নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

কাপ্তাই-এর শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কে কিছুক্ষণ!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০০



প্রথম পর্বঃ কাপ্তাই লেক-এ নৌভ্রমণ --------
দ্বিতীয় পর্বঃ রাঙামাটি থেকে কাপ্তাই!


নেভি পার্ক থেকে সি এন জি নিয়ে আমরা সোজা চলে গিয়েছি রাসেল পার্কে। এর মধ্যেই গ্রুপ ক্যাপ্টেনের ফোন, দুপুরের খাবারের জন্য তিনি রেস্টুরেন্টে অপেক্ষা করছেন। আমরা সেটা পেরিয়ে এসেছি। আবার ঘুরে গেলাম সেখানে। আমাদের ঝর্ণা দল তখনও এসে পৌছেননি। রাসেল পার্ক দেখা শেষেই আমরা ঢাকা ফিরব।

রেস্টুরেন্টটা একটা অদ্ভুত সুন্দর জায়গায়। পেছনেই লেক। কিন্তু লেক একেবারে চুপচাপ, শুধু ঝিরিঝিরি একটু স্রোত বইছে। চারিদিকের সবুজ গাছ-গাছালির জন্য, লেকের পানিও সবুজ। খাওয়ার পরেও অনেকক্ষণ ধরে চেয়ে রইলাম, যেন যাওয়ার কোন তাড়া নেই।

এক সময় বেরোলাম, রেস্টুরেন্ট থেকে রাসেল পার্কে যাবার কোন যানবাহন পাচ্ছিলাম না। সামনে বিশাল উঁচু পাহাড়, তাই ক্লিকবাজী চলছিল। এক সময় একটা বাস পেয়ে গেলাম, সবাই উঠে পড়লাম।





২,৩,৪) রেস্টুরেন্ট এর পেছনে লেক-এর এই ছবি থেকে কি চোখ ফেরানো যায়!!!


(৫)শিশু সাজনা গাছ একাকী দাঁড়িয়ে দেখছে লেক-এর সৌন্দর্য।



৬,৭) এটা শালিক পাখির আড্ডাস্থল!

টিকেট কেটে ঢুকতে হলো রাসেল পার্কে। অনেকগুলো পাহাড় আর টিলা নিয়ে এই পার্ক। মাঝে মাঝে এখনও কাজ চলছে। এর মূল আকর্ষণ কেবলকার-এ ভ্রমণ। গভীর ঘন বন আর অনেকগুলো সবুজ পাহাড় পেরিয়ে যেতে হয় ওপারের স্টেশনে। বাংলাদেশে কেবলকার-এ ওঠা হয় নাই আমার, এটাই প্রথম। ভালই লাগলো সবুজ বন পেরিয়ে ওপারে যেতে।


(৮) পার্কের প্রধান ফটক।


৯,১০)একটা কার এগিয়ে চলেছে অনন্ত সবুজের পানে!




১১,১২)কার-এর একপাশের জানালা খোলা ছিল। আর সেই জানালা দিয়ে ক্লিক ক্লিক।




১৩,১৪,১৫) জানালা দিয়ে অবাক হয়ে দেখা অনন্ত সবুজ!!


(১৬) ওপারের ষ্টেশন।


(১৭)ওপারের ষ্টেশনের পাশে থেকেই এমন একটা সিড়ি নেমে গেছে সেই কোন দূরে!


(১৮)ষ্টেশনের পাশে দাঁড়ালেই দেখা যায় এমন দিগন্ত জোরা সবুজ ছোট-বড় পাহাড়!


(১৯)ফেরার পথে পার্কের লেক।


(২০)ফিরে এলাম এক সময়!


ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১

ফটোডিক্টেড বলেছেন: চমৎকার পোস্ট। :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কী অসাধারণ সব ছবিগুলো!

ধন্যবাদ বোন কামরুন নাহার।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

পুলহ বলেছেন: পাখির ছবি দেখবো মনে করেছিলাম, সে জায়গায় লেকের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম।
২-৭ পর্যন্ত প্রতিটা ছবিই অসাধারণ।
শুভকামনা জানবেন আপু

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

কামরুন নাহার বীথি বলেছেন:
পাখির ছবি তোলার মত লেন্স আমার নাই ভাই, তাই প্রকৃতি নিয়েই আছি!!
আপনাদের ভাল লাগে, এ টুকুই আমার সার্থকতা!!

(এতদিন পরে আপনার প্রোফাইলে ছবি শোভা পাচ্ছে, খুব ভাল!! :) )

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

সাহসী সন্তান বলেছেন: কাপ্তাই লেক ভ্রমণের শেষ পোস্ট নাকি এইটা? না মানে শেষের ছবিটাতে 'ফিরে এলাম এক সময়' কথাটা দেখেই মনে প্রশ্নটা আসলো! যদিও সবগুলো ছবিই ভাল! তবে কিছু ছবি জাস্ট অসাধারণ!

পোস্টে প্রথম লাইক, সাথে ভার্চুয়াল ভাল লাগা! শুভ কামনা আপু!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা শেষ পোষ্ট। সেরাতেই আমরা ঢাকায় ফিরে এসেছি।
অত বড় দল, সবারই কাজ থাকে।
একরাত শুধু হোটেলে কাটিয়েছি, আর দু'রাত বাসে।
এইতো আমাদের গ্রুপ ভিজিট!! :)

ওহ, প্রথম লাইকের জন্য শুভেচ্ছা!!

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

ঘুড়তে থাকা চিল বলেছেন: চমৎকার!
অসাধারণ সব ছবি!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

কামরুন নাহার বীথি বলেছেন:
ভাললাগার জন্য আমি প্রীত হলাম!! ধন্যবাদ ভাই!

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

মানবী বলেছেন: কাপ্তাই সত্যিই অসাধারণ সুন্দর! পৃথিবীতে খুব কম স্থান আছে এমন স্নিগ্ধ সুন্দর অনাবিল পরিবেশের!
আমার মন্তব্য দীর্ঘ দিন আগে অভিজ্ঞতা থেকে, জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়ের অভিজ্ঞতা থেকে!

স্নিগ্ধ সুন্দর সেই অনাবিল সৌন্দর্য্যের মাঝে রাজনীতির দুষ্ট দুর্গন্ধ পেলাম, যে কোন দলেরই হোক এধরনের নামকরন অন্যায় এবং এই অনাবিল সৌন্দর্য্যকে শুধুই কলুষিত করে।

সুন্দর ছবি শেয়ারের জন্য ধন্যবাদ কামরুন নাহার বিথী।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য!!

স্নিগ্ধ সুন্দর সেই অনাবিল সৌন্দর্য্যের মাঝে রাজনীতির দুষ্ট দুর্গন্ধ পেলাম, যে কোন দলেরই হোক এধরনের নামকরন অন্যায় এবং এই অনাবিল সৌন্দর্য্যকে শুধুই কলুষিত করে।
----- কি বলব বলুন!! :(

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

জুন বলেছেন: বর্ননা আর বিশেষ করে ছবিগুলো দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম কামরুন্নাহার বিথী । এইতো আমার দেশ এক পাগলকরা রুপ যার সর্বাংগ জুড়ে ।
+

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

কামরুন নাহার বীথি বলেছেন: বর্ণনা তেমন নেই, শুধু ছবি প্রধান পোষ্ট আপু!! :)

হ্যা আপু, না দেখলে বিশ্বাস করা যায় না, কী সুন্দর এই দেশটা!!
এখন থেকে ঠিক করেছি, প্রতি তিনমাসে একবার হলেও যাব দেশ ঘুরে দেখতে !!

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

সুমন কর বলেছেন: ভালোই ঘুরেছেন। ;) পোস্ট ভালো লাগল। ছবিগুলো দারুণ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

কামরুন নাহার বীথি বলেছেন:
হুম, ঘুরতে একবার বেরোলে এমনই ঘুরতে হয়!!! :)
এই রাঙামাটি ঘুরে আসার ৪/৫ দিন পরেই সিলেট, শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছিলাম!!

অনেক ধন্যবাদ দাদা!!

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

ঢাকাবাসী বলেছেন: ভ্রমনের আগ্রহ এরকমটা খুব একটা দেখা যায় না। বরাবরের মতই ভাল লেখা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন:
ভ্রমণের আগ্রহ আমার খুব বেশীই, কিন্তু সুযোগের অভাব!!!
আমি ২০১৬ তেই প্রথমে, কক্সবাজার, বান্দরবান, চিটাগং। তারপরে কাপ্তাই, রাঙামাটি। তার এক সপ্তাহ পরেই সিলেট, শ্রীমঙ্গল।
তারপরে ভারতের কোলকাতা, দিল্লী, আগ্রা, জয়পুর। সুযোগ মিলেছিল তাই।
এ বছরে শুধু একদিনে শর্ট ট্যুরে নরসিংদী গিয়েছিলাম।

ভাই, আপনি যে পুরো ইউরোপ চষে বেড়িয়ে এলেন !!! :)
আসলে আমরা সবাই ভ্রমণপিয়াসীই, শুধু হয়না সুযোগের অভাবে!!!

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
অপুর্ব সব ছবি সাথে বর্ননা ......... !:#P


ভালো লাগলো ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
হুম, ভাল লাগলো আপনার একদিনে তিনবার পোফাইল ছবি বদলানোও!!! :)

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বের ছবি গুলো আরো প্রাণবন্ত লাগল আপু!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন:
তাই? ভালোলাগাটা সম্পূর্ণ আপনার নিজেরই। :)
অনেক ছবি তুলি। তার মাঝে যেগুলো আমার ভাল লাগে সেগুলোই পোষ্ট করি।
তবে ভাল লাগে আমার পোষ্টে অনেকের উপস্থিতি!!!
ধন্যবাদ ভাই!!

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে আপনাদের সআঠে যেতে পারিনি, তাই কয়েকদিন আগে গিয়েছিলাম, আসলে হাতে সময় এতো অল্প ছিলো কিছুই ঘুরে দেখা হয় নাই। আর ছয়জন না হলে ক্যাবল কার চালায়না বলে আমরা চারজন কিছুক্ষণ অপেক্ষা করে চলে এসেছি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
ছয় জন না হলে চালায় না কেন বুঝলাম না।
ঐ দিন আমরা চার জন, এমনকি দুই জনকেও যেতে দেখেছি।
অবশ্য আমরা একসাথে অনেকজন ছিলাম বলেই এই ব্যবস্থা ছিল কী না জানিনা।

আপনি কয়েকদিন আগে যেয়ে আর কোথায় কোথায় ঘুরলেন?

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

পুলক ঢালী বলেছেন: বরাবরের মতই খুবই সুন্দর ছবি, ঝকঝকে পরিষ্কার, মনে হচ্ছে যেন ছবির মধ্যে দিয়েই ভ্রমন করে এলাম। ভাল লাগলো।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন: দুইজন চার জন ছিলেন, আর আমরা ছিলাম সাকুল্যে চারজন। মানে মাত্রই পার্ক খুলেছে আর কোন কারেই কোন লোক ছিলনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১

কামরুন নাহার বীথি বলেছেন:
একেবারে মরুভূমীর মধ্যে গিয়েছিলেন, তাইতো ফিরে আসতে হয়েছে!!

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কিছুটা সময় অপেক্ষাও করেছিলাম দুইজন লোকের জন্য, কিন্তু না :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন:
সত্যিই সময়টা তাহলে খারাপ ছিল।

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ,♪♪♪♪♪♪♪♪♪♥♥
আ ♪আ ♪আ ♪আ মা ♪আ ♪আ ♪ র মন ভুলায় রে→

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

কামরুন নাহার বীথি বলেছেন:
সত্যিই কবিগুরুর এই গানটা আমাদের মন ভুলায়!!!

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

পলাশমিঞা বলেছেন: সুন্দর দেশে জন্ম হয়েছিল।

আপনাকে ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন:
ঠিক তাই!! ধন্যবাদ আপনাকেও আর আমার ব্লগে স্বাগত জানাই।
ভাল থাকবেন, সাথে থাকবেন!

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,




লেখার দিকে নয় (দুঃখিত ), চোখ আটকে ছিলো প্রথমদিককার সুন্দর কয়েকটি ছবির দিকে, মুগ্ধের মতো ।
ইনহাস্ত ওয়াতানম.......

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮

কামরুন নাহার বীথি বলেছেন:
লেখার কিচ্ছুই নেই এখানে, সব চেয়ে বড় কথা, লেখা আমার মাথায়ও আসে না, হাতেও আসে না! :)
তাই ছবি দিয়ে চালিয়ে দেই!

হুম, " সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি! "

অনেক অনেক ধন্যবাদ ভাই!!

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:

হুম, ভাল লাগলো আপনার একদিনে তিনবার পোফাইল ছবি বদলানোও!!!

হুম, আন্তরিক সরি ! জেনে আরো ভালো লাগলো অভিভাবকের মত এতো কিছু নজরদারিতে রাখার জন্য =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন:
হুম্ম, সাবধান!!! নজরবন্দি আছেন কিন্তু ---------- ;)

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯

ধ্রুবক আলো বলেছেন: পোষ্টে +++++ ছবি এবং লেখা খুব ভালো লাগলো, ধন্যবাদ
মনে একটাই কথা জাগে আমার কবে যাবো আমি ঘুরতে!!!
এতো সুন্দর ছবি ব্লগ দেখলে খুব যেতে ইচ্ছে করে! একদিন হুট করে ঠিকই বেরিয়ে পরবো!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

কামরুন নাহার বীথি বলেছেন:
ব্লগে বেশী বেশী ভ্রমণ ব্লগ পড়বেন, তাহলে মনটা আরো বেশী আকুপাকু করবে!! ;)
মনে হবে, " ধুর ছাই, চললাম। এখন না গেলে, আর হবে না!! "

অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
ডর, ভয় দুইডাকে ডর, ভয় হয় B-)

মনে হচ্ছে, আসন্ন ফাল্লগুনে কপলডা পুড়বে =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৪

কামরুন নাহার বীথি বলেছেন:

কপালডা এখোনো অক্ষত আছে!!! এ কি শুনিলাম!!! ;)

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৩

কালীদাস বলেছেন: ছবিগুলো চমৎকার, এনজয় করলাম পোস্ট।
ক্যাবল কারে চড়ার অনুভূতি কি? :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:

ক্যাবল কার - এ চড়ার অনুভূতি ছিল চির সবুজে হারিয়ে যাওয়া!!!
মাথার উপরে মেঘলা আকাশ, এই বুঝি নামল ঝুপঝাপ।

ক্যাবল কার চড়ার অভিজ্ঞতা এটি তৃতীয়তম।
প্রথম সিংগাপুর, দ্বিতীয় ইন্ডিয়া।
তবে বাংলাদেশে দ্বিতীয়, প্রথমটা বান্দরবান মেঘলা রিসোর্টে।
ওটাতে কখনো উঠবেন না, উঠতেও দেবেন না।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১১

গেম চেঞ্জার বলেছেন: জেমস বন্ডের কথা মনে হয়ে গেল!! ক্যাবল কারের চড়ার জন্য হলেও ওখানে যাবই যাব!! আর কি সুন্দর ফটোগ্রাফি!! এওসাম!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২২

কামরুন নাহার বীথি বলেছেন:

আন্নে ক্যাডা ভাই, কইত্থেন আইলেন??
একেবারে যে আপনাকে দেখাই যায় না, খুবই কি ব্যস্ত?

হুম, জেমস বন্ড হয়ে যান!! কোন একটা মিশন নিয়ে যান!!! :)

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৯

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

দেখা যাক, সামনের মিশনে.......। B-))

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন:
হুম, মিশনের সাফল্য কামনা করি!!

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: স্বদেশ কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া কারন অন্ধ ছিলাম।। আজ মরু দেশে এসে, সেই স্বদেশের রূপই উপভোগ করছি প্রানভরে।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
মাঝেমধ্যে দেশে এসে চোখের ধুলাবালি ঝেড়ে ফেলে যান!!!

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৭

কলাবাগান১ বলেছেন: নাম নিয়ে যাদের এলার্জি তাদের কিন্তূ জিয়া উদ্দান নিয়ে কোন কমপ্লেইন নাই। এত সন্দুর একটা পোস্ট.... প্রকৃতির এমন নির্মল দৃশ্য টাকে ই কলুষিত করে দিল এই কমেন্ট। আশা করি নামের জন্যই উনারা এই পার্কে ভ্রমন করবেন না... এই ছোট রাসেল কে যখন খুন করা হয়েছিল এনারা তখন খুশীতে ....আজ নামেও এলার্জি কেন বুঝতে কস্ট হয় না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন:
জিয়া উদ্যান না ভাই, এখন চন্দ্রিমা উদ্যান। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ!!!

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমকার একটি ছবিপোস্ট। ভালো থাকুন নিরন্তর।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন:

ভাল লাগল আপনার আন্তরিক মন্তব্য, ধন্যবাদ ভাই!!!

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

জোকস বলেছেন: জীবন্ত সব ছবিগুলো।
ভাল লাগলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আমার ব্লগে স্বাগত জানাই আপনাকে!!!

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

নিয়াজ সুমন বলেছেন: সবুঝের আবহে নয়ন জুড়িয়ে গেল। শুভ কামনা আপু...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০

কামরুন নাহার বীথি বলেছেন:
আরে নিয়াজ ভাই, হ্যা শুধুই সবুজ আর সবুজ---------- :)
ধন্যবাদ, ভাল থাকবেন!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.