নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ হতে চাই!

এখনো আক্কেল দাঁত উঠেনি, কিছুটা অপরিপক্ব...

মোর্শেদ আলম কায়ান

চিন্তা-ভাবনায় নিজেকে ফরেস্ট গাম্প মনে হয়, কিন্তু নিজেই নিজেকে এখনো বলতে পারলাম না- Run Kayan, Run https://www.facebook.com/KayanMorshed

মোর্শেদ আলম কায়ান › বিস্তারিত পোস্টঃ

মিরর

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫০

মোটর সাইকেলের ফ্রন্ট মিররে লেখা থাকে-
“Objects in the mirror are closer than they appear ”

একদিন এক ২০ বছরের যুবতী লেখাটি দেখল। তখন সে প্যারডি করে তার চোখকে মিররের সাথে তুলনা করে বলল-
“ Look at my eyes. The things you look are closer than you think. They really mean special to me. ”

এ শুনে Warren Buffett বলে উঠলেন-
“In the business world, the rearview mirror is always clearer than the windshield.”

তিনি আবারো যোগ করলেন-
“It takes 20 years to build a reputation and five minutes to ruin it. If you think about that, you'll do things differently.”


William Shakespeare আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বলে উঠলেন-
“Hold a mirror up to nature:
To show virtue her feature,
Scorn her own image,
And the very age
And body of the time his form and pressure. ”


মহাত্মা গান্ধি এতক্ষণ শুধু শুনছিলেন। এবার তিনি তার স্পিরিট ধরে বলে উঠলেন-
“ We but mirror the world. All the tendencies present in the outer world are to be found in the world of our body. If we could change ourselves, the tendencies in the world would also change. ”

সবশেষে কথা বলার ব্যাটন আসল বাংলা র‍্যাপার ফকির লাল ভাইয়ের কাছে। লাল ভাই র‍্যাপ ধরলেন-
“ দৌড় দে, দৌড় দে
সময় থাকতে দৌড় দে,
মাথায় একখান গামছা বাইন্ধা
যেমনে পারস দৌড় দে।

জীবনডারে বাজী রাইখা
ঘোড়ার মত দৌড় দে
ধরতে পারলে খবর আছে,
মা-মা কইয়া দৌড় দে…।”


তারপর লাল ভাই আর মেয়েটি ঘোড়ার মত দুইদিকে দৌড় লাগালো (মেয়েটি লাল ভাইয়ের র‍্যাপ গান থেকে বাঁচতে আর লাল ভাই মেয়েটি থেকে )।


বি.দ্রঃ শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে লেখা। সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি। কাউকে আঘাত করার জন্য এই লেখা নয়। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।






মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: মিরর কথন ভালোই লাগলো ।

শুভেচ্ছা নিবেন :)

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫

মোর্শেদ আলম কায়ান বলেছেন: ধন্যবাদ রায়হান ভাই।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহা সুন্দর লিখেছেন ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১২

মোর্শেদ আলম কায়ান বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩

জেরিফ বলেছেন: আইডিয়া জোস !

৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

আমি ব্লগার হইছি! বলেছেন: হেব্বি, হেব্বি ! কোন কথা হবে না!

৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯

মোর্শেদ আলম কায়ান বলেছেন: ধন্যবাদ জেরিফ ভাই!

ধন্যবাদ ব্লগার ভাই!

৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২১

কলমের কালি শেষ বলেছেন: হুম । ব্যতিক্রমী জিনিস ।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯

মোর্শেদ আলম কায়ান বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.