নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সাহসের উপমা

২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৮

সাহসের উপমা
আল মাহমুদ

সাহস হলো বিদ্যুৎ চমকের মতো
বিপদ আর মানুষের অসহায়তার উপর দিয়ে
যা হৃদয়ের ভেতর সঞ্চারিত হয় ।
কিংবা ঈমানের উপমা হলো সাহস ।
আল্লাহর পথে হাটতে গিয়ে অনেকেই
ঝড়-ঝঞ্ঝার মধ্যে সেই অলৌকিক চমক দেখতে পান
দেখতে পান রক্তের নদীর ভেতর একটি
পদ্মফুল ভেসে যাচ্ছে-
ফুলটি হলো তোমারই মুখ ।

ভাবো, আল্লাহর পথে বেরিয়ে পড়েছে
অসংখ্য ঘোরসওয়ার
তাদের সামনে আগুন আর গন্ধকের নদী ।
তাদের সামনে রাত্রির অন্ধকার
আর আশার ঝলকানি ।
তাদের বামদিকে
মৃত্যু আর পরাজয়ের হাহাকার ।
কিন্ত ডানদিকে এক বিশাল মাঠ, অফুরন্ত
সবুজের মধ্যে অনন্তকালের বিস্তার ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



আজকাল বাচ্ছারাও এর থেকে ভালো লিখতে পারে।

২| ২২ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫০

ওয়াহিদ সাইম বলেছেন: নির্যাতিত বন্চিত আমি যখন বুঝতে পারি
আমার উপরে চাপিয়ে দেয়া
ভয় দেখানো সব আসমানী উপাখ্যান
আমাকে নিয়ন্ত্রনের কৌশল মাত্র।
তখন লাভ ক্ষতির হিসেব ভুলে যাওয়া
মিথ্যের প্রাচীর উপড়ে ফেলার
প্রচন্ড উম্মাদনাই হলো সাহস।
মৃত্যুভয়হীন এক শারীরিক শিহরণই হলো সাহস।

৩| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: লেখা সুন্দর হয়েছে।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই । সালাম আলাইক ।।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:২৮

ওয়াহিদ সাইম বলেছেন: সালাম আলাইক কি ? :(
[সালামের সঠিক শব্দ হচ্ছে ‘আসসালামু আলাইকুম’ যার অর্থ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর ‘আসসামু আলাইক’ অর্থ, তোমার মরণ হোক। ]
শুধুমাত্র নিছক অপ্রিয় মন্তব্যের জন্য আপনি মন্তব্যকারীদের মরন চান ?!!!!!!!! সেইম !!!!!!!! তার মানে... মুখমে শেখ ফরিদ, বগলমে ইট। আল মাহমুদের বড় মাপের মত কবির ভক্তের এতো নিকৃষ্টতায় কবি নিজেও লজ্জায় মুখ লুকাবেন। শুধু কবির কবিতা আওড়ালেই ভালো মানুষ হওয়া যায় না। কবির কবিতা,দর্শন ও মানবতাকে হৃদয়ংগম করতে হয়।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ । তবে আরবীতে আপনার যথেষ্ট অজ্ঞতা আছে । এটা সালামেরই শব্দ । তাছাড়া অপছন্দ হলেও কাউকে অভিশাপ দেয়া মুসলিমের কাজ নয় বলে আমি মনে করি । ধন্যবাদ । আস সালামু আলাইকুম ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আমি ‘আসসামু আলাইক’ বলিনি । বলেছি সালাম আলাইক । এটা সালামেরই অর্থ । সুন্নাতের পরিপন্থিও নয় । অর্থ ঠিক রেখে বিভিন্ন বাক্যে সালাম শুদ্ধ যেমন ১ বচনে বহুবচনে আলিফ লাম সহ বা ছাড়া । অযথা আপনি বাড়াবাড়ি করছেন। বিকৃত অর্থ নিয়ে আপনি ভুল করেছেন । তাছাড়া আপনার কথা অনুসারে যদি পুরোপুরি সুন্নাত নাও হয় । অন্তত বিকৃত অর্থ তো নয়ই । আশা করি অন্তত আমার উদ্দেশ্য বুঝতে পেরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:০৩

ওয়াহিদ সাইম বলেছেন: 'যথেষ্ট' নয় বরং আরবীতে আমি পুরোপরিই অজ্ঞ। কারন আরবী একটি বিদেশী ভাষা। এটা ইংরেজীর মত দরকারী আন্তর্জাতিক কোন ভাষাও নয়। এটার চেয়ে আমার মাতৃভাষা বাংলার গুরুত্ব হাজারগুণ বেশী। সালাম,শুভেচ্ছা এই সব বাংলায় হওয়ায় শ্রেয়। তাহলে আর আমরা বিদেশী আরবী ভাষার অজ্ঞতায় অভিযুক্ত হতাম না। আমার একটা কমেন্টের জন্য আপনি দিলেন দুইটা। আর বাড়াবাড়ি করলাম আমি ? হাসালেন ভাই।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সমস্যাটা আরবী না জানাতে হয়নি । বিপত্তিটা হয়েছে না জেনে ভুল ধরতে আসাতে । যাই হোক বিদেশী ভাষার পূর্বে মাতৃভাষা আয়ত্ত করা জরুরী তাই বলে বিদেশী ভাষা ব্যবহার করা যাবেনা কেন ? মাতৃভাষার পক্ষে কথা বলছেন অথচ তার উৎস সম্পর্কে জানেন না । বাংলা ভাষাকে আরবী ইংরেজী ফারসীর মতো ভাষাগুলোই সমৃদ্ধ করেছে । আপনি ইচ্ছে করলে এখন থেকে মাতৃভাষা
হতে বিদেশী ভাষাগুলো আলাদা করে কথা বলতে পারেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.