নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মানুষ কেন সৎকাজ করবে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

পৃথিবী বাসী যে অভিজ্ঞতার সাথে পরিচিত তাহলো সততা আর ন্যায়পরায়নতা চিরকাল নিষ্পেষিত-নিগৃহীত । এটা ঐতিহাসিক সত্য যে সত্য ও সুন্দরের আহবান সর্বদা পর্বতপ্রমান দেয়াল আর সাগরের উত্তাল ঢেউয়ের মতো বিপদ মোকাবেলা করেছে । সত্যের সাথিরা সহ্য করেছে অবর্ণনীয় নিপীড়ণ, জুল্-ম, ক্ষুধা-তৃষ্ণা আর সীমাহীন কষ্ট-ক্লেশ । অন্যদিকে বিত্ত-বৈভব আর ক্ষমতার মোহে অন্ধ চরম অসভ্য দুরাচারী জালিম প্রকৃতির মানুষগুলো ভোগ বিলাসিতায় মত্ত থেকেছে তাদের অনেকেই দুঃখ কষ্টের ছোঁয়াই পায়নি । কারণ তাদের কাছে ভোগ বিলাসিতা ছাড়া পৃথিবীর আর কোন কার্যকারিতা নেই । এই চরম ভুল ধারণা তাদেরকে বেপরোয়া করে তুলেছে । ফলে তারা হয়েছে জালিম আর বিপর্যয় সৃষ্টিকারী । পৃথিবীর এ দুই ধরনের মানুষের অবস্থাদৃষ্টে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে কর্মের প্রতিফলে এতো বৈপরিত্য কেন ? এ প্রশ্নের জবাব খুঁজতে গেলে আরো কিছু প্রশ্ন হুমরি খেয়ে পড়ে তা হলো - তাহলে কি পাপাচারিতা আর জুলুমের নাম হক আর সততা সাধুতা এবং ন্যায়পরায়নতার নাম বাতিল ? দুনিয়া কি পুরষ্কারের আসল জায়গা নয় ? নাকি দুনিয়ার স্রষ্টা তার ব্যবস্থাপনায় ভুল করেছেন[নাউযু বিল্লাহ] ? এ প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে তা অনেক বেশি ব্যাখ্যার দাবী রাখে । এই সবগুলো প্রশ্ন মূলত একই সূত্রে গাঁথা । এ পর্য্যায়ে এসে আমি এটাই বলবো যে বিবেককে এভাবে প্রশ্ন করতে থাকলে একসময় আপনি প্রতিফলের জন্য একটি অনন্ত জীবনের যৌক্তিকতাই খুঁজে পাবেন । কারণ বিভিন্ন যুক্তিতে দুনিয়া শাস্তি বা পুরষ্কার লাভের উপযুক্ত নয় । আর মানুষকে অনন্তজিবনের পুরষ্কারের জন্যেই সৎকাজ করতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.