নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬



আমি তাদের ডাকি না কিন্তু তারা
এসে যায় অনাকাংখিত ভাবে ।
তাদের তাড়াতে চাই কিন্ত তারা কোনমতেই
আমার বশ্যতা স্বীকার করে না ।
তারা পালাক্রমে অকষ্মাৎ হুমরি খেয়ে এসে পড়ে
একেবারেই অগোছালো আর অপরিকল্পিতভাবে ।
তারা একেকজন আমার
একেকটা মুহূর্ত কড়ে নিয়ে যায় ।
সেই সাথে রাতের ক্লান্তি বিদারী ঘুমও ।
আর অসাঢ় করে দিয়ে যায়
মস্তিষ্কের স্মৃতি আর কল্পনাশক্তি ।
ওরা জমে ছিল দল বেঁধে
সারাদিনের ব্যস্ততার দেয়ালের ওপারে ।
এখন আমার নিস্তব্ধতার ফুসরতে
জাপটে ধরেছে আমার কল্পনাজগৎ ।
তারা কেউ ভালো, কেউ আবার
মন্দের বাহক, লজ্জাদায়ক ।
কেউ দুশ্চিন্তা আর আশঙ্কার ধারকও বটে ।
কেউবা আবার স্বপ্ন সুনীল ।
তাদের অনেক রং , তুমি হয়তো বলবে
যাদের দেখা যায় না তাদের রং পেলে কোথায় ?
আমি তবে তোমায় সুধাই , তোমরা বিপদ,
শোক আর ভালবাসার প্রকাশক রং কোথায় পেলে ?
এ সবই কল্পনা, যা মানুষ মনের আয়নায় দেখে ।
তারা এক সময়, বিকল করে দেয় আমার মস্তিষ্ককে ।
এরই মাঝে কখন যেনো নিদ্রায় ডুবে যাই
সে সময়ের হিসেব আমার খাতায় থাকে না ।
তারপর পাখির ডাক কিংবা আযানের ধ্বনি
কানের কাছে অনুরণিত হয় ।
সম্মুখে উদ্ভাসিত হয় নতুন এক ভোর ।
কিন্তু বিগত রাতের ভাবনা গুলোর বিক্ষিপ্ত রং
ছড়িয়ে ছিটিয়ে থাকে মনের ক্যানভাস জুড়ে ।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:
মানব মনের বিচিত্র বর্ণালী কবিতার অক্ষরান্তে বিচ্ছুরিত!


ভাল লেগেছে!

২| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:২১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে Click This Link

৩| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৯

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল লাগলো কবিতা।

৪| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৪৩

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত

৫| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


ভাবনার অস্হিরতা

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: চমৎকার নাম দিলেন তো ভাই চাঁদগাজী

৬| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২০

মেহেদী রবিন বলেছেন: ভাবনা ও আবেগের অসাধারণ প্রকাশ

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই মেহেদী রবিন

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই

৭| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর কল্পনা

ভালোলাগা+

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: শুভেচ্ছা

৮| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগল

কবিতায় +

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩২

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার অভিব্যক্তির জন্যে

৯| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

ঋতো আহমেদ বলেছেন: তুমি হয়তো বলবে
যাদের দেখা যায় না তাদের রং পেলে কোথায় ? .. এ পর্যন্ত দারুণ ছিল। ভাল হয়েছে

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:২০

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনি ঠিকই ধরছেন

১০| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনাকেও

১১| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:০৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে।

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.