নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম কাওসার সিদ্দিকী।\nআমি থাকি ঢাকার উত্তরাতে।\nআমার গ্রামের বাড়ি গাজীপুর।\nপড়ছি শান্ত-মরিয়ম ইউনিভারসিটিতে \nফ্যাশন ডিজাইন নিয়ে, পুরবে পড়তাম\nঅর্নাস এ হিসাববিজ্ঞান নিয়ে।

চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে।

Kawsar Siddiqui

চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে

Kawsar Siddiqui › বিস্তারিত পোস্টঃ

একটি অতিকথা বলি ।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪৮

অনেক দিন আগের কথা -



একটা জঙ্গলে’র একটা ঘরে বাস করতো স্বামী (মমতা)-স্ত্রী (শাহজাহান) তারা দুই জনই ছিল খুব ভাল, সুখে-শান্তিতে তারা ১৫ টি বছর পার করে দিল ।

তাদের একটি মেয়ে ছিল । মেয়ে টির নাম ছিল টিংকু । স্বামীটা হঠাৎ একদিন ন্ত্রী কে ছেড়ে চলে গেল । যেহেতু তারা লোকালয়ে বাস করত সেহেতু স্বামী চলে যাওয়ার পর স্ত্রী খুব অসহায় হয়ে পড়ল । আশেপাশে লোকজন নেই । ন্ত্রী কি করবে সেই ভেবে কান্নাকাটি করছিল যে কিভাবে তাকে (স্বামী) কবর দিবে । রাত তখন মধ্যরাত । ন্ত্রী কান্নাকাটি আর কান্নাকাটি করছিল তার ছোট ছেলে টি কে নিয়ে বসে বসে ।



যখন আরও গভীর রাত হলো তখন হঠাৎ গভীর রাতে একজন এল এসে দেখে মমতা’র কান্না ।

সেই মানুষ টি মমতা কে বলল: কি কাদছো কেন ?

মমতা: আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এখন কি করব।

মানুষটি: সকাল হোক তারপর একটা ব্যবস্থা করা যাবে।

তারপর: মমতা এবং তার ছেলে ঘুমিয়ে পড়ল ।

হঠাৎ মমতা একটা কটমট কটমট শব্দ পেল ।

মমতা: চোখ আস্তে করে খুলে দেখলও ঐ মানুষ টি তার স্বামীকে খাচ্ছে ।

মমতা: বুদ্ধি করে তার ছেলে কে একটা খোচা মেরে কাদিয়ে দিল ।

মানুষটি: কি হইছে বাচ্চা কাদছে কেন ?

মমতা : ও পেশাব করবে এই বলেই সাথে সাথে চলে গেল মমতা ।



++++++শেষ+++++++

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

স্বস্তি২০১৩ বলেছেন: এটা কি হল......

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: এইসব রুচিহীন স্যাডিষ্টদের লেখা মডুর চোখে পড়ে না??
এক একটা ছাগল মডু কি করে সারাদিন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.