নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

আমিই সৌদামিনী

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭



তুমি অবুঝ, তুমি সংকীর্ণ
সংকীর্ণাত্মা তোমার সর্বদেহে
তোমার অভিধানে আছে শুধু মহাপ্রয়াণের উল্লাসধ্বনি!
প্রাচুর্যপূর্ণ অহংবোধে তুমি অন্ধ
তুমি শিখেছো দক্ষ হাতে গলাটিপে মেরে ফেলতে
অষ্টপ্রহরের বনিতা ভয়ার্ত চিৎকার করে ওঠে,
বিলীন হয়ে যায় তা তিমিরের সুরেলা স্বরঘাতে
অশ্রুবারি থামানোর নিছক বৃথা চেষ্টা চলে।
তুমি নির্বাক! তুমি দেখেও না দেখার ভান করাতে পটু
তোমার প্রতিবাক্য শুধু অশ্রান্ত হৃদয়ে ঝড়ই তোলে না
রক্তলাল দেহে আগুন জ্বালিয়ে দেয়।
একদিন তোমায় সে দহনে পোড়াবো...
একদিন যন্ত্রণাপূর্ণ বিষাদে তুমি হবে কাতর
সেদিন জানবে, আমি মুক্তমনা ছিলাম
আমি উৎপল ছিলাম, আমিই সৌদামিনী
শুধু তুমি চিনতে পারোনি...!



--- খালেদা শাম্মী


১৯ তম দিন
মার্চ- ২০১৮


সর্বস্বত্ব সংরক্ষিত


ছবি - নেট

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি অবুঝ/
আমি উদার,
আমার সাধ্যি নাই/
আপনার কবিটা বোঝার!

(১৯ তম দিন, মার্চ- ২০১৮) - এটা কি আপনার নতুন আবিষ্কার?

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০০

খালেদা শাম্মী বলেছেন: আপনি ভাল করে পড়েন নি। কষ্ট পেলাম। একটু খেয়াল করলেই বুঝে যেতেন নিজাম সাহেব।
আমিই সৌদামিনী বলতে একজন যে অত্যাচার সহ্য করেও চুপ থাকে কিন্তু প্রতিবাদ করেনা তার ভাল স্বভাবের জন্য। কিন্তু মনে মনে একদিন সব হিসাব মেলানোর ইচ্ছেও পোষণ করে, তার কথা বলা হয়েছে।

হ্যাঁ, ভিন্নভাবে শেষে ওটা লিখে দেই। কারো সাথে মিলে গেলে জানাবেন। পরিবর্তন করে নিব।

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ।

ছুটিতে থাকলে আমি ব্লগের নতুন/পুরাতন সবার লেখা পড়ি। বুঝি বা না বুঝি মন্তব্য করি( ইচ্ছে মত)।

তারিখ আর সাহেব এই দুটো আপনারই নতুন আবিষ্কার।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৯

খালেদা শাম্মী বলেছেন: আমি কৃতার্থ। ধন্যবাদ আপনাকে নিজাম সাহেব।
শুভকামনা রইল। ভাল কাটুক আপনার সময়।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিজাম সাহেব? :):):)
আমাকে সবাই মন্ডল বলে!

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

খালেদা শাম্মী বলেছেন: আপনার অসুবিধা না থাকলে নিজাম সাহেবই ঠিক আছে।

৪| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩১

আকিব হাসান জাভেদ বলেছেন: প্রাচুর্য্য অহংকারের পতন এমনেতেই ঘটবে। সৌদামিনী মারশালাট শিখে রাখতে পারে ।মারশালাট শব্দটা এমনেতেই যোগ করলাম। মনের ইচ্ছা পোষণটা বিদায় দিয়ে দিন । সৌদামিনি প্রতিশোধ নেওয়ার আগুনে জ্বলছে। সে্ৗদামিনী বেশি ভালো মনের নয়।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

খালেদা শাম্মী বলেছেন: ভাল লাগল জেনে যে আপনি আমার কবিতার চরিত্রকে বাস্তব চরিত্র ভেবেছেন আকিব সাহেব। যদি বাস্তব চরিত্র হতো, তাহলে আমিও এই কথাগুলোই এবং প্রতিশোধ কোন সমাধান নয়, এটাই কবিতার চরিত্রকে বলতাম।
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য। ভাল কাটুক দিনের বাকিটা প্রহর।

৫| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার লেখা আগে কখনো পড়িনি আজই প্রথম। সত্যি বলতে কি অসাধারণ লিখেছেন। চালিয়ে যান ভালো অবশ্যই করবেন।

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৮

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে অনন্য সাহেব। অনেক অনুপ্রাণিত হলাম।
ভাল কাটুক আপনার প্রতিটা সময়, এই শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.