নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য আমাকে কেবলই পিছুটানে!!

কামরুন নাহার বীথি

আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা

কামরুন নাহার বীথি › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব গোলাপ দিবসে শুভেচ্ছা জানাই সবাইকে !!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬



চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসই আবার ভ্যালেন্টাইন’স ডের মাস। আর মাত্র কয়েক দিন পরেই সেই কাঙ্খিত দিন। ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন’স উইক। অর্থাৎ প্রেমের সপ্তাহ।

আসন্ন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। সাধারণত, তার ৭ দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সে অনুযায়ী, আজ রোজ ডে’র মধ্য দিয়ে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। আর প্রেমের শুরু তো ফুল দিয়েই।

প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সবকিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন।

রোজ ডে’তে যারা উইশ করছেন, তাদের জেনে রাখা ভালো কোন রঙের গোলাপ কিসের প্রতীকঃ
লাল গোলাপ: প্রেমের কবিতা আর গল্পে বারবার ঘুরে ফিরে এসেছে রক্ত গোলাপের কথা। সৌন্দর্য, ভালোবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের ধরন বদলে গেলেও প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন এখনও চিরন্তন।


যে কথা হয়নি বলা! :)





গোলাপি গোলাপ: শুধু লাল গোলাপ নয়, মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও। ভালোবাসা, কৃতজ্ঞতা, স্বীকৃতির প্রতীক গোলাপি গোলাপ। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।




সাদা গোলাপ: আমরা সাধারণত শোক জ্ঞাপনে সাদা ফুল ব্যবহার করে থাকি। কিন্তু সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। বিয়ের সময় কনের হাতে দেওয়া হয় একগুচ্ছ সাদা গোলাপ। কেন জানেন? এই ফুল নতুন জীবন শুরুর প্রতীক। আধ্যাত্মিকতারও প্রতীক সাদা গোলাপ। মৃতহেদ, সমাধির উপর সাদা গোলাপ রাখার অর্থ তাকে মিস করা। তবে শুধু মৃত ব্যক্তিকে নয়, কাউকে মিস করলে আপনি তাকেও সাদা গোলাপ পাঠিয়ে জানাতে পারেন মনের ভাষা।



কমলা গোলাপ: কমলা গোলাপ আবেগ, উৎসাহ, উদ্দীপনার প্রতীক। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয় কমলা গোলাপ। কমলা গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি পাশে আছেন।





হলুদ গোলাপ: জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। ঠিক ধরেছেন। হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দ, সুস্বাস্থ্য বোঝাতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে তার মূল্য বোঝাতে প্রিয়বন্ধুকে দিতে পারেন একগুচ্ছ হলুদ গোলাপ।






রক্তবেগুনী গোলাপ: রক্তবেগুনী রং বিশ্বস্ততার প্রতীক। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় রক্তবেগুনী গোলাপ। তাই রক্তবেগুনী গোলাপের ভাষা এখনও রহস্যের চাদরে ঢাকা।

পিচ গোলাপ: এই রঙের গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতেও দেওয়া হয় গুচ্ছ গোলাপ।

কালো গোলাপঃ কালো গোলাপ বলতে সত্যিকারে আসলে কিছু নেই, কোন গোলাপের রঙই কালো হয় না। যেগুলোকে কালো গোলাপ বলা হয় আসলে সেগুলো হলো খুব গাঢ় লাল রঙের গোলাপ দেখতে যাদের পাপড়ী গুলো কালটে মনে হয়। যেমন - 'Baccara' rose, 'Black Magic', 'Black Beauty', "Black Ice' ও 'Black Jade' ।
কালো গোলাপ বেদনাদায়ক ভালোবাসা ও বিষাদের প্রতীক।
কালো গোলাপ অন্তোষ্টীক্রিয়াতে ব্যবহৃত হয়।

উপরে উল্লেখিত রঙ তিনটে আমার নেই। তাই ছবি দিতে পারলাম না! :( তবে বিশ্ব গোলাপ দিবসে আমার বাগানের আরো কিছু গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেলাম!!


আর কিছুদিন পরই বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে যদি একা থাকতে না চান, তাহলে আজই পছন্দের মানুষকে একটি গোলাপ ফুল দিন। তবে এটা খুবই কঠিন একটি কাজ। যদি মেয়েটিও আপনাকে ভালোবাসে তাহলে তো কথাই নেই। আর যদি সে আপনাকে পছন্দ না করে তাহলে ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে! =p~

আজকের দিনে কীভাবে একটি মেয়েকে গোলাপ ফুল দেবেন সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

• গোলাপ দেওয়ার আগে বুঝে নিন তার মন ভালো নাকি সে রাগ করে আছে। কারণ মেয়েটির মন যদি ভালো থাকে, তাহলে হয়তো সে আপনার প্রস্তাবে সাড়া দিতে পারে। আর যদি তার মন খারাপ থাকে, তাহলে আপনার মার খাওয়ার আশঙ্কাই বেশি থাকবে।

• হুট করে গিয়েই কাউকে গোলাপ দেবেন না। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলুন, এরপর তার মনের অবস্থা বুঝে ফুলটি দিতে পারেন।

• কথা বলার সময় যতটা পারুন, তার প্রশংসা করুন। এমনও হতে পারে, আপনার সঙ্গে কথা বলার পর সে তার সিদ্ধান্ত বদলে ফেলে আপনার প্রস্তাবে সাড়াও দিতে পারে।

• কথা বলার সময় আপনি যদি বুঝতে পারেন সে আপনাকে এড়িয়ে চলছে তাহলে ভুলেও তাকে গোলাপ ফুল দেবেন না।

• মেয়েটি যদি কথা বলতে বলতে লজ্জা পায়, তাহলে আর দেরি না করে পকেট থেকে বের করে গোলাপটি দিয়ে তাকে মনের কথা বলে দিন।


তথ্যসূত্রঃ গুগল



















ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ

মন্তব্য ৮৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও...

কত্ত দারুন দারুন গোলাপ!!!!!!!!!

গোলাপ দিবেস গোলাপী পোষ্টে গোলাপ ময় শুভেচ্ছা :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:
যদিও কালো গোলাপ, মনটা একটু খুঁতখুঁত করছে।
তবুও গোলাপতো, তাই শুভেচ্ছা নিয়ে নিলাম!! :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: আপু ভালবাসা দিবসে তোমার বাগানে গোলাপ নিতে আসব

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন:
হে হে----------- ভার্চুয়াল গোলাপ নিয়েই সন্তষ্ট থাকুন। :)
আমি নিজেই কখোনও ফুল ছিঁড়ি না!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: গোলাপ কাল বলেই মনে খুতখুত ;)
মাইয়া কালো হলে সবে ধরে অচ্ছুৎ
তারাই আবার চুল পাকিলে
কান্দে সবে হায় হায় বলে! :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন:

" না না শ্যমল বরণ মেয়েটি, ডাগর কালো আঁখি --------
তা' সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ-------"


শ্যামলী, কৃষ্ণকলি সবাইকেই আমার ভাল লাগে, ভালবাসি।
এখনতো কারো চুল পাকে না------------ :)
লাল চুল, সোনালী চুল, হলুদ চুল, ব্রাউন চুল---- কত রকমের চুল দেখতে চান!!! :)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

ANIKAT KAMAL বলেছেন: মানু‌ষের জীকনটাও হরেক রকম গোলা‌পের মত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
ঠিক তাই!! দারুণ বলেছেন!! অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!!

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


ফুলকে স্বাভাবিকভাবে বাঁচতে দেয়া হোক; ফুলকে কেটে হত্যা করা সঠিক হচ্ছে না, এটা অপরাধ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
এ ফুলগুলো সবই আমার গাছেই শোভা পেয়েছে এবং পাচ্ছে!!
আমি বাগানে ফুল লাগাই। তা' কাউকে উপহারও দেই না, বিক্রিও করি না!! :)

অনেক ধন্যবাদ ভাই!!

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

নিয়াজ সুমন বলেছেন: একসাথে এত্তগুলো গোলাপের পরশে ঘুড়ি উড়ছে ভাললাগার আকাশে। শুভেচ্ছা রইল বাহারি রঙের একগুচ্ছ গোলাপের।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন:
আজকের দিনে আপনার ভাললাগার আকাশ ভরে উঠুক গোলাপের মেলায়।
ভাল থাকবেন।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: ছবিগুলো দারুণ আর কোন রঙের গোলাপ কিসের প্রতীক সে বিষয়গুলো জানিয়ে দেবার জন্য ধন্যবাদ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনাকেও ধন্যবাদ দাদা!!

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
গোলাপ দিবসে অজস্র গোলাপ ফুলের শুভেচ্ছ রইল, আপুমনি!!! B-)


১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। এটা আবার কিসের দিন ? আমার স্মৃতি শক্তি দুর্বল,তাই মনে পড়ছেনা। হবে হয়তো বা, কোন বিশেষ দিন । যদি কোন বিশেষ দিন হয়ে থাকে,তাহলে এর গুরুত্ব ও তাৎপর্য, ভালো করে মুখস্ত রাখবেন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনার এক ডজন নাতি-পতি হবে। তখন তারা জিজ্ঞাসা করবে ঐ দিনের কথা। তখন তাদের উত্তম রুপে বুঝিয়ে দিয়েন । =p~

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন:
আমি মুখস্থ করেই লিখেছি!!! :)
আপনি এবার মুখস্থ করুন! আপনার দেড় ডজন নাতি - নাতনী হোক, এই দোয়া আপনার জন্য রইল!!! :)

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

এডওয়ার্ড মায়া বলেছেন: আরো কত্ত কিছু জানার বাকি =p~ :-P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন:
এমনি কি হীরক রাজা বলেছিলেনঃ " জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই!!" ;)

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:
অপূর্ব গোলাপী ছবি ব্লগ! মনমাতানো গুলাব!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই!!!

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০১

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগল সুন্দর সুন্দর গোলাপ ফুলের সাথে ফুলের গুনাগুন ।
ফুল শুধু সুন্দরই নয় এর রয়েছে সুন্দর সুন্দর প্রতিকি ব্যবহার।
বিভিন্ন রঙয়ের গোলাপের প্রতিকি ব্যবহার ও প্রয়োগের তথ্য
জানা গেল এ প্রয়াস লব্দ লিখায় । বাগানে ফুল ফুটানো
যেমন কঠিন তেমনি কঠীন এর গুণাগুন জানাটাও, কারণ
এর জন্য প্রচুর পড়াশুনাও প্রয়োজন ।

বিশ্ব গোলাপ দিবসে জুলিয়েট গোলাপের শুভেচ্ছা রইল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন:
এটা জুলিয়েট গোলাপ? বাহ্‌ --!!!
গোলাপ নিয়ে একদিন বিস্তারিত লিখুন না ভাই!!
আর লিখে থাকলে, আমার এখানে লিংক দিন দয়া করে!!!

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার দেড় ডজন নাতি - নাতনী হোক, এই দোয়া আপনার জন্য রইল!!!

লেজঁ কাঁটা শিয়ালের গল্প মত গল্প বলতে হতে যে নাতি-পুতিরে ।এগুলো করা মোটেও ভালো না । আর আপনি ভবে-চিন্তে কথাটা বলেছেন তো,তাহলে আমি কিন্তু নাতি-পুতির দিকে আপনার থেকে সিনিয়ার হয়ে যাবো ........ B-)


ধন্যবাদ ।
ভালো থাকুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
আমি আমার চেয়ে সবাইকে বড় দেখতে পছন্দ করি।
আমি চাই, আমি যেটা পারিনি বা পারব না, সেটা আপনি করে দেখান!!!
তাই, আপনি সিনিয়র হলে বরং আমার ভালোই লাগবে!!! ;)

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০৯

অতঃপর হৃদয় বলেছেন: গোলাপ দিবস চলে গেল, কেউ একটা গোলাপও দিল না। আপনার এত গুলো গোলাপ থেকে কি একটাও পাব না?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন:
আমিতো এগুলো আপনাদের সবাইকেই দিয়ে দিয়েছি।
আপনার যেটা পছন্দ নিয়ে নিন!!! ;)

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৪

সেলিনা ইসলাম বলেছেন: বিশ্ব গোলাপ দিবসের শুভেচ্ছা...! অনেক তথ্যবহুল,সময় দিয়ে লেখা উপকারী পোষ্ট...! ধন্যবাদ শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
সেলিনা আপা, ভাল আছেন আপনি? অনেকদিন পরে আবার আপনাকে পেলাম।
অনেক অনেক শুভেচ্ছা আপা, ভাল থাকবেন!!

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


একটু কাজকর্ম করেন, লাখ লাখ মেয়েকে চাকরাণী বানায়ে, ভালোবাসা, ভালোবাসা করে প্রাণ দেবেন না, ভালোবাসার অভাব নেই বাংলায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন:
ব্যক্তি আমাকে না জেনেই, চট করে একটা মন্তব্য করে ফেললেন!!!! :(

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪

জুন বলেছেন: গোলাপকে কি সাধেই ফুলের রানী বলে কামরুন্নাহার বিথী :)
ছবিতেই এত সুন্দর, সামনাসামনি না জানি আরো কত সুন্দর ।
ভালোলাগা রইলো ।
+

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা আপু, যে বিশেষজ্ঞ এই নামকরণ করেছেন, জানিনা তার কত দিনের সাধনা!!!
অনেক অনেক শুভেচ্ছা আপু!!!

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

আমির ইশতিয়াক বলেছেন: নীল গোলাপের শুভেচ্ছা।
নীল গোলাপের শুভেচ্ছা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

কামরুন নাহার বীথি বলেছেন:
আমির ভাই, ভাল আছেন আপনি?
অনেকদিন পরে আপনাকে আবার পেলাম !!
আপনার নীল গোলাপের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১

সাদা মনের মানুষ বলেছেন: আমার একটা কালো গোলাপ চাই :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১

কামরুন নাহার বীথি বলেছেন:

কালো গোলাপ, কালো গোলাপ, কালো গোলাম----------- নাহ্‌ পেলাম না বাগানে!! :)

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩

সাদা মনের মানুষ বলেছেন: [sb]জুন বলেছেন: গোলাপকে কি সাধেই ফুলের রানী বলে কামরুন্নাহার বিথী :)
ছবিতেই এত সুন্দর, সামনাসামনি না জানি আরো কত সুন্দর ।
ভালোলাগা রইলো ।

............আমরা কিন্তু কামরুন্নাহার আপুকেও ফুলের রানী নাম দিয়েছি :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:

হুম, ফুলের রাণী, ফুলকুমারী, ফুলবানু ----------- কতই না নাম ছিল আমার!!
কোথায় হারিয়ে গেল আমাদের সে আড্ডাবাজী, সেই সোনালী দিনগুলো !!! :(

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

অতঃপর হৃদয় বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাইহোক এবার তাহলে গোলাপ দিবসে কেউ ফুল দিলো! :) :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

কামরুন নাহার বীথি বলেছেন:

ধন্যবাদ নিলাম!! :)

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

বিলিয়ার রহমান বলেছেন: গোলাপের সুরভী ছড়ানো এমন একটা পোস্টের জন্য আপনাকে অভিনন্দন!!!!!!!!:)

গোলাপ দিবসে আপনাকেও!!!!!!!!!! ১০১টি সোদা গোলাপের শুভেচ্ছা!:)

ভালোথাকুন!!!!!!!:)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার ১০১ টা সাদা গোলাপের শুভেচ্ছা গ্রহন করলাম!!! :)
অনেক অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!!!

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

প্রামানিক বলেছেন: বীথি আপা পোষ্ট দিয়েছে
গোলাপ ফুলের রানী
চোখ জুড়ালো ছবি দেখে
তাই তো শুভেচ্ছা খানি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!! :)
আমি বুঝি আপনার বীথি আপা!!!
আমি আপনাদের নাহার আপা হয়েই থাকতে চাই, যাদের নাহার আপা ছিলাম!!!

২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪

সাহসী সন্তান বলেছেন: পোস্টের মধ্যে এত রং-বেরঙ্গের গোলাপ দেইখা তো চক্ষু টাস্কিত হইলো! মাশাআল্লাহ্, এত গোলাপ আপনার বাগানে! B:-) ভাবছি, আগামীতে গোলাপ দিয়া কাওরে শুভেচ্ছা জানানোর প্রয়োজন পড়লে আপনারেই স্মরণ করবো! ;)

তবে গোলাপের প্রতীক গুলো সম্পর্কে আগেই জানা ছিল! আমি একবার 'রং-এর সাতকাহন' লিখতে গিয়ে সেখানেই গোলাপের প্রতীক গুলো সম্পর্কে জানছিলাম! তবে কাউকে গোলাপ দেওয়ার সময় সীমাটা জানা ছিল না! জেনে ভাল লাগলো!

কিন্তু ঐ ব্যাপারটা নিয়ে কিঞ্চিৎ আপত্তি আছি! সেটা হল- "গোলাপ কি কেবল ছেলেরাই মেয়েদের কে দেয়? মেয়েরা কি ছেলেদেরকে দিতে পারে না?'

যাহোক, পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন:

ভাবছি, আগামীতে গোলাপ দিয়া কাওরে শুভেচ্ছা জানানোর প্রয়োজন পড়লে আপনারেই স্মরণ করবো! ----
ভাবতে থাকুন!! আপনার ঘরের চালে কইতরি যে কবে বসবে!! :)

কিন্তু ঐ ব্যাপারটা নিয়ে কিঞ্চিৎ আপত্তি আছি! সেটা হল- "গোলাপ কি কেবল ছেলেরাই মেয়েদের কে দেয়? মেয়েরা কি ছেলেদেরকে দিতে পারে না?'

আসলেই ব্যাপারটা জটিল, গবেষণার বিষয়!!!
দেখি কেউ এবার পিএইচডি করতে অস্ট্রেলিয়া বা অন্য কোন দেশে যায় কিনা!! ;)
তাদের কাউকে এ ব্যাপারে একটা এডিশনাল কোর্স নিতে বলতে হবে!!!
সে পর্যন্ত চিন্তামুক্ত থাকুন!!

২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর সব গোলাপ ফুলের সমাহার। শুভকামনা রইল আপুনি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
শুভকামনা আপনার জন্যও!!!! সবুজ গোলাপ জীবনে দেখলামই না!! :)

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪১

সাঈদ হাসান চউধুরী বলেছেন: may allah bless you. Wait for your reply.Thank you.

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

কামরুন নাহার বীথি বলেছেন:
ধন্যবাদ আপনাকে!!

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: গোলাপফুল ঝরে যায় আর রেখে যায় শুধু স্মৃতি,
বিশ্ব গোলাপ দিবসে আমি জানাই তোমায় প্রীতি।

সুন্দর সুন্দর গোলাপ দর্শনে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা রইলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার চমৎকার ছড়ার জন্য অনেক শুভকামনা!! :)

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: গোলাপ আমার সবচেয়ে প্রিয় ফুল!!!!!!!!

গোলাপ দেখে প্রাণ জুড়িয়ে গেলো!!!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

কামরুন নাহার বীথি বলেছেন:


হ্যা আপু, গোলাপ প্রাণ জুড়ানো ফুলই!!! ;)
অনেক ধন্যবাদ আপুনি!!

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

প্রথম স্পর্শ বলেছেন: চোখ জুড়ালো ছবি দেখে
প্রাণ জুড়ালো আপনার ব্লগে এসে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আমার ব্লগে স্বাগত জানাই আপনাকে!!!

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

আমির ইশতিয়াক বলেছেন: লেখক বলেছেন: আমির ভাই, ভাল আছেন আপনি?
অনেকদিন পরে আপনাকে আবার পেলাম !!
আপনার নীল গোলাপের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই!!![/sb

আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এখন থেকে এখানে ‍পাবেন। আশা করি মাঝে মাঝে আপনিও আমার ব্লগে বেড়াতে যাবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪

কামরুন নাহার বীথি বলেছেন:
আমি আছি আলহামদুলিল্লাহ্‌!!! আমি আপনার ব্লগে ঘুরে এসেছি।
আবার যাব, আবারো যাব!!!! :)

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৮

ঢাকাবাসী বলেছেন: দারুণ পোস্ট, গোলাপী দিনের গোলাপের খুসবুতে ভরা গোলাপী পোস্ট, অনেক কিচু জেনে ফেললুম। ভাল লাগল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক কিছু জেনে ফেলাছেন ? :) তাই অনেক অনেক শুভেচ্ছা!!!!

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

শাহিদ উজ জামান বলেছেন: এত সুন্দর সুন্দর গোলাপ দেখে চোখ জুড়িয়ে গেল।গোলাপ দিবসের শুভেচ্ছা আপনাকে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও, স্বাগত জানাই আমার ব্লগবাড়ীতে!!!

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

পলাশমিঞা বলেছেন: আপা ফুলচোরের ছবি দেখতে চাই।


আমি কিন্তু আপনার বাগানের ভক্ত।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক ছুভেচ্ছা আপনাকেও!!

এখানে ক্লিক করে দেখে নিন আমার ফুলচোর, আপনার প্রিয় ফুল চোরকে !!! :)

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

পলাশমিঞা বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপা।

এই ফুলচোরকে আমি সত্যি পছন্দ করি।

দোয়া করি সে আবার ফিরে আসবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনি যে ফুলচোর আসতে দোয়া করছেন, আমারতো কষ্ট হয় ফুলগুলোর জন্য!!
অনেক পরিশ্রমের ফসল আমার ফুলগুলো!!

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫২

পলাশমিঞা বলেছেন: হাহাহাহাহা। আপা, আমি আসলে আপনার মত চিন্তা করিনি :(
আমিতো আমার মত চিন্তা করে দোয়া করেছিলাম।
এখন আপনাকে বলি, আমার গল্পের নায়িকাও আপনার মত। চিৎকার করে কাঁদে আর অভিশাপ দেয়। পরে পাখি দেখে ওর আক্কেল গুড়ুম হয়। কয় ওমা, এই টুকুন পাখি এত বড় ঘটনা ঘটাল কেমনে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন:
আবার সেই লেখাটা শুরু করুন আর তাড়াতাড়িই শেষ করুন, এই কামনা করি!!!
ভাল থাকবেন!!

৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

পলাশমিঞা বলেছেন: জি আপা দোয়া করবেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

কামরুন নাহার বীথি বলেছেন:
অবশ্যই দোয়া করি আপনার জন্য!! ভাল থাকবেন সব সময়!!

৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

পলাশমিঞা বলেছেন: ধন্যবাদ আপা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

কামরুন নাহার বীথি বলেছেন:
ভাই ধন্যবাদ আপনাকে !!!

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: নার্সারি তে " তাজমহল" নামে এক ধরনের গোলাপ দেখেছিলাম ,মন উদাস করে দিয়েছিল সেই রূপ !!
গোলেপ কথন এ ভালোলাগা আর ছবি তে মুগ্ধতা :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন:
আমার কোন গোলাপেরই নাম আমি জানিনা ।
হয়তো শুনেছি ওই নার্সারিওয়ালাদের কাছে। কিন্তু ওগুলো মনেও থাকে না।
সত্যিই নাম জানা প্রয়োজন।

অনেক শুভেচ্ছা আপু, ভাল থাকবেন!!!

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

আমি ইহতিব বলেছেন: যাদের ছবি দিলেন তারা সবাই আপনার বাগানের সদস্য তাইনা আপু? কি লাকি আপনি!!!

বিশ্ব গোলাপ দিবসের শুভেচ্ছা আপু।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা আপুনি, সবগুলো ফুলই আমার বাগানের।
তবে এইবছরেই সব একসাথে ফোটেনি, আগেরও ছিল!!

আজ ফাল্গুনের প্রথম দিনে জানাই বাসন্তী শুভেচ্ছা!!

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬

নতুন নকিব বলেছেন:



'বিশ্ব গোলাপ দিবস' -নামে একটা দিবস আছে, জানা ছিল না। অনেক অনেক ধন্যবাদ!

কোন রঙের গোলাপ কিসের প্রতীক এও তো আরেক গবেষনা!

ভাল থাকবেন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১

কামরুন নাহার বীথি বলেছেন:
আমিও এবার প্রথমই জানলাম ফেসবুক-এর কল্যাণে।
তাই আমার গোলাপগুলো দিয়ে সাজিয়েছি এই পোষ্ট!!

অনেক অনেক শুভেচ্ছা!!

৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

নেক্সাস বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আপা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩

কামরুন নাহার বীথি বলেছেন:

আজ আবার নতুন দিবস, পহেলা ফাল্গুন!! :)
তাই আজ বাসন্তী শুভেচ্ছা!!!

৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গোলাপ দিবসে এসে ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিয়ে গেলাম।


খুব সুন্দর সুন্দর ছবি দিয়েছেন। ভালো লাগলো। মনে হলো ফুলের বাগানে ঘুরছি।


গোলাপের মতোই শুদ্ধতা পাক ভালোবাসা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন:

গোলাপ দিবসে এসে ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিয়ে গেলাম।
খুব সুন্দর সুন্দর ছবি দিয়েছেন। ভালো লাগলো। মনে হলো ফুলের বাগানে ঘুরছি।
গোলাপের মতোই শুদ্ধতা পাক ভালোবাসা। ---------


আজ বসন্তের প্রথম দিন, তাই আজ নিয়ে যান বাসন্তী শুভেচ্ছা!! :)



৪২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: গার্লস স্কুলের কোন ফুল যেখানে, সেখানে এই বাগান!! আসছি এখনই।।
দৃষ্টি এড়ালো কেমনে??

১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩১

কামরুন নাহার বীথি বলেছেন:
আমিও ব্লগে অনুপস্থিত ছিলাম বেশ কিছুদিন, তাই দেখা হয় নাই আপনার সাথে!! :)
চলে আসুন আমার বাগানে!! :)

৪৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৩

সানজিদা আয়েশা শিফা বলেছেন: উফ , আপু এত সুন্দর করে কিভাবে পোস্ট বানালেন??
আপনার, এবং আপনার গোলাপের প্রতি রইল আমার বিমুগ্ধ মুগ্ধতা।

ভাল থাকুন নিরন্তর :)

১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪

কামরুন নাহার বীথি বলেছেন:
আপু, বলুন কি করে গোলাপ ফোটালাম!!! :)
অনেক ধন্যবাদের সাথে আমার ব্লগে স্বাগতম আপনাকে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.