নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর পৃথিবীর প্রত্যাশায়

মোঃ আরিফিন ইসলাম।

আরিফিন ইসলাম

মোঃ আরিফিন ইসলাম একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশা করি। কর্মস্থলঃ thereport24.com (IT support)

আরিফিন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মা, কষ্ট, পবিত্র কোরআন!

১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১২

একজন মায়ের সন্তান পেটে ধারন ও প্রসব করতে যে কষ্ট হয় এই ঋণটাই সারা জীবন ধরেও একজন সন্তান শোধ করতে পারবে না, অনান্য বিষয় তো থাকলো পড়ে। সয়ং আল্লাহ কঠিন INFORMATION দিলেন, বললেন - ‘আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে’।(কোরআন,সূরা লোকমান-১৪)।

আল্লাহ এখানে কষ্ট একবার বলেন নাই কষ্টের পর কষ্টর কথা বললেন। আহারে মাগো কত কষ্টই না করেছিলে। একজন মা কোনোদিন সন্তানকে বলে না তার এই যন্ত্রনার কথা এর কোনো বিনিময়ও চায় না, সন্তানের মুখ দেখে এত খুশি হয় যে অনেক মা ভুলেই যাই। আহ কত ভালোবাসে একজন মা তার সন্তানকে। অথচ কতরকম অভিযোগ থাকে আমাদের, অনেক ক্ষেত্রে দুর্ব্যবহার বা তারও বেশি কিছু, কঠিন শাস্তি রয়েছে আমাদের জন্য। এসব অভিযোগ চিন্তা করলে ধুলায় মিশে যায়, ধুলায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.