নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

জলে ভাসা স্মৃতি

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৩৮


জলের ধারায় গড়িয়ে যাওয়া শুকনো পাতায়,
লেখা থাকুক কোন এক অন্ধ সময়ের নাম।
ভুল সময়ের স্মৃতিগুলো জমা থাকুক সে পাতায়,
হারিয়ে যাক মিছে কষ্ট, ভুলে ভরা ডায়রীতে,
মৃত্যু এসে ছুঁয়ে যাক অসময়ের ডাকে,
মিলিয়ে যাক অমলিন হাসি অধরের প্রান্তসীমায়!
কষ্টগুলো ধুঁয়ে যাক বৃষ্টির নবধারায়,
বিস্মৃত স্মৃতিগুলো জেগে উঠুক নতুন প্রত্যয়ে,
হারিয়ে যাক ভুল দুঃখগুলো, গড়িয়ে যাওয়া জলে।


---- খালেদা শাম্মী


৩য় দিন
মে- ২০১৮

সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি- নেট

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৫০

ইমরান আল হাদী বলেছেন: "হারিয়ে যাক ভুল দুঃখগুলো, গড়িয়ে যাওয়া জলে"
চমৎকার কথামালা

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৫

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ ইমরান সাহেব। ভাল কাটুক আপনার প্রহর।

২| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৪৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে। আপনি পারবেন। শুভকামনা।

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫৪

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রেরণাতেই এগিয়ে চলা। শুভেচ্ছা জানবেন।

৩| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫২

আবু আফিয়া বলেছেন: দু:খগুলো হৃদয় থেকে হারিয়ে যাওয়াটাই ভাল,
ভাল লেগেছে, ধন্যবাদ

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫৫

খালেদা শাম্মী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল কাটুক আপনার প্রহর।

৪| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫২

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:৫৭

খালেদা শাম্মী বলেছেন: আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৫| ০৩ রা মে, ২০১৮ রাত ৮:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতার মতো কঠিন জিনিস যিনি লিখতে পারেন তিনি নিশ্চয়ই খুব ভালো মানুষ। সুন্দর লেখায় এ+।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১২:৩২

খালেদা শাম্মী বলেছেন: একজন ভাল মানুষই অন্যকে ভাল মানুষ বলে কৃথার্থ করতে পারেন। এ+ বলায় আনন্দিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সবসময়, এই কামনা।

৬| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার কবিতা।

০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৫৯

খালেদা শাম্মী বলেছেন: আন্তরিক ধন্যবাদ তারেক ভাইয়া। ভাল কাটুক আপনার প্রহর, এই শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.