নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

শুনতে পাও, প্রিয়তম!

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪১

জানতে কি?
কত শত দিন অভুক্ত প্রলাপ আর কান্না দেখার যন্ত্রণা!
জানতে না, জানি জানবেও না।
পালিয়ে যাওয়া সহজ, আমি জানি।
জানি, পালালেই মুক্তি পেতাম এ যন্ত্রণা থেকে।
জানি, পালালেই পেয়ে যেতাম নতুন সুখের নীড়।
কি বলবে? এত বুঝেও কেন পড়ে আছি!
কেন দেখে চলেছি এ কান্না!
তুমি প্রশ্ন বেশি করো।
তোমায় প্রিয়তম ডেকে কিভাবে পালাতাম, বলোতো?
তোমাকে ধমনীতে মিশিয়ে নিয়েছি।
তোমার স্বত্বা ছেড়ে যেতে কি পারতাম!
জানি বলবে, তুমি এমন চাওনি!
তুমি ছেড়ে যেতে চাওনি!
চাওনি তোমার মায়ের এ প্রলাপ!
চাওনি আমার এ শুণ্য চাহনী
আচ্ছা,খুব কি বেশি প্রয়োজন ছিল সেদিন?
আমার গোলাপপ্রীতি নেই তা তুমি জানতে!
জানতে, তোমায় ছাড়া এক দিনও আমার চলবে না।
তবুও চলে গেলে!
যাওয়ার কি খুব প্রয়োজন ছিল?
শুনতে কি পাও তুমি?
হে আমার প্রিয়তম!



--- খালেদা শাম্মী

১৫ তম দিন
মার্চ-২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগিং পাড়ায় আগমন, শুভেচ্ছা স্বাগতম।।☺☺☺

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

খালেদা শাম্মী বলেছেন: স্বাগতম জানিয়ে ধন্য করেছেন। কৃতজ্ঞ আমি নিজাম সাহেব। ☺

২| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ প্রামাণিক সাহেব।

৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

ফরহাদ রহমান বলেছেন: ভাল ছিল আমার ব্লগে এক্তু ঘুরে আসবেন। প্লিজ।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৭

খালেদা শাম্মী বলেছেন: অবশ্যই ফরহাদ সাহেব। ধন্যবাদ।

৪| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২২

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতার প্রকাশ ভঙ্গি বেশ সরল। আবেগময় কবিতা।

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

খালেদা শাম্মী বলেছেন: জ্বী, সরলতা আমার পছন্দের। অনেক ধন্যবাদ আপনাকে এভাবে অনুপ্রাণিত করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.