নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

তোমার নগরীতে

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬



সমাজটা নষ্ট হয়ে গেছে।
আজ মুখ তুলে সমাজে ভাল কথা বলতে নেই,
এ সমাজ ভাল কথা বলার অধিকার দেয় না।
শাস্তি দেয়, চরম শাস্তি!
আত্মবিশ্বাস গুঁড়িয়ে পঙ্গু করে দেয় এ সমাজ।
চুপ থাকা এ সমাজ আমায় বারবার শেখাতে চেয়েছে,
বারবার তার কথা না শোনার শাস্তি আমায় দিয়েছে।
দিয়েছে পঙ্গুত্ব।
আমি কি এ সমাজ চেয়েছিলাম?
আমি কি চেয়েছিলাম মানবতার মৃত্যু এ সমাজে?
এ সমাজ আমার নয়,
এ নগরী আমার নয়।
এ সমাজ তোমার থাক,
নিয়ে নাও এ নগরীও।
তোমার এ নগরীতে আমি মৃত,
আমার মৃত শরীর খুবলে খায় তোমার এ সমাজ!
আমায় থাকতে দাও এ বদ্ধ কুঠুরিতে।
আমার এ একাকীত্বেই লুকিয়ে থাকুক সেই স্বত্বা
যা হারিয়েছে বহু আগেই।
যেখানে আমার নারীত্বে আমি গৌরবিত,
যেখানে আমার প্রতিবাদে হাড় ভেঙে ফেলা হয়না।
হাড়ের মড়মড়ে শব্দে কান বিষিয়ে দেয়া হয় না,
আমাকে বলা হয় না, তুমি মেয়ে।
তোমার কিসের দাম!



--- খালেদা শাম্মী


১৬ তম দিন
মার্চ-২০১৮


সর্বস্বত্ব সংগ্রহীত।

ছবি নেট থেকে।


মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১

ভ্রমরের ডানা বলেছেন:

সমাজ পচে গেছে। বিষাক্ত বিষে নীল নগর।

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

খালেদা শাম্মী বলেছেন: তবুও এ পথচলা সেই সমাজেরই সাথে!

ধন্যবাদ গ্রহণ করবেন।

২| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

গোলাম হাসনাইন আসাদুজ্জামান বলেছেন: এ সমাজ ভাঙ্গতে হবে,
নতুন সমাজ গড়তে হবে।।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:০২

খালেদা শাম্মী বলেছেন: সেই নতুন সমাজের প্রতীক্ষারত হাজারো আমরা...


ভাল কাটুক আপনার এবং সবার দিনগুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.