নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম কাওসার সিদ্দিকী।\nআমি থাকি ঢাকার উত্তরাতে।\nআমার গ্রামের বাড়ি গাজীপুর।\nপড়ছি শান্ত-মরিয়ম ইউনিভারসিটিতে \nফ্যাশন ডিজাইন নিয়ে, পুরবে পড়তাম\nঅর্নাস এ হিসাববিজ্ঞান নিয়ে।

চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে।

Kawsar Siddiqui

চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে

Kawsar Siddiqui › বিস্তারিত পোস্টঃ

একদিন নুহাশ পল্লীতে (ছবি ব্লগ)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৭

নুহাশ পল্লী ঢাকার অদূরে নির্জন এলাকায় অবস্থিত।

গাজীপুর চৌরাস্থা (জাগ্রত চৌরঙ্গী) থেকে ১৭-১৮ কিলোমিটার

দূরে নির্জন এলাকায় হুমায়ূন আহমেদ নুহাশ পল্লী স্থাপন করেন।




চিত্র১: নুহাশ পল্লী



চিত্র২: নামাজের স্থান



চিত্র৩: আামর মনে হয় নিশ্চিত না । গ্রীক দেবী ভেনাস এর

মূর্তি।



চিত্র৪: সমাধি স্থল



চিত্র৫: ডাইনোসর



চিত্র৬: বৃষ্টিবিলাস



চিত্র৭: আমার মনে হয় হুমায়ুন স্যার এর ছবি



চিত্র৮: দিঘি লীলাবতী



চিত্র৯: মৎসকন্যা।



চিত্র১০: আমি এবং হুমায়ূন স্যার এর আবক্ষ মূর্তি।



চিত্র১১:ভূতবিলাস



চিত্র১২:দিঘি



চিত্র১৩:কচুগাছ



চিত্র১৪:কৃত্রিম ব্যঙের ছাতা ও ব্যঙ



সময় ছিল : ১০/০৮/২০১১ শনিবার।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: অপরূপ সুন্দর শিল্প সত্ত্বার
এক মনোরম ছবি
বানিয়েছেন কথা সাহিত্যিক , নুহাশ পল্লী
প্রকৃতি ও প্রেম ফুটিয়ে কবি
আবার শায়িত শয্যায় এলিয়ে দেহ ,
এখন সুধুই ইতিহাস হয়ে
পাঠকের নজরে চিত্ত রবি ।।

২| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯

খেয়া ঘাট বলেছেন: হুমায়ুন আহমেদের ভাস্কর্যটা ঠিক যেন উনার মতো হয়নি। আরো ভালো হতে পারতো।

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩

আমিনুর রহমান বলেছেন:




ভালো লাগলো !

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালো লাগল ++++

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++


দারুন।

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সেই দোতলা বাড়ি গাছের মধ্যে সেটা কোথায়? সেখান থেকে লাফ দিয়ে হাঠু মসকে গিয়েছিল আমার। স্যারের হুদয়টা উপলব্ধি করা যায় ওখানে গেলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.