নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম কাওসার সিদ্দিকী।\nআমি থাকি ঢাকার উত্তরাতে।\nআমার গ্রামের বাড়ি গাজীপুর।\nপড়ছি শান্ত-মরিয়ম ইউনিভারসিটিতে \nফ্যাশন ডিজাইন নিয়ে, পুরবে পড়তাম\nঅর্নাস এ হিসাববিজ্ঞান নিয়ে।

চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে।

Kawsar Siddiqui

চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে

Kawsar Siddiqui › বিস্তারিত পোস্টঃ

নোভেল প্রাইজ সমাচার !

০১ লা মে, ২০১৩ রাত ১:৩৩



আলফ্রেড নোবেল

নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডিশ রসায়নবিদ, উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড বার্নাড নোভেল - এর নামানুসারে। নোভেল পুরস্কার প্রাপ্তদের নোবেল লরিয়েট বলা হয়

১.নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে :



i.সাহিত্য ii.পদার্থবিদ্যা iii.অর্থনীতি iv. চিকিৎসাশান্ত্র

v. শান্তি vi.রসায়ন




২.৬টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানের নেপথ্যে কাজ করে ৪ টি

প্রতিষ্ঠান।



৩.নোভেল পুরস্কার এর জন্য আলফ্রেড নোবেল উইল করে যান ৩১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার



৪.নোবেল পুরস্কার এর বর্তমান অর্থমূল্য ১ কোটি সুইডিশ ক্রোনার বা ১০ লাখ ৭০ হাজার ইউরো বা ১৩ লাখ ৭০ হাজার ডলার



৫.ইতিহাসের সবচেয়ে কম অর্থমূল্য ছিল ১৯২৩ সালে; ১,১৪,৯৩৫ সু্ইডিশ ক্রোনার।



৬. নোবেল পুরস্কার ঘোষণা করা হয়

অক্টোবর মাসে।



৭. প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় ১০ ডিসেম্বর ; নোবেল এর মৃত্যু

দিবসে ।



৮.নোবেল পুরস্কার এর ইতিহাসে পুরস্কার দেয়া হয়নি ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সালে ।



৯. পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুস্কার প্রদান করে সুইডিশ একাডেমী অব সায়েন্সেস ।



১০. ২০০৯ পর্যন্ত পদার্থবিদ্যায় নোবেলজয়ী ব্যক্তিত্ব ১৮৭ জন।



কিছু মানুষ যারা পেয়েছিলেন নোবেল প্রাইজ :



১১.পদার্থবিদ্যায় সর্বপ্রথম নোবেল পুরস্কার পান উইলহেম কনরাড রন্টজেন (জার্মানি)।



১২.পদাথর্থবিদ্যা ও রসায়ন উভয়ক্ষেত্রেই প্রথম নোবেলজয়ী নারী মাদাম কুরি



মাদাম কুরি



১৩. পদাথর্থবিদ্যায় নোবেলজয়ী নারী ২ জন।



১৪. পদার্থবিদ্যায় দু’বার নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব ; জন বার্ডেন ১৯৫৬ ও ১৯৭২।



১৫. পদাথর্থবিদ্যায় সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী লরেন্স ব্রাগ (২৫ বছর বয়সে)



লরেন্স ব্রাগ



১৬.পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয়নি ৬ বার :

১৯১৬, ১৯৩১, ১৯৩৪, ১৯৪০, ১৯৪১, ও ১৯৪২ সালে।



১৭. ২০০৯ পর্যন্ত রসায়নে নোবেলজয়ী ব্যক্তিত্ব ১৫৬ জন।



১৮.রসায়নে নোবেলজয়ী নারী ৩ জন।



১৯.রসায়নে সবর্বপ্রথম নোবেল পুরস্কার পান জ্যোকে বাস ভ্যাটহফ (নেদারল্যান্ড)।



২০.রসায়নে দু’বার নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব এফ স্যাঙ্গার (১৯৫৮ ও ১৯৮০)।



এফ সাঙ্গার



২১.রসায়নে নোবেলজয়ী পিতা-পুত্র আর্থার কর্নবার্গ (১৯৫৯) ও রজার ডি কর্নবার্গ (২০০৬)।



আর্থার কনবার্গরজার কনবার্গ



২২.চিকিৎসাশান্ত্রে নোবেলজয়ী নারী ১০ জন।



২৩. চিকিৎসা শান্ত্রে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান লিফন বিহরিং (জার্মানি) ।



২৪. চিকিৎসাশান্ত্রে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এইচ জিখোরনা (ভারত) ; ১৯৬৮।



২৫. নোবেল জয়ী প্রথম এবং একমাত্র বাংলাদেশী ড.মুহাম্মদ ইউনূস; শান্তিতে ২০০৬।



ড.মুহাম্মদ ইউনূস



২৬. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল প্রাইজ পান ১৯১৩ সালে



রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ রাত ১:৪৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা উইথ পোস্ট প্রিয়তে+++++++

বিসিএসের জন্য কাজে দিবে।

২| ০১ লা মে, ২০১৩ রাত ১:৫৭

ভাউ বলেছেন: ektu updated info pawa gele bhalo hoto

৩| ০১ লা মে, ২০১৩ রাত ২:৫৮

আকরাম বলেছেন: এখানে দেখুন Click This Link পুরস্কার

৪| ০১ লা মে, ২০১৩ সকাল ১০:৪৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রচুর খাটাখাটনি করে পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে।

৫| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:১০

না পারভীন বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ ।

৬| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: তথ্য বহুল পোস্ট ধন্যবাদ

৭| ০১ লা মে, ২০১৩ রাত ১১:২৭

পাকাচুল বলেছেন: শেখ হাসিনাকে শান্তিতে নোবেল না দেওয়া পর্যন্ত অপেক্ষায় আছি।


ধন্যবাদ।

৮| ০২ রা মে, ২০১৩ রাত ১২:১৪

তানিয়া হাসান খান বলেছেন: দুর্দান্ত পোষ্ট ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
পিয়তে :)

৯| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: তথ্যবহুল ভালো পোষ্ট

১০| ০২ রা মে, ২০১৩ রাত ১২:৪৫

বাংলার হাসান বলেছেন: চমৎকার তথ্যবহুল পোষ্ট। +++++

১১| ০২ রা মে, ২০১৩ রাত ২:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ! সুন্দর ।

১২| ০২ রা মে, ২০১৩ রাত ৩:৫৩

নীল_সুপ্ত বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা উইথ পোস্ট প্রিয়তে+++++++

বিসিএসের জন্য কাজে দিবে। (যদিও বিসিএস দিতে দেরি আছে :D )

১৩| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:০৮

জানতে চায় বলেছেন:
:)

১৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৪

আমিনুর রহমান বলেছেন:

সুন্দর পোষ্ট +++

১৫| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫১

মোবারক আলী আফতাব বলেছেন: valo laglo

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.