নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার খাঁচায়ই কেবল তাকে বন্দী করতে পারো

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

মানুষ:
যাকে তার স্রষ্টাই পাঠিয়েছেন স্বাধীন করে।
কেমন করে তুমি তাকে বেঁধে রাখবে?
তুমি বেঁধে রাখতে পারো শুধু তার দেহ।
কিন্তু তার অন্তর মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে
উড়ে বেড়ায় সপ্তমহি।
লোহার খাঁচায় নয়: তাকে তুমি কেবল
ভালোবাসার খাঁচায়ই বন্দী করতে পারো।
স্বাধীনতার আতিসয্যে কখনো সীমা ছাড়িয়ে গেলে
ধমক কিংবা ছড়ির ঘায়ে নয়, মিষ্ট ব্যবহারেই শুধু
তাকে বশীভূত করতে পারো।
তুমিতো দেখেছো মানুষের স্রষ্টা তাকে কতো ভালোবেসে
আর কতো দরদমাখা ভাষায় উপদেশ দিয়েছেন।
তিনি তো তাদের জন্যে পাঠাননি কোন লোহার খাঁচা
কিংবা কোন লাঠিয়াল বাহিনী।
অথবা কর্কশ স্বরে ধমকাতে একদল ফেরেশতা।
তিনি পাঠালেন হেদায়েত ভরা উপদেশ।
সেই সাথে কোমল হৃদয়ের একজন মানুষ।
যে হৃদয় আকাশের চেয়েও উদার
আর সাগরের চেয়েও বিশাল।
তার মুখে কখনো ধমক শুনেছিলে?
নাকি পেঁচার মতো গোমরা মুখে দেখেছো কখনো?
কি আশ্চর্য্য ! তুমি তাকে দেখোনি?
কোরানের আয়নায় দাড়াও তবেই তাকে দেখতে পাবে।
আরো দেখবে তার জীবনে ঘটে যাওয়া সব চড়াই-উতড়াই।
সবই তিনি মোকাবেলা করেছেন অসীম ধৈর্য্য আর সাহসে।
অটল-অবিচল বিশ্বাসে।
আসলে তোমার সেই বিশ্বাস ধৈর্য্য আর
সাহসের পাহাড় চড়া হয়নি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.