নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক-সংশয়বাদী ভাইদের প্রতি

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১২

আপনি নির্ভেজাল নাস্তিক অথবা সংশয়বাদী যাই হোন না কেন
অবশ্য এ দুয়ের অর্থাৎ সংশয়বাদ এবং অবিশ্বাসের ফলাফল মুলত
একই । সংশয়বাদ মুলত অবিশ্বাসেরই নামান্তর । আপনার যুক্তি অনুসারে
ঈশ্বর যদি না ই থাকে । তাহলে মানুষ মৃত্যুর পর তার ভালো মন্দ
কাজের জন্যে জবাবদিহী করবে কার কাছে । কথাটা শুনে হয়তো হাসছেন ।
আপনি স্রষ্টা বিশ্বাস না করলে মৃত্যু পরবর্তী জীবন, জবাবদিহিতা কিছুই
বিশ্বাস করবেন না অথচ সৃষ্টি ,পরিচালনা,ধ্বংস, পুনঃসৃষ্টি, জবাবদিহীতা ,পুরস্কার,
শাস্তি সব একই অংকের সমীকরণ । মানব জীবনে এসবের উপর বিশ্বাসের
গুরুত্ব আছে । কেন আছে তাও বলবো । একটা প্রশ্ন আমাকে ভাবিয়ে
তোলে আচ্ছা আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দিন তো একজন মানুষ
কেন নিজের কষ্টার্জিত অর্থ অন্যের জন্যে ব্যয় করবে ? কেন নিজের
ক্ষতি সত্বেও অন্যের উপকার করবে ? মানুষের জন্যে কেন আত্নোৎসর্গ করবে ?
একজন মানুষ সারা জীবন অন্যের জন্যে নিজের সব বিসর্জন দিয়ে গেল ,
আরেকজন সারা জীবন শুধু জুলুম করে গেল । দুইজন মানুষের কর্মের
সর্বশেষ প্রতিফল কি ? যারা পৃথিবীতে শাস্তি বা পুরস্কার কিছুই পেলোনা ।
তাদের কার্যকারিতা কি এখানেই শেষ ? একজন মানুষকে এক হাজার
খুনের দায়ে একবারই মৃত্যুদন্ড দেয়া যেতে পারে, আর পৃথিবী তার অপরাধ
প্রমানিত না করতে পারলে সে রেহাই পেয়ে গেলো । অন্যদিকে মানব কল্যাণে
আত্নৎসর্গকারীর প্রতিদানইবা কি হতে পারে । আসলে পৃথিবী শাস্তি পুরস্কারের
প্রকৃত জায়গা নয় । যদি আপনি আমার প্রশ্নগুলো অবান্তর মনে করেন তবে
আমি বলবো আপনি নিজেকে নিরাপত্তাহীন করেছেন কারণ আপনার কোন
শত্রু নির্জন স্থানে আপনাকে হত্যা করলে অথবা কোন ক্ষমতাধর আপনার সর্বস্ব
করগত করলে সে মূলত কোন অপরাধই করেনি এখানে তার ক্ষমতাই তার এ
কাজের বৈধতা । এক কথায় আপনার বিশ্বাসে বিশ্বাসী হলে "মাইট ইজ রাইট"
এর রাজত্ব কায়েম হবে এই পৃথিবীতে । আপনি নিশ্চই এমনটি চান না ।
জীবনের শেষ পরিনতি সম্পর্কে গাফেল থেকে আপনি জগতের কোন ক্রিয়াকর্মের
অর্থ খুঁজে পাবেন না । হাজারো প্রাপ্তি আপনাকে শান্তনা দিতে পারবে না ।
আমাদের চতুষ্পার্শে সব কিছুর স্রষ্টা একজন আছেন ।
তিনি সৃষ্ট নন ।
তিনি স্রষ্টা ।
কেবলই স্রষ্টা ।
স্রষ্টার কোন স্রষ্টার প্রয়োজন হয় না । বরং সৃষ্টিরই স্রষ্টার প্রয়োজন ।
মৃত্যুর পর মানুষ অনন্ত জীবনের পথে পা বাড়ায় । যেখানে তাকে তার স্রষ্টার
কাছেই সব কৃতকর্মের জবাবদিহী করতে হবে । শাস্তি ও পুরষ্কার লাভ করবে ।
এ বিশ্বাসে বিশ্বাসীদের সকল কাজ অর্থবহ । আর তাদের দ্বারাই পৃথিবীতে
পরহিতে আপন স্বার্থ বিসর্জন দেয়া সম্ভব এবং তাদের দ্বারাই সম্ভব শান্তি
সম্প্রীতি ও সহমর্মিতার পৃথিবী গড়া । তার শান্তি ভোগের মধ্যে নয় বরং
ত্যাগের মধ্যে । কারণ তার বিশ্বাস যে পৃথিবীই চুড়ান্ত ফলাফল লাভের জায়গা নয় ।
সে বেপরোয়া জীবন যাপন করে না কারণ সে জানে যে আমাকে আজকের
প্রতিটি কাজের জন্য জবাবদিহী করতে হবে । আপনার কর্মের অর্থ কি ?
আপনি যে বিশ্বাসের কথা বলছেন আর মানুষকে ইচ্ছায় বা অনিচ্ছায় যার দিকে
ডাকছেন তা কি মানুষের মনকে পরিতৃপ্ত করতে পারে ?
আপনি কি জীবনের চুড়ান্ত পরিনতিকে অস্বীকার করে নিজেকে এবং
আপনার বিশ্বাসে বিশ্বাসীদের বস্তুবাদী, আত্নকেন্দ্রিক ও স্বার্থান্বেষী করে
তোলছেন না ? পরষ্পর নির্ভরশীল মানবসমাজের জন্য নাস্তিকতা কি উপযোগী ?
একটু ভেবে দেখুন । আপনার বিবেককে প্রশ্ন করুন ।
জোর করে নাস্তিক সাজবেন না ।
আমি কাউকে তর্ক বা বাকযুদ্ধে হারানোর জন্য বিষয়গুলো টানছি না ।
আমি নিজে যতটুকু উপলব্ধি করতে পেরেছি তার সাথে আপনাকে শেয়ার
করার চেষ্টা করছি মাত্র ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

আহা রুবন বলেছেন: আপনার উপলব্ধি ভাল। আমি উচ্ছে খাই তেতোর জন্য, আমার ভাই খায় না তেতোর জন্য।

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: চমৎকার উদাহরণ

২| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৯

মার্কো পোলো বলেছেন:

ভাল বলেছেন। নাস্তিকদের বুঝানো যায় না, কারণ তারা অবুঝ। রগ তেড়া থাকলে হাজার বুঝালেও বাতুলতা প্রকাশ করবেই।

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: নাস্তিক কেউ হয় সল্প অনুসন্ধানে কিন্ত সত্যকে গ্রহনের আকাঙ্খা থাকে। কেউ আবার ঘার তেরা বুঝতে চায় না । আমার লেখা প্রথমোক্ত ব্যক্তির জন্য । তবে হ্যা এ ২ শ্রেণীর মানুষ কিন্তু সবক্ষেত্রেই থাকে শুধু নাস্তিক বলে কথ নয় ।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

সেলিম৮৩ বলেছেন: অবিশ্বাসীদের যতই যুক্তি দেখান; শেষ পর্যন্ত "তালগাছ অামার"।

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আমি অবশ্য আপনার কথাকে পুরোপুরি সমর্থন করি না ।নাস্তিক কেউ হয় সল্প অনুসন্ধানে কিন্ত সত্যকে গ্রহনের আকাঙ্খা থাকে। কেউ আবার ঘার তেরা বুঝতে চায় না । আমার লেখা প্রথমোক্ত ব্যক্তির জন্য । তবে হ্যা এ ২ শ্রেণীর মানুষ কিন্তু সবক্ষেত্রেই থাকে শুধু নাস্তিক বলে কথ নয় ।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: এই পাগলদের সাখে র্তক না করাই ভালো!

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: উদঊ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি.... কিন্তু আমি অবাক হলাম । যাদের জন্য এই পোষ্ট তরাই এখানে অনুপস্থিত

৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১২

বার্ণিক বলেছেন: ভাল কইছেন। পুরান কতা অইলেও বার বার কউন দরকার।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: যখন পুরনো অভিযোগগুলো বারবার আসে তখন পুরনো কথাগুলোই বারবার বলতে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.