নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোলাহল ত্যাগী

মুহাম্মাদ খাইরুল ইসলাম

মুহাম্মাদ খাইরুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১২




রাতের অন্ধকার
এ অন্ধকার সূর্য না থাকা অন্ধকার
সূর্য এলে এ অন্ধকার নিভে যায়।

অন্তরের অন্ধকার
এ অন্ধকার বিবেক ঘুমিয়ে পড়া অন্ধকার
বিবেক জাগলে এ অন্ধকার দূরে সরে যায়।

অজ্ঞতার অন্ধকার
নিজেকে এবঙ স্রষ্টাকে না জানা অন্ধকার
প্রকৃত জ্ঞান এলেই শুধু এ অন্ধকার কেঁটে যায়।

সমাজের অন্ধকার
অন্যায় জুলুম অপ-সংস্কারের মতো অন্ধকার
ন্যায় ইনসাফ এবঙ সত্য এলে এ অন্ধকার থাকে না।

জীবনের অন্ধকার
জীবনের অর্থ বুঝতে না পারা অন্ধকার
ঘাত-প্রতিঘাতে পথ হারিয়ে ফেলা অন্ধকার
নির্ভূল জীবনদর্শন পেলে এ অন্ধকার মিলিয়ে যায়।

বোধের অন্ধকার
প্রবৃত্তির দাসত্বে ডুবে সকল মানবিক
মূল্যবোধ হারিয়ে ফেলা অন্ধকার
একটা কালবোশেখির মতো তুমুল বিদ্যুত চমক
কিঙবা কালের যে কোন মুহুর্ত বোধের নদীতে
ঢেউ জাগাতে পারে অথবা কখনোই সে অন্ধকার সরে না।

কালের অন্ধকার
এ অন্ধকার সর্বাধিক জটিল অন্ধকার
কালে কালে তিলে তিলে জমে থাকা ভুলের অন্ধকার
এ অন্ধকার সব অন্ধকারের সম্মেলন
এ অন্ধকারে জ্বলে পুড়ে মরে ইতিহাসের চৌদ্দ পুরুষ
এ অন্ধকারের কার্যকর পথ্য দেয়া অনেক বেশী কঠিন
এ অন্ধকার.................................................

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: শুকরিয়া ভাই ! ভালো থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সকল অন্ধকার দূর হয়ে যাক, আলো আসুক অন্তরে, সমাজে, জ্ঞানে, জীবনে সর্বত্র।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৮

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সহমত, অশেষ শুকরিয়া ভাই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.