নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

চার চারটে মাস

২৫ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৩



চারটে মাস খসে গেল
জীবন খাতা থেকে!
হারিয়ে গেল চারটে মাস
অতল গহ্বরে!
চারটে মাস শিখিয়ে গেল
কত শত ভেদ
লাল কালিমায় লেখা কত
হাজার মনন খেদ!
চারটে মাসের বিভীষিকায়
স্তব্ধতার ঘোরে,
কত প্রলাপ বকেছিলেম
আমজনতার তরে!
মুছে দিয়ে স্মৃতিগুলি,
মনের যত আশ
নরক দেখিয়ে ছেড়ে দিল
চার চারটে মাস!


--- খালেদা শাম্মী


২৫ তম দিন
জুন- ২০১৮


সর্বস্বত্ব সংরক্ষিত
ছবি- নেট

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৩

নূর আলম হিরণ বলেছেন: ছোট ছোট অনুভূতি গুলোর প্রকাশ সুন্দর হয়েছে।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩২

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন এই শুভকামনা।

২| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৪

অপ্রকাশিত কাব্য বলেছেন: আহা! সময় :-(

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৩

খালেদা শাম্মী বলেছেন: সময় কিভাবে কেটে যায় তা যদি উপলব্ধি করা যেত...ইশ!

৩| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৪

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন এই শুভকামনা।

৪| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল আপু। প্রথমে বলি, এতদিন কোথায় ছিলেন??? কবিতাতেও ঠিক ততদিনের ক্ষেদ। এবার পোষ্ট প্রসঙ্গে বলি, এত্ত তাড়াতাড়ি নরক মানছি না মানবো না। মানুষের মাঝো স্বর্ণ নরক, আমরা আপাতত আপনাকে যেতে দিমমু না।

শুভ কামনা রইল।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

খালেদা শাম্মী বলেছেন: শুভ সন্ধ্যা ভাইয়া। দুঃখিত এই দেরীর উত্তরের জন্য। আসলেই হারিয়ে গিয়েছিলাম। কিছু সমস্যা ছিল। তবে ফিরে আসতে যে কতটা আনন্দিত হয়েছি তা বোঝাতে পারব না। আর হ্যাঁ, আপনার কথা যে এত অমূল্য এবং এত অনুপ্রেরণা যোগায় তা কি আপনি জানেন?
শুভকামনা রইল ভাইয়া। ভাল থাকুন সবসময়।

৫| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: অনেকদিন পর এলেন,শুধু চারমাস নয় আস্তে আস্তে কত বছর খসে যাচ্ছে জীবন থেকে তার হিসেব কে রাখে।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১

খালেদা শাম্মী বলেছেন: ঠিক বলেছেন তারেক ভাইয়া। সময় হারাচ্ছে। কত কিছু অপূর্ণ থেকে যাচ্ছে! :(
ভাল আছেন আশা করি। শুভকামনা রইল।

৬| ২৫ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বাহ !!

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১

খালেদা শাম্মী বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন এই কামনা।

৭| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৩

শাহাদাত নিরব বলেছেন: চার মাসের হিসেব টা অনেক লম্বা ।

আপনার লেখায় এটাই আমার প্রথম মন্তব্য ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন, ভাল থাকবেন এই শুভকামনা।

৮| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০

কাইকর বলেছেন: বাহ..........

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন এই শুভকামনা।

৯| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও। ভাল থাকবেন এই শুভকামনা।

১০| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:০১

লাবণ্য ২ বলেছেন: দারুন!

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন এই শুভকামনা।

১১| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:১১

সিগন্যাস বলেছেন: মাত্র চারমাস /:)

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৫

খালেদা শাম্মী বলেছেন: চার মাস হাজার মাসের সমানও তো হতে পারে। :(
অনেক ধন্যবাদ এবং ভাল থাকবেন এই শুভকামনা।

১২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:১৪

ফেনা বলেছেন: আপু কোন চারটি মাস? এবং কেন? কি হয়েছিল?

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

খালেদা শাম্মী বলেছেন: কিছুটা দুঃখজনক সময় আমরা সবাই পার করি জীবনে। সেটাই তুলে ধরেছি ভাইয়া এই কবিতায়। সময় নয়, কিছু নিজস্ব কষ্টের আত্মকথা বলা যায় এই কবিতাকে, ছন্দে ছন্দে।
শুভকামনা রইল ভাইয়া। ভাল থাকবেন।

১৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আবার গেলেন কোথায়?? আমরা যে বড় দুশ্চিন্তায় আছি। এখনোও পর্যন্ত ১২ টা কমেন্ট জমা পড়েছে।প্লীজ দেখা দিন।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

খালেদা শাম্মী বলেছেন: পদাতিক ভাইয়া.... টুকি.... এই দেখুন, চলে এসেছি তো। :)

১৪| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৯

আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর ছন্দ কাব্য ।

২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫০

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আকিব ভাইয়া। ভাল থাকবেন এই শুভকামনা রইল।

১৫| ২৫ শে জুন, ২০১৮ রাত ৯:২৩

মো: মাহমুদুল হাছান বলেছেন: ভালো লাগলো পাঠে।সুন্দর।

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫৩

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১৬| ২৫ শে জুন, ২০১৮ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫৪

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা জানবেন।

১৭| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:১৫

মনিরা সুলতানা বলেছেন: চলে যাওয়া সময় আসলে আমাদের অনেক কিছুই শিখিয়ে যায় ।
লেখায় ভালোলাগা।

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫৫

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল কাটুক প্রহর, এই শুভকামনা।

১৮| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:২৫

সনেট কবি বলেছেন: বেশ।

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫৫

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১৯| ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন....


তবে আরেকটু ভেবে লেখা উচিৎ ছিল। কবিতা অর্থবহ হতো.....


শুভ কামনা রইলো।

২৬ শে জুন, ২০১৮ রাত ১২:৫৮

খালেদা শাম্মী বলেছেন: অর্থবহ মন্তব্যের জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমার অন্য কবিতাগুলির মত ভেবে চিন্তে অর্থবহ কবিতা করা যেত তবে মনের ভাব প্রকাশকেই প্রাধান্য দিয়েছি।
মন্তব্যেই অনুপ্রেরণা। ভাল কাটুক প্রহর, এই শুভকামনা।

২০| ২৬ শে জুন, ২০১৮ রাত ১:৫৪

ওমেরা বলেছেন: পড়তে ভাল লাগল।

২৬ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৪

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল কাটুক প্রহর, এই শুভকামনা।

২১| ২৬ শে জুন, ২০১৮ সকাল ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: খালেদা শাম্মী ,




সময়ের খসে পড়া নিয়ে ছন্দে নেচে নেচে গেছে কবিতাটি।
কবিতাটি পড়তে আমাদেরও কিছুটা সময় খসে গেছে । তবে সে খসে যাওয়া সময়টুকু , ভালোলাগার ।


" ক্ষেদ " শব্দটি সম্ভবত " খেদ" হবে ।

২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮

খালেদা শাম্মী বলেছেন: আন্তরিকতায় ভরা এমন মন্তব্যের জন্য ধন্যবাদ এবং সাজেশনের জন্য কৃতজ্ঞতা। আপনার কেটে যাওয়া প্রতিটা সময় হোক আনন্দের, এই শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.