নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম কাওসার সিদ্দিকী।\nআমি থাকি ঢাকার উত্তরাতে।\nআমার গ্রামের বাড়ি গাজীপুর।\nপড়ছি শান্ত-মরিয়ম ইউনিভারসিটিতে \nফ্যাশন ডিজাইন নিয়ে, পুরবে পড়তাম\nঅর্নাস এ হিসাববিজ্ঞান নিয়ে।

চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে।

Kawsar Siddiqui

চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে

Kawsar Siddiqui › বিস্তারিত পোস্টঃ

আমার তৈরী একটি সফট্ওয়্যার (বাংলা সমার্থক শব্দের অভিধান)

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৯

বাংলা সমাথর্থক শব্দের অভিধান (সংশোধিত) । এতে রয়েছে

সবর্বমোট ২১০০০ সমাথর্থক শব্দ এবং ২২৩২ মূল শব্দ।

ফাইল সাইজ : ৩৬৯ কিলোবাইট ।

ফন্ট: সুটনি (SutonnyMJ) +2।

ফাইল ভাসর্ষন নাম্বার : ৮.০.১।

ফাইল ভাসর্সন নেম : পাপা মিলা।



চিত্র১:



চিত্র২:



চিত্র৩:



ডাউনলোড লিংক:

Click This Link

নতুন সংযোগ (১৭/০৮/২০১৩;শনিবার;১৪:১২)+1

ফন্ট সমস্যা হলে ডাউনলোড করুন :



ডাউনলোড লিংক :

http://www.sendspace.com/file/r5k69a

*****আপনার সমালোচনা সফট্ওয়্যারটিকে উন্নতিতে সাহয্যে করতে পারে !

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভাল উদ্যোগ। এতে কোন ফন্ট কোন কীবোর্ড যুক্ত হয়েছে, সাইজ কিলোবাইট না মেগাবাইট তা উল্লেখ করা উচিত মনে করি।

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪০

Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য’র জন্য !

২| ১৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫

শফিউল আলম চৌধূরী বলেছেন: খুব সম্ভবত আপনি আগেও ডিকশনারী দিয়েছিলেন। আশাকরি বরাবরের মত আপনার এই সফটওয়্যারটাও সুন্দর হবে।

ভাই, গেটআপটা একটু চেঞ্জ করেন না। কটকটা দেখলে কেন যানি আর ভাল লাগে না। একটু ইউন্ডোজ৮ এর মেট্রো এর মত করেন, শুধু ভাল ফন্ট এবং কালারটা সুন্দর করেই করা সম্ভব।

যাই হোক, আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য’র জন্য !!

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:

আপনার এই অবদানে কৃতজ্ঞতা জানাচ্ছি ।।

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৫

Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

রবিনহুড বলেছেন: গুড জব।

আমি বাংলা লেখা দেখতে পারছি না, আমাকে কি ফন্ট ইনষ্টল করতে হবে? আমার ল্যাপ এ অলরেডি ৮/৯টা বাংলা ফন্ট সেটাপ করা আছে। আমি অভ্র ব্যবহার করি।



তবে এটার আউটলুক কালারটা চেন্জ করলে আরো সুন্দর হতো। সামুর মত হালকা ব্লু কালার ব্যবহার করুন।

লাল রংটা চোখে খুবই বাজে লাগছে...

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

Kawsar Siddiqui বলেছেন: পোস্টে ফন্ট ইনস্টলার এড করা হয়েছে ।


আপনার সমালোচনার জন্য আপনাকে ধন্যবাদ !

৫| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

রবিনহুড বলেছেন: ফন্ট এর সমস্যার সমাধান পেয়েছি। সম্ভবত sutonnyMJ ফন্টটা ব্যবহার/সেটাপ করতে হয়।

এই ফন্টটা সবার কাছে এ্যভেইলেভল না। তাই এর পাশাপাশি অন্যান্য প্রচলিত কিছু ইউনিকোড ফন্ট যেমন.. সোলাইমান লিপি বা সিয়াম রুপালী ইত্যাদি ব্যবহারের সুবিধা রেখে তৌরি করুন।
তাতে সবার ব্যবহার করতে সুবিধা হবে।

৬| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সম্ভবতঃ বিজয় দিয়ে শব্দ খুজতে হয়। আমি নিশ্চিত নই। এখন অনেকেই অভ্র ব্যবহার করে। তাই শব্দ খোজার ব্যপারে কয়েকটা কীবোর্ড যুক্ত করতে পারেন কিনা দেখেন। তবে সকলেই তার নিজস্ব মতো সফটওয়ারটি ব্যবহার করতে পারবে।

অনেক অনেক ভালো উদ্যোগ।

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

Kawsar Siddiqui বলেছেন: -------------------------------------------
সম্ভবতঃ বিজয় দিয়ে শব্দ খুজতে হয়। আমি নিশ্চিত নই। এখন অনেকেই অভ্র ব্যবহার করে। তাই শব্দ খোজার ব্যপারে কয়েকটা কীবোর্ড যুক্ত করতে পারেন কিনা দেখেন।
-------------------------


নতুন ফন্ট সার্চ এর ক্ষেত্রে এড করতে হলে সব শব্দ আবার নতুন করে টাইপ করতে হবে !!
বুঝতে-ই পারছেন । তাই একটু কষ্ট করে উপরের থেকে
ফন্ট ইনস্টলার ডাউনলোড করুন ।
............

ধন্যবাদ আপনার সমালোচনার জন্য ।

৭| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০২

পদ্মারমাঝি০০৭ বলেছেন: খুবই সুন্দর!!!!!!

১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০

Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৮| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

আমি শফিক বলছি বলেছেন: ভালো একটা প্রচেষ্টা তবে ওয়ার্ড সার্চের ক্ষেত্রে অভ্র কী বোর্ড উপযোগী করা দরকার.
এবং আউটলোক কালার টা ভালো হয়নি।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ “আমি শফিক বলছি”
আামার ব্লগে আপনাকে স্বাগতম !!

৯| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৭

চৌধুরী সাজু বলেছেন: খুবই ভালো উদোগ।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০১

Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ !!!


আমার ব্লগে স্বাগতম !

১০| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

অলওয়েজ ড্রিম বলেছেন: বাহ, খুবই ভাল কাজ। সাবাস ভাই।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

Kawsar Siddiqui বলেছেন: আমার ব্লগে স্বাগতম “অলওয়েজ ড্রিম” আপনাকে ! :)

১১| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধইন্না

:) :)

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০২

Kawsar Siddiqui বলেছেন: থেংকু :)

১২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯

বটের ফল বলেছেন: ফাটাফাটি। ১ট্রিলিয়ন +++++ নেন।

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

Kawsar Siddiqui বলেছেন: নিলাম ।

আমার ব্লগে “বটের ফল” কে স্বাগতম !

১৩| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫১

শিশির.কনা বলেছেন: ব্যাবহার করে দেখতে হয় :)

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৪

Kawsar Siddiqui বলেছেন: :)

১৪| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আজকে এলাম অভিযোগ নিয়ে। আমি ডাউন লোড করতে পারিনি। সৌদি আরবে আপনার লিঙ্ক ব্লকড দেখায়। বিকল্প সাইটে চাই। (মিডিয়া ফায়ার ভাল)

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

Kawsar Siddiqui বলেছেন: weebly.com বেশ করেন !

তারপরও যদি ব্লকড দেখায় তাহলে জানান !!

ধন্যবাদ ।


ভালো থাকুন ! :)

১৫| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:৩৬

রাকিব আল আজাদ বলেছেন: দেখি কেমন জিনিস

১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯

Kawsar Siddiqui বলেছেন: :)

১৬| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০১

চাদের জোসনা বলেছেন: যাযাকাল্লাহ। আপনার খেদমতটি গ্রহণ করলাম। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার প্রতিদান দান করুন। কেবল কমান্ড দিলাম। সমস্যা হলে পরে জানাব।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ “চাদের জোসনা” !!
আমার ব্লগে স্বাগতম !

১৭| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

চৌধুরী সাজু বলেছেন: সার্চ অপশনটা অভ্র কি বোর্ডে হলে ভালো হত।
আর কোন কি বোর্ড চালু আছে বুঝলাম না।
কিলিয়ার করলে ভালো হত।

২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৮

Kawsar Siddiqui বলেছেন: কী-বোরড: বিজয়

(বিজয় ইন্সটল দিন যদি না থাকে , তারপর সার্চ কমবো বক্সে কারসর্স রেখে Alt+Ctrl+B প্রেস করুন সার্চ এর জন্য)

১৮| ১৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

চৌধুরী সাজু বলেছেন: সার্চ অপশনটা অভ্র কি বোর্ডে হলে ভালো হত।
আর কোন কি বোর্ড চালু আছে বুঝলাম না।
কিলিয়ার করলে ভালো হত।

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

Kawsar Siddiqui বলেছেন: অনেক ধন্যবাদ ।
ডিফল্ট।

১৯| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৪

আঁধার-অন্ত বলেছেন: খুব ভাল লাগল। সফটওয়্যারটা ডাউনলোড করে রাখলাম

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪

Kawsar Siddiqui বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.