নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

রাঙামাটি থেকে কাপ্তাই!

৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২




প্রথম পর্বঃ কাপ্তাই লেক-এ নৌভ্রমণ --------

পরদিন সকালে ঘুম থেকে উঠেই গোসল সেরে রেডি হয়ে নিলাম। সারাদিন ঘোরাঘুরি শেষে, রাতের বাসে ঢাকায় ফিরতে হবে, এমনই প্রোগ্রাম! নাস্তা সেরে সবাই বেরিয়ে এলাম হোটেল থেকে, আজকের গন্তব্য কাপ্তাই। সেই ঘাটে দু’টো নৌকা বাঁধা। একসময় যাত্রা শুরু হলো আমাদের। আজকেই শেষ দিন তাই নৌকাতে গল্পসল্প খুব বেশী চলছিল, চলছিল কত্ত রকমের ছবি তোলা।

দুই ঘন্টার মত সময় লাগলো আমাদের কাপ্তাই পৌছাতে। কাপ্তাই ঘাটে এসে আমার" চক্ষু দু'টি ছানাবড়া, মুখখানি মোর হাঁড়ি"----!!! নামা সে আরেক জ্বালা। এত নৌকা জমে আছে ঘাটে, আমাদের নৌকা ঘাট পেল না। আমরা নৌকা থেকে নেমে আরেক নৌকায়, তারপর আরেক নৌকায়, তারপরে আরেক নৌকায়----- এভাবে ৩/৪টা নৌকা পেরিয়ে ঘাটে এলাম। ঘাটে নেমে অবাক হবার পালা, চারিদিকের সব মানুষের চেহারা, ভাষা অন্যরকম। আমরা যেন এখানে পরদেশী! ঘাট থেকে কিছুদূর হেঁটে একটা হোটেলে উঠলাম আমরা। ফ্রেশ হয়ে, সবার ব্যাগ রেখে ঘুরতে বের হব আমরা। গ্রুপ ক্যাপ্টেন জানালেন, “কাপ্তাইতে কোথাও একটা ঝর্ণা আছে, গাইড সাথে নিয়ে খুঁজে যেতে হবে। ওখানে যারা যেতে চান না, তারা নেভি পার্ক দেখতে যেতে পারেন। খুব ভাল লাগবে। ঝর্ণা দল আর নেভি পার্ক দল একসাথে হয়ে আমরা দুপুরের খাবার খাব। এর পরের স্পট রাসেল পার্ক দেখা।“


নৌকা ছাড়ার সাথে সাথেই আড্ডা শুরু, আজকেই নৌভ্রমণের শেষ দিন।




কত যে পোজ নিয়ে ছবি ওঠা!!! :)





লেক-এর এমন রূপ আবার কবে দেখা হবে, আদৌ হবে কী না কে জানে!!


দূরের কোন পাহাড়ে বৃষ্টি নেমেছে!


ছোট ছোট এমন দ্বীপে বাস করে অনেকেই!


এক সময় কাপ্তাই চলে এলাম, দেখা যাচ্ছে কাপ্তাই ঘাট।


ঘাটের পাশেই হাট বসেছে!


আমরা গেলাম নেভি পার্ক দেখতে। এডভেঞ্চার প্রিয় আরেক দল গেল ঝর্ণা আবিষ্কার করতে!! ছোট ছোট সবুজ পাহাড়ের টিলা, মাঝে মাঝেই ছোট ছোট লেক। ছোট সেই লেক-এর সাথে মূল লেক-এর সংযোগ আছে। ঢুকেই হারিয়ে গেলাম সবুজ অরণ্যে। দু’চোখ ভরে শুধুই দেখলাম কিছুক্ষণ, তারপরে ক্যামেরা হাতে নিলাম! দলের কেউ কেউ কোনদিকে গেল, কে জানে! ছো্ট ছোট প্রমোদ তরী, স্পীড বোটে মূল লেকে বেড়ানোর ব্যবস্থাও আছে। আরো যে কত কী আছে, অত কিছু দেখার সময় কৈ। ভিতরেই বাংলা কলা আর দেশী পেয়ারা কিনে সবাই খেলাম। আমি এক কাপ কফিও খেলাম। লাঞ্চ-এর আগেই ফেরার প্রোগ্রাম আছে, তাই তাড়াতাড়িই ফিরতে হলো।



এভাবে সবুজের মাঝে আঁকাবাঁকা পথ চলে গেছে নেভি পার্কের ভেতরে!!




আমাদের দল চলেছে ঐ টিলার উপরে কি আছে দেখতে।



ওই টিলার উপর থেকে এমন দেখা যাচ্ছে পার্কের লেক এবং মূল কাপ্তাই লেক।



প্রশান্তি নিয়ে সবার ফিরে আসা।





পার্কের ভিতরে এমনই সুন্দর সুন্দর স্পট।



বনচয় কুটিরে দলের কয়েক জনের আবারও পোজ দেয়া।


রাস্তার পাশে থেকে তোলা। এইসব নৌযানেই লেকে ভ্রমণ করা হয়।


এই স্পটটি জাহাজ আকৃতির, নিচে বয়ে চলেছে শান্ত পানির লেক। খুব ভাল লেগেছে আমার। বাকিটা সময় আমি এখানেই কাটিয়েছি, দলছুট হয়ে। অনেক অনেক ছবি তুলেছি এখান থেকেই!!






ওখানে দাঁড়িয়েই তোলা এই ছবিগুলো।


এখান থেকে বেরিয়ে, দুপুরের খাবার খেয়ে সবাই রওয়ানা হলাম রাসেল পার্কের দিকে। আজ আর নয়। ওখানে বেড়ানোর ছবি আরেকদিন হবে -------------



ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৭১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

ফটোডিক্টেড বলেছেন: চমৎকার সব ছবি। কিন্তু ঝরণার ছবি তো পেলাম না! আপনি কি নেভি পার্কের দলে ছিলেন নাকি আপু।

শুভেচ্ছা নিবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬

কামরুন নাহার বীথি বলেছেন:
ঠিক ধরেছেন আপনি, আমি নেভি পার্কের দলে ছিলাম।
আর তাই ঝর্ণার ছবি দিতে পারলাম না।
তবে এই ট্রিপে ঝর্ণা দেখেছি।
আপনি দেখতে চাইলে প্রথম পর্বের লিংকে ক্লিক করুন।

শুভেচ্ছা নিবেন।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৭

সুমন কর বলেছেন: নেভি পার্ক ও রাসেল পার্কে যেতে পারিনি.....!!

পোস্ট দারুণ লাগল। +।

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭

কামরুন নাহার বীথি বলেছেন:
সমস্যাতো নাই, আবার যাবেন!! :)
প্লাস-এর জন্য ধন্যবাদ দাদা!!!

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩১

প্রামানিক বলেছেন: বনচয় কুঠিরের সামনে বোতল হাতে চিনি চিনি মনে হচ্ছে।
আপনার সাথে আমিও কাপ্তাই লেক ঘুরে এলাম। ধন্যবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১১

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনিতো পুরোনো পাপী, :) অনেককেই আপনার চেনা চেনা মনে হবে!! :)
চলুন এভাবে দলের সাথে কোথাও ঘুরে আসি!!!

কামাল ভাই হবেন ক্যাপ্টেন!!! :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২

ধ্রুবক আলো বলেছেন: যাবো ঘুরতে একদিন, অসাধারন দৃশ্যায়ন সব ছবি দেখে ভ্রমনের লোভ টা বেড়ে গেলো!!

পোষ্ট খুব ভালো লাগলো+++।
শুভ কামনা রইলো...

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫

কামরুন নাহার বীথি বলেছেন:
অবশ্যই যাবেন। আমাদের নিজের দেশটাই যে কত সুন্দর, দেখা হয় না।

ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে।
শুভকামনা, ভাল থাকবেন!!

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

জুন বলেছেন: অপুর্ব ছবি সাথে তেমনি বর্ননা কামরুন্নাহার বিথী। খুব ভালোলাগলো সেই চিরচেনা পথটিকে।
ভালো থাকুন আর এমন সুন্দর ছবি ব্লগ উপহার দিন :)
+

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপু, আপনার কোন কিছুই দেখা বাকি নেই!!!
আবার নতুন করে আমার ক্যামেরার চোখে দেখুন।

আপু ভাল থাকবেন!!!

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও কি সুন্দর ছবি সব আর নিপুন বর্ননা। আসলে আপুনি তোমার জুরি নেই। ভাল লাগল তাই হাজারো বার ধন্যবাদ তোমার এই চোখদিয়ে এত সুন্দরতম কিছু দেখানোর জন্য।

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন:
আসলেই ছবিগুলো খুব সুন্দর!!!!
কিন্তু ছবির চেয়ে প্রকৃতি আরো আরো সুন্দর!!!
চোখ ফেরানো যায়না!!!

আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!!

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

পথহারা মানব বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!!!
মুগ্ধতা!!!!!!!!!!!!!!!!!!!!!
কিছু ছবির থেকেতো দৃষ্টি ফেরানো যায় না!!!!!!!!!!!!!!!

হানিমুন পয়েন্টের জন্য বনকুটিরটা কেমন হয়, বলুনতো সাসের আপুমনিতা ;)

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

কামরুন নাহার বীথি বলেছেন:
কোন কোন ছবি থেকে চোখ ফেরানো যায় না বলছেন, সাস -এর পিরিয় বন্ধুতা!!!
খুব ভাল লাগে, যখন আপনাদের মত ব্লগারের মন্তব্য পাই!!
অনেক ধন্যবাদ ভাই!!!

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

রাতু০১ বলেছেন: পোষ্ট খুব ভালো লাগলো+

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই রাতু!!! ভাল থাকবেন!!

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩

পথহারা মানব বলেছেন: কি করে বলি কোনটা কোনটা ভাল লেগেছে, ছবির নাম্বার যে দেন নি সাসের সোনামনিতা ;)
সাস -এর পিরিয় বন্ধুতা!!!
কস্মিনকালেও না.....তবে ঐ সময়টা ছাড়া যখন মনে পড়ে কেঊ একজন ছলা কলার পাখা মেলে আমাদের কাছ থেকে তেল ময়দা চিনি নিয়েও একাএকা সমস্ত পিঠাগুলোর জীবনাবসন করিয়াছেন, আর অন্যসময় X(( X((

৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:
যখন মনে পড়ে কেঊ একজন ছলা কলার পাখা মেলে আমাদের কাছ থেকে তেল ময়দা চিনি নিয়েও একাএকা সমস্ত পিঠাগুলোর জীবনাবসন করিয়াছেন, আর অন্যসময়------

তা' কে কি এনেছিলেন শুনি!!! যত্ত সব গালগপ্প!!! X( X( X(

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

আমি ইহতিব বলেছেন: দারুন সব ছবি দিয়ে লোভ লাগিয়ে দিলেন আপু। কবে যে যেতে পারবো আল্লাহ্‌ জানেন।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১

কামরুন নাহার বীথি বলেছেন:
আপু, ইচ্ছে থাকলেই হুট করে চলে যাওয়া হয়ে যায় একদিন!!!
ভাল থাকবেন!!!

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:

ভালো লাগলো । B-)

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
স্বপ্নের ফেরিওয়ালা ভাই, ভাল আছেন আপনি?
অনেকদিন কথা হয় না!!

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ১২ তম হইছি সাগর কলা দেন :)

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন:
নরসিংদীর মানুষতো সাগরকলা ছাড়া আর কিছু বোঝে না!!!

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: এমন ছবিগুলোর প্রেমে পড়েই তো ঘরের প্রেম হারাইলাম ;)

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
হুম্ম, সার্থক জনম মোদের জন্মেছি এই দেশে!!
তবে ঘরের প্রেম আপনার কখনই হারাবে না!!
চাইলেই সন্যাসব্রত পালন করতে পারবেন না!!
দেশ দেখবেন, আমাদের দেখাবেন, সেইতো আমাদের চাওয়া!!

ওহহো আপনার জন্য সাগরকলা!! :)

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঝরঝরে ভ্রমন পোস্ট।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!!!

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: কলার রং দেখে মনে হচ্ছে ফর্মালিন মেশানো :D

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

কামরুন নাহার বীথি বলেছেন:
এক ঘন্টা আপেল সিডার ভিনেগারে কলা ডুবিয়ে রাখুন!!
সিংক ভর্তি পানিতে এক টেবিল চামচ ভিনেগার মেশান!
তারপরে কলাগুলো ডুবিয়ে রেখে, ঘুমিয়ে যান!!
ঘুম থেকে উঠে ভালভাবে দাঁত ব্রাশ করে, তারপর কলা ভক্ষন করুন!!! :)
এতে হার্ট কখনও নরবরে হবে না, আপনি নির্ভয়ে দেশে-বিদেশে ঘুরে বেড়াতে পারবেন!!!

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

এডওয়ার্ড মায়া বলেছেন: দারুন সব মুগ্ধ ছবি ।
ছবির প্রতি এত্ত গুলা হিংসা ।ছবিতে সৌন্দর্য বেশি ছিল ।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
ছবিতে সৌন্দর্য বেশী ছিল, এই অভিযোগে আপনি ছবির প্রতি হিংসা পোষন করছেন!!
হায় হায়, কাদের জন্য আমি এত্ত এত্ত ছবি তুলে ব্লগে পোষ্ট করি!! :(

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলো সত্যিই অসাধারণ সুন্দর। 'বনকুটির' দেখে মন ভরে গেল। মনে হচ্ছে, এখানে এক দিন থাকলে একদিন স্বর্গে থাকা হবে। আপনার ছবি তোলার হাত খুব ভালো।

ধন্যবাদ বোন কামরুন নাহার।

৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা ভাই, 'বনকুটির' দেখে আমারও খুব ভাল লেগেছিল আর এমনটাই মনে হয়েছিল।
কিন্তু আমাদেরতো কোন আর্মিম্যান নেই, তাই ওখানে থাকার অধিকার নেই!!

ছবির প্রশংসা করছেন আপনি, অনেক অনেক ধন্যবাদ ভাই!!

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো দেখছি ভালো কবিরাজী চিকিৎসাও জানেন বটে! :-B

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

কামরুন নাহার বীথি বলেছেন:
কবিরাজী কোথায় হলো, এখন এমনটাই সবাই করেতো ---------- :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন:
তবে ভাবছি কবিরাজি চিকিৎসা শুরু করব। খারাপ হবে না। ;)

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬

আখেনাটেন বলেছেন: ২০১০ এ এই পথে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছিল। এক কথায় অসাধারণ। আর আপনার ছবি ও বর্ণনা বেশ উপভোগ্য।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

কামরুন নাহার বীথি বলেছেন:
২০১০ থেকে নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়েছে, বেড়েছে আরো সৌন্দর্য।
দেশে থাকলে আবার যেয়ে ঘুরে আসুন, ভাল লাগবে।

ধন্যবাদ অনেক!!

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,




প্রকৃতির সব ছবিই খুব ভালো লেগেছে । দলছুট হয়ে আমারও ইচ্ছে করে ঐ প্রকৃতি আর জলের মাঝে হারিয়ে যেতে ।
যদিও --- কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা , মনে মনে .............................

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:
দলছুট হয়ে ভুল করিনি তাহলে বলছেন?
আসলেই প্রকৃতির কোন তুলনা হয় না, প্রকৃতির মাঝ হারিয়ে যেতে নেই মানা!!

আপনার আন্তরিক মন্তব্যেরও তুলনা হয় না।
ভাল থাকবেন!!

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: ওয়াও আপা মন ভরে গেল ছবি দেখে।

আরেকবার গেলে আমাকে আওয়াজ দিয়েন।

আর এত্ত বড় করে ছবি কিভাবে দিলেন ইনবক্সে শিখিয়ে দিয়েন তো আপা।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
তুমি থাক নাইজেরিয়া, তোমার কাছে আমার আওয়াজ পৌছাবে? :)
তুমি একবার বর্ষায় চলে আস, ঘুরব। বর্ষায় পার্বত্য চট্টগ্রাম আর সিলেট অপূর্ব!!!
তুমি আমার সিলেটের লেখাগুলো পড়ে দেখতে পার, ভাল লাগবে।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

সাহসী সন্তান বলেছেন: জায়গাটা বেশ পরিচিত! আমার আবার এই ধরনের স্থান গুলোতে একা একা ঘুরঘুর করতে বেশ ভাল লাগে! আপনার ছবি এবং বর্ননা খুব সুন্দর হইছে!

চমৎকার পোস্টে ভাল লাগা! শুভ কামনা আপু!

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭

কামরুন নাহার বীথি বলেছেন:
আমরা দল ধরে ঘুরলাম, আর আপনার একা একা ঘুরতে ভাল লাগে!!! :-<
যা হোক, ভাল লাগাটা একান্তই নিজের।
পরিচিত ছবিগুলোও কি একঘেয়ে লাগছে??

২৩| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: এই বর্ষায় আসার ইচ্ছা আছে। দেখি কি হয়।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

কামরুন নাহার বীথি বলেছেন:
আসার আগেই জানিও।
আমি সিলেটে নিজেরাই ঘুরেছি, পারিবারিক ভ্রমণ।
কাপ্তাই, রাঙামাটি গ্রুপের সাথে গিয়েছিলাম।

দু'টোই অবশ্য এনজয় করেছি।

২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

সাহসী সন্তান বলেছেন: ছবি তো ছবিই! সুতরাং সেইটা দেখে আর এক ঘেয়ে লাগার কি আছে? তাছাড়া ভাল জিনিস বার বার দেখার মধ্যেও এক ধরনের আরাম কাজ করে! আর আপনার ছবি উঠানোর হাত এমনিতেই খুব ভাল! যার জন্য ছবি গুলো দেখতে একটুও এক ঘেয়ে লাগেনি, বরং খুব ভাল্লাগছে!

আমারও অবশ্য ঘুরতে ভাল লাগে! তবে সঙ্গী হিসাবে অতিরিক্ত মানুষের সংস্পর্শটা ভাল লাগার পরিবর্তে বরং বিরক্তির সৃষ্টি করে! যার জন্যই বেশির ভাগ ক্ষেত্রেই একা একাই ঘোরাঘুরি করি! যদিও বা কখনো সখনো সাথে হয়তো এক/দু'জন জুঠেও যায়! তবে সেই দু'একজন এতটাই স্পেশাল যে, তারা সাথে থাকলে আবার ভাল লাগাটা তখন দ্বি-গুণ হয়ে যায়!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন:
আমার ছবির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!!

আমারও অবশ্য ঘুরতে ভাল লাগে! তবে সঙ্গী হিসাবে অতিরিক্ত মানুষের সংস্পর্শটা ভাল লাগার পরিবর্তে বরং বিরক্তির সৃষ্টি করে! যার জন্যই বেশির ভাগ ক্ষেত্রেই একা একাই ঘোরাঘুরি করি! যদিও বা কখনো সখনো সাথে হয়তো এক/দু'জন জুঠেও যায়! তবে সেই দু'একজন এতটাই স্পেশাল যে, তারা সাথে থাকলে আবার ভাল লাগাটা তখন দ্বি-গুণ হয়ে যায়! ---

যারা বিবাহিত, তারা সাধারণত ঘুরতে যাবার সুযোগ এলে একা যায় না!!
আমিও একা যাইনি, শুধু আমি কেন আরো অনেকেই একা যায়নি।
তাই দল ধরে হলেও আমাদের আনন্দটা কিছু কম হয়ে যায়নি!!

ভাল লাগল আবারও মন্তব্যের জন্য।
অনেক অনেক শুভেচ্ছা!!

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: প্রকৃতির এই অপার দান,এখানে অনুপস্থিত।। অপূর্ব সব সবুজ!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন:
তাই? :( আপনি যেন কোথায় আছেন? ভুলে গেছি ভাই।
আমাদের দেশটা আসলেই সুন্দর, সবুজ বাংলা!!!
কোন কিছুই মানুষের তৈরী নয়, সবই আল্লাহ্‌র দান!!!

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগে এসে ফ্রি কাপ্তাই ভ্রমণ করলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন:
হা হা হা ----ব্লগে টাকা-পয়সা নেবার যে কোন ব্যবস্থা নাই, না হলে------------ :)

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

শোভন শামস বলেছেন: সুন্দর ভাবে লিখা আর ছবির দিয়ে সাজানো চমৎকার উপস্থাপনা, ভাল লেগেছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

কামরুন নাহার বীথি বলেছেন:
আন্তরিক এই মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই!!
ভাল থাকবেন, সাথেই থাকবেন!

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই কিছু টোটকার আবিস্কারক, ওনার কাছ থেকে রেসিপি নিতে পারেন আপু :D

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

কামরুন নাহার বীথি বলেছেন:
হা হা হা, এই মুরুব্বী ভাইকে সাথে নেব?
ভাল বুদ্ধি দিয়েছেন, পশার ভাল জমবে।
এন এক্সপার্ট ফিজিসিয়ান!!! :)

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

খোলা মনের কথা বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই কিছু টোটকার আবিস্কারক, ওনার কাছ থেকে রেসিপি নিতে পারেন আপু :D হেনা ভাই হাগড়া শাকের সালুনের রেসিপি ও উপকারীতা জানে পারলে ওটাও শিখে নিয়েন। একদিন খেলে আজীবন মনে থাকবে :D :D :D

ছবিগুলো দারুণ হয়েছে আপু। বেশ উপভোগ করেছেন বুঝতে পারলাম...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:
হা হা হা ------- ভাল বলেছেন!!! =p~ =p~ =p~

হ্যা, ভাই বাইরে গেলে বেড়ানোটা সত্যিই উপভোগ করি আমি!!

৩০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২

খোলা মনের কথা বলেছেন: ওটা হেনা ভাই না, প্রামানিক ভাই হবে আপু। দু:খিত |-) |-) |-)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

কামরুন নাহার বীথি বলেছেন:
ঠিক আছে, এত দুঃখিত হতে হবে না!!!
ভাল থাকবেন!!!

৩১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫

নিয়াজ সুমন বলেছেন: কাপ্তাই থেকে রাঙামাটি গিয়ে ছিলাম আজ থেকে আট বছর আগে। আপনার অসাধারন উপস্থাপনা সাথে অপূর্ব ছবি দেখে মোহিত হলাম আবার। ঘুরে আসার জন্য মন আকু-পাকুঁ শুরু করে দিয়েছে ইতোমধ্যে। শুভেচ্ছা সহ ভালবাসা রইল সুন্দর ভ্রমন ব্লগ উপহার দেওয়ার জন্য।

[বি।দ্রঃ সমুদ্রকন্যা সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর আমার আজকের ব্লগে পাবেন।]

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার আজকের ব্লগে মন্তব্য করে এসেছি।

আমার ব্লগে স্বাগতম, ঘুরে আসুন আবারো। আর সুন্দর সুন্দর পোষ্ট লিখুন!
ভাল থাকবেন!!

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর সুন্দর ছবি ও সাথে চমৎকার বিবরণ দেখে মনে হল সেখান থেকে নীজেই যেন ঘুরে এসেছি । কাপ্তাই এর এই পেনরমিক দৃশ্য গুলি দেশ বিদেশের অনেক দৃশ্যে সাথে মিলিয়ে দেখার পরে ধারনাটি আরো শক্ত হয়েছে , আমার দেশটি সকল দেশের সেরা , এমন দেশটি কোথাও দেখতে পাবে নাক তুমি , সে যে আমার জন্মভুমি ।

ধন্যবাদ সাথে অনেক শুভেচ্ছা রইল ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

কামরুন নাহার বীথি বলেছেন:

ঠিক তাই, আমাদের দেশটিই সকল দেশের সেরা।
আপনার এমন আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

৩৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

ভ্রমন+ ছবি ব্লগ ভাল লেগেছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন:

ভাল লেগেছে জেনে সত্যিই ভাল লাগছে আমার!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!

৩৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৮

ঢাকাবাসী বলেছেন: ছবি আর বর্ণনা চমৎকার। দারুণ ভাল লাগল। অনেককাল আগে ২৬- ২৭ বছর আগে ওসব জায়গার প্রধান ক্যান্টনমেন্টে একটু মধ্যম উঁচু পদেই চাকরী করেছি কিনা, মনে পড়ে যাওয়াতে আরো ভাল লাগল ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগে পেয়ে।
২৬-২৭ বছর আগে ওই এলাকা কেমন ছিল, একটু বর্ণনা করলে ভাল হতো না? :)

এই ব্লগে দেখছি অনেক অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আছেন!
গর্বিত আমরা সে জন্য!

আপনার সেই জীবনের স্মৃতি কিছু লিখবেন।
ভাল লাগবে আমাদের।

৩৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

অতঃপর হৃদয় বলেছেন: আমার যাইতে মন চায় :( :(

আমিও যাবো :(

মানুষ এত ঘুরে আমাকে কোথাও যাইতে দেয় নাহ। আমি মানিনা আমিও যাবো ঘুরতে।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
কে আটকে রাখবে আপনাকে?
চলুন একবার দল বেঁধে একসাথে কোথাও ঘুরে আসি!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.