নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাল ব্যাবসায়ী, মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি দ্রব্য চাল নিয়ে ব্যাবসা করছি, গর্ববোধ করি কিছুটা হলেও দেশের জন্য মানুষের জন্য কাজ করছি।

কাজী ফররুখ আহমেদ

চাল ব্যাবসায়ী, মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি দ্রব্য চাল নিয়ে ব্যাবসা করছি, গর্ববোধ করি কিছুটা হলেও দেশের জন্য মানুষের জন্য কাজ করছি।

কাজী ফররুখ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে চাল উৎপাদনে শীর্ষ ১০ টি দেশ - বাংলাদেশ চতুর্থ ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৩





পৃথিবীতে চাল উৎপাদনে শীর্ষ ১০ টি দেশ - বাংলাদেশ চতুর্থ

১ ভারত - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ৪৩.২০ মিলিয়ন হেক্টর জমি
২ চীন - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ৩০.৩৫ মিলিয়ন হেক্টর জমি
৩ ইন্দোনেসিয়া - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ১২.১৬ মিলিয়ন হেক্টর জমি
৪ বাংলাদেশ - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ১২.০০ মিলিয়ন হেক্টর জমি
৫ থায়ল্যান্ড - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ৯.৬৫ মিলিয়ন হেক্টর জমি
৬ ভিয়েতনাম - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ৭.৬৬ মিলিয়ন হেক্টর জমি
৭ বার্মা - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ৬.৮০ মিলিয়ন হেক্টর জমি
৮ ফিলিপিন - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ৪.৫০ মিলিয়ন হেক্টর জমি
৯ কম্বোডিয়া - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ২.৯০ মিলিয়ন হেক্টর জমি
১০ পাকিস্তান - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ২.৮৫ মিলিয়ন হেক্টর জমি


তথ্য সুত্র: -
The International Rice Research Institute (IRRI)
World Food Programme (WFP)
Food and Agriculture Organization (FAO)
June, 2018



মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৮

অনল চৌধুরী বলেছেন: জাপান,কোরিয়া কই?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সু সংবাদ পৃথিবীতে চাল উৎপাদনে শীর্ষ ১০ টি দেশে - বাংলাদেশ চতুর্থ ।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:
যাই হবো হোক, আমাদের কৃষক গুলো সুখে থাকলে হচ্ছে ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৪

ইমরান আশফাক বলেছেন: এখানে চাল চাষের জন্যে কি পরিমান জমি ব্যবহৃত হচ্ছে দেশ অনুযায়ী সেটা দেয়া আছে। চালের উৎপাদনের পরিমান দেয়া হয়নি।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০০

চাঙ্কু বলেছেন: চাল না থাকলে আমরা ভাতে মারা যাব। আচ্ছা, আপনার কাছে সোর্সগুলোর কোন লিঙ্ক আছে?

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমরা কেবল চালই উৎপাদন করি। আর বাকি সব কিছুই আমদানী করি।
কৃষি কেবল ধান চাষেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
তেল, মশলা, ফল, মাছ সবজি অনেক কিছুই আমদানী নির্ভর।
এই সবের চাষ বাড়াতে হবে। নইলে আত্নতৃপ্তির ঢেকুর তুলে কোন লাভ হবে না।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেশীর ভাগ জমি ধান চাষ করে অপচয় করা হচ্ছে।
দামী ফসল চাষের কোন সুসংবাদ নাই।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর তথ্যপূর্ণ পোস্ট। ভালো লাগলো।


শুভেচ্ছা নিয়েন।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আমরা কেবল চালই উৎপাদন করি না
মাছ উৎপাদনে বাংলাদেশ চালের চেয়েও এগিয়ে।
মাছ উৎপাদনে বাংলাদেশ ২য়

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আর একটু চেষ্টা করলে আমরা দ্বিতীয় হতে পারব। সে পরিমান জমি আমাদের আছে।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

মাকার মাহিতা বলেছেন: সিরিয়ালের দুই নম্বর টা বাংলায় হলে ভালই দেখাতো। যেটা ইংরেজী নম্বর টু বর্ণমালা হয়ে গেছে।

যাক, সমস্যা নাই, তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ।

ভাতে মাছে বাঙ্গালীর চাল বেচে থাক!

শুভকামনা রইল আপনার প্রতি...

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

আহমেদ জী এস বলেছেন: কাজী ফররুখ আহমেদ ,




তারপরেও আমাদের চাল আমদানী করতে হয় । কেন ?
শুধু চালই নয় অন্যান্য কৃষিপণ্যেও আমাদের এগিয়ে থাকা উচিৎ ।

চালের উৎপাদনের পরিমান জানালে ভালো হতো । আশা করি আগামীতে জানাবেন ।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ৪ বাংলাদেশ - চাল উৎপাদনে ব্যাবহৃত হচ্ছে ১২.০০ মিলিয়ন হেক্টর জমি

@ইমরান আশফাকবলেছেন:
এখানে চাল চাষের জন্যে কি পরিমান জমি ব্যবহৃত হচ্ছে দেশ অনুযায়ী সেটা দেয়া আছে। চালের উৎপাদনের পরিমান দেয়া হয়নি।

সহমত। আমাদের হেক্টর প্রতি ফলনের হার এখনও কম।


ধানের দামঃ ৯২০- ৯৬০৳(প্রতি মন)
চালঃ ২৪০০-২৬০০৳
উৎপাদন খরচ হিসেব করেছেন?
লাভের টাকা কার পকেটে যাচ্ছে??

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৫০

অনল চৌধুরী বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
আমরা কেবল চালই উৎপাদন করি না
মাছ উৎপাদনে বাংলাদেশ চালের চেয়েও এগিয়ে।
মাছ উৎপাদনে বাংলাদেশ ২য়
-তৈরী পোষাক উৎপাদন অার রপ্তানীতেও দ্বিতীয়।
কিন্ত তারপরও মালিকরা শ্রমিকদের উপযুক্ত বেতন দেয় না।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

রিফাত হোসেন বলেছেন: বাহিরে তেমন দেশী চালের আধিক্য পাই না। ভারত, পাকি, চায়না, থাই, ভিয়েতনাম দখল করে বসে আছে। হয়ত খাতা কলমে আগাচ্ছে তবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ভাল বাণিজ্য করতে পারছে না মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.