নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে ত ন

কে ত ন › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতুতে শেখ হাসিনার নাম না দেখে কষ্ট পেয়েছেন ওবায়দুল কাদের

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বড় আক্ষেপ নিয়ে এখানে আমি দাঁড়িয়েছি। এ এলাকার অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অনেকেই দাবি করছেন, এই সেতুর নাম হোক শেখ হাসিনা পদ্মা সেতু। আমি নিজেও একান্তভাবে চেয়েছি এ সেতুর নাম পদ্মা সেতু হোক। কিন্তু এখানে এসে যখন দেখি পদ্মা সেতু নামের পাশে শেখ হাসিনা নেই, তখন আমার মনে আঘাত লেগেছে। পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু না হওয়ায় আমি খুব কষ্ট পেয়েছি।”

আজ রোববার মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নামফলক উন্মোচন ও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, “আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি (শেখ হাসিনা) বললেন, এই পদ্মা সেতুর জন্য আমি অপমানিত হয়েছি। আমার দল অপমানিত হয়েছে। তাই এই সেতুর নামের পাশে আমি আমার ও আমার পরিবারের নাম জড়াবো না।”

এটুকু পড়ার পর ভাবতে বাধ্য হচ্ছি, আমাদের মাশাল্লাহ এমন একজন প্রধানমন্ত্রী আছে, যিনি জানেন কেউ না কেউ তাকে অপমান করেছে। চাটুকারদের মিলিয়ন ডলার তেলের আবরণ ভেদ করে কে কোন জায়গায় বসে তাঁকে, তার দলকে অপমান করেছে, সেই জ্বালাও তার গায়ে লাগে। আর সেই অপমানে বাংলাদেশে এ যাবতকালের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রজেক্টে নিজের বা পিতার নাম ব্যবহার করা থেকে বিরত রয়েছেন।

তবে প্রশ্ন এটাই, তিনি নিজে না হয় তার নামকে অপমানিত হতে দেননি, কিন্তু তার আশেপাশের চাটুকারেরা তাঁকে ছেড়ে দিল কি করে। পদ্মা সেতু তাঁর নামে না হলে কত লক্ষ লক্ষ মানুষ যে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে - এই ব্যাপারটা সিরিয়াসলি বোঝানোর মত যোগ্যতা কি কারোরই ছিলনা?

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭

ঢাবিয়ান বলেছেন: পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল, যার পেছনে ছিলেন ড. ইউনূস।
ড ইউনূস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অনুমোদন ছাড়াই এমডি ছিলেন এবং সরকারি বেতনও নিতেন। এটা সম্পূর্ণ ইলিগাল। হিলারি ক্লিনটন তাকে এমডি রাখতে ফোন করেন। টনি ব্লেয়ার ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী। তার স্ত্রী শেলি ব্লেয়ার ফোন করলেন। পশ্চিমা দেশের অনেক রাষ্ট্রদূত এসে আমাকে হুমকি দিত।'স্টেট ব্যাংক আমার ছেলে জয়কে তিনবার ডেকে নিয়ে শাসিয়েছে। এটা নিয়ে মামলা হয়েছে। আমরা প্রমাণ করেছি, সমস্ত অভিযোগ ভুয়া, মিথ্যা। কোনো দুর্নীতির চিহ্ন পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর পরিবারের এত অপমান দেইখ্যা চক্ষে পানি আইসা পড়েছে। পদ্মায় ঝাপ দিতে ইচ্ছা হইতেসে :(

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫

কে ত ন বলেছেন: সর্বনাশ! বলেন কি? উনি কি প্রধানমন্ত্রী না ইনক্রেডিবল হাল্ক? হিলারী, শেরি ব্লেয়ার বলতে গেলে সারা বিশ্বের মুখোমুখি দাঁড়িয়ে তিনি ইউনুসের অবৈধ উপার্জন রুখে দিয়েছেন। সেই প্রধানমন্ত্রীর এত অপমান? আমি আছি আপ্নের সাথে। বলেন কোনদিন পদ্মায় ঝাঁপ দিতে যাবেন। আমি যাব আপনার সাথে।

বাঙালি আজ দেখিয়ে দেবে প্রধানমন্ত্রীকে অপমান মানে আপামর জনগণের অপমান।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ কে ত ন -

সাহেব কহেন, " চমৎকার ! সে চমৎকার ! "
মোসাহেব বলে, " চমৎকার সে হতেই হবে যে !
হুজুরের মতে অমত কার ? "

সাহেব কহেন, " কি চমৎকার, বলতেই দাও ,
আহা হা ! "
মোসাহেব বলে, " হুজুরের কথা শুনেই বুঝেছি
বাহাহা ! বাহাহা ! বাহাহা ! "

সাহেব কহেন, "শোনো না ! সেদিন সূর্য
উঠেছে সকালে ! "
মোসাহেব বলে, " সকালে সূর্য ?
আমরা কিন্তু দেখিনা কাঁদিলে কোঁকালে !"

(কাজী নজরুল ইসলাম / সাহেব ও মোসাহেব )

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

কে ত ন বলেছেন: সাহেব কহেন, “ভাবিলাম, যাই,
আসি খানিকটা বেড়ায়ে,”
মোসাহেব বলে, “অমন সকাল! যাবে কোথা বাবা,
হুজুরের চোখ এড়ায়ে!”

সাহেব কহেন, “হ’ল না বেড়ানো,
ঘরেই রহিনু বসিয়া!”
মোসাহেব বলে, “আগেই বলেছি! হুজুর কি চাষা,
বেড়াবেন হাল চষিয়া?”

সাহেব কহেন, “বসিয়া বসিয়া
পড়েছি কখন ঝিমায়ে!”
মোসাহেব বলে, “এই চুপ সব! হুজুর ঝিমান!
পাখা কর, ডাক নিমাইএ”

সাহেব কহেন, “ঝিমাইনি, কই
এই ত জেগেই রয়েছি!”
মোসাহেব বলে, “হুজুর জেগেই রয়েছেন, তা
আগেই সবারে কয়েছি!”

সাহেব কহেন, “জাগিয়া দেখিনু, জুটিয়াছে যত
হনুমান আর অপদেব!”
“হুজুরের চোখ, যাবে কোথা বাবা?”
প্রণামিয়া কয় মোসাহেব।।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


সম্ভবত:, শেখ হাসিনা সামুর পোষ্ট পড়ছেন আজকাল, উনার জ্ঞান বাড়ছে; উনার একটা নিক খোলা দরকার।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

কে ত ন বলেছেন: আপনার কথা ১০০% ঠিক। নইলে মানুষ যে তাঁকে বা তাঁর দলকে অপমান করছে - এটা জানলেন কি করে? তাঁর তো ধারণা হওয়ার কথা, তিনি যে কয়দিন বেঁচে আছেন, বাঙ্গালদেশের হায়াতও ঐ কয়দিন।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চাটুকারিতা ও তোষামোদির কোনো প্রসঙ্গ এলে রবীন্দ্রনাথের বিখ্যাত সেই লাইনটির কথা মনে পড়ে যায়, 'বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ।' মনে পড়ে নজরুলের 'সাহেব ও মোসাহেব' কবিতাটির কথা। তেল মারায় ব্যস্ত মোসাহেবের যে চরিত্র নজরুল এঁকেছেন তাঁকে বোধ করি আর কোনো শিল্পী ছাড়িয়ে যেতে পারেননি।-

"সাহেব কহেন, 'চমৎকার! সে চমৎকার!'
মোসাহেব বলে, 'চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত্ কার?...।"

এখানে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই
পদ্মা সেতু

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

কে ত ন বলেছেন: পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী অবশ্যই কৃতজ্ঞতার দাবিদার। তাঁর জায়গায় অন্য কেউ হলে বিশ্ব ব্যাঙ্কের কাছে ধাক্কা খাবার পর হাল ছেড়ে দিত - এ ব্যাপারে কোন সন্দেহ নেই। দেশের দক্ষিণাঞ্চল আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক - তা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়নে এ অঞ্চলের ব্যাপক গুরুত্বের কথা বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রী চরম সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিচ্ছেন শুধু না - নিজে সময়ে সময়ে তদারক করছেন।

আপনার জন্যে 'দুই বিঘা জমি'র শেষ কয়েক পংক্তিঃ

হেনকালে হায় যমদূত - প্রায় কোথা হতে এল মালী,
ঝুঁটি - বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি।
কহিলাম তবে, ‘ আমি তো নীরবে দিয়েছি আমার সব —
দুটি ফল তার করি অধিকার, এত তারি কলরব! '
চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠিগাছ —
বাবু ছিপ হাতে পারিষদ - সাথে ধরিতেছিলেন মাছ।
শুনি বিবরণ ক্রোধে তিনি কন, ‘ মারিয়া করিব খুন! '
বাবু যত বলে পারিষদ - দলে বলে তার শতগুণ।
আমি কহিলাম, ‘ শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়! '
বাবু কহে হেসে, ‘ বেটা সাধুবেশে পাকা চোর অতিশয়। '
আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে —
তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে !

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চাটুকারিতা ও তোষামোদির কোনো প্রসঙ্গ এলে রবীন্দ্রনাথের বিখ্যাত সেই লাইনটির কথা মনে পড়ে যায়, 'বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ।' মনে পড়ে নজরুলের 'সাহেব ও মোসাহেব' কবিতাটির কথা। তেল মারায় ব্যস্ত মোসাহেবের যে চরিত্র নজরুল এঁকেছেন তাঁকে বোধ করি আর কোনো শিল্পী ছাড়িয়ে যেতে পারেননি।-

"সাহেব কহেন, 'চমৎকার! সে চমৎকার!'
মোসাহেব বলে, 'চমৎকার সে হতেই হবে যে!
হুজুরের মতে অমত্ কার?...।"


এখানে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার দূরদর্শীতার জন্য।
পদ্মা সেতু তার নামে নাম করণ না করার জন্য তিনি প্রশংসার দাবীদার।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৫

ফেনা বলেছেন: এখানে আমার একটা প্রশ্ন আছে। সরকার যে এত টাকা দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ভাল কথা। কিন্তু এত টাকা পাইছে কই সরকার!!!! এই পদ্মা সেতু বানাতে কত টাকা খরচ হচ্ছে???

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

কে ত ন বলেছেন: কন্সট্রাকশন ম্যাটেরিয়াল এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির যোগান দিচ্ছে চায়না ব্রীজ কন্সট্রাকশন লিমিটেড। ব্রীজ চালু হবার পর ৩০ বছরের টোল তুলে তারা এর দাম তুলবে। সিমেন্ট এবং রড পিপিপি'র আওতায় দেশি কোম্পানিগুলো সরবরাহ করছে। জমি অধিগ্রহণ এবং অবকাঠামো উন্নয়নের খরচ আভ্যন্তরীণ উৎস থেকে মেটানো হচ্ছে এবং এজন্য প্রতিবছর এডিপিতে মোটা অংকের টাকা বরাদ্দ রাখতে হচ্ছে।

এই ব্রীজ তৈরি হতে মোট খরচ হবে ৩৭০ কোটি ইউএসডি বা ৩০,১৯৩ কোটি টাকা। তবে প্রকল্প শেষ হতে হতে আরও কিছুটা খরচ বেড়ে যেতে পারে।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

সাইন বোর্ড বলেছেন: যত বেশি কাজ তত বেশি লুটপাট, কাজ হলো টাকা খাওয়ার রাস্তা । অার কষ্টে কাদেরের বুক যে এখনো ফেটে যায় নি, এটাই বাঁচোয়া ।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

চোরাবালি- বলেছেন: উনি কি চুড়িদার ছাড়া চলতে পারেন না?

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৩

কে ত ন বলেছেন: চুড়িদার ছাড়া কে কবে চলতে পেরেছে? উনি কি কোনদিক থেকে ব্যতিক্রম?

৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

ফেনা বলেছেন: তথ্য পর্যাপ্ত না। সন্তষ্ট হতে পারলাম না।

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯

কে ত ন বলেছেন: এর চেয়ে বেশি তথ্য আমার পক্ষে দেয়া সম্ভব না। পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে সরকার রহস্যজনক গোপনীয়তা বজায় রেখে চলেছে। পদ্মা সেতুর অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত সমস্ত তথ্য দেয়া আছে, শুধু অর্থায়নের ব্যাপারে কোন তথ্য নেই।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ছবিতে শুধু মহিলা কেন?

১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

কে ত ন বলেছেন: উনি ইডেন কলেজে দাওয়াত খেতে গিয়েছিলেন। তাঁর মত সুদর্শন বলশালী ও ক্ষমতাবান পুরুষ দেখে সুন্দরী ললনারা তাঁর পিছু নিয়েছিল - তিনি পাত্তা দেননি।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

এস এ মেহেদী বলেছেন: কিছু কইলেন মনে হয় কামাল ভাই? হা হা হা হা

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

কে ত ন বলেছেন: কামাল ভাই কে? আমাদের দেশে বেশ কয়েকজন কামাল আছে, কার কথা বলছেন?

১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পদ্মা সেতুতে কী পরিমাণ হরি লুট হয়েছে তা বোঝা যাবে অন্য কোন সরকার এলে...

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

কে ত ন বলেছেন: জ্বি-না! বোঝা যাবেনা। হরিলুট উনারাও করবেন। অন্য কারো পাছার কাপড় সরালে নিজেদের লেংটি কি ঝুলে থাকবে মনে করেন?

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৩

আলআমিন১২৩ বলেছেন: মাননীয় কি মহিলা যুব লীগের প্রোগ্রামে? এত সুন্দরী মেলায় চীর তরুন এক বয়ষ্ক বালক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.