নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আজকের আকাশে দেখা যাবে সুপারমুন

১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

আজকের আকাশে দেখা দিবে সুপারমুন
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ ছাড়া অন্যকোন উপগ্রহের কথা বলছি না । আসলে ৮৬ বছরের ইতিহাসে আজ পৃথিবীর সবচেয়ে কাছে আসছে চাঁদ । আজ ১৪ নভেম্বর জোছনা টলোমল রাতের আকাশে তাকালে দেখা যাবে অন্যসব রাতের চেয়ে বেশ বড়-সড় একটি চাঁদ । সাধারণত আমরা চাঁদকে বলি রাতের রাণী তবে আজকের চাঁদকে বলতে পারি ৩১৩৯০ চাঁদের মহারাণী । পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার । তবে আজকে চলে আসছে ৩ লাখ ৫৬ হাজার ৫০৯ কিলোমিটারের মধ্যে অর্থাৎ অন্যান্য দিনের চেয়ে ২৭৮৯১ কিলোমিটার বেশী কাছে যা চাঁদের গড় দূরত্বের ৭.২৭ % । ১৯৪৮ সালের পর আজ এমন বৃহদাকার চাঁদের উদয় ঘটতে যাচ্ছে যার উদয় ঘটবে আবার ২০৩৪ সালে ২৫ নভেম্বর আর সেটা হবে আরো ৬১ কিলোমিটার কাছে । এশিয়া এবং অষ্ট্রলিয়ায় আজকের সুপারমুন সন্ধা থেকেই দেখা যাবে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু কয়েকদিন পর পরইতো ইদানিং শুনি সুপার মুন দেখা যাইতাছে !!!!

২| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: বছরে ২ থেকে ৩ বার সুপার মুন হয় কিন্তু আজকেরটা সবচেেয়ে বড় যেটা ৮৬ বছরের রেকর্ড

৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:০১

কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
দেখলাম সুপারমুন অনেকক্ষণ ধরে।
মোবাইল ক্যামেরায় এমন ছবি আনতে পেরেছি।


৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: বাহ চমৎকার । ফটোগ্রাফার বলতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.