নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী

ভালবাসি লিখতে। ছোট ছোট অনুভূতিগুলোকে শব্দে প্রকাশ করতে। ভালবাসি দেশ, মাটি ও মানুষকে।

খালেদা শাম্মী › বিস্তারিত পোস্টঃ

আবেগকাহন

২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

তারপর,
নিস্তব্ধ শহরেও আবেগ আনাগোনা করে।
পুরনো মুখগুলোতে সেই চঞ্চল দৃষ্টি,
বহুদিনের পুরনো আবেগ হঠাৎ জেগে ওঠে!

আকাশ দেখা খোলা চোখেও পড়ে ধূলিকণা
ঝাপসা স্মৃতি লেপটে থাকা কাজল কালো চোখে
রিক্ত হাতে মুছে ফেলে এসব অশ্রুধারা।


সময় ফুরোয় নিজের মতোই, আটকে নিজের জালে
যাচ্ছে জীবন, যাবেই কেটে হঠাৎ
অন্তরীক্ষে মিলবে দেখা সেই মাহেন্দ্রক্ষণে!



--- খালেদা শাম্মী


২৬ তম দিন
জুন- ২০১৮


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

কাইকর বলেছেন: সুন্দর

২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৫

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

২| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

স্রাঞ্জি সে বলেছেন: দারুণ।
হে কবি।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৭

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।

৩| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: খালেদা শাম্মী ,



শেষের তিনটি লাইনই হলো --- জীবন দর্শন ।

ভালো লিখেছেন ।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ এমন চমৎকার মন্তব্যের জন্য এবং শুভকামনা রইল।

৪| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

আকিব হাসান জাভেদ বলেছেন: নিস্তব্ধ শহরের আবেগ গুলো ভিষণ কাদাঁয় চার দেয়ালের মতো। পুরনো স্মৃতি গুলো বার বার মনে পড়ে । কেনো মনে করে দিলেন ।
যাই হউক সুন্দর আবেগ কাব্য । ভালো লাগলো সুন্দর কবিতা।সুন্দর

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭

খালেদা শাম্মী বলেছেন: অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৫| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রাকু হাসান বলেছেন: কয়েক লাইলে ভাল একটি কবিতা । হ্যা আমরা প্রতিনিয়ত মাহেন্দ্রক্ষণের দিকে ধাবিত হচ্ছি । ভয় হয় ।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

খালেদা শাম্মী বলেছেন: ধাবিত হলেও অনুভব কয় জনে করে! :(
অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৬| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:




সুন্দর স্মৃতিগুলোতেও হৃদয়ের অবগাহন হোক....

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

খালেদা শাম্মী বলেছেন: এমনই প্রত্যাশা। ধন্যবাদ এবং শুভকামনা।

৭| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ঋতো আহমেদ বলেছেন: অবেগকাহন ভালো লাগলো। শুভ কামনা

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫০

খালেদা শাম্মী বলেছেন: জেনে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

৮| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ আপু। ভাল থাকবেন এই শুভকামনা।

৯| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবেগকাহনে শেষ তিনটি লাইন মনের ভেতর অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। খুব সুন্দর লিখেছেন!

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫২

খালেদা শাম্মী বলেছেন: ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১০| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:২৮

সিগন্যাস বলেছেন: সুন্দর কবিতা

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১১| ২৬ শে জুন, ২০১৮ রাত ১১:০১

পদাতিক চৌধুরি বলেছেন: আপু বেশ অনেকদিন পরে পরপর দুদিনে দুটি সুন্দর কবিতা উপহার দিলেন । এককথায় সহজ, সত্য এবং সুন্দর । কবিতার প্রতি পর্বের তৃতীয় লাইনটি যেন মর্মকথা বলে দিল।

শুভ কামনা রইল।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

খালেদা শাম্মী বলেছেন: ফিরে আসাতেই আনন্দ। আপনার কবিতা ভাল লেগেছে খুশী হলাম। আপনি আনন্দে থাকবেন সবসময়, এই শুভকামনা রইল ভাইয়া।

১২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

খালেদা শাম্মী বলেছেন: অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১৩| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন:

জীবন সময়ে উপরে সবকিছু র্নিভর করে!

জীবনমুখী কবিতা ভালো লিখেছেন+

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৬

খালেদা শাম্মী বলেছেন: অনুপ্রাণিত হলাম। প্লাস পেয়েও ভালোই লাগছে। অনেক ধন্যবাদ শাহরিয়ার ভাইয়া। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.