নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চুপ প্রকৃতি বিরক্ত হচ্ছে!

কাওসার_সিদ্দিকী

কাওসার_সিদ্দিকী › বিস্তারিত পোস্টঃ

দলিলে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের অর্থ

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

আজকে আমি ব্লগ লিখছি দলিলে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের অর্থ নিয়ে।
যারা জানেন তারা এই পোস্টটি এড়িয়ে যাবেন আর
যারা জানেন না তারা পড়বেন।

দলিলে ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত শব্দের অর্থঃ
১. মৌজা = গ্রাম।
২. জে. এল নং = গ্রাম নম্বর/মৌজা নম্বর।
৩. ফর্দ = দলিলের পাতা।
৪. বং = বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
৫. গং = আরো অংশীদার আছে।
৬. সাং = সাকিন, গ্রাম, ঠিকানা।
৭. দং = দখল, দরুন, বাবদ।
৮. চৌ: = চারদিকের সীমানা, চৌহদ্দি।
৯. মং =মগলগ বা মোট।
১০. জ: = জমা পুঁজি, মোট, খাজনা, রাজস্ব।
১১. রায়ত = প্রজা বা কৃষক।
১২. নথি = রেকর্ড।
১৩. জং = জওজে, স্বামী, পত্নী।
১৪. পিং =পিতা।
১৫. দাগ নং = জমি নম্বর।
১৬. খং = খতিয়ান।
১৭. নিং = নিরক্ষর।
১৮. সনাক্তকারী = যিনি বিক্রেতাকে চিনে।
১৯. মং = মোট, মবলগ।
২০. জরিপ = পরিমাণ।
২১. হিস্যা = অংশ।
২২. একুনে = যোগফল।
২৩. বায়া = বিক্রেতা।
২৪. বাটোয়ারা = বন্টন।
২৫. বিং = বিস্তারিত।
২৬. মৌকুফ = মাপ।
২৭. অধুনা = বর্তমান।
২৮. রোক = নগদ।
২৯. ভায়া = বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।
৩০. তফসিল = বিক্রিত জমির তালিকা।
৩১. ইস্তেহার = ঘোষণাপত্র।
৩২. কিসমত = মৌজার অংশকে কিসমত বলে।
৩৩. গির্বি = বন্ধক।
৩৪. জমা বন্দী = খাজনার তালিকা।
৩৫. তরমিম = শুদ্ধকরণ।
৩৬. তরতির = শৃংখলা।
৩৭. দাগ নম্বর = মৌজার নকশায় প্রত্যেক প্লটের যে সিরিয়াল নম্বর বসান হয়,
তাহাকে দাগ নম্বর বলে।
৩৮. জালি = এক প্রকারে ধান যাহা জলাভূমিতে জন্মে।
কত শতাংশ এ এক বিঘা, গন্ডা, কড়া, একর, হেক্টর।
১ কাণি = ১২০ শতাংশ।
১ বিঘা/পাক্ষি = ৩৩ শতাংশ।
১ গন্ডা = ৬ শতাংশ/ডিসিমল/শতক।
১ কড়া = ১.৫ শতাংশ।
১ একর = ১০০ শতাংশ।
১ হেক্টর = ২৪৭ শতাংশ।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

বাকপ্রবাস বলেছেন: দরকারি পোষ্ট

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৮

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভাষাগুলো আরো সহজ হওয়া উচিত ছিল।
যথাসাধ্য কঠিন করার চেষ্টার কোন ত্রুটি ছিল না বলেই মনে হয়।
আফসোস!

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৯

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ১ কাঠা = কত শতাংশ?

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩০

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে। ১ কাঠা = ১.৬৫ শতাংশ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই। তাই এসব আমি জানতে চাই না।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: Very good.

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

রোকসানা লেইস বলেছেন: এই শব্দগুলো বিস্তারিত অর্থ কি লেখা থাকে দলিলের নিচে?
জ্ঞানীলোকদেরও বোঝার ক্ষমতা নাই মনে হয় এই সব শব্দ।
যারা কাজকরে এরাই হয়তো জানে।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে। না।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১

প্রামানিক বলেছেন: উপকারী পোষ্ট, ধন্যবাদ

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

কাওসার_সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৩:২৭

নাইমুল ইসলাম বলেছেন: শতাংশ আর শতক শব্দটা প্রায় শুনি জমি সংক্রান্ত কোনো কথার প্রসঙ্গে কিন্তু কখন বুঝি না আসলে কতটুকু জায়গার কথা বলা হচ্ছে। যে বলছে শতাংশ তাকে জিজ্ঞাসা করলে বলে "এই ঘরেরে সমান" "সেই দোকানের সমান"। নিজে জমি ক্রয় বিক্রয় বিধায় কখনো জানার আগ্রহ হয়নি। আজ অনেকটা অনুমান করার মত কিছু জানলাম। উপকারী পোস্ট। ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৪৮

কাওসার_সিদ্দিকী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

হাসান মাহবুব বলেছেন: প্রিয়তে নিলাম।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩

কাওসার_সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.