফলে আরও বেড়ে উঠুক, শুভকামনা রইলো......

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: একদিন বাসায় দাওয়াত পাওনা রইলাম চা খেয়ে যাবো! --- :) :) :)

অবশ্যই, কেন নয়। চলে আসবেন। আজ তাহলে ভার্চুয়াল চা হয়ে যাক!! :)



অনেক অনেক ধন্যবাদ আমার বাগানের প্রতি শুভকামনার জন্য!!

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



সুরূচির পরিচায়ক ।

আপনার পূর্ণতা আরও বিকশিত হোক দিনেদিনে দোলনচাঁপার স্নিগ্ধতা নিয়ে .............

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার মন্তব্য করার ষ্টাইলটা দারূণ লাগে আমার! :) মনে হয় যেন নাম ধরে ডেকে, সামনে বসে কথা বলছেন!!

আপনার পূর্ণতা আরও বিকশিত হোক দিনেদিনে দোলনচাঁপার স্নিগ্ধতা নিয়ে .............---

চমৎকার এই মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা!!!

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

সাহসী সন্তান বলেছেন: প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ছবিসহ বর্ননাটা খুব দারুন! স্পেসেফিক ভাবে কিছু বলার নাই, আবার অতিরিক্ত প্রশংসা করাও দরকার নাই! সবটাই তো সুন্দর। কোনটা রেখে কোনটা বলবো? একটার কথা বলতে গেলে যদি আর একটা রাগ করে! ;)

আপনি যে ফুলটাকে এ্যারোমেটিক জুঁই বলছেন ঐটার আরো একটা নাম হল- 'স্টার জুঁই!' তবে ফুলটার অর্জিনাল নাম হল- 'Erect Clematis'. আর ফুলটার বোটানিক্যাল নাম হল- 'Clematis recta'. এছাড়াও ফুলটাকে আরো অনেক নামে ডাকা হয় যেমন- 'Upright virgin’s bower, Ground virgin’s bower, Ground clematis' ইত্যাদী।


আসলে আপু, আমিও আপনার পথের পথিক কিনা। খুঁজতে খুঁজতে মুখস্ত হয়ে গেছে। :P

চন্দ্রমল্লিকা গুলো দেখতে খুব ভাল লাগে! অনেকটা পদ্মফুলের মত দেখতে! যদিও ফুল তো সবই ফুল। তাদের আর আলাদা করে বলার কি আছে! যাহোক, পোস্টে ভাল লাগা!

শুভ কামনা আপু!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা মনে পড়েছে, এটা ক্লেমাটিস নামেই গুণীজনের কাছে পরিচিত।
নার্সারিওয়ালারা এটির নাম প্রচার করে এরোমেটিক জুই হিসেবে!!!

আসলে আপু, আমিও আপনার পথের পথিক কিনা। খুঁজতে খুঁজতে মুখস্ত হয়ে গেছে।

খুঁজতে খুঁজতে মুখস্ত হয়ে গেছে মানে? কেউ জুই ফুলের মালার আবদার করেছে বুঝি।
(সুচিত্রা সেনের অনেক ছবিতেই তার অত্যন্ত প্রিয় জুঁই ফুলের মালা।)

চন্দ্রমল্লিকা গুলো দেখতে খুব ভাল লাগে! অনেকটা পদ্মফুলের মত দেখতে! যদিও ফুল তো সবই ফুল। তাদের আর আলাদা করে বলার কি আছে! ---

এ বছরে আমার মল্লিকা বনে ঘুরতে নিয়ে যাব একদিন।
আমার অত্যন্ত প্রিয় ফুল, তাই প্রোপিক মল্লিকা।

অনেক অনেক ধন্যবাদ, অনেক তথ্য দেবার জন্য!!!

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

সিগনেচার নসিব বলেছেন: দারুণ ছবি ব্লগ সঙ্গে বর্ণনা

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সিগনেচার নসিব!!

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার । বাসাটি জন কণ্ঠ ভবনের আসে পাশে ?

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: না আপু, মিরপুর থানার অধীনে। :)

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

আখেনাটেন বলেছেন: ভালো লাগল। বড় মনের মানুষেরা সাধারণত এই শখগুলো করতে পারে।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: বড় মনের মানুষেরা সাধারণত এই শখগুলো করতে পারে। ---------

আমি আমার মূল লেখায় উল্লেখ করেছি, আজকাল সবাই ফুল/ফল/সব্জি চাষ করে ।
নার্সারিতে গেলে লোকের ভিড় আর গাড়ীর লাইন দেখলে অবাক হতে হয়।
তাই আপনার মন্তব্য এমন সবার বেলায়ই প্রযোজ্য!!!

অনেক ধন্যবাদ ভাই আখেনাটেন!!

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

সাহসী সন্তান বলেছেন: ওহঃ পোস্টটা যে প্রিয়তে রাখছি সেইটা তো বলা হয় নাই! একচুয়ালি কইতরিরে নিয়া ট্যূর দিতে গেলে ছাদের প্রত্যেকটা কর্নার মনে রাখা লাগবে কিনা, সেই জন্যই আর্কি! নইলে দেখা গেল এক কর্নার থেকে অন্য কর্নারে গিয়া হারাইয়া গেলাম, তখন তো আপ্নারই সমিস্যা হবে তাই না? ;)

এনি ওয়ে, ছাদে দোলনা-টোলনার কোন ব্যবস্থা নাই বুঝি? ইয়ে মানে ঘুরতে ঘুরতে টায়ার (টায়ার্ড) হইয়া গেলে দোলনায় দোল খাইয়া দু'জনে একটু চনমনে হইয়া লইতাম আর্কি! :P

আর বসার জায়গাটা কিন্তু ততটা পছন্দ হয় নাই! শীতকালের দিন টাইলস্ কিন্তু বড্ড ঠান্ডা থাকে! দেখা গেল ঐখানে বইসা আমাগোরে ঠান্ডা লাইগা গেল, তখন কি ব্যাপারডা ভাল দেখাবে? ইয়ে উপ্রে যদি একটা কার্পেট-টার্পেট বিছানো থাকতো তাইলে আর কোন সমিস্যা হইতো না! /:)

আপামনি রাগ কইরেন না, মানে আমরা আসলে হানিমুন ট্যুরটার মধ্যে কোন খুঁত রাখতে চাইতেছি না। আর সেই জন্যই যত রিকোয়েস্ট! তাছাড়া জিনিস বানাইলে থাকবে তো আপনার, আম্রা তো কেবল একদিনের জন্য একটু ঘুরতে যাইবো মাত্র! ;) B-)

(৯ নং মন্তব্যটা ডিলিট করে দিয়েন! ভুল করে চলে গেছে!)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১২

কামরুন নাহার বীথি বলেছেন: ওহঃ পোস্টটা যে প্রিয়তে রাখছি সেইটা তো বলা হয় নাই! একচুয়ালি কইতরিরে নিয়া ট্যূর দিতে গেলে ছাদের প্রত্যেকটা কর্নার মনে রাখা লাগবে কিনা, সেই জন্যই আর্কি! নইলে দেখা গেল এক কর্নার থেকে অন্য কর্নারে গিয়া হারাইয়া গেলাম, তখন তো আপ্নারই সমিস্যা হবে তাই না? ;) ------

হুম্ম সেটা কি আর জানিনে!!! আপনার ইয়ার মানবদা কই, তারে খবরটা দিন, আপনার হানিমুন স্পটটা দেখে যাক।

ছাদে দোলনা-টোলনার কোন ব্যবস্থা নাই বুঝি? ইয়ে মানে ঘুরতে ঘুরতে টায়ার (টায়ার্ড) হইয়া গেলে দোলনায় দোল খাইয়া দু'জনে একটু চনমনে হইয়া লইতাম আর্কি! :P
----------

হ্যা অবশ্যই আছে। দোলনা হবে সাইকাস কর্নারের ওখানটায়, তবে ফ্লোরে টাইলস হবার পরে।
আপনার কইতরি দুলহান হয়ে আসার আগেই ইন শা আল্লাহ্‌ হয়ে যাবে।

আর বসার জায়গাটা কিন্তু ততটা পছন্দ হয় নাই! শীতকালের দিন টাইলস্ কিন্তু বড্ড ঠান্ডা থাকে! দেখা গেল ঐখানে বইসা আমাগোরে ঠান্ডা লাইগা গেল, তখন কি ব্যাপারডা ভাল দেখাবে? ইয়ে উপ্রে যদি একটা কার্পেট-টার্পেট বিছানো থাকতো তাইলে আর কোন সমিস্যা হইতো না! /:)
------

ওটাতো আমাদের বসার জন্য। হানিমুন ট্রিপে কেউ এলে তাদের জন্য লাল গালিচা থাকবে, তারপরেও ঠান্ডা লাগলে কম্বল দেয়া হবে!!! ;) আসলে আমিও হানিমুন ট্যুরটার মধ্যে কোন খুঁত রাখতে চাইতেছি না।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

জুন বলেছেন: অনিন্দ সুন্দর এক ছাদ বাগানের মালকিনকে অন্তর থেকে শুভেচ্ছা জানাই। সত্যি বিথী মুগ্ধ হোলাম ।
+

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা আপু।
অনেকদিন ব্লগে ছিলাম না, কিন্তু অনেক মিস করেছি আপনাকে, আপনার লেখাগুলো!!!
খুব ভাল থাকবেন!

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ সুন্দর আপনার বাগান। আপনার রুচির প্রশংসা না করে পারছি না।

ধন্যবাদ বোন কামরুন নাহার।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
আপনাদের সাথে প্রথম পরিচয়ই হয়েছিল আমার এই ফুল সম্ভার নিয়ে!!!

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বাগানে কিন্তু লাল শাপলা নাই :D

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: লাল শাপলার জন্য আপনার বাড়ী ঘেরাও করতে হবে আমার , নইলে হচ্ছে না!! :)
সিলেট থেকে বেগুনী শাপলার বাল্বটা এনে লাগিয়েছি, মনে হচ্ছে গাছ হবে ওখান থেকে।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি



হা.........হা...........হা.............
আমিতো তাই-ই করি । লেখককে চোখের সামনে দাঁড় করিয়ে দেই । তারপর তার মনের (লেখার ভেতরের বস্তুর) সাথে কথা বলে জেনে নেই কি বলা হলো লেখায় । কি ভেবেই বা লিখলেন তিনি । তার ঐ সময়টুকুর মানসিকতা, ভাবের সাথে দোস্তি করি । তারপরে মন্তব্য করি ।

ধন্যবাদ অমন সুন্দর ও আন্তরিক প্রতিমন্তব্যের জন্যে ।
ি

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন সব সময়!!!
এমনি ভাবেই জারি রইবে আপনার মন্তব্য করা, চিরদিন!

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২

বিমূর্ত নীল বলেছেন: বাহ! চমৎকার।


বাড়ির ছাদটা যেন পূর্ণতা পেয়েছে এক বৃক্ষপ্রেমীর কাছে। আপনার কাছে বাগানে সমন্ধে শিখবার প্রয়োজন মনে করছি।কারণ,


আমার বাড়িতে জায়গার অভাবে মাত্র কয়েকটি টব আছে! তবে জায়গা যে একমাত্র অযুহাত হতে পারে না, তা আপনার কাছে থেকে শিক্ষনীয়।


ভালো থাকবেন সবসময়।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: আমার বাড়িতে জায়গার অভাবে মাত্র কয়েকটি টব আছে! তবে জায়গা যে একমাত্র অযুহাত হতে পারে না, তা আপনার কাছে থেকে শিক্ষনীয়।
-------

অনেক ধন্যবাদ ভাই আমার পোষ্টে সময় দেবার জন্য।
আসলে জায়গা নিয়ে ভাববার কিচ্ছু নেই, ৪/৫ টা সেলফের যে র‍্যাক পাওয়া যায় ওটাতেও অনেক গাছ লাগানো যায়। যেমন লালশাক, পালং শাক, ধনে পাতা, উপরের সেলফে আরেকটু বড় গাছ থাকল। ইচ্ছে হলে কোন ফুল বা সবজি।

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

পথহারা মানব বলেছেন: শীতের এই মধ্য দুপুরে এরকম একটা বাগানে বসে এক কাপ চা...আহ!!!!!!!!!!!!!!
একজন রুচিশীল মানুষের খুব সুন্দর একটা বাগান। দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ!!!!!!!!!!!
ওহ!! পানির ট্যাংকের উপরের গোলাপটার থেকে নজর ফেরানো দায় :P । চন্দ্রমল্লিকাগুলোও দারুন।

@ সাহসী সন্তান বলেছেন: ছাদে দোলনা-টোলনার কোন ব্যবস্থা নাই বুঝি?

কি বলেন ভাই আপনি কবে যাইবেন শুধু বলেন, আপামনি যাদুমনি দোলনা, খেলনা সব ব্যাবস্থা করে রাখব। গতকালতো বাইকের জন্য সয়াবিন তেলও পাঠায়া দিছিল মনে নাই ;)। ওহহ!! ভাপা আর নকশীর সাথে তালের পিঠাও খাওয়াইব। :( :(



২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

কামরুন নাহার বীথি বলেছেন: শীতের এই মধ্য দুপুরে এরকম একটা বাগানে বসে এক কাপ চা...আহ!!!!!!!!!!!!!!----- আমি সবাইকে নিয়ে বেরোলাম বিকেলে, ঘুরে দেখতে আমাদের সন্ধ্যে হয়ে এল, আপনি দুপুর পেলেন কই???? :-< :-<
মাথাটা ঠিক আছেতো, না পাবনার দিকে যেতে হবে!!! ;)

তবে, আমার বাগানের প্রসংশা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

সুমন কর বলেছেন: হিংসে করা ভালো না, তবুও ছাদ দেখে কিন্তু একটু হচ্ছে !!
বিকেলে ঘোরা-ঘুরি দারুণ হলো। এতো গাছ যত্ন করা অনেক কষ্টকর এবং সময়ের প্রয়োজন।
+।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: না দাদা, এই ক্ষেত্রে হিংসে করা জায়েজ আছে। :)
আপনি বেশী বেশী হিংসে করুন আর ভাবুন,' আপু এত গাছ লাগাতে পারলে, আমি কেন পারব না।'

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

রানা আমান বলেছেন: অসাধারণ সুন্দর ছবি ব্লগ আপনার । সোজা প্রিয়তে ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: বাঁকা নয়তো? সোজা----- প্রিয়তে!! :) অনেক অনেক ধন্যবাদ ভাই!!

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

সাহসী সন্তান বলেছেন: খুঁজতে খুঁজতে মুখস্ত হয়ে গেছে মানে? কেউ জুই ফুলের মালার আবদার করেছে বুঝি।

- না'রে আপু, সেই ধরনের কোন ঘটনা না! একচুয়ালি ফুল ভালবাসলেও আমার ফুলের জ্ঞান ঐ শিউলি, জবা, গাঁদা, হাসনাহেনা গোলাপ, টগর, শাপলার মধ্যেই সীমাবদ্ধ! বিদেশী ফুল বলতেই পুরো ব্যপারটা মাথার উপ্রে দিয়া যায়! :(

তো মাঝে-মাঝে আমারে আবার ফুল নিয়া কিছু সম্পূরক প্রশ্নের উত্তর দেওয়া লগে! তখন না জানলে ঐ গুগলই ভরসা কিনা! এখন কথা হইল, অধিকাংশ নাম না জানা ফুলের নাম খুঁজতে খুঁজতে একসময় সেটা মুখস্থ হইয়া গেছে। ভাবতেছি আগামী পোস্টটা এ পর্যন্ত কতগুলো নাম না জানা ফুলের নাম জানছি সেইটা নিয়াই দিমু। B-)

হানিমুন ট্রিপে কেউ এলে তাদের জন্য লাল গালিচা থাকবে, তারপরেও ঠান্ডা লাগলে কম্বল দেয়া হবে!

- আপ্নারে ধইন্যবাদ জানানোর ভাষা আমার জানা নাই! এই না হইলে আপু! ইয়ে কম্বলটা ইটালির হইলে ভাল হয়! :-0 দেশি কম্বলে আবার চুলকানি হইয়া ইনফেকশনের ভয় থাকতে পারে! বোঝেনই তো, ডাক্তার-টাক্তার নিয়া সংসার! সব দিকই তাদের নজর থাকে! ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

কামরুন নাহার বীথি বলেছেন: তো মাঝে-মাঝে আমারে আবার ফুল নিয়া কিছু সম্পূরক প্রশ্নের উত্তর দেওয়া লগে! তখন না জানলে ঐ গুগলই ভরসা কিনা! এখন কথা হইল, অধিকাংশ নাম না জানা ফুলের নাম খুঁজতে খুঁজতে একসময় সেটা মুখস্থ হইয়া গেছে। ভাবতেছি আগামী পোস্টটা এ পর্যন্ত কতগুলো নাম না জানা ফুলের নাম জানছি সেইটা নিয়াই দিমু। B-)
----- তা--ই? এই টেকনিকটা আমারও শিখে নিতে হবে, আর তা' আপনার কাছে থেকেই!!
আমিও বহু নাম না জানা ফুল দেখি, তখন খুব খারাপ লাগে!! :(

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
সারি, ল্যান্টানার আঞ্চলিক নাম আগের পোষ্টে বলেছিলেন কিন্তু আমার মনে ছিল না? পুটুস,শিয়াল কাঁটা, শিয়ালমোতা এই নামগুলো।যাহোক, আপনি এবং আরেক ব্লগার আমার নামও কিন্তু দিতে চেয়েছিলেন । প্রতিবাদ করায় তা আর সম্ভব হয়নি। তবে আপনার দেওয়া নামটা কিন্তু জটিল ছিল ফটকা। B-)

যেহুতু আবার আপনার ব্লগে আসলাম, দেনা-পাওনা পরিশোধ। চা খেয়ে গেলাম এবং আপনার জন্য সামান্য উপহার রেখে গেলাম .......


২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

কামরুন নাহার বীথি বলেছেন: এত্ত কিছু ঘটনা ঘটার পরেও আপনি ভুলে গিয়েছিলেন ফুলটার নাম!!! ;)
আপনার শাস্তি হওয়া উচিত!!!! :)

আপনার উপহারের জন্য অনেক ধন্যবাদ। তবে দেনা-পাওনা পরিশোধ বলছেন কেন?
আমরা কি সবাই চলে যাচ্ছি এখান থেকে? দেনা বা পাওনার কি শেষ আছে!! ;)
তবে ভাল থাকুন!!

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

সাহসী সন্তান বলেছেন: গতকালতো বাইকের জন্য সয়াবিন তেলও পাঠায়া দিছিল মনে নাই

- মনে থাকবে না কেন মানব ভাই! এইটা হইলো গিয়া ভাইয়ের প্রতি আপুমনির ভালুবাসার পেরমান! বাড়িতে পেট্রল নাই দেইখাই তো তিনি সয়াবিন তেল দিছিলেন, তাতে হইছেডা কি? প্রয়োজন হইলে আমি বড়'পার সৌজন্যে এখন থিকা আজন্মকাল সয়াবিন তেল দিয়া বাইক চালামু! :P =p~

ওহহ!! ভাপা আর নকশীর সাথে তালের পিঠাও খাওয়াইব। :( :(

- আপুমনি, ইমু দুইটা খিয়াল করছেন? হিংসা সবই হিংসা! আমারে না কইয়া আপনার বাসার থিকা পিডা খাইয়া আসে আবার মুখভার করা ইমোও দেয়, দেখছেননি ব্যাপারডা? X((

আপনি ষড়যন্ত্রকারীদের কথায় কান দিয়েন্নাতো আপু! ফ্রিজে তালের পিডা বেশি আছে নাকি? :P থাকলে দিতে পারেন! খাওয়া-দাওয়ার ব্যাপারে আমি আবার না করতে পারি না! একচুয়ালি কেউ খাইতে দিতে চাইলে তার মুখের উপ্রে না কইতে আমার কেমন জানি শরম করে! ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা বুঝতে পারছি সবই, গুনে গুনে এর হিসাব নিতে হবে!! ( হুমকি হয়ে গেল কি?? ;) )

আপনি ষড়যন্ত্রকারীদের কথায় কান দিয়েন্নাতো আপু! ফ্রিজে তালের পিডা বেশি আছে নাকি? :P থাকলে দিতে পারেন! খাওয়া-দাওয়ার ব্যাপারে আমি আবার না করতে পারি না! একচুয়ালি কেউ খাইতে দিতে চাইলে তার মুখের উপ্রে না কইতে আমার কেমন জানি শরম করে!

ফ্রিজে রাখা পুরোনো পিঠাই বা খাওয়াতে হবে কেন।
সব টাটকা নতুন নতুন হবে। সময় না থাকলে, পিঠা উৎসবে যাব সবাই মিলে!!!! :)

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

সিফটিপিন বলেছেন: ফুলের বাগান তো ভালই লাগলো,
বলছিলাম কি চা-চু এর পর্ব কি শেষ?
থাকলে একটু বসতাম আর কি। ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: না না না, সবেতো শুরু। নতুন অতিথী আপনি। তবে পিনটা খুলে রাখলে কি আর সেফ হলো!!! ;)
সেফটি নিয়ে একটু চিন্তায় আছি!!!

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

কানিজ ফাতেমা বলেছেন: আপু ঠিকানা দেন, চলে আসি । ভোরের হাওয়া, গোধূলীর মায়া, তপ্ত দুপুর সব যেন আপনার ছাদে একাকার হয়ে আছে ।
ভীষন মুগ্ধতায় ছেয়ে গেল মন প্রান ।
শুভ কামনা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন: ভোরের হাওয়া, গোধূলীর মায়া, তপ্ত দুপুর সব যেন আপনার ছাদে একাকার হয়ে আছে । ---- এমন প্রাণখোলা মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপু!!!

আর ঠিকান? ও পেয়ে যাবেন!!! :)

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

ডার্ক ম্যান বলেছেন: আমারো অনেক দিনের শখ ছিল এমন বাগান করার। কিন্তু করতে পারি নি।
আপনার পোস্টের জন্য অনেকগূলো প্লাস

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: আমারো অনেক দিনের শখ ছিল এমন বাগান করার। কিন্তু করতে পারি নি। ------
মন খারাপ করবেন না ভাই!!! শুধু ইচ্ছে শক্তির প্রয়োজন,হয়ে যাবে একদিন!!!

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ওয়াও কি যে অদ্ভুত... !!! আমার ও ছাদ বাগান আছে...! আমিও আসছি তাদের নিয়ে কয়েকদিনের মধ্যেই ...

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

কামরুন নাহার বীথি বলেছেন: আসুন চলে, স্বাগতম আপনাকে আপুনি!!!
অপেক্ষায় রইলাম আপনার বাগানের।

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

পুলহ বলেছেন: মন পবিত্র হয়ে এলো আপনার বাগান দেখে।
ইন্ট্রোডাক্টরি কথাগুলোও ভালো লেগেছে। "বিবাহিত জীবনে, সাথী হিসেবে যাকে পেয়েছি, তিনি আমার শখের মূল্য দিয়ে থাকেন। এখন আমার শখ যেন তারও শখ। "--এমন লাইফ পার্টনার পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার আপু।
শুভকামনা জানবেন। পোস্ট প্রিয়তে সংগ্রহ করে রাখলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ভাল লাগল আপনার এই আন্তরিক মন্তব্যে!!!
পোষ্ট প্রিয়তে ----- অনেক অনেক ধন্যবাদ!!!

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সোহানী বলেছেন: ওওও ভালো কথা ... আমার জন্য ছাদের রুমটাতো তৈরী তাই না... ওকে নেক্সট্ সরাসরি ওখানেই আসছি.... অসাধারন বাগানে ++++++++

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা হ্যা, আপনার জন্য রুম রেডী। চলে আসুন নিশ্চিন্তে!!! :)
অনেক শুভেচ্ছা আপু!!

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমি একটা ছাদ বাগানের ধান্ধায় আছি, আপনার কাছে কিছু টিপস্ নিতে হবে আপু.......কত স্কয়ার ফিটের ছাদ আপনার?

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: আপনিও!!! নিজের বাড়ীতে আঙিনা থাকতে!!!
আমার ছাদতো দেখলেনই, খুব ছোট, ২২০০ স্কয়ার ফিট।
ছাদ বাগানের চিন্তায় থাকলে, জায়গার অভাব হয় না, আপনারও হবে না!!

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি অসাধারণ সুন্দর আপনার বাগানটি। আপনার রুচি ও সুন্দর।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত্ত এত্ত প্রসংশার জন্য!!!! :)
একটা সবুজ গোলাপের অভাব আমার বাগানে। :(

৩০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: কামরুন নাহার বীথি,

দারুণ এক ছবি ব্লগ ++

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০০

আশফাক ওশান বলেছেন: ছোট্ট পরিসরে অনেক কিছু!দারুন লাগলো।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই।

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৭

সামু পাগলা০০৭ বলেছেন: উফফ! ভীষন সুন্দর বীথি আপু! মুগ্ধ হলাম আপনার সৌন্দর্য ও রুচিবোধে!
অনেক শুভকামনা রইল!

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৪

কামরুন নাহার বীথি বলেছেন:
তাই? ছোট পরিসর - এ যতটুকু করা যায়, যেভাবে সাজানো যায়, সেটাই করেছি।
ফুল আমার অত্যন্ত প্রিয় বিষয়, তাই নিজের মনের মত করে সাজাতে ভাল লাগে।

অনেক শুভেচ্ছা আপু, ভাল থাকবেন।

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

এডওয়ার্ড মায়া বলেছেন: ছাদ বাগান ঘুরে আসলাম ।দারুন সাঁজিয়েছেন ।মুগ্ধ না হয়ে থাকা যায় না।
দারুন সৌখিন রুচীবোধ আপনার ।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: এমন আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যনাদ ভাই!!

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ! দেখে মুগ্ধ হলাম... ঢাকার কোথায় আপু?

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঢাকার কোথায় বলতেই হবে? মিরপুরে। :)

৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: ফুলে ফুলে ভরে উঠুক আপনার জীবন

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্যও।

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

থার্টিন বলেছেন: ইচ্ছে করছে আপনার বাগান বাড়ির ছাদে বসে এক কাপ চাঁ পান করি

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন: বিকেলে বাগান দেখা আর চা খাওয়ার আমন্ত্রণই সবার জন্য!!
সেখানে কেউই বাদ যাবে না!! :)

৩৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

শরতের ছবি বলেছেন:



আপনার গাছের ফুল আপনার প্রকৃতি প্রেমে পরিপূর্ণতা এনে দেয় ।এমন করে ছাদের বাগান আমার করার খুব ইচ্ছে । আপনার বাগান দেখে উৎসাহিত হলাম আরও বেশি করে ।
এমন প্রকৃতি প্রেমী মানুষকে আমার খুব আপন মানুষ মনে হয়( আমি ও যে এমন উদাস প্রকৃতি প্রেমী)। এমন প্রকৃতি প্রেমীদের দ্বারা মানুষের ,সমাজের কোন ক্ষতি হয় না । আপনার এই সুন্দরের সাথে পথ চলা হউক অনন্ত ....

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন: প্রথমেই স্বাগত জানাই আমার ব্লগবাড়ীতে!!!!

এমন করে ছাদের বাগান আমার করার খুব ইচ্ছে । আপনার বাগান দেখে উৎসাহিত হলাম আরও বেশি করে । --

আমার বাগান দেখে উৎসাহ পেলে, এটাই আমার সার্থকতা!!!
এমন আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই শরতের ছবি!!

৩৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

মধ্য রাতের আগন্তক বলেছেন: একরাশ মুগ্ধতা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮

কামরুন নাহার বীথি বলেছেন: একরাশ শুভেচ্ছা!!

৩৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

মনিরা সুলতানা বলেছেন: এক কথায় অসাধারণ আপু !
এমন কিছু শখ সবারই হয়ত থাকে,কিন্তু তাকে এমন চমৎকার করে বাস্তবতায় আনতে পারে কতজন বলেন ,সেই হিসেবে আপনি অবশ্যই সৌভাগ্যর অধিকারী !!

অনেক অনেক শুভ কামনা :)

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
হ্যা, আপনার কথাই ঠিক, তবে আমার শখের পূর্ণতা আনতে আমাকেও অনেক কাঠ-খড়ি পোড়াতে হয়েছে।
বাগানতো করি সেই ছোটবেলা থেকে, আজ জীবনের প্রায় শেষ প্রান্তে এসে মোটামুটি একটা পর্যায়ে আনতে পেরেছি।
দোয়া করবেন যেন এমন অবস্থায়ও ধরে রাখতে পারি।

৪০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

আমিই মিসির আলী বলেছেন: শৌখিনতা কাকে বলে এক নজরে শিখ্যা নিলাম।
ছবি দেখে চোখ জুড়াইলো।
++

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: শখ থাকলে, তা' কোন না কোনভাবে পূরণ করাই যায়।
ধন্যবাদ ভাই।

৪১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি মনে করি টাকাই না সখ এবং রুচিই মানুষকে বড় করে।। আজ তারই প্রমান পেলাম।। মুগ্ধ ভাললাগা।। আরো সুন্দর হোক আপনার ছাদ-বাগান এই কামনায়।।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন: যথার্থই বলেছেন ভাই!!!
এই বাগান শুরু করেছি দুই বছর হয়ে গেল এখনও পুরো শেষ করতে পারিনি।
বৃষ্টির পানি জমে থেকে শ্যাওলা ধরে যায়।
মেঝেতে সিমেন্টের টাইলস লাগিয়ে , তারপরে স্লোপ ঠিক করতে হবে।
কিন্তু শেষ হচ্ছে না নানান ঝামেলায়।

দোয়া করবেন ভাই, সুস্থ থেকে যেন সব মনোবাসনা পূরণ করতে পারি।
অনেক অনেক শুভেচ্ছা।

৪২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৪

সায়েদা সোহেলী বলেছেন: অসাধারন !!!! আপনার ছাদ দেখে আমার খুব লোভ হচ্ছে !! ভিতরে ভিতরে চাপা একটা দুংখবোধ , এইরকম করে বাগান করার শখ আমার মনে বহু দিনের , যতবার দেশে যাই ছাদে উঠে কেমন মরুভুমি মরুভুমি লাগে , খোলা আকাশের বুকে বিষণ্ণ আমিকে আবিস্কার করি .!! কিন্তু ইচ্ছে থাকা সত্তেও করা সম্ভব নয় .। ছাদ টা প্রায় দুটো ফ্লোর মিলে একটা সাইডে গাছের জন্য আইল করা হলেও গাছ লাগনো আর হয়নি , :( তবে ইচ্ছে আছে কোন দিন স্থায়ী থাকলে ঠিক এরকম একটা বাগান অবশ্যই করবো , তখন এখানে এসে কিন্তু হেল্প চাইতে পারি :)

এরকম বাগানে প্রিয়জনকে পাশে নিয়ে কফি খাওয়ার আনন্দ নিশ্চয়ই স্বর্গীয় সুখ দেয় !!!

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: আপু, আমি শুধু একটা কথাই বলব, পরবাসী হওয়ার মত কষ্ট আর নেই!!' :(
মাঝে মাঝে দেশের বাইরে আমাকেও যেতে হয়, কিন্তু মনটা পড়ে থাকে এই আঙিনায়!

মন খারাপ করবেন না আপু, আপনার ছাদে বেড করাতো হয়ে আছে।
কেউ না কেউতো সে বাড়ীতে আছে, তাদেরকে বলুন অন্তত ফলের গাছ লাগাতে।

অনেক অনেক ভাল থাকবেন!!

৪৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

কলাবাগান১ বলেছেন: চমৎকার। ছোট একটা পানির আধার (একুরিয়াম টাইপ) থাকলে আর তাতে জাপানিজ লাল কই মাছ থাকলে ইকোসিস্টেম টা ও মেইনটেইন হত।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০২

কামরুন নাহার বীথি বলেছেন: দোয়া করবেন, ইচ্ছে আছে ছোট একটা পানির আধার থাকবে।
সেখানে বিভিন্ন রঙের শাপলা থাকবে, আর আমার প্রিয় গোল্ড ফিস থাকবে।
দু'চারটে কচুরি পানাও থাকবে সেখানে।

অনেক অনেক ধন্যবাদ ভাই , ভাল থাকবেন!!

৪৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫১

প্রামানিক বলেছেন: বিবাহিত জীবনে, সাথী হিসেবে যাকে পেয়েছি, তিনি আমার শখের মূল্য দিয়ে থাকেন। এখন আমার শখ যেন তারও শখ।

এই বক্তব্য থেকে যতটা বুঝলাম, আপনার পরিশ্রম আর দুলাভাইয়ের টাকা দুয়ে মিলে ফুলের বাগান। ধন্যবাদটা দুইজনকে সমান সমান দিব না কম বেশি করবো বুঝতে পারতেছি না, কারণ শ্রদ্ধা এবং সম্মানের দিক দিয়ে দুইজনই আমার কাছে অতি প্রিয় মানুষ।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই! :) ধন্যবাদ তারও অবশ্যই প্রাপ্য।
কয়েকমাস হয় তিনি দেশে আছেন, আমার সাথে বা আমি ছাড়াও বাগানের দেখাশোনা তিনি করেন।
সাথে আরো সাহায্য করে আমাদের ড্রাইভার আর কেয়ারটেকার।
তবে গাছ পছন্দ করে কিনি আমি।

৪৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

প্রামানিক বলেছেন: হাসনা হেনা রাতের সুবাস আমার কাছে খুব ভালো লাগে কিন্তু অনেকে বলে হাসনা হেনার গন্ধে সাপ আসে এই ভয়ে লাগাই না।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: এখন আর বাংলাদেশে সাপ পান কই?
বর্ষায় আমার হাসনাহেনা গাছ ফুলে ফুলে ভরে গিয়েছিল।
ফুল শেষ, এক্কেবারে গোড়া থেকে ছেঁটে দিয়েছিলাম।
এখন আবা্র ডালপালা গজিয়ে গাছ ভরে কলি এসেছে।
আমি জানতাম হাসনাহেনা শুধু বর্ষাতেই ফোটে।
এখন দেখছি শীতেও কলি আসলো।

অনেক ধন্যবাদ প্রামানিক ভাই।

৪৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

প্রামানিক বলেছেন: গাইবান্ধা আমার বাসার সামনের বাসায় গেটের কাছে হাসনা হেনা গাছ ছিল। এই গাছে যখন ফুল ফুটতো পুরো এলাকা সুবাস ছড়িয়ে পড়ত। মাঝে মাঝে আমার ঘর থেকেও গন্ধ পেতাম। খুব ভালো লাগত। গত বছর নাকি হাসনা হেনা গাছে ছোট একটি কেউটে সাপ ঝুলে ছিল এই দৃশ্য দেখার পড়ে পুরো পাড়ায় হই হই শুরু হয়ে যায়। লাঠি সোটা নিয়ে শাপ তো মেরেছে মেরেছেই গাছটাও কেটে ফেলেছে। এই ঘটনার পর থেকে আশুলিয়ার বাসায় হাসনা হেনা লাগানোর যে টুকু ইচ্ছা ছিল সেটা গিন্নির ভয় ভীতির কারনে আর সম্ভব হচ্ছে না।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০১

কামরুন নাহার বীথি বলেছেন: -্
আমিও শুনেছি হাসনাহেনা ফুলের সুবাসে সাপ আসে।
দেখিনি কখনও। এর জন্য হাসনাহেনা গাছতো আর বিলুপ্ত হয়ে যায়নি।
আর আপনার গাইবান্ধার পাশের বাড়ীর গাছে কি প্রথম ফুল ফোটার সাথে সাথেই সাপ এসেছিল? নিশ্চয়ই না!!

আপনি যদি সুবাসের জন্য গাছ লাগাতে চান, তাহলে দোলনচাঁপা লাগান।
দারুন সুবাস ছড়াবে দিনে ও রাতে।

৪৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: চোখ জুড়ানো, মন ভরানো।
+++++

নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা! নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও।

৪৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

নতুন নকিব বলেছেন:
চোখ জুড়ানো, মন ভরানো
ফুল বীথি কল্লোল,
বাগ বাগিচা, ফুল শুরভি
মনে ওঠে হিল্লোল।


আমার ব্লগে ঢুঁ মারলে খুশি হব।
শুভেচ্ছা নিয়ত।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন:
চোখ জুড়ানো, মন ভরানো
ফুল বীথি কল্লোল,
বাগ বাগিচা, ফুল শুরভি
মনে ওঠে হিল্লোল।
--------

খুব ভাল লাগল, বাগান নিয়ে লেখা আপনার ছড়াটি!

আপনার ব্লগে অবশ্যই ঢুঁ মারতেই হবে।
আপনারও প্রোফাইল ছবি ফুলের ছবি, মানে ফুলপ্রেমী আপনিও!! :)
আপনার প্রোফাইল ছবির ফুলটি কি পারুল, না অন্য কোন ফুল?

অনেক অনেক ধন্যবাদ ভাই নতুন নকিব!!

৪৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

একজন সত্যিকার হিমু বলেছেন: বাগানবিলাসী :)

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

কামরুন নাহার বীথি বলেছেন:
হুম বাগানবিলাসীই :) ধন্যবাদ ভাই!!

৫০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

নতুন নকিব বলেছেন:



বাগান নিয়ে লেখা ছড়াটি ভাল লেগেছে জেনে পুলকিত।

আমার ব্লগে আপনার সতর্ক পদচারনায় কৃতার্থ।

আর ফুলপ্রেমী? আমার প্রিয় নবীজী সল্লাল্লাহু আলাইহিস সালাম যে ফুলকে অনেক ভালবাসতেন। সেই জন্য বলতে পারেন আমার ও ফুল প্রিয়।

প্রোফাইল ছবির ফুলটির বাংলা নাম আসলে আমার জানা নেই। ইংলিশে এটিকে Foxglove Biennial – Digitalis বলা হয়।


শুভ কামনা নিরন্তর।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

কামরুন নাহার বীথি বলেছেন:
আমার ব্লগে আপনার সতর্ক পদচারনায় কৃতার্থ। ---- আপনার ব্লগে যাব, এতে সতর্কতার কি হলো আমি ঠিক বুঝলাম না।
আপনি সহব্লগার, যে কোন সময়েই আমি আপনার ব্লগে যেতেই পারি।
তা' ছাড়া নতুন ব্লগারদের শুভেচ্ছা বা স্বাগত জানানো, পুরোনোদের দায়িত্বও (সামাজিক) বটে।

ফুলটার নাম জেনে ভাল লাগল, ধন্যবাদ ভাই!!

৫১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

নতুন নকিব বলেছেন:



প্রতিমন্তব্যে আপ্লুত!

আসলে বলতে চেয়েছি- ব্লগে আপনার যেমন সুন্দর, গোছানো সবকিছু দেখি। তাই আপনার পথচলা, পদচারনায়ও হয়তো তার ছাপ অবশ্যই থাকবে। আসলে আছেও বৈকি! প্রত্যেকটি কথা আপনি গভীরভাবে নেন। সত্যিই ব্যতিক্রমী আপনি।

আপনাদের মত উদারমনারা রয়েছেন বলেই এই প্লাটফরমটাকে ভাল লাগে।

ভাল থাকবেন নিরন্তর।


১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

কামরুন নাহার বীথি বলেছেন:
প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই!!!
ভাল থাকবেন আপনিও!!

৫২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: লাল গোলাপটা দেখে অনেকক্ষণ ধরে ওটার দিকে তাকিয়ে থাকতে হলো। এত সুন্দর! গোলাপীটাও, চন্দ্রমল্লিকাগুলোও।
শ্বেতশুভ্র দোলনচাঁপা আর জুঁইগুলো দেখেও নয়ন জুড়িয়ে গেল!
চায়ের জায়গাটাও খুব সুন্দর। আর অস্তরবির ছবি এবং পাশে মিনারের ছবিটা দেখে স্রষ্টা ও তাঁর সৃষ্টির সৌ্নদর্যের ভাবনা মনটাকে কিছুক্ষণ আচ্ছন্ন করে রাখলো।
সুন্দর এই পোস্টের জন্য পনেরতম প্লাস + + রেখে গেলাম...

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনি এত মনযোগ দিয়ে আমার ফুলগুলো দেখেছেন, সত্যিই আমি আপ্লুত!!!
আর মন্তব্য, এতটা আন্তরিকতার সাথে, অবাক করা!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

৫৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: পুলহ একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট লক্ষ্য করেছেন এবং মন্তব্যে (২৬ নং) সেটার উল্লেখ করেছেন, এজন্য তাকে ধন্যবাদ। এত সুন্দর করে কথাটা বলার জন্য আপনাকেও।
এরকম বাগানে প্রিয়জনকে পাশে নিয়ে কফি খাওয়ার আনন্দ নিশ্চয়ই স্বর্গীয় সুখ দেয় !!! - সায়েদা সোহেলীর এ ভাবনাটা আমারও।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন:
সবার আন্তরিক মন্তব্যই আমার অনুপ্রেরণা!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

৫৪| ০৬ ই মে, ২০২১ সকাল ১১:৫৪

ফুলবানু ব্লগার বলেছেন: খুবই চমৎকার উপস্থাপনা। এবং এমন একটি অসাধারন বাগান করতে পারাটাও সত্যিই ভাগ্যের ব্যাপার। তবে এত সুন্দর বাগান সঠিকভাবে পরিচর্যার জন্য আপনি কি কি ধরনের Garden Tools ব্যবহার করে থাকেন, সেই ব্যাপারেও আমাদের জানালে উপকৃত হব। ধন্যবাদ।

৫৫| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:২০

নিক হোসেন বলেছেন: অনেক সুন্দর আপনার বাগান। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার প্যাকেজিং ম্যাটেরিয়াল লাগলে আমাকে জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.