নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১৪ তম ব্যাচ

খালিদ১৪

১৪ তম ব্যাচ

খালিদ১৪ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে মে, ২০১৫ সকাল ৮:৪৮

মানুষের অনুভূতি
আমি রাস্তার ধুলিকে আলাদা করে দেখি
যে মানুষ থাকে পায়ের নীচে।
উত্তাপে মাটি ফেটে যায়
এ মাটির গন্ধ আমি পায়।
আমি অত্যাচারিত মানুষকে আত্মা দিয়ে দেখেছি
পড়ে যাওয়া মানুষকে ধন্য মনে করেছি।
মানবত্মার বাস্তবতা আছে
পথের ধারে যে পাথর পড়ে আছে।
সে পাথর একদিনে তৈরি হয়নি
সভ্যতা একদিনে গড়ে উঠেনি।
মানুষের কান্না নিষ্পাপ শিশুর মত।
বৃদ্ধ পিতা রাস্তায় ভিক্ষা চাই
মায়ের হাতে ভিক্ষার ঝুলি ।
মানবসভ্যতা অপমানিত হতে চাই না ।
কান্না আমার বাঁধে।
হাসি দেখেছি, মানুষ হাসুক তা আমি চাই ।
আমি মানবত্মাকে খুব ভালোবেসেছি
কিন্তু অত্যাচারিতদের পবিত্র কান্নাকে হার মানাতে পারিনি ।
আকাশে দিকে তাকিয়ে মানুষ কাঁদে
কাঁদে দেয়ালের দিকে চেয়ে
নাকের নোংরা পানি আমার জীবন কাড়ে
আমি আত্মাকে ভালোবাসি ।
যে পানি বুক চুইয়ে পড়ে
তা সংগ্রহ করেছি ,
মানুষের বুকের যে কান্নায় পাথর ফেঁটে গেল
কান্নাকে সারাজীবন মনে রেখেছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.