নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

দম বন্ধ হয়ে আসে

১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯


আজ যাব কার সাথে ছাদে
আজ ছাদে ময়লা পড়ে আছে
আমি একা একা বসি সেইখানে
বাজারে যাব একা!
বেড়াতে যাব!
সবখানে একা যাব তাহলে!
একা একা আমার দম বন্ধ হয়ে আসে
আমার শ্বাসের আলাদা ভাষা আছে
আমি হাটলে ভয়ানক লাগে
সে হাটা সবার মত করে।
কোনদিন দেখিনি একখানে একটি পাখি বসে
সবখানে পাখিরা থাকে একসাথে
গাছেদের ভাষা আছে
সব গাছ থাকে একসাথে।
পুকুরের সাথে আরেকটি পুকুর থাকে
নদীর সাথে নদী বয়ে চলে
আমাকে কিছু দেয়নি কেউ যে!
খেলনা না পেয়ে শিশু একলা বসে আসে
বৃদ্ধ মা ছেলের উপর রাগ করে ঘর ছেড়েছে
কোন কোন ছাদে অনেক লোক আছে!
পৃথিবীর ছাদ ভালোলাগে মানুষের ভীড়ে
অফিস টাইমে কেউ আমাকে একলা করে
যেতে হয় মুখকালো করে!
আমার জন্য কেউ বসে থাকে না যে
আমার জানালা বন্ধ থাকে।
বাইরে থেকে কেউ আমাকে দেখে না যে
আমার শরীর কাঁপে!
আমাকে আর কতকাল কাঁপতে হবে
বাজারের মানুষের ভীড়ে!
আমি একলা করে
পকেট ভর্তি টাকা আমার চাইনা ফুরাতে
আমার বিকাল গেল কাজে
আমি মাঝরাতে আমার ছাদে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.