নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম কাওসার সিদ্দিকী।\nআমি থাকি ঢাকার উত্তরাতে।\nআমার গ্রামের বাড়ি গাজীপুর।\nপড়ছি শান্ত-মরিয়ম ইউনিভারসিটিতে \nফ্যাশন ডিজাইন নিয়ে, পুরবে পড়তাম\nঅর্নাস এ হিসাববিজ্ঞান নিয়ে।

চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে।

Kawsar Siddiqui

চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে

Kawsar Siddiqui › বিস্তারিত পোস্টঃ

সাহায্যে প্রয়োজন !

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

ব্লগে কিশোরী উন্নয়ন সোসাইটির বা সমাজবিজ্ঞানী কেউ আছেন ?

থাকলে সাহায্যে প্রয়োজন !



ঐশীকে দেখতে যাবো :)

আমার প্রশ্ন (কিশোরী উন্নয়ন সোসাইটি, সমাজবিজ্ঞানী এবং ব্লগারদের কাছে :



১. সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমি ঐশীকে দেখতে যাই তাহলে কি আমাকে বাধা দিতে পারে ?

২. ঐশীকে দেখার জন্য যেকোনো বিশেষ / আদালতের পারমিশন লাগবে ?

৩. যতদূর জানি ঐশী এখন কিশোরী উন্নয়ন এ রয়েছে ?

কিশোরী উন্নয়ন এ (মেয়েদেরটায়) ওটাতে প্রবেশ করতে কি কি প্রয়োজন ?

৪. সাধারণত কাদের কাছে পারমিশন নেয়া লাগবে ?



বি:দ্র: মাণবিক কারণ এ ঐশীকে দেখতে যাওয়া ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫০

নতুন বলেছেন: কি মানবিক কারনে ঐশীকে দেখতে যাবেন?

মানে কি কি বিষয়ে ঐশীর সাথে আলোচনা করার ইচ্ছা আছে....

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

Kawsar Siddiqui বলেছেন: ১. সমাজে একটাই এইধরণের ঘটণা ঘটেছে ।
২. আর এই মেয়ে ত বাবা মা হারাণোর পেছনে একা দায়ী না,
তাই না ? সমাজ, রাষ্ট্র, সমাজব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক সংকট ... দায়ী
৩. বিষয় ঠিক বুঝলাম না
একটু বিস্তারিত বলেন !

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমার ধারণা বিষয়টা বেশ জটিল হবে এবং আপনাকে আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যার মূল প্রশ্ন থাকবে "কেন?" যদি আপনি এই "কেন"-এর উপযুক্ত জবাব দিতে পারেন তবে হয়ত সম্ভব। কিন্তু সেই উত্তর দেয়ার জন্য শুধু "মানবিক কারণ" উপযুক্ত নয় :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

Kawsar Siddiqui বলেছেন: কেন এর জবাব :
বিয়ে করব ঐশীকে !

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: আমিও দেখতে চাই। মেয়েটাকে বেশ কয়েকবার স্বপ্নে দেখেছি।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

Kawsar Siddiqui বলেছেন: তাহলে চলৈন যাই

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

Kawsar Siddiqui বলেছেন: স্বপ্নে দেখলেন কেন ?
কি দেখলেন ?

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: ঐশীর পক্ষের যে উকিল রয়েছে তার সাথে কথা বলে দেখতে পারেন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩

শিপন মোল্লা বলেছেন: আমিও দেখতে চাই, আমার কাছেও বিশ্বয় ঐশীর বিষয়টা। এই কারনেই আমিও তাকে দেখতে চাই।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫২

নতুন বলেছেন: ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
লেখক বলেছেন: কেন এর জবাব :

৩. বিষয় ঠিক বুঝলাম না
একটু বিস্তারিত বলেন !

বিয়ে করব ঐশীকে !


এই কারন মনে হয় ঐশীর সাথে দেখা করার জন্য যথেস্হ...

বিয়ে মানুষ কারুর প্রতি আকষ`ন বোধে করে.... বাবা মা কে খুন করা কোন কারন হতে পারেনা...

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৭

Kawsar Siddiqui বলেছেন:

৬. ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫২
নতুন বলেছেন: ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
লেখক বলেছেন: কেন এর জবাব :

৩. বিষয় ঠিক বুঝলাম না
একটু বিস্তারিত বলেন !

বিয়ে করব ঐশীকে !

এই কারন মনে হয় ঐশীর সাথে দেখা করার জন্য যথেস্হ...

বিয়ে মানুষ কারুর প্রতি আকষ`ন বোধে করে.... বাবা মা কে খুন করা কোন কারন হতে পারেনা...
++++++++++++++
১. সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমি ঐশীকে দেখতে যাই তাহলে কি আমাকে বাধা দিতে পারে ?
২. ঐশীকে দেখার জন্য যেকোনো বিশেষ / আদালতের পারমিশন লাগবে ?
৩. যতদূর জানি ঐশী এখন কিশোরী উন্নয়ন এ রয়েছে ?
কিশোরী উন্নয়ন এ (মেয়েদেরটায়) ওটাতে প্রবেশ করতে কি কি প্রয়োজন ?
৪. সাধারণত কাদের কাছে পারমিশন নেয়া লাগবে ?
*প্রশ্নের উত্তর আছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.