নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সুফিবাদই গ্রানাডার ইতিহাস

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৮


পাপাচার যখন মাত্রাহীন বেড়ে যায়
আর সমাজের পুন্যবান লোকেরা
হয়ে যায় মাত্রাতিরিক্ত সূফী
পরহেজগারিতা ছুটে যাওয়ার ভয়ে
তারা মাটি থেকে চোখ তুলে তাকান না ।
সওয়াবের অঙ্ক বাড়াতে
তাসবিহতে ব্যস্ত জবানিতে
প্রতিবাদের ভাষা সরে না।
ধর্মহীনতা আর সীমালঙ্ঘন দেখে
চোখ বুজে নির্লিপ্ত থাকাকেই যারা
মনে করেন খোদাভীরুতা।
পৃথিবীর ভেতর শান্তি প্রতিষ্ঠায়
সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে
রুখে দাঁড়াবার পরিবর্তে
যারা বেশভূষা আর ইবাদাতখানার ভেতরই
শান্তি আর মুক্তি খুঁজে বেড়ান।
ভেবে বড়ই অবাক হই
গ্রানাডার মসজিদবাসির পরিনতি
এত তারাতারি কেমন করে তারা ভুলে যান!
আরও অবাক হই
রাসুলে আকরাম (স) আর তার সাথীদের
সংগ্রামী ইতিহাস ভুলতে দেখে।
তার চেয়ে শান্তির বানী কে কোনদিন বলেছে?
অথচ রক্তপিচ্ছিল পথেই হাঁটতে হাঁটতে
পাড় হয়েছে তার সারাটি জীবন।
আর তার সাথীদের অনেকেই ছায়ার মতো
আজীবন তার ফেলে যাওয়া পদচিহ্ন ধরেই
পথ চলেছেন অসহ কষ্ট সয়ে ।
মুলত সেই কণ্টকাকীর্ণ পথে
চলার সাহস হারিয়ে
সংসার ছেড়ে সন্ন্যাসের পথে
মুক্তি খুঁজে ফেরার বাতুলতায়
সমাজে জুলুম-পাপাচার সীমা ছাড়িয়ে যায়।
হারিয়ে যায় পাপের অতল সমুদ্রে ।
এমনি করেই একের পর এক
রচে যায় গ্রানাডা, সিরিয়া কিংবা
মিয়ানমারের ইতিহাস ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি তো বাস্তব কথা খুব সুন্দরভাবে তুলে ধরলেন কবিতায়! আমরা মুসলিমরা পুরাই দ্বিধান্বিত অবস্থায় আছি।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১২

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.