নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

আমার চন্দ্র মল্লিকাগুলোর সেকাল আর একাল।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭





চন্দ্রমল্লিকা নিয়ে এর আগে লিখেছি। গত বছরে আমি যে চন্দ্রমল্লিকা গাছগুলো কিনেছিলাম, সেগুলো এ বছরে কেমন হলো, আসুন দেখে নেই। গত বছর সবগুলো গাছই টবে ছিল। এবছরে স্থায়ী বেড-এ কিছু গাছ লাগিয়েছি।



গত বছরের এই সুন্দর ফুলটি-------------


এবছরে এমন হয়ে গেছে।


গত বছরের এই হলুদ ফুলটি-------------


এবছরে এমন -------------


গত বছরের এই সাদা ফুলটি-------------



এবছরে এমন হয়ে গেছে।



গত বছরের এই সুন্দর ফুলটি, এ বছরে অল্প দু'চারটে ফুটেছে।


গত বছরের এই হলুদ ফুলটি-------------


এ বছরে একেবারে জঙ্গলে রূপ নিয়েছে।


গত বছরের এই মেরুন রঙের ফুলটি-------------



এ বছরে আমার বাগানের আলো।



এ বছরে এই গাছ দু'টো টবেই আছে, খুব বেশী ভাল হয় নাই।


গত বছরের এই হলুদ স্নোবল ফুলটি-------------


এ বছরে যতই সময় নিয়ে ফুটুক, বলের মত হলো না!


গত বছরের এই গোলাপি স্নোবল ফুলটি-------------


এ বছরে আর তেমন হলো না!


গত বছরের এই হলুদ ফুলটি-------------


এ বছরে ভালই আছে।


এ বছরে শুধু এই একটাই গাছ কিনেছি।


মজার ব্যাপার হচ্ছে, এ বছরে প্রজাপতি, মৌমাছি আর ভ্রমর দিয়ে বাহিত পরাগায়নের কারণে কয়েকটা নতুন রঙের ফুল ফুটেছে আমার মল্লিকা বনে! যে ফুলগাছগুলো গত বছরে আমি কিনিই নাই! :) যেমনঃ-






এই তিনটে--------------!!


আমার গত বছরের মল্লিকা বন!


এ বছরের মল্লিকা বন!


ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৮২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার বাগানের প্রশংশা না করে কোথায় যাই। আর ফুলগুলোও অনেক সুন্দর । এই সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

কামরুন নাহার বীথি বলেছেন:
হুম, সেতো অবশ্যই প্রশংশা না করে কোথায় যাবেন!!! :)
অনেক অনেক ধন্যবাদ ভাই!

২| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চমেৎকার............

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৬

শরতের ছবি বলেছেন: মল্লিকা দেখলে আমিও ভ্রমর হয়ে যাই মনে মনে
নিজেকে পারিনা ধরিয়া রাখিতে ।।

মনে পড়ে গেল সেই গানটি --

আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জল।।
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।।
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা,
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল, এই বেলা তোর শেষ কথা দিস বলি।।

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
ভাই শরতের ছবি, ভাল আছেন?
আমার লেখার প্রথম কথাতেই যে লিংক দিয়েছি, ওটা পড়ে দেখতে পারেন।
অনেক ভাললাগার কথা।
অনেক ধন্যবাদ ভাই!!

৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
বাসার ছাদে খুব সুন্দর ফুলের বাগান!! B:-/

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, বাসার ছাদেই আমার বাগান। ধন্যবাদ ভাই!

৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫১

আমি ইহতিব বলেছেন: চন্দ্র মল্লিকার প্রেমে পড়ে গেলাম আপু। কি দারুন বাগান আপনার!!! ঠিকানা দেন, লাইভ দেখে আসি ;)

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক ধন্যবাদ আপু, অনেকদিন পরে আপনাকে পেলাম।
না না ঠিকানা দেয়া যাবে না আপু, অনেকেই ফুলচুরির হুমকি দিচ্ছে আজকাল। :)

৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৫

পুলহ বলেছেন: ফুল নিয়ে আপনার প্যাশন এপ্রিসিয়েট করার মত।
ভালো লাগলো ঝলমলে, উজ্জ্বল মল্লিকা নিয়ে পোস্ট। এতো রঙ একসাথে দেখা মানেই হলো মনের অন্ধকার কোণে হুড়মুড় করে আলো ঢুকে পড়া...
শুভকামনা জানবেন বীথি আপু

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

কামরুন নাহার বীথি বলেছেন:
এতো রঙ একসাথে দেখা মানেই হলো মনের অন্ধকার কোণে হুড়মুড় করে আলো ঢুকে পড়া... ---------

অসাধারণ মন্তব্যে আমি আপ্লুত!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!

৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ফুল দেখে তো মনে হল ফাগুন চলে এসেছে

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন:
ফাগুন আসি আসি করছে --------

৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

রানা আমান বলেছেন: অপুর্ব সুন্দর ছবি ব্লগ ।

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই!

৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৪

অঞ্জন ঝনঝন বলেছেন: ব্যাপক সৌন্দর্য। সাবধানে রাইখেন। ফুল চুরি করতে চলে আসব :D

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
সাবধানেই রেখেছি, এক্কেবারে মাথার উপরে ছাদে রেখেছি!!!

১০| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

অপুর্ব!!!
বাগানে ফুলের আগুন লেগেছে দেখছি। এবছরেও তার রূপ অনন্য মনে হল। শুধু স্নোবল গুলো একটু বেশিই ডানা মেলেছে! তবুও জেল্লাদার!



ব্লগের ফুলদানিতে সাজিয়ে রাখার মত। তাই প্রিয়তে নিলাম আপু!

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন:
বাগানে ফুলের আগুন লেগেছে দেখছি। এবছরেও তার রূপ অনন্য মনে হল। শুধু স্নোবল গুলো একটু বেশিই ডানা মেলেছে! তবুও জেল্লাদার! ------------
ব্লগের ফুলদানিতে সাজিয়ে রাখার মত। ----------

সব কিছুর জন্য স্পেশাল ধন্যবাদ!!!! :)





১১| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১

নতুন নকিব বলেছেন:



মন মাতানো চোখ ধাধানো
ফুলের মিলন মেলা,
আহ! কি মধুর! হৃদয় দোলে
রূপের হাটের খেলা।

ভাল থাকবেন, বোন।

২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন:

মন মাতানো চোখ ধাধানো
ফুলের মিলন মেলা,
আহ! কি মধুর! হৃদয় দোলে
রূপের হাটের খেলা।
-------

ছড়ায় মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মজার ব্যাপার হচ্ছে, এ বছরে প্রজাপতি, মৌমাছি আর ভ্রমর দিয়ে বাহিত পরাগায়নের কারণে কয়েকটা নতুন রঙের ফুল ফুটেছে আমার মল্লিকা বনে! যে ফুলগাছগুলো গত বছরে আমি কিনিই নাই!



দারুণ তো! সৃষ্টিকর্তা প্রকৃতিতে কত রহস্যময় সৌন্দর্য মানুষের জন্য লুকিয়ে রেখেছেন। আপনার এই অসাধারণ ফুলের কালেকশন দেখে মুগ্ধ হলাম।
ধন্যবাদ বোন কামরুন নাহার।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

কামরুন নাহার বীথি বলেছেন:
সৃষ্টিকর্তা প্রকৃতিতে কত রহস্যময় সৌন্দর্য মানুষের জন্য লুকিয়ে রেখেছেন। -----------

সৃষ্টকর্তার সৃষ্টির রহস্য আমরা কতটুকুই বা জানি!!
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪

ডঃ এম এ আলী বলেছেন: আপনার ছাদ বাগানের ডাগর ডাগর চন্দ্র মল্লি কা ফুল দেখে মনে হল আমরা কত সহজেই না একটি বছর পেরিয়ে এসেছি যেখানে এই মল্লিকা ফুল গুলি ফুটে আছে সেখানে একদিন প্রথম সকালে ঊষা রঙের উর্বশী রোদে লাগিয়ে ছিলেন কিছু নতুন মল্লিকা। আমরা নিশ্চিত ছিলাম সময়ের বেড়া পেরিয়ে আপনার মল্লিকা বনে ফুটবে নতুন ফুল। হল তাই, ধিরে ধিরে বেড়ে উঠা গাছ গুলিতে ফুটেছে বাহারী সব ফুল । ফুল গুলি এত সুন্দর আর এত কাছে, মনে হল হাত বাড়ালেই ছুয়ে দেখা যাবে , ভাগ্যমান হওয়া যাবে মল্লিকা ফুলেদের মতনই ।

অনেক ধন্যবাদ আপনার অনেক প্রয়াসের এই সুন্দর সুন্দর মল্লিকাদের সমারোহ দেখার সুযোগ করে দেয়ার জন্য
ফুলের সাথে ফূলেদের বিবরণ ও হয়েছে চমৎকার ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা আমরা সহজেই একটি বছর পেরিয়েছি, কিন্তু ফুল ফোটাতে অনেক শ্রম, অনেক অপেক্ষা, অনেক টেনশন ব্যয় করতে হয়েছে!!
অনেক অনেক শুভেচ্ছা, আপনার কাছে থেকে এমন মন্তব্যই আশা করা যায়।
ভাল থাকবেন আশা করি!

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহ! চোখ জুড়িয়ে গেল!!!

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!!

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

শামীম সরদার নিশু বলেছেন: মুগ্ধ আমি। ছবিগুলো সংরক্ষ্ণ করে রাখা যাবে কি? অনুমতি দিন :P

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
সংরক্ষণ করতে চাইলে এখানেই প্রিয়তে রাখুন।
প্রিয়তে রেখে জানালে বরং ভালোই লাগে, অনুমতির প্রয়োজন হয় না।

১৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

ভাবুক কবি বলেছেন: ফুলের প্রেমে সব বয়সীরাই পড়ে
প্রেমে পড়েই ফুলকে ছিঁড়ে
যদিও ছেড়াটা ঠিক নয়,
ফুলগুলো সর্বদাই মায়াময়।

আমিও আপনার ফুলের বাগানের প্রেমে পড়লাম।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৭

কামরুন নাহার বীথি বলেছেন:
ভাল বলেছেন। আমি কোথাও থেকে কখনও কোন ফুল ছিঁড়ি না।
নিজের বাগানেতো নয়ই।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে!

১৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: আহ্ ,দারুণ এবং +।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৮

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ দাদা!

১৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

নেক্সাস বলেছেন: নাহার আপা ফুল চাষের উপর ট্রেইনিং নিতে হবে আপনার কাছে

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন:
ট্রেনিং -এর কি শেষ আছে ভাই।
আমিতো অনেকের কাছেই প্রয়োজনে জেনে নেই।

অনেক ধন্যবাদ।

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: এই পোষ্ট দেখতে আমার এতো দেরী হইলো ক্যান সেইটা আগে কন :D

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: আপনিতো যেখানে চা খেতে আর গল্প করতে বসেন, সেখানেই হারিয়ে যান।
তাইতো দেরী করে ফেলেছেন! :)

২০| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: এক বস্তা হিংসা রেখে গেলাম আপনার পোষ্টে

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
কী হিংসুটে রে ভাই!!! আমি কি আপনার পোষ্ট-এ কখনো হিংসে করেছি!!!
আমি অহিংস!!! ;)

২১| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সাহসী সন্তান বলেছেন: পোস্টটা দেখে যা বুঝলাম- 'গত বছরের তুলনায় কিছু ফুলের উন্নতি হইছে, আর কিছুর হইছে অবনতি!' কিন্তু এই অবনতির ব্যাপারটা স্রেফ প্রকৃতির খাম-খেয়ালীপনার কারণে ঘটেছে, নাকি যথাযথ কর্তৃপক্ষের দ্বায়িত্ব অবহেলার কারণে ঘটেছে; বিষয়টা খতিয়ে দেখা দরকার! ;)

আর সেজন্য অবশ্যই একটা অস্থায়ী তদন্ত কমিটি গঠন করা হইবেক! সাবধানে থাইকেন! তদন্তে যদি কোন রকমভাবে দ্বায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাইলে কিন্তু বড়'পা-ছোট'পা, কাউরেই ছাড় দেওয়া হইবেক না! সর্বনিম্ন শাস্তি- 'ছয় মাসের ফাঁসি সহ, তেত্রিশ হাজার ফাঁসি জরিমানা!' :P

কারণ, এই সম্পদটা এখন আর আপনার একার নয়! বরং আমাদের সবার! আর আমি বেঁচে থাকতে সেই সম্পদকে কোনদিনও নষ্ট হতে দেবো না (ব্যাক গ্রাউন্ডে বাংলা সিনেমার মিউজিক বাঁজবে)! ;)

চমৎকার পোস্টে ভাল লাগা! শুভ কামনা আপু!

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২

কামরুন নাহার বীথি বলেছেন:
কিছু ফুলের অবনতি আমাকে কী যে কষ্টে ফেলেছে, আর আপনি এলেন তদন্ত করতে।
তদন্ত করে কারণটা বের করলেতো আমারই ভাল হয়! হোকনা আমার ফাঁসি অথবা জরিমানা!! ;)

কারণ, এই সম্পদটা এখন আর আপনার একার নয়! বরং আমাদের সবার! আর আমি বেঁচে থাকতে সেই সম্পদকে কোনদিনও নষ্ট হতে দেবো না (ব্যাক গ্রাউন্ডে বাংলা সিনেমার মিউজিক বাঁজবে)! ;) ----

নিজের সম্পদ রক্ষা করার ঘোষণা দিতে, ব্যাকগ্রাউন্ড -এ বাংলা সিনেমার মিউজিক বাজাতে হয় নাকি?? ;)
জানতাম নাতো!! কালে কালে আরো কত যে শিখব!!! ;)

তারপরেও একবস্তা শুভেচ্ছা নিয়ে যাবেন!!

২২| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: অসাধারন ছবি, ফুল!! আপনার ধৈর্যেরও প্রশংসা করতে হবে...!

কিন্তু ফুল গুলো রং পরিবর্তন হলো কেন?!

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৯

কামরুন নাহার বীথি বলেছেন:
ধৈর্য বা সহিষ্ণুতা না থাকলে কোনদিন কি ভাল কিছু পাওয়া যায়?
আপনার প্রশ্নের জবাব - ওই যে পরাগায়ন।

অনেক ভাল থাকবেন!

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,



ও আমার চন্দ্রমল্লিকা বুঝি
চন্দ্র দেখেছে
যেন কোন শুক্লাপঞ্চমী চোখে
স্বপ্ন এঁকেছে ।
তার সবুজ পাতা দোলে
কার অবুঝ হিয়া ভোলে
তার অঙ্গ ভঙ্গীমায় বাতাস
ছন্দ রেখেছে ।


রঙের বাহারে বাহারে চন্দ্রমল্লিকাগুলো যেন এমন করেই সুর তুলে গেলো মনে, চোখে এঁকে গেলো স্বপ্ন ..........

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার এই সুরেলা গানের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
আপনার কাছে থেকে এমন মন্তব্য পাওয়া চাট্টিখানি কথা নয়!! :)

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনার যত্ন আত্তি পেয়ে চন্দ্র মল্লিকা গুলো মন খোলে হাসছে ;)

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা, যত্ন - আত্তি না করলে কি আর ভাল কিছু পাওয়া যায়? ধন্যবাদ ভাই!

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর আপনার মল্লিকা বন। কিন্তু গতবছরের ফুল এই বছর এমন বদলে গেল কেন বুঝলাম না। তবে যেমনই হোক সুন্দর। ফুল মানেই সুন্দর। আপনার হাতের পরশে ওরা হয়ে উঠেছে আরও অনন্যা।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: এমনটাই হয় আপু, নার্সারি থেকে কেনার সময় যে রঙ থাকে, পরাগায়নের ফলে অন্য রঙ, মাঝে মাঝে শেডও হয়ে যেতে পারে।
অজস্র শুভেচ্ছা আপু!

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম।। প্রয়োজন হলেই " সেই ছোটবেলার" মত চুরি করে গিন্নী তথা আপনজনদের উপহার দেব।। অন্যায় হবে না তো??

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন:
ব্লগে যখন একবার দিয়েই দিয়েছি, এখন এগুলো সবার! :)
আর প্রিয়তে রাখলে প্রয়োজন হলেই উপহার দিতে পারছেন।
সব সময় আমার কাছে চাইলেতো আর পাচ্ছেন না। ভালই বুদ্ধি করেছেন!!
তা" ফুল কেনার টাকাটাতো আমিই বাঁচিয়ে দিলাম, আমার উপহার কই??? ;)

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৯

সোহানী বলেছেন: হাহহাহা সাবধান যেভাবে ফুল চোরদের আনাগোনা ব্লগে বেড়েছে............

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:
তাইতো দেখছি আপু। :) শুধু এক রকমের ফুল পোষ্ট করেছি তাই এই অবস্থা, বাকিগুলো পোষ্ট করলে ------- :)

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৭

আমি মাধবীলতা বলেছেন: কী ভীষণ সুন্দর আপু !!! মুগ্ধ মুগ্ধ মুগ্ধ !!!! ভাবছি সত্যিই একদিন চলে আসবো ট্রেনিং নিতে... একেকটা ছবি কী পরিমাণ প্রাণবন্ত !!

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: আমি মাধবীলতা , কী সুন্দর নামটা আপু!! আমার প্রিয় একটা ফুলের নাম।
তাই আমার মাধবীলতা রইল আপনার জন্য!!



২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৯

জীবন সাগর বলেছেন: ছবি গুলো সুন্দর।


১৪ ফেব্রুয়ারির অগ্রিম শুভেচ্ছা

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

কামরুন নাহার বীথি বলেছেন:
একেবারে ১৪ই ফেব্রুয়ারি!!! তখন বসন্তও এসে যাবে।
আমার পক্ষ থেকে তাই বাসন্তী শুভেচ্ছা!!!

৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

জুন বলেছেন: যখন ফুটেছে কলি আমার মল্লিকা বনে :)
আপনার অসাধারন সৌন্দর্যময় বাগান দেখে এ গানটির কথাই মনে হলো কামরুন্নাহার বিথী ।
এত তরতাজা রেখেছেন কি করে ? আমার এত উচু তলায় বসবাস তারপর ও ধুলোর অত্যাচারে বারান্দার গাছগুলো শ্রীহীন অবস্থায়
:(
ব্লগারদের মাঝে সুন্দর বাগান করার প্রতিযোগীতা থাকলে আপনি নিঃসন্দেহে স্বর্নজয়ী হতেন :)
ভালোলাগা রইলো অনেক
+

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, কবিগুরুর সেই কালজয়ী গান!!!!
এর আগেকার মল্লিকা বনে লিখেছিলাম এটি, লিংক - এ আছে। :)

আপু, আমার বাসার বারান্দার গাছ গুলোতে ধুলো পড়ে, তবে ছাদ -এ তেমন না।
মেইন রোড -এর সামনে নয়, তাই হয়তো।

ব্লগের স্বর্নজয়ী হতে হবে না আপু, আমি আপনাদের মনের স্বর্নজয়ী!!!
অনেক অনেক ধন্যবাদ আপু!!

৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

শামীম সরদার নিশু বলেছেন: প্রিয়তে রেখেই দিলাম, আজকের পোস্টের অপেক্ষায়........

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

কামরুন নাহার বীথি বলেছেন:
প্রতিদিন পোষ্ট দেয়া------- সেটা আমার পক্ষে সম্ভব নয় ভাই, যদিও আরো অনেক অনেক ফুল আপনাদের দেখানো হয়নি।
প্রিয়তে রাখার জন্য অনেক অনেক শুভেচ্ছা!!!

৩২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

সাহসী সন্তান বলেছেন: শুভেচ্ছাও যে বস্তা ভইরা দেওয়া যায়, সেইটাও তো আজকা আমি প্রথম জানলাম! সুতরাং কালে কালে আমিও বা কম শিখছি কিসে? আর ব্যাক গ্রাউন্ডে বাংলা সিনেমার গানটা বাজানো হবে মূলত ইমোশনাল সৃষ্টি করার উদ্দেশ্যেই আর্কি! ;)

মানে চন্দ্রমল্লিকারে যে আমি ঠিক কতটা ভালোবাসি, সেটাই হইলো এর প্রধান উদ্দেশ্য! তবে এই তদন্তের ঘোষনাটা যে স্রেফ রাজনৈতিক নেতাদের মত কেবল ঘোষনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এমনটা ভাবলে কিন্তু আপনি ভুল করবেন আপুনিমনিতা! :P

বরং আমি কেবল এখন অপেক্ষা কইরা আছি একজন বিশেষ মেহমানের আগমন বার্তা পাওয়ার আশায়! যার এই পৃথিবীতে আগমন হওয়া মাত্রই তখন পূর্ণ উদ্দ্যোমে শুরু হয়ে যাবে তদন্তের কাজ! ইয়ে মানে দল ভারি করতে হইবে তো!

কেননা প্রতিপক্ষ যখন প্রবল শক্তিশালী হয়, তখন এই মূহুর্ত্বে আমার সাপোর্টের জন্য এমন কাউকে দরকার; যে কোন ধরনের বাঁধা বিপত্তি ছাড়াই খুব সহজে শত্রু শিবিরের ব্যুহ ভেদ করতে পারবে! আর তার আগমনটা এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র! সো বি কেয়ার ফুল..... :)

২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

কামরুন নাহার বীথি বলেছেন:
শুভেচ্ছাও যে বস্তা ভইরা দেওয়া যায়, সেইটাও তো আজকা আমি প্রথম জানলাম! সুতরাং কালে কালে আমিও বা কম শিখছি কিসে? আর ব্যাক গ্রাউন্ডে বাংলা সিনেমার গানটা বাজানো হবে মূলত ইমোশনাল সৃষ্টি করার উদ্দেশ্যেই আর্কি! ;)
---

তাহলে আমাদের এখন হীরক রাজার মতই বলতে হবে-------------

জানার কোন শেষ নাই,
জানার চেষ্টা বৃথা তাই।


বরং আমি কেবল এখন অপেক্ষা কইরা আছি একজন বিশেষ মেহমানের আগমন বার্তা পাওয়ার আশায়! যার এই পৃথিবীতে আগমন হওয়া মাত্রই তখন পূর্ণ উদ্দ্যোমে শুরু হয়ে যাবে তদন্তের কাজ! ইয়ে মানে দল ভারি করতে হইবে তো! ----

তদন্তে যদি আমার ফাঁসিই হয়, তাহলে আপনার দল ভারী করে লাভ হবে কি?
কার বিরুদ্ধে লড়বেন, ভেবেছেন কিছু? ;)

৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

খায়রুল আহসান বলেছেন: অপূর্ব, অসাধারণ আপনার চন্দ্রমল্লিকা বীথিকা। চোখ জুড়িয়ে যায়। কিছু ফুল গত বছরের গুলো ভাল, বেশীরভাগ এ বছরের। বিশেষ করে গত বছরের হলুদ স্নো বল ফুলজোড়া খুব সুন্দর ছিল।
পোস্টে প্লাস + +

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার এই আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!

৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

সামিয়া বলেছেন: অনেক ভাললাগছে আপি।। প্রিয়তে নিলাম।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, এক্কেবারে প্রিয়তে ------

৩৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯

বিলিয়ার রহমান বলেছেন: মাঘের বিকেলে আপনার বাগানে(ভার্চুয়াল বাগানে) ঘুরে আসার পর মনটা ফ্রেস লাগছে!:)


আমার পক্ষ থেকে এই পোস্টে লাইক!:)

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, আমার বাগানে ঘুরলে মন, মাথা সব ফ্রেশ হয়ে যায়।
আপনার কিছু কি মনে পড়ছে, না মেমোরিও ফ্রেশ হয়ে গেছে?
( জাষ্ট জোক)

অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

৩৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

প্রামানিক বলেছেন: ফুলের রানীর ফুল বাগানে
ফুটছে কত ফুল
নাম জানি না তাই তো আমি
করছি শত ভুল।

ছাদের পরে বাগান হলেও
দেখতে চমৎকার
একবার গেলে সেই বাগানে
যাবেন বারংবার।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, এখনও বলতে পারেন ফুলের রাণী!!! :)
অনেক রকমের ফুলই ফুটেছে, আজ শুধু চন্দ্র মল্লিকাই পোষ্ট করেছি।

দেরীতে হলেও আপনার ছন্দে ভরা মন্তব্য পেয়ে সত্যি আমি আনন্দিত!!
অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!!

৩৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

প্রামানিক বলেছেন: ফুলের রানীর ফুল বাগানে
ফুটছে কত ফুল
নাম জানি না তাই তো আমি
করছি শত ভুল।

ছাদের পরে বাগান হলেও
দেখতে চমৎকার
একবার গেলে সেই বাগানে
চোখ ফেরে না আর।

২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন:

৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন:

৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০১

কামরুন নাহার বীথি বলেছেন:

৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭

গেম চেঞ্জার বলেছেন: জাস্ট অ্যামাজিং!

মুগ্ধ হলাম!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:


এতক্ষণে অরিন্দম -----------------!!! ভাল লেগেছেতো? অনেক ধন্যবাদ!!!

৪০| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

অতঃপর হৃদয় বলেছেন: ফুল আমার খুব প্রিয়। আমিও বাগান করেছিলাম, সব নষ্ট হয়ে গেছে। আবার বাগান করতে হবে।

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৫

কামরুন নাহার বীথি বলেছেন:
আবার নতুন করে বাগান করুন।
বাগান থাকলে মন ভাল থাকে।

৪১| ১৪ ই মে, ২০১৭ রাত ১:১৮

সচেতনহ্যাপী বলেছেন: কোথায় আপনি!!

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:
খুঁজে পাননি আমাকে? এইতো আছি!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.