নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কোমল পানীয় কি আসলেই কোমল ?

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৯


উৎসব, অনুষ্ঠান, মেহমান আপ্যায়ন, আড্ডা, পার্টি, গরমে, ক্লান্তিতে যে কোন সময় যে কোন স্থানে এক গ্লাস ঠান্ডা না হলে চলে কেমন করে । কোমল পানীয় দিয়ে আপ্যায়নের সাথে বাড়ীর মান-সম্মান জড়িত । তাছাড়া বন্ধুদের আড্ডা জমে কেমন করে কমপক্ষে এক বোতল ঠান্ডা গিলতে না পারলে । কোক, RC, মোজো, 7-UP, পেপসি, Speed, টাইগার, ঠান্ডা বা কোমল পানীয় যে নামেই ডাকা হোক না কেন আসলে কিন্তু এগুলো ঠান্ডা বা কোমল কোনটিই নয় । এসব পানীয় না পারে তৃষ্ণা নিবারণ করতে আর না পারে কোন রকম উপকার করতে বরং উল্টো ক্ষতি করে । এসব পান করার পর পানির চাহিদা বাড়ে বৈ কমে না । তাছাড়া এসবে নানা রকম ক্ষতিকারক উপাদান আছে যেমন -ক্যাডমিয়াম, সীসা, কার্বন- ডাই -অক্সাইড (CO2), ফসফরিক এসিড, কীটনাশক, সোডিয়াম বাই কার্বনেট, সাইট্রিক এসিড, টারটারিক এসিড, গ্লু, সুগন্ধি রং, প্রিজার্ভেটিভ, স্যাকারিন, সরবিটল , ম্যান্টিল ইত্যাদী । ক্যাডমিয়াম এবং সীসাকে ক্যান্সারের জন্য দায়ী করা হয় । কার্বন-ডাই-অক্সাইডের বিষাক্ত হওয়ার ব্যাপারে কে না জানে অথচ এটাই এসব ড্রিংকসের প্রধান উপাদান । ফসফরিক এসিড হাড় ও দাতের জন্যে অত্যন্ত ক্ষতির কারণ । ইথিলিন গ্লাইকল আর্সেনিকের চাইতে বেশী ভয়ানক; এর প্রভাবে লিভার, কিডনি ধ্বংস সহ ক্লেইন টিউমার হতে পারে । এসব প্রত্যেকটি রাসায়নিক উপাদানই মানব দেহের জন্যে মারাত্নক ক্ষতিকর কারণ বিশেষত শিশুদের জন্যে বেশী ভয়ানক । এসব পানের ফলে শিশুদের খাবারের রুচি কমে যায় , ঘুম কম হয় , লেখাপড়ায় মনোযোগ কমে যায় বুদ্ধিমত্তা ধীরে ধীরে হ্রাস পায় । এছাড়াও রঙিন ড্রিংকস গুলোতে থাকে ক্যাফেইন যা মৃত লাশের পঁচন রোধের জন্যে ব্যবহার করা হয়ে থাকে ।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের এক রিপোর্টে দেখা যায় ভারতের প্রচলিত কোমল পানীয়তে নিন্মোক্ত হারে কীটনাশক পাওয়া গেছে ।
পন্যের নাম ও শতকরা কীটনাশকের হার
1. থামস আপ 7.2%
2. কোক 9.8%
3. 7-UP 12.5%
4. মিরিন্ডা 20.7%
5. মোজো 19.3%
6. পেপসি 10.9%
7. ফানটা 29.1%
8. স্প্রাইট 5.3%
9. ফ্রুটি 24.5%
চিন্তা করুন কি ভয়াবহ অবস্থা । যারা কোল্ডড্রিংকস নিয়মিত গ্রহন করছেন তারা যে নিজেই নিজের উপর স্লো পয়জনিং করে চলেছেন তা হয়তো বুঝতেই পারছেন না ।
কথা না বাড়িয়ে বিদায়কালে শুধু এতটুকু বলবো । খাবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় , কাজেই চমক লাগানো বিজ্ঞাপনে প্রভাবিত না হয়ে একটু সচেতন হোন ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



সোডা খাওয়া বন্ধ করুক জাতি

২| ২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৯

রক্তিম দিগন্ত বলেছেন:
সচেতনতা বৃদ্ধির জন্য ধন্যবাদ।

কোল্ড ড্রিংকস অতটা খাওয়া হয় না আমার। মাঝে মাঝে খাওয়া হয়। তাতে নিশ্চয় তেমন কোন ক্ষতি হবে না?

৩| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৭

ওয়াহিদুল ইসলাম হারুন বলেছেন: খুব ভালো লাগলো সচতেনতার জন্য ধন্যবাদ

৪| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৬

আহা রুবন বলেছেন: ছাগলের মতো যে কোনও জিনিস খাওয়াই খারাপ। সেটা হলুদ, কামরাঙ্গা বা থানকুনি পাতার মতো উপকারি বস্তু হলেও।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৮

সুমন কর বলেছেন: সবচেয়ে কম স্প্রাইট 5.3% !! তাহলে এটাই মাঝে মাঝে খাওয়া যাবে। যদিও খুব কম খাওয়া হয়।

পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮

সায়েদা সোহেলী বলেছেন: পানি রেখে এত কোমল পানীয় খাওয়ার দরকার টা কি আমাদের ্য!!!!???

৭| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৪

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনাদের সরব উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে । সবাইকে আন্তরিক সালাম ।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৫

অতঃপর হৃদয় বলেছেন: সবাই সচেতন হলেই হবে।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭

জিয়িউর রহমান বলেছেন: লেখক ভালই লেখেছেন! ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রিপোর্টর লিঙ্ক যদি দিতেন, তা হলে ভাল হতো। পন্যের নাম ও শতকরা কীটনাশকের হার টেবিলের ৫নং পণ্যটির ব্যাপরে আমার সন্দেহ আছে। আমার জানা মরত যেহেতু মোজো একটি বাংলাদেশী পন্য তাহলে কেন তারা এর পরীক্ষা করল?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.