নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুপ প্রকৃতি বিরক্ত হচ্ছে!

কাওসার_সিদ্দিকী

কাওসার_সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

একটি রহস্য জনক ঘটনা!

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮


এক বাড়িতে এক বড় এবং তার বর থাকতো।
একদিন বর মারা গেল তখন বর এর বউ
বলতে লাগলো আমি আমার স্বামী’কে
কোথায় রাখবো?
হঠাত্ মধ্য রাতে এক ফকির আসলো,
এবং ঘরে ডুকে বললো কি হয়েছে মা?
বৌ বললো- আমার বর মারা গেছে
আমি কোথায় রাখবো।
ফকির-আচ্ছা রাত শেষ হোক তারপর
আমি ব্যবস্থা করছি!
বৌ আর তার একটা বাচ্চা ছিল।
আর মৃত বরটিকে মাটিতে রাখলেন বৌ ছিলেন
খাটে তার বাচ্চা নিয়ে তারপর “ফকির”
মৃত বর এর সাথে ঘুমালো।
বৌ- হঠাত মাঝরাতে কি যেন একটা শব্দ
শুনতে পেলো, বৌ চোখ খুলতেই দেখলো
ফকির বর এর পা খা্চ্ছে।
বৌ উঠে বাচ্চা’টি নিয়ে দৌড় দিলেন।

* আমি অনেক আগে এই গল্পটি শুনেছিলাম
তবে বুঝতে পারিনি এখন কথা হলো
গল্পটি’র উপসংহার অথবা গল্পটি দ্বারা
কি বুঝিয়েছেন যে বলেছে এর মানে কি
আমাকে একটু বুঝিয়ে বলেন প্লিজ!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সামান্য একটা ভৌতিক গল্প; সারবস্তু কিছু নেই।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

আমি তুমি আমরা বলেছেন: থিমটা খারাপ না, এই গল্প নিয়ে ভাল এক্টা পিশাচ কাহিনী হতে পারে।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

আমার আব্বা বলেছেন: This is not mind game / mythological story/ false story. This is true story. This fokir is not human. He is monster. I have a request for you, do not think about it. This monster is very ugly & Thanks

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

শায়মা বলেছেন: হা হা গল্পটা পড়ে একটু হাসছিলাম কিন্তু আমার আব্বার কমেন্ট পড়ে হাসতে হাসতে মরেই গেছি!!!!!!!!


হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহাহা :P

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: সুপ্ত প্রতিভার গুপ্ত রহস্য মার্কা পোষ্ট!!!
এটা চাঁদগাজী ভাই ছাড়া এ রহস্য জট খোলা আর কারো পক্ষে মুশকিল। :P :)

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

নূর আলম হিরণ বলেছেন: পা খাচ্ছে শুধু না সালাদ, টালাদ দিয়ে খাচ্ছিলো?

৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: হে হে হে ----

৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ অনিকেত বৈরাগী তূর্য্য আপনার মূল্যবান মন্তব্য'র জন্য।
ভাল থাকবেন। :)

৯| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ "আমি তুমি আমরা" আপনার মূল্যবান মন্তব্য'র জন্য।
ভাল থাকবেন। :)

১০| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

কাওসার_সিদ্দিকী বলেছেন: Thank you! "Amar Abba" for your precious comment.
StAY TuNE!

১১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ "শায়মা" আপনার মূল্যবান মন্তব্য'র জন্য।
ভাল থাকবেন।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ "শাহরিয়ার কবীর" আপনার মূল্যবান মন্তব্য'র জন্য।
ভাল থাকবেন।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

কাওসার_সিদ্দিকী বলেছেন: মুরগী হলে সালাদ দিয়ে খাওয়া যেত।জানি না। ধন্যবাদ "নূর আলম হিরণ" আপনার মূল্যবান মন্তব্য'র জন্য।
ভাল থাকবেন।

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ "রাজীব নুর" আপনার মূল্যবান মন্তব্য'র জন্য।
ভাল থাকবেন।

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

আবু তালেব শেখ বলেছেন: এটা আমি ও শুনেছি দাদির থেকে। সত্য ও হতে পারে,হইতো সেই ফকির মানুষ খেকো ছিল।
ব্লগার ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি
আপনার কমেন্টের উঃ দিতে নিজেই কমেন্ট করে ফেলছেন।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২২

আবু তালেব শেখ বলেছেন: আপনি নিচের স্ক্রিনশটে সবুজ চিহ্ন উপর ক্লিক করে উঃ লিখুন।
সমস্যার সমাধান হবেআপনি নিচের স্ক্রিনশটে সবুজ চিহ্ন উপর ক্লিক করে উঃ লিখুন।
সমস্যার সমাধান হবেআপনি নিচের স্ক্রিনশটে সবুজ চিহ্ন উপর ক্লিক করে উঃ লিখুন।
সমস্যার সমাধান হবে আপনি নিচের স্ক্রিনশটে সবুজ চিহ্ন উপর ক্লিক করে উঃ লিখুন।
সমস্যার সমাধান হবে

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

নতুন বলেছেন: এইসব বানানো কাহিনি.. এই গুলি নিয়ে সময় নস্ট করবেন না।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

নূর-ই-হাফসা বলেছেন: এই গল্প মজা নেয়া ছাড়া পড়া উচিত না ।
গল্প গুলো ঘুমানোর আগে পড়লে স্বপ্নে অন্য রকম গল্প দেখা যায় যা আরো ভয়ানক এবং মজার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.