নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১০

(আমার দেখা একটি স্বপ্নের অনুভূতি)

এমন লাগছে কেন আমার ?
আমার দম যেন বন্ধ হয়ে আসছে এক্ষুনি ।
শ্বাসনালি রোধ করে রেখেছে ভেতর থেকে কেউ যেন ।
চারদিকে তাকিয়ে দেখি সব কিছু অন্ধকার গিলে খেয়েছে ।
সাহায্যের জন্য কাউকে ডাকবো
কিন্তু কাউকে পেলাম না আমার আশে পাশে ।
শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার দিলাম ,
কিন্ত আমার আওয়াজ নিজের কানেই পৌঁছালো না ।
বিছানা ছেড়ে উঠতে গিয়ে মনে হলো
আমি পাথর হয়ে গেছি ।
মনে হলো গোটা পৃথিবীটা চড়ে বসেছে আমার উপর ।
নিজেকে এখন মনে হলো এক কম্পমান কাপুরুষ ।
ভয়ার্ত চোখগুলো উল্টে বের হয়ে আসতে চাইছে যেন একদম ।
এ কিসের যন্ত্রনা ?
মৃত্যু ?
আমি কি পরজীবনের দিকে চলেছি ক্রমাগত ?
একটু পরই শুরু হবে হিসেব-নিকেশ ?
কিন্তু আমার সম্বল তো কিছুই নেই ।
জবাব দেয়ার কোন ভাষা তো আমার জানা নেই ।
আমি নিরুপায় ।
অসহায় আমি ।
বিক্রম সিংহের থাবার ভেতর আমি যেন আশাহত হরিণ ।
এমনি সময় আমার
অসহায়তার উপড় দিয়ে যেন হঠাৎ সাহসের বিদ্যুৎ খেলে গেলো ।
সাহসের উৎস আমার খালিক ।
আমার আশা ভরসার কেন্দ্রবিন্দু ।
তিনিই শুনতে পারেন আকুতি আমার ।
এভাবে নিওনা আমায় হে মালিক !
এমন অপ্রস্তুত আর নিঃম্বল অবস্থায় ।
এই পাপিকে নরকে জ্বালাতে এখনি করোনা মিজানের মুখোমুখি
মাথায় যে রয়ে গেছে অনেক ঋণের বোঝা আমার
এ বোঝা পৃথিবীতেই রেখে আসতে দাও ।
এই দীর্ঘ সফরে পথের পাথেয় সঙ্গে করে আনতে দাও ।
আমার ভেতর থেকে কেউ যেন বললো
"তার কাছে সাহায্য চাইতে যে সালাতের প্রয়োজন" ।
কিন্তু আমি তো
অযু করে আসার শক্তি হারিয়ে ফেলেছি অনেক আগেই
দেহের ভেতর একটু যেন শক্তি এলো
বিশ্বাসের শক্তি
বিশ্বাসের শক্তিতেই
তায়াম্মুম শেষে ইশারায় মগ্ন হলাম সালাতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.